নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

কষ্ট কি একজন আরেকজনকে দিয়ে থাকে? নাকি কষ্টগুলো আমরা নিজেই তৈরি করে নেই?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৭



প্রথম ই মনে হতে পারে!
এটা কেমন কথা!
লেখক নিশ্চই কিছু খেয়েছেনন!

কিন্তু,
আসলেই কি তাই?
কষ্ট কি কেবল মানুষ কে মানুষকে দিয়ে থাকে?
নাকি বাস্তববিরোধী,
অবুঝ মন গুলোই নিজের কষ্টগুলো নিজেই তৈরি করে নেয়!

আবেগ,অভিমান এক সূত্রে গাথাঁ!!
আবেগ,অভিমান গুলো বাস্তবতাকে কখনোই
স্পর্শ করতে চায় না!

আর যখন,
আবেগ,অভিমান গুলোর বাস্তবতার সাথে সংঘর্ষ ঘটে তখন?
তখন তৈরি হয় এক ধরণের নেশা মিশ্রিত প্রকৃতির!
যার নাম কষ্ট!

বলা যেতে পারে,
পৃথিবীর সবচাইতে বড়ো ধরণের নেশা দ্রব্য হলো "কষ্ট "!

আবার,
মন আছে বলেই আমরা মানুষ!
মন আছে বলেই আমরা কষ্ট পাই!
মন আছে বলেই,
আমরা আমাদের হারিয়ে যাওয়া কিছুর, না পাওয়া কিছুর
যন্ত্রণা ভুলে যেতে পারি না!

মনের আপেক্ষিক চিন্তা,
"সুখ আসবেই"
নামক কথাটি কেবল আপনার কষ্ট নামক নেশা প্রকৃতির জন্মই দিয়ে
যাবে!

অভিমানী মানুষগুলো,
নিজের কষ্টগুলো নিজেই তৈরি করে নিচ্ছে
কথাটি মেনে নিতে নারাজ!

কষ্ট তো আমরাই নিজেদেরটা তৈরি করে নিচ্ছি!
হতে পারে তার মাধ্যম গুলো আলাদা!

মাধ্যমগুলোর উপর দোষারোপ করে আর যাই
হোক না কেনো,
অভিমানী মানুষগুলো কিছুটা হলেও প্রশান্তি পেয়ে
থাকে!

প্রশান্তি বলে কথা!
তাও থাকুক সকলের মনে!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:



বেশীর ভাগ আধুনিক কবিতা পাঠককে কস্ঠ দেয়

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

আবির আহমেদ খান বলেছেন: আধুনিকতা??
আধুনিক কবিতা বলতে কি বুঝাতে চাইছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.