নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার আমি বলছি...

অস্থির এই সময়ে কিছু স্বস্তির সুবাতাস ছড়াতে চাই, আমি ক্রমঃশ আপনারে বিলিয়ে যাই তুমি সুখী হবে বলে...

আমান

আমি একজন ফুলটাইম ড্রিমার, পার্টটাইম রিয়ালিস্ট! [email protected]

আমান › বিস্তারিত পোস্টঃ

কোন পক্ষে যাবে তুমি, এইসময়ে?

০৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২৭

আর এইভাবে মানুষের সকরুণ-
অশ্রুকণা নিয়ে, যখন দেখি- নির্লজ্জ ও
ভারি বেহায়া মিডিয়া কর্পোরেট;
টিআরপি আর যত সস্তা, নিতান্ত তুচ্ছ-
টাকা বাড়ানোর, অসুস্থ বেসাতি
প্রতিপালনে মরিয়া হয়ে ওঠে;
তখন আমার ভারি ক্লান্ত লাগে-
আগের মত আমি বিস্মিত অথবা
হতাশ হই না, যদিও এতে স্বীয় শির-
নত হয়ে পরে, আমি খর্ব হয়ে যাই;
প্রতিনিয়ত আমি ছোট্ট- তুচ্ছাতিতুচ্ছ
হয়ে পরি- যখন আরো দেখি- তোমরা
সুশীল সমাজ, কেউ কেউ সেই একই
আদিম সংকীর্ণতার ঘোরটোপে বন্দি
হয়ে- পোষা তোতাপাখির মত, মিথ্যে
প্রোপাগান্ডার কাছে নিজেকে সমর্পণ
করছো! রুদ্র শুনলে- গগনবিদারী দ্রোহ
নিয়ে বলত- দাঁড়াও, নিজেকে প্রশ্ন
করো- কোন পক্ষে যাবে তুমি?
.
.
মতিঝিল, ঢাকা
২৫ মার্চ '১৮ । ১২৩ ঘন্টা

#কবিতা

#রুহুলআমিন কর্তৃক ♥ দিয়ে লেখা
.
.
.

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪২

শেয়াল বলেছেন: যেই দিকে লুক বেশি সেইদিকে । :>

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৫

আমান বলেছেন: কি বলছেন যে! সাথে থাকার জন্য ❤

২| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৪৯

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর হয়েছে।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

আমান বলেছেন: মাস্টার কয় এই কথা! আনত! ❤

৩| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০৭

লাবণ্য ২ বলেছেন: সুন্দর।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৭

আমান বলেছেন: ধন্যবাদ ও ❤

৪| ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫

রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার কবিতা খানি।

০৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩১

আমান বলেছেন: আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে।

কীসব ছাইপাঁশ লিখি- দেখি, আপনি পড়ছেন প্রতিনিয়ত, বেশ ভালো লাগে!

কী হয় না হয়, শঙ্কায় থাকি, পাছে আপনাদের সময় নষ্ট হয়!

ধন্যবাদ দিয়ে খাটো না করে শুধুই ❤❤❤❤❤

৫| ০৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

করুণাধারা বলেছেন: চমৎকার কবিতা লিখেছেন। আমাদের অনেকেরই মনের কথা আপনার কবিতায় প্রকাশ পেয়েছে।

কবিতায় লাইক।

১৫ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০০

আমান বলেছেন: আহা! আপনি নিশ্চয়ই একটু বাড়িয়ে বলছেন! আপনার আইডিটা কিন্তু সেইরাম! আপনি স্তুতিধারাবর্ষণ করবেন খুব স্বাভাবিক!

যদি আর একজনেরও মনের ভাবের সাথে মিলে যায় এই লেখা, তবে বুঝি ঠিক পথেই আছি। পাশে থাকার জন্য ♥

৬| ১৫ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সততার পথে যাওয়া লাগবে।

২২ শে জুলাই, ২০১৮ রাত ৩:৫৯

আমান বলেছেন: অনেক ধন্যবাদ! আপনি ঠিক বলছেন!

পাশে থাকার জন্য ♥

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.