নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

প্রান্তিক হ্রদ

১৫ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩



চল যাই প্রান্তিক হ্রদের পাড়ে,
সেখানে হলদে হলুদ বনে,
বাহারিয়া ফিঙে পাখির সনে
গাইব সবুজের গান ঐকতানে।

শুধু তাই নয়,
আবক্ষ ওই সবুজ পাহাড়ের খোলা ময়দানে
স্বচ্ছ জলের দামে কিনে দেব সহস্র জোছনা,
সাজিয়ে দেব প্রতিটি রাত তারায় তারায়।

এই লেকের নিবিড়ে
নক্ষত্রের রহস্যঘন বনের মত
তোমার চুলের ভাজে গুঁজে দেব
পুষ্পিত হলুদ ভোরের সূর্য!

গোধূলিবেলায় ঝরে পরা
হলুদের ফুলকির সাথে ঝরে যাব
তোমার আঙিনায় টুপটাপ টুপটাপ।

ভোরের শিশিরজলের মুক্তো কনার মত
নির্লপ্ত শুভ্রতার চাকচিক্যময় তোমার হাসি,
জমিয়েছ যত বুকে অভিমানী উর্মি,
আছড়ে ফেল প্রান্তিক জলে।

সহস্র বছর পর আবারো
বসন্তের রাধাচূড়ার
মত জেগে
উঠ
পেখম মেলে
আগুনের ফুলকি সাজে
আঁকাবাকা পাহাড়িয়া ঢালে।

এই তো চাই,
মুক্ত জীবন, খোলা হাওয়া,
বিশুদ্ধ বায়ুগতি, চকচকে দিঘীজল,
আর, নান্দনিক নীড়ে দুটি চুড়ুই ছানা ।

সবুজের সমারোহে আবৃত তুমি আমি,
স্বপ্ন নয়, অনুভব কর
দুটি হাতে কলাপাতার মোম,
পায়ের পাতায় নরম বালুকনা,
বুক অবধি শীতল পানির ছোঁয়া,
নাসারন্ধ্রে কাচা মাটির ঘ্রান,
চোখে জল এসে যায়,
ফুসফুসে হাহাকার বাণ ।

এই ইট কাঠ পাথরের
ধূসরতা চিড়ে যে পথ সবুজের দিকে,
সব ভুলে চল যাই চাষাভূষাদের
সেই প্রান্তিক হ্রদে!

সেখানে গেলেই
কবিতার মালায় সাজিয়ে দিব
তোমার মনের গলির প্রতিটি তোরণ,
কালশে সবুজ পাতার বনেদিপনায়
মাতাব প্রতিটি মহল।

এই সবুজের নক্ষত্রপথে
যে অবয়ব নেত্র তুমি
রয়েছ রবে ছায়াপথে
কবির প্রান্তিক হ্রদ চুমি।

উৎসর্গঃ সবুজের মাঠকে, দিঘীর জলকে যাদের কাছে আমি অনেক ঋণী।
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত।

মন্তব্য ৩৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:০২

প্রথম কথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভাল লাগল।

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও প্রথম কমেন্টে অনেক অনেক শুভেচ্ছা রইল।

২| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:১২

মোস্তফা সোহেল বলেছেন: অনেক সুন্দর হয়েছে

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অনেক অনেক ধন্যবাদ মোস্তফা সোহেল ভাই।

৩| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:১৮

চাঁদগাজী বলেছেন:


মেয়েদের মন সহজে গলে যায়

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৪৯

ভ্রমরের ডানা বলেছেন: হুম, এ কথা সত্য বলে নিশ্চয় আপনি প্রমান পেয়েছেন। তবে মন গলানো সহজিয়া কাজ নয় ভায়া, ট্রাই করে দেখতে পারেন।


কবিতা পাঠে ধন্যবাদ।

৪| ১৫ ই মে, ২০১৬ সকাল ১১:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫১

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অশেষ ধন্যবাদ প্রিয় সাধু ভাই।

শুভকামনা রইল।

৫| ১৫ ই মে, ২০১৬ দুপুর ১২:১৬

জেন রসি বলেছেন: কিছুক্ষনের জন্য হলেও ইট, কাঠ, পাথরের এই জঙ্গল ছেড়ে অন্য কোথাও থেকে ঘুরে আসলাম। প্রকৃতি এবং প্রিয়তমাকে একই ফ্রেমে এনে আপনি চমৎকার আবহ তৈরি করতে পারেন।

১৫ ই মে, ২০১৬ দুপুর ১:৫৩

ভ্রমরের ডানা বলেছেন: এই যে,, আপনি ঘুরে এলেন এতেই লেখার স্বার্থকতা। খুব ভাল লাগল আপনার কমেন্ট পড়ে।

আপনার প্রশংসায় আপ্লুত ও অনুপ্রাণিত হলাম। অনেক অনেক ভাল থাকা হোক।

৬| ১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:১৫

হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো ঝকঝকে, চোখ বন্ধ করলেই দেখা যায়। দারুণ ভিজুয়াল!

১৫ ই মে, ২০১৬ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও মুগ্ধকর মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ হামা ভাই।

৭| ১৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

অগ্নি সারথি বলেছেন: সুন্দর!

১৫ ই মে, ২০১৬ রাত ৮:১৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে অসংখ্য ধন্যবাদ অগ্নি সারথি ভাই।

৮| ১৫ ই মে, ২০১৬ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: ভ্রমরের ডানা ,




সবুজের মাঠ, দিঘীর জলকে ঋণী করে গেলেও কিন্তু কবিতায় ডাক দিয়ে গেছেন তাকেই , যার চুলের ভাজে গুঁজে দেবেন
ভোরের সূর্য !
তার পরে এই তো চাই বলে, নান্দনিক নীড়ে দুটি চুড়ুই ছানার বাসনা করেছেন । যমজ হয়ে গেলোনা ? :( :P

আজকাল কিন্তু এই শ্লোগান চলে - " একটি শয়তানই যথেষ্ট .." । B:-/ :-P

"অবক্ষ" শব্দটি কি "আবক্ষ" হবে না ?
ভালো লাগা ++

১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: জী এস ভাইয়া দেখি ভালই কবিতার ব্যবচ্ছেদ করেছেন। কি আর করব ভায়া বলুন এই তো সময় তাই একটু ফাল দিয়ে লিখে দিলাম। আর তো আপনার মত কিছু পারি নে!!

নন্টে মন্টে নিয়ে আপনার ভাবনার সাথে আমারটাও মিলে গেছে। আসলে একটাই মেলা!

বানান টা ঠিক করে নিলুম ভাইয়া!!


প্লাসে ও এত সুন্দর কমেন্ট পেয়ে মন ভরে গেল। ভাল থাকবেন। শুভকামনা!


শিখছি

৯| ১৫ ই মে, ২০১৬ রাত ৯:৪২

রুদ্র জাহেদ বলেছেন: দারুণ সুন্দর কবিতা
+

১৮ ই মে, ২০১৬ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও কমেন্টে ধন্যবাদ ভাইয়া।ভাল থাকবেন।

১০| ১৮ ই মে, ২০১৬ রাত ১১:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২০ শে মে, ২০১৬ রাত ১:৪৪

ভ্রমরের ডানা বলেছেন: কবিতায় সুপ্রিয় কবির উপস্থিতি অনেক অনুপ্রেরণার রেনুকা ছড়িয়ে গেল।


ভাল থাকবেন শ্রদ্ধেয় ব্লগার। শুভকামনা রইল।

১১| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:২৯

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর লেখা আর মাত্র চার টা লাইক :(
অসাধারন কল্পনার ছন্দিত চিত্র কবিতায়
খুব খুব খুব ভালো লেগেছে +++++++++

২০ শে মে, ২০১৬ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: লাইক পাবার জন্য লেখিনা আপু। লাইকে কি এসে যায়! তবে আপনাদের উপস্থিতি আর এমন আলোড়িত করা কমেন্টে অনুরণিত হই অনবরত। এটাই পাওয়া।


কবিতা আপনার ভাল লেগেছে জেনে খু ব খু ব খুব খুশি লাগছে :)





অনেক অনেক শুভকামনা ও ভালবাসা রইল।

১২| ২১ শে মে, ২০১৬ রাত ২:২৯

কল্লোল পথিক বলেছেন:





দারুন হয়েছে।
কবিতায় প্লাস।

২৩ শে মে, ২০১৬ রাত ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্যবাদ কবি।

১৩| ২৬ শে মে, ২০১৬ রাত ২:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ সব শব্দের গাথুনি খুবই ভাল লাগল । ভাব ও ভাষার চমৎকার মিল । ভাল থাকুন এবং শুভ কামনা থাকল ।

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৪

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে শুভকামনা।

১৪| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ

২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩৫

ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও উৎসাহ জাগানিয়া মন্তব্যে ধন্যবাদ প্রামানিক ভাই।

১৫| ২৮ শে মে, ২০১৬ রাত ৩:২৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

২৮ শে মে, ২০১৬ সকাল ১০:৫২

ভ্রমরের ডানা বলেছেন: আমার নোটিফিকেশন ০ হয়ে থাকে তাই অনেকের কমেন্ট সঠিক সময়ে প্রতি উত্তর করতে পারি না।

কিছু মনে করবেন না যেন।


ব্লগে সুস্বাগতম।

১৬| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:১৮

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৯ শে মে, ২০১৬ রাত ৩:৪৮

ভ্রমরের ডানা বলেছেন: কবিতা পাঠে ও মন্তব্যে অনেক ভাল লাগা। শুভকামনা!

১৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্লগে দেখছি না যে?

১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৬

ভ্রমরের ডানা বলেছেন: বড্ড ভেজালে রয়েছি ভায়া, আপনিও ছিলেন না। ডিপ্রেশন বলতে পারেন। ওষুধ খেয়ে নিয়েই ব্লগে এলুম। ওষুধ তো খেয়েছি অনেক কিন্তু কাজ হয়নি। এটাতে ভালই হচ্ছে।

কবিতা না খেলে যা হয় আর কি!!

:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.