নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

চাওয়া-পাওয়া

১০ ই মার্চ, ২০১৮ রাত ২:৫০

" ফেইসবুকের কোনো পেইজ,গ্রপ, ব্লগ কিংবা
কারো পারসোনাল আইডি থেকে কিছু পোস্ট
বরাবর এর মতোই চোখে পড়ে যায়...

হ্যাঁ...
ব্যাপারটা মেয়েদের চাওয়া বা পাওয়া নিয়েই...

মেয়েরা নাকি এমন কাউকেই চায়,
যে স্পোক করবে না, নামাজ পরবে,
খুব ভালো পারসোনালিটির হবে,খুব কেয়ারিং
হবে..... ( বাকিগুলো নাইবা বললাম)

মেয়েরা চায়...
আর ছেলেরা যে শুধুই ভাত খায় তা কিন্তু না...
একটা ছেলের ও কিছু চাওয়া বা পাওয়া থাকতেই পাড়ে...

" একটা ছেলে চায়, তার জীবনে এমন কেউ আসুক যে তার টার্নিং পয়েন্ট হিসেবে দাড়াঁবে...
খুব রাগ করে বসে থাকলেও মানুষটির মুখের
হাসিতে সে সব ভুলে যেতে পারবে...
খুব সুন্দরী বা অসুন্দরীর ব্যাপারটা তাদের কাছে অর্থহীন...
তারা চায়না অতিমাত্রায় অহংকারী কেউ তাদের
জীবনে আসুক.....
এমন কেউ আসুক,
যে তাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবে... "

আসলে সবার চাওয়া যে একরকম হবে তা না!
চাওয়া বা পাওয়ার ব্যাপারটা আসলে মনের!

তুমি চাইলেও অনেক কিছু পাবা না...

আবার অনেকে..
অনেক কিছু না চেয়েও মূল্যবান কিছু পেয়ে যায়...

যে পেয়ে যায় তার কাছে ব্যাপারটা ভেলুলেস...
আর যে পায়না তার কাছে,
ব্যাপারটা "আকাশ-কুসুম"
চিন্তা করার সমতুল্য!


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪০

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

২| ১১ ই মার্চ, ২০১৮ রাত ১:২১

শাহিন-৯৯ বলেছেন: ৫১৭ সতের বার পঠিত, কমেন্ট এক। কেমনে কি? কমেন্ট করতে কি সবার এখন খুব কষ্ট হয় নাকি?

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৫০

আবির আহমেদ খান বলেছেন: কি জানি! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.