নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

অবন্তীকাও হেসেছিলো...

১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৪৯

এইতো কদিন আগেও,
অবন্তীকা হেসেছিলো.....
রউস ডে, প্রপোজ ডে কিংবা ভেলেন্টাইনস ডে তে
তার দু, এখানা ভালোবাসার কিংবা অনুভূতি
জড়ানো পোস্টে তার মুখ ভরা হাসির প্রকাশ
ঘটিয়েছিলো....

খুব বেশি অবহেলিত হলেও...
নিজেকে নতুন করে কারো কাছে বড় করে
প্রকাশ করার অভিব্যক্তি তাকে কখনো স্পর্শ করেনি....

আজ,
"মানুষগুলো ভালো থাকবে" ভেবে সরে এসেছে
তার অনুভূতি আর মায়ার বেড়াজাল থেকে....

আজ অবন্তীকার কাছে ভেলেন্টাইনস ডে কিংবা
প্রপোজ ডে বলে কিছু নেই...

চ্যাট বক্স এর সবুজ বাতি জ্বলে থাকা মানুষটিকে
চাইলেও একবার এর জন্য জিজ্ঞেস করতে পারেনা,

"কেমন আছো? "

ভেবে নিয়েছে,

" হয়তবা তার অনুপস্থিতি কারো ভালো থাকার কারণ"

রাতভরে,
ডায়রিতে লিখে যাচ্ছে মানুষগুলোকে নিয়ে...
কখনোবা ব্যাল্কুনিতে বসে কাউকে পতিত আত্না বানিয়ে সেরে নিচ্ছে কল্পকথার বাকি থাকা কথাগুলো...

লিখে যাচ্ছে তার অনুভূতিকে ঘিরে থাকা গল্পগুলো..
যেখানে লেখক/লেখিকা সে নিজেই.
অন্য কেউ এসে তার গল্পের কোথাও
কোনো মুহূর্তের সংযোগ ঘটায়নি.
আজও অবন্তীকা বিশ্বাস করে.
"মানুষগুলো হয়তো ফিরে আসবে..
ফিরে আসবে কোনো এক গোধূলির আবছা আলোয়..

:)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: হুম।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১

আবির আহমেদ খান বলেছেন:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.