নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

প্রেম,ভালোবাসা, ইত্যাদি ইত্যাদি

১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৪৯



মানুষের জীবনে দু'টো জিনিস প্রায়ই পরিলিক্ষিত!

ভালোবাসা আর নাকি প্রেম?..
হতে পারে....

ভালোবাসা প্রথম আর ২য় নেই...
ভালোবাসা একবারেই আসে...
প্রেমের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো মান জানা নেই....
কেউ জোর খাটিয়ে, চাপিয়ে দিলেও আমি একা
সে চাপটি মানতে নারাজ....

ভালোবাসার মানুষটির সাথে প্রথম দেখায়...
দুজনের মনের মাঝে কিছু সংশয় থাকবেই...
ছেলেটি মেয়েটির জন্য হয়তোবা ফুল নিয়ে যাবে না...
মেয়েটি ভেবে বসে থাকবে, ভালোবাসার মানুষটি
হয়তবা আজ খুব ঘনা ঘটিয়ে নতুন করে ভালোবাসার উন্মোচন ঘটাবে...
ছেলেটি হয়তবা ভেবে উঠবে..
যদি ফুলগুলো না নিয়ে ফেলে দেয়?..
অতঃপর ছেলেটির মনে কিছু নাটক বা সিনেমার
সিন বেশ ভালো করেই সাড়া জাগিয়ে তুলবে...

মেয়েটি ছেলেটির জন্য হয়তবা বাড়ি থেকে নিজ
হাতে খাবার রান্না করে নিয়ে আসবে...
তাকে বাহিরের খাবার খেতেই দিবে না...
একদম না...

ছেলেটি মনে মনে চিন্তা করবে..
প্রথম দেখা...
কিছু তো খাওয়াতে হবে...
৪-৫ জনের কাছে চেয়ে ৫০০-১০০০ টাকা
ব্যবস্থা করে নিবে....

কিছু কিছু ভালোবাসার গল্প প্রথম দেখাতেই
সমাপ্তির দিকে এগিয়ে যায়.....
এদিক সেদিক না ভেবে,
"রাজাহীন/রাণীহীণ রাজ্যের, রাজা/রাণী হয়ে যাবার মতো অলৌকিক চিন্তাভাবনা দুজন এর মধ্যে যেকোনো একজনকে গ্রাস করবেই "

আবার, প্রথম দেখাতে প্রমে পড়ে যাবার গল্প ও আছে....
প্রথম দেখাতে ভালোবাসার গল্প হয়ে উঠে না....

প্রথম দেখায় ভালোবাসার সমাপ্তি ঘটে ছিলো বলে কি আর প্রথম দেখায়,
প্রেমের প্রথম ধাপ "ক্রাশ" খাওয়ার ব্যাপারটা
একবারো নিজের ভিতরের শূন্যতাকে স্পর্শ করে
যাবে না তাতো মেনেই নেয়া যায় না "....

আবার প্রেমে নাকি বেশ সাড়াও পাওয়া যায়
শুনেছিলাম....
মানে " আই লাভ ইউ ঠু" নাকি শোনার জন্য
অপেক্ষা করতে হয়না....

প্রেমের ক্ষেত্রে,
প্রথম ডেটিং এ, কনফিউশন তার উপস্থিতি
প্রকাশ করতে চাইলেও,
মডার্ণ লেডি আর জেন্টলম্যান নাকি কনফিউশন
কে পাত্তা দিতে বেশ নারাজ....

৫০০-১০০০ টাকায় কি আর প্রেমের ডেটিং হয়?
খেলো ত ধাক্কা আবার....
খাইয়ে দাইয়ে বিলের খাতা খুলেই দেখে বিল
প্রায় ৫০০০ পেরিয়েছে...
এবারের যাত্রায় বেঁচে গিয়েছে...

পরের ডেটিং এ গার্ল্ফ্রেন্ড এর লিপ্স না ছুঁয়ে আসবে সেটা আর মানতেই পারছে না...
গার্ল্ফ্রেন্ড নামক মেয়েটাও মানিয়ে নিয়েছে....

ব্যাপার না! আরে ব্যাপার না...
না না ব্যাপার ই না....
কিচ্ছু হবে না.....

কিচ্ছু হবে না ভেবেও সব কিছু করে ফেলছে...
ধরা খেলেই "আমি ধর্ষিত " মুখ দিয়ে খই ফুটছে...

বিচার নেই....
বিচার নেই....

বাংলার মুখে অপবাদ ঢেলে দিতে পিছপা
হবেই না.....

মনে মনে পুরনো,
মানুষটির প্রতিচ্ছবি আঁকবে.....
ভেবে ভেবে ক্লান্ত হয়ে যখন,
হতাশার গ্লানি এসে চেহারাটাকে বিকৃত করে দিবে
তখন,
সমাজে মুখ দেখাতে পারবে না
ভেবে আত্নহত্যা নামক শুভ কাজটি সেড়ে নিবে...

পত্রিকায় বা টেলিভিশন এর উপস্থাপিকা/উপস্থাপক ব্যাপারটা কিভাবে উপস্থাপন করতে পারছে সেটা খবর পাঠ করার সময় তাদের
মুখের দিকে তাকালেই বুঝা যায়!

স্বাধীনতার জয়ধ্বনি আমরা সবাই নাকি শুনেছি..
খুব সহজেই নিজেকে হতাশার কাছে
আত্নসমর্পণ করাটাই কি সাধীনতা আমাদের
শিখিয়েছিলো?

এসকল আত্নহত্যার বিচার চাওয়ার চাইতে...
স্বাধীনতার মানহানির বিচার করা হোক না...

বাকি গুলো এমনিতেই থেমে যাবে...

থেমে যাবে না, আমি পারবোনা /আমাকে দিয়ে হবেনা নামক জীবনের গল্প!

ব্যর্থতার গ্লানি ব্যাপারটা আর কাউকে স্পর্শ করবে না...

ভালোবাসা, প্রেম কোনোটাই খারাপ না!
ভালোবাসায় নাহয় প্রেমের স্পর্শ থাকুক...
সে স্পর্শ কাউকে কোনোদিন ঠকাবে না....

হয়তো কোনো এক জীবন যুদ্ধ এ তুমি যখন
বিজয়ী বলে গণ্য হবে,

" ভালোবাসার বন্ধনগুলো সেদিন নাহয় আড়ো
দৃঢ় হবে....

নাহয় খুব হাসিমুখে বিদায় চেয়ে নিবে "
:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: প্রেম ভালোবাসাকে চিরতরে বিদায় জানান।
কাজ করুন। কাজে মন দিন। কাজে সাফল্য পেলে সব কিছুতেই সাফল্য পাবেন।
প্রেম ভালোবাসায় সময় অপচয় করবেন না।

১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৪

আবির আহমেদ খান বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.