নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

প্রাচীন মিশরের পিরামিড তৈরির ভিন্নধর্মী কেচ্ছা কাহিনী-২

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪





১ম পর্ব



শাররীক আকৃতিঃ

কোরআনে দেখি আ’দ জাতির আকার আকৃতি ও শক্তি অন্যদের তুলনায় বেশী ছিল। এমন শক্তিধর কেউই পারে পিরামিড বানাতে।



“তোমরা কি এতে বিষ্মিত হচ্ছ যে, তোমাদের জাতিরই একটি লোকের (হযরত হূদ (আঃ)) মাধ্যমে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তাঁর বিধান ও উপদেশ তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে তোমাদের কাছে এসেছে , তোমরা সেই অবস্থার কথা স্মরণ কর, যখন নূহের (আঃ) সম্প্রদায়ের পর আল্লাহ তোমাদেরকে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের আকার-আকৃতি অন্যদের অপেক্ষা শক্তিতে অধিকতর সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ কর, হয়তো তোমরা সফলকাম হবে।” (সূরা ‘আরাফ ৬৯)



আমি তাদেরকে (আ’দ সম্প্রদায়কে) যা দিয়েছিলাম তোমাদেরকে তা দেই নি; ... (সূরা আহক্বাফ ২৬)



তারা কি ভেবে দেখেনি যে আমি তাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি, যাদেরকে দুনিয়ায় এমন শক্তি, সামর্থ্য ও প্রতিপত্তি দিয়েছিলাম, যা তোমাদেরকে দেইনি ... (সূরা আন’আম ৬)







বিশাল আকৃতির মূর্তি

মূর্তিগুলোর চেহারার সাথে মমি হিসাবে প্রাপ্ত ফারাওদের চেহারা মিলে না। কারন কি?









দুটি ভিন্ন আকৃতির মানুষ দেখা যাচ্ছে।









Giant sarcophagus; Length: about 4 meter. Width: 2.3 meter. height: 2.5 meter under the name of king Merneptah ( son of ramses II)



Giant Coffin under the name of Ahmose-Nofretari





এই বৃহৎ স্ট্যাচু ও কফিনগুলো কাদের?



রয়্যাল ফ্যামিলিঃ

বিভিন্ন গবেষক এই বিশাল আকৃতির মূর্তি ও দেয়াল চিত্র সম্পর্কে অবগত। কিন্তু তারা জায়ান্টদের মানতে নারাজ। তাহলে এই বৃহৎ মূর্তি ও ছবিগুলোর ব্যাখ্যা কি হবে?



তারা অদ্ভুত এক থিউরি বের করলেন- যেহেতু এগুলো রাজা/রানীদের (রয়্যাল) মূর্তি বা ছবি তাই তাদের সম্মানার্থে এগুলোকে বড় করে তৈরি বা চিত্রিত হয়েছে। আপাতদৃষ্টিতে থিউরিটি গ্রহনযোগ্যতা পায়। দাসরা তো নীচু জাত, তাদের ছোট আকৃতির চিত্রায়ন হতেই পারে।



কিন্তু দেয়াল চিত্র হতে পাওয়া গেল অন্য তথ্য;





বামে দেখা যাচ্ছে রাজা ছোট আকৃতির কৃতদাস পরিবেষ্টিত। ডানে রাজা/ রানী’র সমআকৃতির কৃতদাস দেখা যাচ্ছে।





বাম ও ডান পাশে উভয় আকৃতির কৃতদাস দেখা যাচ্ছে।









বাম ও ডান পাশে উভয় আকৃতির কৃতদাস দেখা যাচ্ছে।





উপরের চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে, ছোট ও বড় উভয় আকৃতির কৃতদাস সেই সময়ে ছিল।



এতে কি প্রমাণিত হচ্ছে? সেই সময়ে যারা দেয়াল চিত্রগুলো বানিয়েছিলেন তারা মানুষের সঠিক পরিমাপই নিয়েছিলেন। রাজা/রানী বলে তাদের আকৃতিকে বাড়িয়ে দেয়নি অথবা কৃতদাস বলে তাদের আকৃতিকে ছোট করে দেয়নি।



আরো প্রমান চাই?













ছোট আকৃতির কৃতদাসেরা বড় বড় নেকলেস বানাচ্ছে। কেন? কাদের জন্য?

জায়ান্টদের গলায় নেকলেস দেখা যাচ্ছে। তাহলে কি অনুমেয় নয় জায়ান্টদের জন্য বড় আকৃতির নেকলেসের প্রয়োজন ছিল।





ওবলিস্ক ও তার পাশে জায়ান্ট।

উচ্চতার সঠিক অনুপাতেই জায়ান্ট ও ওবলিস্ক আঁকা হয়েছে।





এখানেও মূর্তি ও জায়ান্টদের আকৃতির অনুপাত নিশ্চিতভাবেই চিত্রিত হয়েছে।



শক্তির দম্ভঃ

আ’দ জাতি তাদের শক্তির বড়াই করত। যদি আ’দ জাতি আল্লাহর প্রতি ঈমান আনত, তাহলে তারা আরো শক্তিশালী হতে পারত।



আর আ’দ সম্প্রদায়ের ব্যাপার এই যে, তারা পৃথিবীতে অযথা দম্ভ করত এবং বলতঃ আমাদের অপেক্ষা শক্তিশালী কে আছে? তারা কি তবে লক্ষ্য করেনি যে, আল্লাহ, যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা শক্তিশালী? অথচ তারা আমার নির্দেশাবলীকে অস্বীকার করত। (সুরাঃ হা-মীম-আসসাজদাহ ১৫)



আর হে আমার কওম! তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর, অতঃপর তাঁরই পানে নিবিষ্ট হও , তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদেরকে আরও শক্তি প্রদান করে তোমাদের শক্তিকে বর্ধিত করে দিবেন, আর তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিয়ো না। (সূরাঃ হূদ ৫২)









অপরদিকে মিশরিয় ফারাও রা শক্তির দম্ভ করেনি। তাদেরকে বলা হয়েছে বিপথগামী, যাদুকর, দূর্নীতিগ্রস্থ ও বিপর্যয় সৃষ্টিকারী।



ফেরাউন ও তার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা মনে করেছিল যে, তারা আমার নিকট প্রত্যাবর্তিত হবে না। (সূরাঃ কাসাস ৩৯)



নিশ্চয়ই ফেরাউন দেশে পরাক্রমশালী হয়েছিল এবং তথাকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করে তাদের একটি শ্রেণীকে সে হীনবল করেছিল, তাদের পুত্রদেরকে সে হত্যা করত এবং নারীদেরকে সে জীবিত রাখত। নিশ্চয় সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। (সূরাঃ কাসাস ৪)



(চলবে)



৩য় পর্ব

মন্তব্য ৫৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯

তূর্য হাসান বলেছেন: সিরিজটা ভালো লাগছে। চালিয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে ভাবনার জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮

মধুমিতা বলেছেন: নতুন দৃষ্টিকোন থেকে উত্তর খুঁজছি। বিজ্ঞানীরাতো কণ কিছুই নিশ্চিত করে বলছে না।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

ফ্রম_দা_জিরো বলেছেন: বেশ ভাল লাগল

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

শরৎ চৌধুরী বলেছেন: দারুণ পোস্ট।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩২

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

আছিমভ বলেছেন: সিরিজটা ভাল হচ্ছে....
তবে রেফারেন্সগুলি উল্ল্যেখ করা জরুরী।
ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

মধুমিতা বলেছেন: রেফারেন্স তো দেয়াই আছে। কোরআন আর দেয়াল চিত্রগুলি।
এর বাহিরেতো আমি খুব একটা যাইনি।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪

স্বপ্ন বাংলা বলেছেন: +++++++ বাকিটা কবে হবে?

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৩

মধুমিতা বলেছেন: লেখা শেষ। শীঘ্রই পোস্ট দেব। সামুতে ছবি সহ পোস্ট দেয়া এক মহা হ্যাপা।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪২

ইছামতির তী্রে বলেছেন: এটাও দারুণ হয়েছে। আবার অপেক্ষা.....

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৪

মধুমিতা বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৫

উদাস কিশোর বলেছেন: কয় পর্বের হবে ?
নতুন কিছু জানতে পারলাম ।
চমত্‍কার পোষ্ট

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩

মধুমিতা বলেছেন: ৩য় পর্বঃ Click This Link

আরো ২/১ পর্ব হতে পারে।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

ভারসাম্য বলেছেন: ভাল লাগছে পড়তে। জায়ান্টদের কোন ফসিলতো পাওয়া যায়নি এখনো। মনে হয়, পাওয়াও যাবে না। কুর'আনেও সরাসরি বিশালাকৃতির কোন মানবপ্রজাতির কথা নেই। তবে ইংগিতবহ অনেক আয়াত আছে। যাই হোক, পরের পর্বের অপেক্ষায় রইলাম। +++

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৬

মধুমিতা বলেছেন: ৩য় পর্বঃ Click This Link

ফসিল মনে হয় না পাওয়া যাবে। কোরআন মতে কিছু বাদে সবাইকে ও শহরকে ধ্বংস করা হয়েছে।

একমাত্র কোরআনই বিশালাকৃতির কোন মানবপ্রজাতির কথা বলা আছে।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন এবং দূর্দান্ত! নতুন করে অনেক কিছুই ভাবতে হচ্ছে। সাথেই আছি চলুক।

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

মধুমিতা বলেছেন: আরেক পর্ব পোস্ট করে দিয়েছি। পড়তে থাকুন।

আরবে থাকার কারনে একটু ভিন্ন আংগিকে খুঁজতে চেষ্টা করেছি।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০

সোজা কথা বলেছেন: জানায় নতুন কিছুর যোগ।পড়ে ভালো লাগল।চলুক

০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১২

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদ০০৭ বলেছেন: চমৎকার ! আছি পাশেই । ভাল থাকুন ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

মধুমিতা বলেছেন: পড়তে থাকুন।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৪

শুঁটকি মাছ বলেছেন: পরের পোস্টের অপেক্ষায় রইলাম।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

মধুমিতা বলেছেন: Click This Link

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

ইমরাজ কবির মুন বলেছেন:
মুগ্ধ হয়ে পড়তেসি ||

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

জেরিফ বলেছেন: তথ্যবহুল পোস্ট ,

অনেক কিছু জানলাম । অনেক অনেক ধন্যবাদ ।

আরো নতুন কিছুর অপেক্ষায় । শুভ কামনা রইল :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

মধুমিতা বলেছেন: সামনের পর্বগুলো পড়তে থাকুন। আপনাকে ধন্যবাদ।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১০

কালোপরী বলেছেন: :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫

মধুমিতা বলেছেন: :) :)

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

ফারদি বলেছেন: হুমমমমমমমমম। এই থিওরিটা খারাপ না। ইন্টারেস্টিং। :-B

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

মধুমিতা বলেছেন: আসলেই ইন্টারেস্টিং। প্রথম যখন আমি পড়লাম- খুবই অবাক হয়েছিলাম।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:



সাথেই আছি চলুক...

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৬

মধুমিতা বলেছেন: চলছে.....

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৩

আমিই মিসিরআলি বলেছেন: গুড পোষ্ট
ডাইরেক্ট প্রিয়তে :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫১

মধুমিতা বলেছেন: :) :)

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৫

রাবার বলেছেন: নতুন কিছু জানলাম ++++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

মধুমিতা বলেছেন: জানার শেষ নেই ......

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৭

রুম৭৪ বলেছেন: পিরামিডের নির্মান কৌশল নিয়ে আমার অনেক কৌতুহ্ল ছিল, এই হাইপোথিসিসটা আমার কাছে গ্রহনযোগ্য মনে হচ্ছে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

মধুমিতা বলেছেন: আমার কাছেও অনেক হাইপোথিসিসের মাঝে এটাকে বেশী গ্রহনযোগ্য মনে হয়।

২২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭

সোহানী বলেছেন: অসাধারন একটা সিরিজ.....++++++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

মধুমিতা বলেছেন: :)

২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

লালপরী বলেছেন: সত্যি অসাধারন একটা সিরিজ.....
++++++++++++++++

০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

মধুমিতা বলেছেন: ধন্যবাদ।

২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৬

লিখেছেন বলেছেন: excellent

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

মধুমিতা বলেছেন: ;)

২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

জামাল হোসেন (সেলিম) বলেছেন: পর্বটা পড়েছি, আমার এই কমেন্ট তার প্রমান। ভালো যে লেগেছে তার কোন প্রমান নেই। সেটা আছে আমার মনে।
ধন্যবাদ আপনাকে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১২

মধুমিতা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।

২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৩

রিভানুলো বলেছেন: চমৎকার পোশট! সাথে আছি ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

মধুমিতা বলেছেন: ধন্যবাদ

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২

সংগ্রামী মন বলেছেন: history manushke onak kichu sikkha dey,apner msg ta valo.Apnaka donnobad

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৪

মধুমিতা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২৮| ২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪

ড. জেকিল বলেছেন: সুন্দর পোস্ট, তবে কঙ্কাল পাওয়া গেলে হয়তো বিশ্বাস করতে আরো সুবিধা হতো। :D

২৩ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬

মধুমিতা বলেছেন: এখনও কঙ্কাল পাওয়া যায়নি।

২৯| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১১:০১

ইমরান আশফাক বলেছেন: [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/difi/08-2014/difi_77567521653fe0de493a2d7.34130883_tiny.jpg


বিশাল সব কংকাল পাওয়া গেছে সৌদি আরবের মরুভুমিতে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২২

মধুমিতা বলেছেন: এমন খবর আমার জানা নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.