নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি বলছি...

অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে...

আমান

আমি একজন ফুলটাইম ড্রিমার, পার্টটাইম রিয়ালিস্ট! [email protected]

আমান › বিস্তারিত পোস্টঃ

বারাক ওবামা প্রশাসনের কাছে ছাগুদের পিটিশন

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩৬



কিছুদিন আগে শাহবাগে সাইবার যুদ্ধ'র পেজে দেখলাম কে একজন একটা লিংক শেয়ার করেছেন। বারাক ওবামা প্রশাসনের কাছে বাংলাদেশের যুদ্ধাপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিটিশন। একলাখ মানুষ (কম সংখ্যক মানুষ ঐ পরিমাণ আইডি হলেও হবে) সেই পিটিশনে ভোট করলে বারাক ওবামা সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য দেবেন।



সেই লিংকদাতা আমাদেরকে নানানভাবে উদ্বুদ্ধ করতে চেয়েছেন যাতে খুব তাড়াতাড়ি একলাখ ভোট পড়ে। শুধু একাত্তরে মার্কিনীদের বিরোধী অবস্থানের কারণে নয়, বাস্তবতার প্রয়োজনেই আমি লিংকটি এড়িয়ে গেছি। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আমাদের জুডিশিয়াল প্রসেস আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই যথেষ্ট। বারাক ওবামা এই বিষয়ে কি বলল না বলল তাতে কোনকিছুই যায় আসে না।



এখন যুদ্ধাপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবিতে পিটিশনের বিপরীতে জামাত-শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে দুইটি পিটিশন খুলেছে যার একটিতে প্রায় আটাশ হাজার ভোট পড়েছে। একলাখ ভোট পড়লে বারাক ওবামা কি করে দেখার অপেক্ষায় আছি।



তবে এই মুহুর্তে সেই মহান পিটিশনকারীর দৃষ্টি আকর্ষণ করছি। জামাত-শিবির তার প্রপাগান্ডা সফল করার আগেই আমরা আমাদের পিটিশনে কমপক্ষে দশ লাখ ভোট জোগাড় করি। বারাক ওবামার বক্তব্য আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হোক জামাত-শিবিরের প্রপাগান্ডা ঠেকাও।



জয় বাংলা।

মন্তব্য ২০ টি রেটিং +০/-১

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

সেলিম আনোয়ার বলেছেন: chhagu bolley baparta halka hoyey jai oder jamatshibir bolen


sundor post

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

আমান বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪০

bangal manus বলেছেন: জয় আমাদের হবেই হবে।
জয় বাংলা।

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

আমান বলেছেন: জয় বাংলা।

৩| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪১

একরামুল হায়দার বলেছেন: লিঙ্ক টা দেন প্লিজ

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

আমান বলেছেন: দেয়া হল।

৪| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪

পিপল বলেছেন: রাজাকার দের বিচারের জন্য সাহায্য চেয়ে পিটিশন এর লিকঃ Click This Link

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৫

আমান বলেছেন: Click This Link

লিংকটা চেঞ্জ হয়ে গেছে, এখানে পাওয়া যাবে।

৫| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১০

ওই চোরা বলেছেন: ১ লাখ কোন আমলে হইবো আল্লাহ পাক জানেন, ততদিন তাদের আব্বাহুজুর বাইচা থাকে কিনা সন্দ =p~

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩০

আমান বলেছেন: ছাগুদের আন্ডারস্টিমেট করলে ভুল হবে, আক্ষরিক অর্থেই আমাদের চেয়ে ওদের পিটিশনে এখনও ভোট বেশি।

৬| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৬

ফাটা শারট বলেছেন: কাজ হবেনা ভাই, বিরিয়ানির প্যাকেট শেষ =p~ =p~ =p~ =p~

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

আমান বলেছেন: প্যাকেটের ভেতরে যারা প্যাকড থাকেন, তাদের বাদেই হিসাব করছি।

৭| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৩

রোড সাইড হিরো বলেছেন: ছাগুদের কাজই ওরকম। আমরা থামিনি থামব না...

জয় বাংলা...

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২

আমান বলেছেন: জয় বাংলা।

৮| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমাদের লক্ষ্য হোক জামাত-শিবিরের প্রপাগান্ডা ঠেকাও।

জয় বাংলা !

০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

আমান বলেছেন: জয় বাংলা।

৯| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

পিপল বলেছেন: ভাই, জামায়াতের পিটিশনের বিরুদ্ধে রিপোর্ট করতে বলুন.। জামায়াতের পিটিশন এ যেতে হলে-
Click This Link

০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৪:২৮

আমান বলেছেন: ওকে

১০| ০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:৫৪

রাকু হাসান বলেছেন: পড়লাম শুভ রাত্রি ..........আগে পড়া উচিত ছিল আমার

০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৪:৩১

আমান বলেছেন: বহু আগের কীসব ছাইপাঁশ লেখা! আপনার সময় নষ্ট হলো না ভেবে শান্তি লাগছে, ধন্যবাদ ও ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.