নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

মেটালিরিক আগুনে পুড়ছি

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫




আমি জ্বলছি,
আমি স্বকীয় ভংগীতেই
জ্বলছি।

দাউদাউ করে নয়, নিভুনিভু করেও নয়,
আমি জ্বলছি।

নিঃশেষিত আগুনের ফুলকিদের দোলায়
আমি দুলছি,
উত্তপ্ত মরুর তখতে তাউস
আমি দুলছি।

হ্যা হ্যা হ্যা আমি দুলছি।

সবিতার হোমে আমি পুড়ছি,
ঝুরঝুরে ঝাউবাতির মত
আমি জ্বলছি।

কখনোই একখন্ড বরফ হতে পারিনি
তাই আমি জ্বলছি।
হাতে হাত রেখে সবিতার চোখে
আমি জ্বলছি।

ওর চোখের আগুনের সর্পিল ভাজে ভাজে
যে মুগ্ধতা,
তা দেখেই আমি জ্বলছি।

এভাবে দুলব আরো কটি বছর
এভাবেই জ্বলবো আরো কটি বছর,
হ্যা হ্যা হ্যা
এভাবেই এভাবেই এভাবেই
আমি পুড়িয়ে দেব আমার আমিকে এভাবেই।

হ্যা হ্যা হ্যা এভাবেই।

হ্যা হ্যা এভাবেই, এ ভা বে ই, এ ভা বে ই।



মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৪৬

ভ্রমরের ডানা বলেছেন: প্রথম মন্তব্যে ও ভাল লাগা পেয়ে আপ্লুত হলাম।

২| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

চুঙ্গিওলা বলেছেন: [link||view this link]

সুন্দর +্

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: ইহা কি ছিল?

৩| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৪৩

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: ) ধন্যবাদ

৪| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো তো।

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ধন্যবাদ হাসান ভাইয়া।

৫| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:১৮

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




এভাবেই ধিকি ধিকি জ্বলতে থাকলে ডানা যে পুড়ে যাবে ! ভ্রমরের গুঞ্জন যাবে থেমে ।
আমরা আপনাকে কই পাবো ? চিন্তায় ফেললেন এমন সুন্দর কবিতা লিখেও .............
++

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৫৫

ভ্রমরের ডানা বলেছেন: প্রিয় জী এস ভাই,

কবিতায় আপনার লম্বা কমেন্টগুলা আমাকে বড্ড ভাবায়। আমি গভীরভাবেই ভাবি আপনার কমেন্টের কথা গুলো।

মনে হয় কে যেন গুরুগম্ভীর স্বরে আমাকে কিছু বোঝাচ্ছেন। কিন্তু সেই ভাষা শোনে আমার ভয় লাগছে না। খুব আনন্দ হচ্ছে।

কারনটা কি ঠিক আজো বোঝা হল না।

আগুনের পতঙ্গদের আগুনের ফুলকিতেই পেখম খোলে, অন্ধকারে নয়। কবি, এক ভ্রমরের গুঞ্জন থেমে গেলে বসন্তের কি এসে যায়।


ফুল ফুটছেই ফুল ফুটবেই।



পাঠে ও কমেন্টে অশেষ কৃতজ্ঞতা।

৬| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: সময় আসে ধিকি ধিকি জ্বলার
লেখায় +++++

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৫৭

ভ্রমরের ডানা বলেছেন: মনিরা আপু,

আপনাকে ব্লগে পেয়ে খুব ভাল লাগছে। কতদিন পর।


কেমন আছেন আপু? সব ভাল তো!


আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

৭| ০৯ ই মে, ২০১৬ রাত ১০:৪৬

মুসাফির নামা বলেছেন: এভাবেই জ্বলবো আরো কটি বছর,
ফায়ার সার্ভিসে খবর গেছে,আর জ্বলতে হবে না।


সুন্দর কবিতা।

০৯ ই মে, ২০১৬ রাত ১১:৫৯

ভ্রমরের ডানা বলেছেন: এ আগুন পানিতে নয়, মধুতেই নিভবে। তাই ফায়ার সার্ভিস নয়, পুস্পগলিতে খবর পাঠিয়েছি। দেখি কি হয়!

:P

পাঠে ও কমেন্টে ধন্যবাদ ভায়া।

৮| ০৯ ই মে, ২০১৬ রাত ১১:১০

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

১০ ই মে, ২০১৬ রাত ১২:০২

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে অসংখ্য ধন্যবাদ সুমন ভাই।


আপনার উপস্থিতি পেয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি।

৯| ১০ ই মে, ২০১৬ রাত ৩:০০

তানজির খান বলেছেন: ভাল লাগলো

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ তানজির ভাই।

১০| ১০ ই মে, ২০১৬ রাত ৩:২২

পবন সরকার বলেছেন: ভালো লাগলো।

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে অনেক অনেক ধন্যবাদ।

১১| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:২৫

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর।
সবিতার হোমে আমি পুড়ছি,
ঝুরঝুরে ঝাউবাতির মত
আমি জ্বলছি
-- বেশ!

১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় আপনার উপস্থিতি অনুপ্রেরণা দিয়ে গেল।

অনেক ধন্যবাদ প্রিয় লেখক। ভাল থাকবেন।

১২| ১১ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

শায়মা বলেছেন: এইভাবে নিজেকে জ্বালিকে পুড়িয়ে দিওনা ভাইয়া।

১১ ই মে, ২০১৬ রাত ১১:১৮

ভ্রমরের ডানা বলেছেন: জ্বালাপোড়াতেই জীবনের আনন্দ!

যত বার জ্বলেছি ফুলকি হয়ে, তত বার খুঁজে পেয়েছি নতুন আমিকে।


এ জ্বলা শেষ হবার নয় আপু!


হা হা হা।

কবিতা পাঠে ধন্য হলাম।


শুভকামনা!!

১৩| ১১ ই মে, ২০১৬ রাত ১১:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জন্ম থেকে জ্বলছি মাগো আর কতকাল বল সইব,
এবার আদেশ কর তুমি আদেশ কর ভাঙনের খেলা খেলব ।

এত জ্বলাজ্বলি কেন? এদ্দিন কই ছিলেন?

১২ ই মে, ২০১৬ রাত ১২:১৯

ভ্রমরের ডানা বলেছেন: উনুনে আছি বসে
ঘুটের জ্বালা ঠেসে।


ভায়া এ কদিন বনবাসে ছিলাম।

আপনি এসেছেন এখন তো আসা লাগবেই। দিনকাল কেমন চলে ভায়া?

বড্ড মিস করি আপনাদের!

১৪| ১২ ই মে, ২০১৬ সকাল ৭:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনকাল ভয়াবহ খারাপ চলছে । বড্ড অস্থিরতা!

১২ ই মে, ২০১৬ সকাল ১০:২৬

ভ্রমরের ডানা বলেছেন: নিজের যা অবস্থা তা বলার মত নয় হে, কবি!


বড্ড গল্পখানা শেষ করতে পারছি নে! কবে যে শেষ হবে তাই ভাবছি!

১৫| ১৪ ই মে, ২০১৬ সকাল ১০:৪৪

হুকুম আলী বলেছেন: এনামের আগুন তো কোনদিন দেখি নাইরে ভাই?

১৫ ই মে, ২০১৬ রাত ২:১১

ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.