নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

মৃত "আমি"

৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬

নদী অবিরাম বেয়ে চলছে!
হয়তো তার বহমানতা কোনোদিন থেমে যাবে না!
খোলা আকাশের নীচে বিশালত্ব অনুভব করার ব্যাপারটা যেন কোনোদিন ফুড়িয়ে যাবে না!
বিশালত্ব এর মাঝে দাঁড়িয়ে কিছু প্রশ্নের উত্তর বেশ ভালোই পাওয়া যায়!
নদীর তীরে দাঁড়িয়ে, আর খোলা নীল আকাশের নিচে দাঁড়িয়ে স্বপ্ন দেখা যায় !
তখন হেরে যাবার ব্যাপারটা মাথায় আসতে যেন একেবারেই নারাজ!
স্বপ্ন দেখে তার পূরণের ক্ষেত্রে প্রতিকূলতা মানতে
অভিমানী মানুষগুলোও বেশ নারাজ!
রাতে রাস্তার পাশ দিয়ে, হাতে সিগারেট নিয়ে হেঁটে চলা মানুষগুলোও মানুষ এর আনন্দ,তাদের হাসি মুখটা দেখতে যেন একবারো ভুলে যায়না!
মানুষগুলো ও খুঁজে বেড়ায় তাকে সাপোর্ট করার মতো কাউকে! কিন্তু,কাছের মানুষগুলো সাড়া দিতে যেন দিতেই চায় না!
বিজয় এর পর বাহবা দিতে যেন কেউ ই ভুলে যায়না!
কিছু মানুষ স্বপ্নকে খুব সামনে থেকে হারিয়ে যেতে দেখেছে! সে মানুষগুলো যে তাদের নিজ থেকে 'আমি"
নামক শব্দটাকে মৃত ঘোষণা করেই দিয়েছে!
হয়তবা এমন অনেক "আমি" মৃত ঘোষিত হয়েছে!
মৃত ঘোষিত হয়েছে কিছু স্বপ্নবাজ মানুষের তিলে তিলে গড়ে তোলা হাজারো স্বপ্ন!!
কেউ কি দেখেছে!
সাপোর্ট পেলে হয়তো ওই মৃত "আমি" ও একবার এর জন্য মন খুলে হাসতে পারতো!
এমন মৃত্যু এর বিচার নেই!
হলে মানুষগুলোও নাহয় একবার ভালোথাকতো, একটি বার প্রাণ খুলে হাসার স্বাদ নাহয় পেতো!
আমরাও নাহয় তাদের সাথে একবার হাসতাম
আর নাহয় বলতাম,
" এগিয়ে যাও" :)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১২:২৬

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার কবিতা...

২| ০১ লা অক্টোবর, ২০১৭ ভোর ৫:১৯

জিসান আহমেদ অর্ণব বলেছেন: চমৎকার ছিল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.