নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Never Say Never Again

...

মধুমিতা

আমি তোমার কাছে পৌছতে পারিনি পথে হয়েছে দেরী। তবু আজো স্বপ্ন দেখি - বন্ধ দড়জায় কড়া নাড়ি ।। আমি এক অতি সাধারণ মানুষ, আড়ালে থাকতেই পছন্দ করি ...

মধুমিতা › বিস্তারিত পোস্টঃ

মুখোশ-২

১০ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫০



মুখোশ-২

মার্চ ০৯, ২০১৪

শামাসান, আবহা





মৃতের শহরে রুপালি সূর্যমুখী

প্রাণের আলো ছড়ায়

জ্যোৎস্নায় প্লাবিত হয় অন্ধকার

জানি সবই চোরাবালি,

মিথ্যার মুখোশে ঢাকা

এ আনন্দ নগরী।।



আমি দুঃখগাথা নিয়ে ঘুরে ফিরি

যদি পাই আমার মতো আরেকটি প্রাণ

এ আলো ঝলমলে ঐশ্বর্য্য আমাকে স্পর্শ করে না

চারিদিকে পাই নষ্টের কুৎসিত ঘ্রাণ।।



আমি সবার মাঝে অসুস্থ একজন

সঙ্গী যখন মুখোশহীন জীবন

সবার গাম্ভীর্যের আড়ালে খুঁজে পাই

রিক্তের দহন।।



গলিত শহরে আজ সবাই সুখী

এত অভিনয়, আত্নগ্লানি আর বিবেককে নাড়া দেয় না

মুখোশে মুখোশে সব মাখামাখি।।



মুখোশ পড়েই যদি সুখী হওয়া যায়-

একটি মুখোশ তবে আমার জন্যেও চাই ।







মুখোশ-১

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

ভারসাম্য বলেছেন: সবাই হয়তো সুখের মুখোশ পড়া। আসলে কেউ সুখী নয়। তবুও সুখের কিছু মুখোশ তাদের আছে। আমার যে, তাও নেই! মুখোশ নেই বলে বলে যে, দুঃখ অনেক, তা নয়। আমার মত কেউই যে নেই!

খুব ভাল লাগল, কবিতাখানা। +++

২| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লাগল মধুমিতা ভাই!

৩| ১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

নাহিদ রুদ্রনীল বলেছেন: চমত্‍কার লাগলো। এ যুগে আমরা সবাই মুখোশধারী !

৪| ১৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬

জাহাঙ্গীর.আলম বলেছেন: ভাল লাগল ৷

৫| ২৩ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫৮

সুমন৯০০৭ বলেছেন: Bhaiya,
First of all, Thanks for your very good writing.
I just wanted to discuss the saudi Visa Process with you.

I would appreciate very much, if you could share your contact with me. my email:[email protected].

Thanks once again for your great writings!

Thanks
Suruz Ahammed

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.