নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

পিরামিড কাব্য-৭ঃ ধোঁকাবাজির সফলতা

১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫




কি
বসে
ভাবছ
কবি তুমি,
কিসে মগ্ন মন।
চেয়ে দেখ এ ধরার
মাঝে মানুষ ধরেছে পণ!
যায় যাক মান তবু পরোয়া
করেনা আনি ঝুলি ভরা অর্জন!
বন্ধুর বুকে বসে ছুরি, হায় বন্ধুবর!
হাসি ভরা ছলনায় সে মুখোশে গুপ্তচর!
সফল হতে মানুষ মানুষে লাগে রেশারেষি,
বিচার মানি তালগাছ আমার বন্ধুত্ব পরদেশী।
মনুষ্যত্ব ভেসে গেছে আজ চারিদিকে কপটতা,
সুখপ্রাসাদে সুখ নেই কবি, ধোঁকাবাজির সফলতা!

ছবিঃ গুগল

উৎসর্গঃ নিঃস্বার্থ মানবকে!

মন্তব্য ৩৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৩

জেন রসি বলেছেন: সবগুলো মিলে দেখি পিরামিড মহাকাব্য হয়ে যাবে। :)

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: তাই নাকি জেনি ভাই, পিরামিডীয় মহাকাব্য হলে মন্দ নয়! কি বলেন?


সে যাকগে পিরামিড ভাল লাগছে কিনাসেটা বললেন নাতো!



পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ!

২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:০০

অপঠিত দৈনিকী বলেছেন: সৃষ্টিশীল ধারণা

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:
ব্লগে স্বাগতম!!

পাঠে ও কমেন্টে ধন্যবাদ জানবেন।

৩| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪০

কল্লোল পথিক বলেছেন:





বাহ!চমৎকার হয়েছে।
পরের পিরামিডের অপেক্ষায় রইলাম।

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ কল্লোল ভাই।

৪| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:০৫

সুমন কর বলেছেন: মনুষ্যত্ব ভেসে গেছে আজ চারিদিকে কপটতা,
সুখপ্রাসাদে সুখ নেই কবি, ধোঁকাবাজির সফলতা!
-- সুন্দর হয়েছে।

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

ভ্রমরের ডানা বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ সুমন ভাই। অনুপ্রাণিত হলাম!

৫| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ একটি কবিতা --- দারুন হয়েছে

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অশেষ ধন্যবাদ!

৬| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩২

মিজানুর রহমান মিরান বলেছেন: বন্ধুর বুকে বসে ছুরি, হায় বন্ধুবর!

সমকালীন সত্য..

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

ভ্রমরের ডানা বলেছেন: বাস্তবতা ভাই, উপেক্ষা করা যায় না!

অতীতেও মেরেছে এখনো মারছে।

বন্ধু নির্বাচনে সাবধান!

৭| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

প্রামানিক বলেছেন: পিরামিড কাব্য ভাল লাগল। ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ প্রামানিক ভাই!

৮| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

জেন রসি বলেছেন:
পিরামিডের কারিগর দক্ষ!

ভালো না লাইগা উপায় আছে? ;)

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

ভ্রমরের ডানা বলেছেন: দক্ষ কিনা জানি না তবে ভাল লাগছে জেনে খুশি হলাম!

সাথে থাকার জন্য ধন্যবাদ জেনি ভাই :)

৯| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:


বেশি মাত্রায় ভালো। :)

কিপ ইট আপ।

পিরামিডের রাজপুত্র না হও মমি হবা শীঘ্রঈ। (আপনি)
বেইবি। ;)

১৩ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৯

ভ্রমরের ডানা বলেছেন: বেইবি,

হিট ইট!

মমি বা রাজপুত্র যাই বল না কিচ্ছু এসে যায় না!

আমি কারিগর হয়েই খুশি!

এই খুশিতে একটা গান মনে পড়ল


আ খুশিছে খুদ খুশি কারলে!!

ইয়ে!


মন্তব্যে মজা পেলুম!

=p~

১০| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৭

অগ্নি সারথি বলেছেন: বরাবরের মতই সুন্দর।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: পাশে থাকার জন্য ধন্যবাদ!

অনেক অনেক শুভকামনা রইল! ভাল থাকবেন নিরন্তর!

১১| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালো, কবি। নতুন ডিজাইনের কবিতা দেখতে চাই।

১৩ ই মার্চ, ২০১৬ রাত ১১:০০

ভ্রমরের ডানা বলেছেন: নতুন কোন ডিজাইনে লেখব বুঝতে পারছিনা। তবে পিরামিডে লেখতে ভালই লাগছে হামা ভাই!


একটু স্টাডি করতে হবে!

১২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩২

দিয়া আলম বলেছেন: বাহ! চমৎকার

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ! ধন্যবাদ!
ব্লগে স্বাগতম!

১৩| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৪

বিজন রয় বলেছেন: অসাম।
বরাবরের মতো।

++++

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ বিজন ভাই!

১৪| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

মৃত শঙখচীল বলেছেন: ব্যতিক্রমী কবিতা।
অসাধারণ।
তবে একটু লক্ষ্য করে দেখেন কবিতাটি সমকোণী ত্রিভুজ কবিতা।
দুইটি সর্বসম সমকোণী ত্রিভুজের লম্ব একত্রিত করলে পিরামিড সেপ হয়।

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২২

ভ্রমরের ডানা বলেছেন: ব্লগে পিরামিড সাজিয়ে লেখা সম্ভব নয়। কারন লেখন পদ্ধতিগত সমস্যা। তবে খাতায় লেখলেই পিরামিড হয়ে যাবে। প্রথম থেকে শেষ লাইনের ক্রমবৃদ্ধিটা এভাবেই ঘটানো হয়েছে যাতে লেখার সময় পিরামিড হয়ে ওঠে!

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ!

১৫| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৯

মৃত শঙখচীল বলেছেন:
সমকোণী ত্রিভুজ

সমকোণী ত্রিভুজ

পিরামিড

১৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

ভ্রমরের ডানা বলেছেন: খাতায় লেখা সম্ভব, ব্লগে নয়!

১৬| ২০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগে আপনার পিরামিড কবিতা বয়ে নামতে।

আপনি কবি না, শিল্পী।

২০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ!! একে বারে আপ্লুত হয়ে গেলুম! এভাবে কেউ কারো প্রশংসা করে!


আমি কবি, শিল্পী কেউ নই! কেউকাটা মানুষদের এত বোঝা সইবে না!

কবিতা পাঠে নিরন্তর শুভকামনা!

ভাল থাকবেন!

১৭| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




যাক্‌, এবারে নামা গেলো খুব সহজ ভাবে ।
মনুষ্যত্ব ভেসে যাওয়ার কথা , চারিদিকে কপটতার কথা বলেছেন ।
কিন্তু হায়রে মানুষ !!!!!!!!!!!!!!!!

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

ভ্রমরের ডানা বলেছেন: আদিতম নিদর্শন শুধু মাত্র, শারীরিক বিবর্তন হয়েছে, চারিত্রিক নয়! অনেক পশুর বাস আজ মানব মনের জংগলে! কবে যে নিরাপদ হবে সে শ্বাপদসংকুল সেই ভাবনায় আমাদের ডুবে যেতে হবে!


আপনার উপস্থিতি অনুপ্রাণিত করেছে জী এস ভাই। শুভকামনা জানবেন!

১৮| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

১১ ই মে, ২০১৬ দুপুর ২:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.