নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

পিরামিড কাব্য-৮ঃ নইলে আজ দস্যু হবে

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৮



আজ
ব্যাথিত
বুকে কষ্টের
শ্লোগান নিয়ে
বয়ে চলেছি শব্দ
মিছিল, কোন ছন্দ
নেই, কোন সুর নেই!
নির্বাক কবিতার রাজপথে
তাজা তাজা রক্ত, ছেয়ে গেছে
ঢাকা থেকে কুমিল্লা হয়ে বাংলার
প্রতিটি গলিতে গলিতে দাবানল হয়ে,
আজ কোন প্রস্তরে শোকপ্রস্তাব নয় চাই
ফেরত প্রতিটি অনাবৃত পুষ্পকলি, প্রতিটি
মায়ের শূন্যবুক, বাবার প্রিয় আদুরী রাজকন্যা,
নইলে আজ দস্যু হয়ে যাবে কিছু মশাল অনন্তরুপে!

বিঃ দ্রঃ তনু হত্যার বিচার চাই! এই পাশবিকতার সর্বোচ্চ শাস্তি চাই!

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: তনু হত্যার বিচার চাই! এই পাশবিকতার সর্বোচ্চ শাস্তি চাই!

+।

২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ সুমন ভাই! শুভকামনা রইল!

২| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর লিখেছেন। আপনার সঙ্গে সহমত পোষন করছি।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫১

ভ্রমরের ডানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন!!!

প্রতিটি ধর্ষন হত্যার বিচার চাই!

৩| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:০৫

তানজির খান বলেছেন: তনু হত্যার বিচার চাই। কলম চলছে চলবে। ভাল লিখেছেন

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫২

ভ্রমরের ডানা বলেছেন: প্রতিটি ধর্ষন হত্যার বিচার চাই!

৪| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১১:৪২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

শুধু তনু না তনুর মতো সব মেয়েদের অত্যাচারের বিচার চাই।

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: আসলেই তাই, প্রতিটি ধর্ষন হত্যার বিচার চাই!

৫| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১

শায়মা বলেছেন: তনু হত্যার বিচার চাই! এই পাশবিকতার সর্বোচ্চ শাস্তি চাই!


আরও ঘরে বাইরে সর্বত্র আমাদের বিবেক হোক জাগ্রত।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

ভ্রমরের ডানা বলেছেন: খুব খারাপ লেগেছে আপু! কোন সুপার পাওয়ার পেলে সবার আগে ওই খুনি শায়েস্তা করতাম!

৬| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৭

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,



চাই
ফেরত প্রতিটি অনাবৃত পুষ্পকলি,
প্রতিটি মায়ের শূন্যবুক, বাবার প্রিয় আদুরী রাজকন্যা.......


স্নিগ্ধ এই লাইনগুলোতে এক তীব্র দাহনের দাবানল ছড়িয়ে গেলেন ।

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪১

ভ্রমরের ডানা বলেছেন: অনেক কষ্ট হয়েছে, চোখে কান্না এসে গেছে এই লাইন কটি লেখার সময়!

কবিতা পাঠে ধন্যবাদ প্রিয় জী এস ভাই!

৭| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০০

আমিই মিসির আলী বলেছেন: শুধুই তনু না, সকল ধর্ষিতার ধর্ষেকের বিচার চাই।
কবিতা তো এমনই হওয়া চাই।
যেখানে ফুটে উঠবে বর্বরতা,
যেখানে থাকবে সামাজিক অবক্ষয়।
+

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪২

ভ্রমরের ডানা বলেছেন: আপনার মন্তব্যে প্রীত হলাম মিসির ভাই। সাথে থাকার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।

৮| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর খুব

১১ ই মে, ২০১৬ দুপুর ২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: সিরিয়ালি পড়েই যাচ্ছেন দেখছি।


আপ্লুত হলাম।

৯| ১১ ই মে, ২০১৬ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে ব্লগ পড়ার সময় পাওয়া যায় না । আজ আপনার ব্লগে ঢুকে লেখাগুলো ভাল লাগল এবং তাও ছোট লেখা বলে :)

১১ ই মে, ২০১৬ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন: যাক এতদিনে একজন পাঠক পেলুম। বলেন কি খাবেন?


চা কফি আইসক্রিম?

১০| ১২ ই মে, ২০১৬ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অবশ্যই আইসক্রিম
হ্যা আইসক্রিমই খাবো
কিন্তু পোষ্ট দিলে যে কখন পোষ্টগুলো চোখের আড়াল হয়ে যায় দেখতেই পািইনা

আপনার পোস্ট দিলেই কিভাবে পাব তাৎক্ষনিক? ফেইসবুকে আইডি দিয়েন
যোগাযোগ থাকবে

২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৭

ভ্রমরের ডানা বলেছেন: ফিরে আসুন কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.