নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

পিরামিড কাব্য-৩ঃ কংক্রিট প্রেমী

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭



হে
কবি,
দেখনা
এ শহর
কি সুরেন্দ্র,
গান গেয়ে যায়
সকাল দুপুর সন্ধ্যা
নাগরিক কোলাহলে,
ইট সুরকির বোঝার বুকে
সেজেছে বিশ বর্গমাইল দানব,
প্রেমেজর্জর কংক্রিট প্রেমী মানব
চেয়ে দেখ জানালার কার্নিশের ফাঁকে
ছানাপোনা বুকে বাবুই পাখিটা যেথা থাকে,
খড়-খুটারির শক্ত বুনটে বাঁধন-বেধেছে খাসা,
ওর মত ঘর নেইকো, আমি ঘরভাঙা আধুনা চাষা!

উৎসর্গঃ আমার গ্রামকে।
ছবিঃ গুগল

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮

তার আর পর নেই… বলেছেন: পিরামিড কাব্য ভাল্লাগছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ,

শুভকামনা রইল।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

পুলহ বলেছেন: খুব ভালো লাগলো আপনার কবিতা। হলুদ নিয়ে যেটা পড়েছিলাম, ওটার চেয়ে বেশি আনন্দ পেলাম এবারে :)
শুভকামনা পরের পিরামিড কাব্যের জন্য!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ পুলহ ভাই। অনুপ্রাণিত হলাম।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই, মন্তব্যে ভাল লাগা রইল।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

অগ্নি সারথি বলেছেন: কবিতা লিখতে পারিনা। আপনি লিখেন, তার উপর আবার পিরামিড বানান। পিরামিডে অভিব্যাক্তি তুলে ধরেন। অসাধারন ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১

ভ্রমরের ডানা বলেছেন: কি আর বলব ভাই, নেই কাজ তো খই ভাজ অবস্থা। চেষ্টা করি আর কি! তেমন কিছু নয়। আপনাদের লেখার আশেপাশে যেন থাকি সেই দোয়া চাই।

আপনার লেখা আমার খুব ভাল লাগে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: তিনটে এমন কবিতা পড়লাম সম্ভবত। মাঝেরটা একটু নড়বড়ে লাগলেও এটা দারুণ। মুগ্ধ প্রিয় ডানা ভাই। +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ রাজপুত্র ভাই, মন্তব্যে ভাল লাগা রইল।


কবিতায় কি লেখব আর

পরিচয়ে যখন লেখেছি

মনের আনন্দে লেখি ছাইপাশ!

তবুও আপনার ভাল লেগেছে জেনে

অধমের স্বার্থকতা!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

সুমন কর বলেছেন: খড়-খুটারির শক্ত বুনটে বাঁধন-বেধেছে খাসা,
ওর মত ঘর নেইকো, আমি ঘরভাঙা আধুনা চাষা!
--চমৎকার লাগল।

+।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ প্রিয় সুমন ভাই, অনুপ্রাণিত করে গেলেন।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। কনক্রিট না কংক্রিট হবে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: বানান ঠিক করলাম। ভুল ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ প্রিয় হামা ভাই! আপনার আগমনে অনুপ্রাণিত হলাম।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৭

মিহির মিহির বলেছেন: খুব ভালো লাগলো।পিরামিডে ++++++
শুভকামনা জানবেন। :) :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ মিহির মিহির! আপনার প্রতিও রইল অশেষ শুভকামনা!!

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কল্লোল পথিক বলেছেন:



কবিতা খুব ভাল লেগেছে।
কবিতায়++++++++++++++++++++++
ধন্যবাদ ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই, বাসন্তী শুভকামনা রইল।

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব ভালো লাগলো।আঙ্গিকটা বেশ মন কেড়েছে। পিরামিড ছাড়াও ভবিষ্যতে আরও নানা আকারের নিরীক্ষার প্রত্যাশাও রাখছি আপনার কাছে। অযুত শুভকামনা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: সময় করে পাঠ করেছেন এতেই আমি খুব খুশি।


পিরামিড ছাড়াও ভবিষ্যতে আরও নানা আকারের নিরীক্ষার প্রত্যাশাও রাখছি আপনার কাছে।

আপনার কথা রাখার জোড় প্রচেষ্টা থাকবে। জানি না শেষতক কি হবে, তবে চেষ্টা আমি করবই!

খুব ভাল থাকবেন প্রিয় ব্লগার! শুভকামনা!

১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! বেশ'তো!!!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ বোকা ভাই। :)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১১:১৯

রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার কবিতা।পিরামিড কাব্যে... ;) ++++++
সাথে অন্য আঙ্গিকের কবিতাও পাব আশাকরি

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫১

ভ্রমরের ডানা বলেছেন: জি সামনেই পাবেন আশা করি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.