নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি বলছি...

অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে...

আমান

আমি একজন ফুলটাইম ড্রিমার, পার্টটাইম রিয়ালিস্ট! [email protected]

আমান › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন পঙক্তিমালা-২

০১ লা জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

নিদারুণ জটিল এবং বিরাট ভাবনার!

আমরা কীভাবে, এই জেনারেশন গড়ে তুলছি! যে সমাজে দিনশেষে, সবকিছু গৌণ টাকার কাছে! যেখানে ঈশ্বরকেও টাকার পূজারি ভাবা হয়, যেন টাকাই প্রথম ভগবান, সর্বময়!

যে জনপদে জন্মদাতা, ঘুষ দিয়ে প্রশ্ন ফাঁস করে, তুলে দ্যায় সন্তানের হাতে, ১০০% গ্যারান্টেড সাজেশন হিসাবে! যে রক্তাত মানচিত্রের এদিকে সেদিকে, কিশোরী-তরুণী এমনকি মধ্যবয়সী নারী, লাঞ্ছনা বিকোয় টাকার দামে!

যেখানে মান, সম্মান, ইজ্জত, ক্ষমতা, প্রভাব এমনকি বল, শিক্ষা বা জ্ঞান [!]... সদলবল, পরিমাপিত হয় টাকার সংখ্যায়! সেই জমিনের ভূমিপুত্রেরা, কোরবানির পশুকে হাতিয়ার বানায় টাকার গড়িমায়!

প্রেম, দেহ, সম্মতি ও মন! পুষ্পশয্যা, আরাম, নিরাপত্তা, খাদ্য, সংস্থান, সংস্কার এবং অন্তঃস্থ ধন! এমনকি প্রায়শ পিতৃমাতৃ স্নেহ ভালোবাসা কিংবা প্রেমবাহুডোরাবদ্ধ তুমুলসোহাগ অথবা মিসকিনের দোয়া; একটু শুভাশিস, লাস্যময় কিংবা হাস্যময় মুখ, সবই এখানে টাকার বদলে যায় পাওয়া!

এই দুর্দশাপ্রাপ্তি অবলোকন করে, মুজতবা আলী, ওপার থেকে বলেন, দুঃখ ভরে- হে প্রিয় স্বদেশ! অদ্ভুত উটের পিঠ ছেড়ে, একী বাহনে যাচ্ছ হায় তেড়ে! আহারে! আহারে!

মুখে যতই কহোঁ
টাকা... তুচ্ছ অতি
তবু টাকা ছাড়া
নাহি... কোন গতি

ভারী যাতনার বিষয়
অতি লজ্জার, অনেকটা গ্লানির
শুধু ভাবি, করি সময় অপচয়
তবু, আশা! দেখি কী হয়-

রাতের পর ঠিক
জানি আলো আসবেই...
. .. ... আর তাই,

সবাই নিজের কাজ
ঠিকঠাক করা চাই
(করি) দৃঢ়তম প্রতিজ্ঞা আজ
তা না হলে, কোন উপায় নাই!
.
.
.


চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩ জুন '১৮। ০০০৪ ঘন্টা

#কবিতা কিংবা #ছড়া অথবা #কবিতাছড়া

#রুহুলআমিন কর্তৃক ♥ দিয়ে লেখা
.
.
.

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

আহমেদ জী এস বলেছেন: আমান ,




আমরা সেটাই করছি এই ভেবে যে যতো অপকর্মই করিনে কেন , টাকা দিয়ে ঈশ্বরকেও কেনা যায় । তাইতো মসযিদ, মন্দির, গীর্জার এতো ঠমক-গমক , জৌলুসে ভরপুর, অঙ্গে বাহরী সব কারুকাজ ।
হায়রে পাগল.....................!!!!!!!!!!!!!!!

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

আমান বলেছেন: হায়! হায়!

সাথে থাকার জন্য ❤

২| ০১ লা জুলাই, ২০১৮ সকাল ১১:১০

সিগন্যাস বলেছেন: মুজতবা আলির 'দেশেবিদেশে' বইটা দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে আছে।দেখি আজ পড়তে পারি কিনা

০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

আমান বলেছেন: বাহ! এইতো যা চাচ্ছিলাম তেমন!

আর কিছু না হোক, এই লেখা আপনাকে ওস্তাদ সৈয়দ মুজতবা আলী-কে স্মরণ করিয়েছে! আর কি চাই!

পাশে থাকার জন্য ❤

৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৭

সাইন বোর্ড বলেছেন: দেশ নিয়ে ভাবলে হতাশা ছাড়া অার কিছু নেই ।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:১১

আমান বলেছেন: কি বলছেন ভাই! হতাশ হইলে কেম্নে হপে!

জানেন তো- আঁধারের পর আলো ফুটবেই- আর তাই- হতাশ হওয়া চলবে না।

সাথে থাকার জন্য ❤

৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

ফেনা বলেছেন: সুন্দর পোষ্ট।
ভাল লাগা রেখে গেলাম।

০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫১

আমান বলেছেন: অনেক ধন্যবাদ! কিন্তু লেখাটি ভালো লাগ্লো-র জায়গা শূণ্য দেখছি!

পাশে থাকার জন্য ❤

৫| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩

কাওসার চৌধুরী বলেছেন:


এখন মানুষ নিজের স্বার্থের জন্য ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করছে।

০৩ রা জুলাই, ২০১৮ রাত ৩:০৭

আমান বলেছেন: দুঃখজনক হলেও ব্যাপারটা সত্যি! অবশ্য মানুষ আপনি কারে বলেন? আজকাল এত্ত এত্ত দোপায়ার ভিড়ে সত্যিকারের মানুষটা আসলে কোথায়? আমি সত্যিকারের মানুষ খুঁজে বেড়াই, যদি পেয়ে যাই!

আপনার সময়ের জন্য ধন্যবাদ ও ❤

৬| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৪:৪১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর পোষ্ট।

০৩ রা জুলাই, ২০১৮ ভোর ৪:২২

আমান বলেছেন: অনেক ধন্যবাদ ও ❤

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.