নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

ওয়ান সাইড লাভ

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৪

ক্লাসের সেই ছোট্ট বেমানান ছেলেটি হয়তো জানতো না ভালোবাসা কি!

ক্লাসের অত্যন্ত সুন্দরী মেয়েটিও হয়তো
ভেবে উঠেনি,
ক্লাসের সেই কুৎসিত, বেমানান ছেলেটি
তাকে এতোটা ভালোবাসবে!

হয়তো ভেবেছিলো,
কোনো এক ক্লান্ত বিকেলে, তার সাথে মানানসই
কেউ এসে তাকে এক মুঠো গোলাপ ফুল দিয়ে
বলবে "আই লাভ ইউ"!

কখনো ভেবে ঊঠেনি,
বেমানান কেউ, মানায় না নামক অপমানের ভয়ে
সামনে না এসে ফোন করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে
উঠবে,
"আমি তোমাকে ভালোবাসি"

গল্পের শুরুটা খুব রোমান্টিক না হলেও,
থেমে যায়নি,
বেমানান ছেলেটির ভালোবেসে
যাওয়া গল্পটা!

খুব রাগ করে বসে থাকা ছেলেটি যখন
বসে আছে কেউ এসে তার রাগ ভাঙাবে,
মেয়েটি তখন বেশ হাসিখুশি!

মেয়েটি যখন খুভ রাগ করেছে বলে তার অভিব্যক্তি প্রকাশ করেছে!
প্রকাশ করেছে, তাকে ছেড়ে চলে যাবার
কথা! ছেলেটি বেশ হাতে, পায়ে ধরে বলে উঠছে,
"প্লিজ যেয়োনা"
"খুব ভালোবাসি তোমায়"

যখন ছেলেটি,
"ভালোবাসি ভালোবাসি ভালোবাসি "
বলেই যেতো !
তখন মেয়েটি বলে উঠত,
"এই ভালোবাসি শব্দটা শুনতে শুনতে
পাগল হয়ে যাচ্ছি "

যখন খুব কষ্ট হতো,
তখন মেয়েটিকে আর কিছু বলতো না!
বেল্কুনিতে এসে ভালোবাসা নামক মানুষ্টিকে
তারা ভেবে অভিমান গুলো বেশ বলে নিতো!

মাঝে মাঝে ভালোবাসার মানুষটি বলে উঠতো,
"আসলে আমি তো তোমার সাথে ফ্রি হতে পারিনা "
"তোমার সাথে আমার চিন্তাধারার কোনো মিল নেই "

"আসলে আমার কাছে ভালোবাসা মানে খুবই
সামান্য জিনিস! আহামরি কিছু না!"


ওয়ান সাইড লাভ!! এখানে ভালোবাসে একজন!
গল্পটাও একজনেরই!! ২য় জন কখনো গল্পটা লিখতে যাবে না! যাবে না গল্পটাতে কিছু ভালো
অনুভূতি বা সময় এর সংযোগ ঘটাতে!

যাবে না আপনার কষ্টের অংশীদার হতে!!
তারে জানে না আপনি কিভাবে ভালো থাকবেন!
তারা জানে না,
ভালোবাসার মানুষ্টির মুখের হাসি ই আপনার ভালো থাকার কারণ!!

খুব অল্পতে হাসিখুশি থাকা মানুষগুলো,
ভালোবাসতে জানে!
অবহেলিত হতে জানে!

আবার অশ্রু সিক্ত চোখে বলতেও জানে,

"খুব ভালোবাসি তোমায় "

বলতে জানে,

"শুধু তুমি হাসিখুশি থেকো,
তোমার হাসিমাখা মুখেই আমার ভালো থাকা
নিহিত " :)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: সব মানূষই হাসু খুশি থাকুক।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫০

আবির আহমেদ খান বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.