নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্বববিদ্যালয় : টি. এস. সি

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত!
ঢাকা বিশ্ববিদ্যালয়!

সকলল বিশ্ববিদ্যালয় এর টি.এস.সি আছে!
তবে, অধিকাংশ মানুষ টি.এস.সি ময়দান বলে
ঢাকা বিশ্বববিদ্যালয় এর টি.এস.সি কেই চিনে থাকে!

সেখানে না গেলে আপনার অভিজ্ঞতা হবে না!
ঢোকার আগে পার্ক থেকে আশা কিছু নেশাদ্রব্যের তীব্র
গন্ধ আপনাকে কিছু সময় এর জন্য হলেও অচেতন বানাতে
ব্যর্থ হবে না!

সন্ধ্যায় এক কাপ চা নিয়ে বসে আরো বেশ কিছু কাহিনী
দেখতে পারবেন!
অন্ধকারে এলোমেলো চুলে কে জেনো নিকোটিন এর ধোয়া
বেশ ভালো ভাবেই নিচ্ছে!
দেখে মনে হবে হয়তবার কোনো ছেলে!
মাথায় বড় চুল রেখেছে!

কিছু সময় এর জন্য হলেও তার চেহারাটা দেখে আপনি একবার এর
জন্য হলেও হতবম্ভ হবেন!

কারণ একটি মেয়ে এতো ভালো করে নিকোটিন এর
ধোয়া নিতে পারে তাতো আপনি কখনি দেখেননি!
চিন্তাতেও আনতে পারেননি!

তারপরো এইসব মানুষগুলো,
নেশাখোর নয়!
কারণ,
তারা পাব্লিক বিশ্বববিদ্যালয় এর শিক্ষার্থী!

আপনি,
প্রাইভেট এর শিক্ষার্থী!
আপনি মেধাবী নন!
আর তাই বলে,
আপনি ছেলে হয়ে নিকোটিনে একটা টান দিলেও
আপনি নেশা করেন!
আপনি ভালোর কাতারেই পরেন না!

সমাজ এর কিছু অচেতন লোক,
মন্তব্য করতে ভালোবাসেন!
তাদের একটি বার যদি সেখান দিয়ে ঘুরিয়ে আনা যেত
তাহলে হয়তবা তাদের ধারণা টা একটু হলেও পাল্টাতো!

আর কিছুই না!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বড়ই আজব জায়গা টিএসসি

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৭

আবির আহমেদ খান বলেছেন: হু।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

সোহানী বলেছেন: দু'একটা উদাহরন দিয়ে কি বোঝাতে চাইছেন, পরিস্কার করে বলুন।

আর আঙ্গুর ফল টকই হয় যদি নাগাল না পান...........

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮

জাহিদ অনিক বলেছেন: টি. এস. সি ভাল লাগে। জায়গাটায় প্রাণ আছে

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৫

আবির আহমেদ খান বলেছেন: নাঙাল পাবার কথা এখানে আসার কোনো মানে দেখছি না!
আমি জাস্ট সমাজ কাউকে অবজ্ঞা করার বিষয়টা তুলে ধরতে চেয়েছি!!
ঢাবিতে বা যেকোনো পাব্লিক এ যারা পড়ে কেবল তারাই যে মেধাবী অইটা চিন্তা না করার দিক্টাই বলতে চেয়েছি!
শুধুই পারিপার্শ্বিক এর সাপেক্ষে কথাগুলো বলা!
আমার নিজের কিছু না!

অন্য কিছু না করাটাই শ্রেয়! @সোহানী

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

আবির আহমেদ খান বলেছেন: প্রাণ আছে বলেই আপনি, আমি যাই ! @জাহিদ অনিক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.