নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার শেষ নেই...

ভ্রমরের ডানা

ভালো থাকুক কবিতাগুলো ...

ভ্রমরের ডানা › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ - ১৪ - অশরীরী স্পর্শ

১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৩৭




সিঁড়িপথ ঘুরে ঘবঘুরে অমাবস্যাতিথির
এই নির্জনতর রাজমহল অন্দরে-
তরতরিয়ে লুসিফার উঠে ওই চাঁদের জঠরে-
মেঘের ভেলায় ছেয়ে দিতে
রাজ্যের নিকষিত ঘন
আকাশ ছেয়ে নিযুত কালোচিত ফুল~
নেমেছে হুতুম পেঁচাদের হাট
বনে বাদাড়ে; ডালে ডালে
বাদুড়ের কালোয়াত ~
এ এক মধুর লগন~
ঠিক বারোয়ারি বাজারে
নির্মম রনরন অনুনাদে প্রাগৈতিহাসিক শকুনতত্ত্ব|
ছিঁড়েখুঁড়ে নেবার আগে আবার শুষে নাও
রাতের লোটাস পাতার শেষভাগ জল-
আরো ঘন করো রাতের জমাটবদ্ধ কালো
হা-হুতাশে মরুক লড়াকু ডাহুকের
লাল বৃত্ত চোখ; দিকভ্রান্ত উর্ণনাভদল-
আর এভাবেই সিঁড়িপথ বেয়ে
ক্রমশ মাতুক অমাবস্যা বারবনিতার
ভাঁজে ভাঁজে, হাত তুলে হাতে
হিংস্র অশরীরী সকল...

এভাবে মেঘের ভেলায় ছড়িয়ে~
এক নিষিদ্ধ স্পর্শ রজনী;
আঁধার আগ্রাসী করে চন্দ্রিমা দখল|

সর্বস্বত্ব সংরক্ষিত

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অশরীরি স্পর্শ বাপরে ডর লাগে
পেত্নি না ভূত

সুন্দর কবিতা

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৮

ভ্রমরের ডানা বলেছেন:

কি জানি কি আপু :P আমিও জানি না। তাই তো সে অশরীরী! তবে ভয়ের কিছু নেই। যাকে তাকে সে স্পর্শ করে না।



কবিতার প্রথম অনুভবে প্রীতি ও শুভেচ্ছা জানবেন! ভাল থাকুন সবসময়!

২| ১০ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৫১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল।

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১০

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে ধন্যবাদ! সতত শুভকাময়!

৩| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কঠিন !

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

মানুষের মনে ঘন কাল অন্ধকার সেলিম ভাই। খুব কঠিন ভাবেই নামছে। তাই একটু কঠিন!


অনুভবে ধন্যবাদ! শুভেচ্ছা নিরন্তর!!

৪| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: ভালো লাগা! :)

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৮

ভ্রমরের ডানা বলেছেন:

এই সব ছাইপাঁশে কবিতায় ভাল লাগা দিলে চলবে ভাইয়ু!!!! :D :D :D

তোমার কমেন্টে আমি মুগ্ধ ভাইয়ু!!!!

কেন মুগ্ধ, আমি জানি না!!!!!


:P :P

৫| ১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৭

চাঁদগাজী বলেছেন:


সম্প্রতি, কবি জীবনান্দ দাশের বই ১টি বিক্রয় হয়েছে কোন এক পুস্তিকার দোকানে

১০ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

কি যে বলেন আপনি নিজেও জানেন না =p~
=p~
=p~ =p~ =p~

=p~ =p~



ধন্যবাদ!

৬| ১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


কবিতা পড়ার পর, জীবন বাবুর কথা মনে পড়লো

১০ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:



জীবনবাবু ছিলেন সমুদ্র সৈকত, আর আমি সে তটের নুড়িটিও নই। কবিতায় নিজের মনের ভাব প্রকাশ পেয়েছে তবে আপনি মন্তব্যগঘরে যা বলে গেলেন তা সত্যি হলে আমি স্বার্থক!


আপনি ভাল থাকুন, শুভকামনা!

৭| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩

নাগরিক কবি বলেছেন: বাহ! বাহ! ;) চাঁদ ভাইয়ের জীবন বাবুর কথা মনে পড়েছে ;)

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:


আমারো সন্দেহ লাগে :P খোঁচা দিল নাকি?



ধন্যবাদ নাগরিক কবি!

৮| ১০ ই জুলাই, ২০১৭ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: এভাবে মেঘের ভেলায় ছড়িয়ে~
এক নিষিদ্ধ স্পর্শ রজনী;
আঁধার আগ্রাসী করে চন্দ্রিমা দখল|
--

দারুন লাগলো । ++++++++++

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতার অনুভবে ধন্যবাদ নীলপরি! অনেক ভালবাসা রইল!

৯| ১০ ই জুলাই, ২০১৭ রাত ১০:২১

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ++++++


কিন্তু এই হিংস্র অশরীরী আত্না নিয়ে গবেষণা শুরু করলেন কেন !!! ;)

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৬

ভ্রমরের ডানা বলেছেন:




এসব নিয়ে মাথা ঘামায় কে? ধুর! কবিতাটি রূপক!


ধন্যবাদ শাহরিয়ার ভাই!

১০| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৩৮

সুমন কর বলেছেন: কঠিন সুন্দর।

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৭

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুমন ভাই! অনুভবে শুভেচ্ছা ও প্রীতিবাদ জানাই!

১১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:২৪

নূর-ই-হাফসা বলেছেন: অনেক সুন্দর কবিতা

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:




আপনাকে অসংখ্য ধন্যবাদ! ভাল থাকুন আনন্দে থাকুন!

১২| ১১ ই জুলাই, ২০১৭ ভোর ৬:২৯

রাবেয়া রাহীম বলেছেন: এভাবে মেঘের ভেলায় ছড়িয়ে~
এক নিষিদ্ধ স্পর্শ রজনী;
আঁধার আগ্রাসী করে চন্দ্রিমা দখল|


সুন্দর !!

১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৪০

ভ্রমরের ডানা বলেছেন:




কবিতাটি পাঠে ও অনুভবে আপনাকে অশেষ ধন্যবাদ!

১৩| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৯:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল লাগল ভ্রমরের ডানা ভ্রাত :)

জীবেনর নিত্যতায় গহন অন্ধকার মিশে গেছে বলেই বুঝি আমরা আলাদা করতে পারিনা..
কবির চােখে তা বিমূর্ত হয়ে ধরা পড়ে!

+++++++

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:


কবিতাটা লেখতে খুব কষ্ট হয়েছে ভিগু ভাই! জীবনের নিত্যতায় গভীর অন্ধকার মিশে গেছে, অমাবস্যা ছেয়ে গেছে!



অনুভবে ভালবাসা জানবেন!

১৪| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১:০৯

শরতের ছবি বলেছেন: কবিতা মানুষকে ভাল কিছু ভাবতে শিখায় । কাব্য চর্চা মননের নিম্নমুখিতা রোধ করে । মহাভাবনা ভাবতে শেখায় । এক মন্তব্যের ঘরে একজন খুব পরিচিত , তিনি লেখলেন ,তিনি নাকি কবি আলমাহমুদের একটা ও কবিতা পড়েননি ! আমার মনে হল তার স্মৃতি শক্তি খুব কম বা কী পড়ছে বুঝে পড়ে নাই । এমনি এমনি পাস করছে ।

আমরা তো আমাদের পাঠ্যবইয়ে পড়েছি --- আম্মা বলে পড়লে সোনা ,
তারপর আমার মায়ের সোনার নোলক । এই সব পড়েছি ।

হ্যা কবিতা চালিয়ে যান , বই প্রকাশ হউক বা হউক । বই একটাও বিক্রি হউক বা না হউক ।

কবিতায় ভাল লাগা ।

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:০২

ভ্রমরের ডানা বলেছেন:

সুপ্রিয় শরতের ছবি,


আপনার অনুভব টা বুঝতে পারলাম। কবিতার সংস্পর্শ মনকে শুদ্ধ করে। কথাটা মন্দ নয়। আমিও সোনার নোলক পড়েছি। অসম্ভব ভাল কবিতা!



বই প্রকাশ হবে কিনা জানি না তবে কবিতা লেখা চালিয়ে নিব আর সব কিছুই সামুর সাথেই চালিয়ে নেব! আপনাকে কবিতায় পেয়ে খুবই আপ্লুত হয়েছি। ভাল থাকুন নিরন্তর! কবিতার অনুভবে ও মুল্যবান মন্তব্যে অশেষ ধন্যবাদ রইল।

১৫| ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৩৮

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর পরিচন্ন কবিতা, ভীষণ ভাল লেগেছে,

১১ ই জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:



মুল্যবান অনুভব শেয়ারে আপনাকে ধন্যবাদ! ভাল থাকুন সুস্থ থাকুন!

১৬| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর হয়েছে এবাবের ব্যবচ্ছেদ ও +++++

তবে ভাই, কঠিন মনে হল

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:






কবিতার কঠিন অনুভবে আপনাকে ধন্যবাদ! কিছু সহজ কিছু কঠিন এ নিয়েই কাব্যভেলায় উঠেছি। দেখি সামনে কি আছে.......



সাথেই থাকুন!

১৭| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো ভাই এবারো, মুগ্ধতা কবিতার আহ্বানে। +++++
কিছুটা কঠিন বুঝার জন্য। কিছুটা নয় ভাই, অনেক কঠিন করে ফেলেছেন এপর্ব, আমার কাছে তাই মনে হচ্ছে ভাই।
শুভকামনা জানবেন ভাই।

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

রূপক কবিতা একটু কঠিন হবে এটা স্বাভাবিক! আর এই লেখায় জটিলতা থাকবেই। কারণ বিষয়টি জটিল। আশাকরি শীঘ্রই আপনাকে সহজ কবিতা উপহার দিতে পারব! সে পর্যন্ত অশেষ ধন্যবাদ! ভাল থাকুন সব সময়!

১৮| ১৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৬

খায়রুল আহসান বলেছেন: এ ধরণের কবিতা পাঠকের মনে সুন্দর পরশের অনুভব রেখে যায়।
কবিতায় একাদশ ভাল লাগা- + +।
"আরো ঘন করো রাতের জমাটবদ্ধ কালো
হা-হুতাশে মরুক লড়াকু ডাহুকের
লাল বৃত্ত চোখ;
-- চমৎকার!

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭

ভ্রমরের ডানা বলেছেন:



ব্যবচ্ছেদ শুধু লেখকের একার নয়, অনেক সময় সেটা পাঠকেরও বটে! আপনার পারফেক্ট অনুভবে আমার সে অনুভাব হল! কবিতার সারাংশ ওই একলাইনেই! সেটি ক্ষুরধার পাঠকের চোখ এড়িয়ে যায়নি দেখে তৃপ্ত হলাম, অনুপ্রাণিত হলাম।



কবিতায় অনুভবনীয় মন্তব্যে, প্লাসে কৃতজ্ঞতা!

১৯| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১১

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার!

১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১৩

ভ্রমরের ডানা বলেছেন:

ধন্যবাদ সুপ্রিয় কবি! অফুরান শুভেচ্ছা!!

২০| ১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:১৭

জাহিদ অনিক বলেছেন: কবিতার আবহাওয়া ভাল লেগেছে । সুন্দর । থাম্বস আপ B-)

১৮ ই জুলাই, ২০১৭ রাত ১:৫২

ভ্রমরের ডানা বলেছেন:





অনুভব শেয়ারে ধন্যবাদ! আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.