নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লালনের মনের মানুষ

লালনের মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

জ্ঞানের সাগর বাউল ফকির দুর্বিনশাহ | টাওয়ার হেমলেটসের অসাধারন ডকুমেন্টারি

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৩

জ্ঞানের সাগর বাউল ফকির দুর্বিনশাহ
• ফকির দুর্বিন শাহ যাকে ছাড়া সিলেটের মরমী সাহিত্যের কল্পনা করা যায় না।মরমী সাহিত্যের প্রাণপুরুষ জ্ঞানের সাগর ফকির দুর্বিন শাহ’র গানের ভাব ও বিষয় বস্তু বাহ্যিক দৃষ্টিতে পার্থিব বিষয়ক মনে হলেও বাস্তবিকপক্ষে এগুলো যে আধ্যাত্মিকতায় অত্যন্ত সমোজ্জ্বল সেটা কেবল মননশীল ও অনুভূতিশীল পাঠক কিংবা শ্রোতার হৃদয়ের রাডারেই ধরা পড়বে।একথা সত্য যে,খাঁটি সোনা সনাক্তকরণ একমাত্র জহুরীর পক্ষেই সম্ভবপর। গান জ্ঞানের বিষয়। এটাকে হৃদয়াঙ্গম করতে হলে জ্ঞানী এবং বিশাল ও উদার হৃদয়বানের প্রয়োজন। অজ্ঞানীর নিকট গান ঘোড়ার ডিমের সমতুল্যই।

পিতা: সফাত আলী
মাতা: হাসিনা বানু
জন্ম: ১৫ কার্তিক,১৩২৭ বাংলা (১৯২০ইং)
মৃত্যু: ৫ ফাল্গুন, ১৩৮৩ বাংলা (১৫ ফেব্রুয়ারি, ১৯৭৭ইং)



• দুব্বিনশাহ-জীবনপঞ্চি ১৯২০ জন্ম ১৩২৭ বঙ্গাব্দের ১৫ কাতিক;সুনামগজ্ঞের ছাতক উপজেলা নোয়ারাই গ্রামেল তারামন টিলায় [বর্তমান দুব্বিন টিলা হিসেবে পরিচিতি] বাবা সফাত আলী,মা হাসিনা বানু ।বাবা মায়ের এক ছেলে ও দু-কন্যার মধ্যে তিনি ছিলিন ব্দিতীয় ।১৯৩৫ ছাতক উপজেলা বাগবাড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী পাস করেন ।১৯৪৬ ছাতক উপজেলা জো্রাপানি গ্রামের সৈয়দ আলীর মেয়ে সুরফা বেগমের সঙ্গে বিয়ে ।
সুরফা বেগমের ভাষ্যা মতে,আমার গামছা পরার বয়স অ বিয়া অইছে ।তখন আমার বয়স ১২/১৩ বছ্র অইব১৯৫০ প্রথম পাট্য প্রেমসাগর পল্লীগীতি-এর প্রথম খন্ডের প্রকাশ ।২য় গানের বই প্রেমসাগর পল্লীগীতি-এর ২য় বইয়ে প্রকাশ ।১৯৫৬ আজমির শরীফের খাদিম সৈইদ আব্দুস সামাদ দুলজেদীকে পিরওমুশিদ হিসেবে গ্রহন করেন১৯৬১ বড় ছেলে জাহান শরীফ জন্ম ।১৯৬৩ মেজো ছেলে আজম শরীফ জন্ম ।১৯৬৮ বিলাত ভ্রমন ।অন্যতম সফর সঙ্গী ছিলেন বাউলসাধক শাহ আব্দুল করিম ।সেখানে বিভিন্ন অনুষ্টানে সংগীত পরিবেশন ।

প্রবাশীদের দারা জ্ঞানের সাগর উপাধিতে ভূষিত ১৯৬৬ জানুয়ারি মাসে ছোট ছেলে আলম শরীফ ওরফে আলম শাহের জন্ম ।১৯৬৮ তূ্তীয় গানের সংকলন প্রেমসাগর পল্লীগীতি-এর তূ্তীয় খণ্ডে প্রকাশ । ৪র্থ গানের বই প্রেমসাগর পল্লীগীতি-এর ৪রথ খন্ডের প্রকশ ১৯৭০ পাক বঙ্গ ভাগ্য নিয়ন্ত্রণ গীতি পতিকা প্রকাশ ।প্রকাশক ছাতক উপজেলা নোয়ারাই ইউনিয়ন কাযালয় । ১৯৭৮ প্রখ্যাত চলচ্চিএকার ঋতিক ঘটকের চলচ্চিএ যুক্তি তক্কো গপ্পো-তে তাঁর নামজ আমার হইননা আদায় শীষক গানটি ব্য্বহিতহয় ।এটি গেয়েছিলেন শিল্পী রণেন রায় চৌধুরী ।সোনার বাংলা সংগ্রাম গীতিকা গাস্ত্য প্রকাশ । ১৯৭৩ ৬ষ বই প্রেমসাগর পল্লীগীতি-এর ৫ম খন্ডে প্রকাশ১৯৭৭ ১৫ফব্রুয়ারি বুধবার বেলা ৩;৩০ ঘটিকার জীবনাবসান ১৫ফব্রুয়ারি দুব্বিন টি
কেমনে রহিব ঘরে বন্ধু বিনে একাসখি প্রাণের বন্ধুরে এনে দেখা।।ভুবনমোহন রুপের কিরণ নয়ন দুটি বাঁকাযে দেখে তার বাঁকা নয়ন যায় না ঘরে থাকো।।বন্ধুয়ার ওই মোহন ছবি আমার মনে আঁকাকমলও যুগলও পদে রাধা নামটি লেখা।।না জানি কোন দেশে রইল আমার প্রাণসখাদুর্বিন শাহ কয় উড়ে যাইতাম গায়ে নাই মোর পাখা।।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৪৭

ফারুকুর রহমান চৌধুরী বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.