নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

ক্রাশ এবং কনফেশন

২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৩


বেশ কয়েকমাস হয়ে গেলো রিয়া তার রিলেশন থেকে সরে দাঁড়িয়েছে!!
রিলেশন টা ওয়ান সাইড ছিলো!
হ্যাঁ, তবে তা নিজ স্বার্থের কারণে না!
৫ বছরের রিলেশন এর পর কেউ কি আর নিজ স্বার্থের কথা ভাবতে পারে?
শুধুমাত্র, ভালোবাসার মানুষটির মুখের হাসির
জন্যই তার চলে আসা!!
একটা মেয়ে হিসেবে তার কোনো চাওয়া, পাওয়া
ছিলো না! ভালোবাসা দেয়ার বিনিময়ে ভালোবাসা পাবার ব্যাপারটা তার কাছে অনর্থক ছিলো!
শুধু চেয়েছিলো, কারো বুকে মাথা রেখে, তাকে ভালোবেসে সারাজীবন পার করে দিতে!! চেয়েছিলো ভালোলাগার মানুষটির হাতটি ধরে
জীবন এর বাকি পথটা হাঁটতে!
হয়তবা তার কপালে ছিলো না!

রিয়া এখন ভার্সিটি তে পড়ে! তার ডিপার্টমেন্টে
যতগুলো মেয়ে আছে, তার চেহারাটা তাদের তুলনায় খুব বেশি খারাপ ছিলো না!!

রাত তখন প্রায় ১০ টা বাজে!
রিয়া এখনো খায়নি! সে ১১ টায় রাতের খাবার খাবে! সাজিদ ১০:৩০ টায় ডিনার করে! তাই সে তার পরেই খাবে!! তাকে না খাইয়ে রিয়া কখনো
খায়নি!! আজ কথা না হলেও,
ব্যাপারগুলো রিয়াকে আজো প্রভাবিত করে!

কোনো এক কনফেশন পেজে তাকে নিয়ে কনফেশন বের হয়েছে! ডিপার্টমেন্ট এর সবার কাছে ব্যাপারটা অনেক হাস্যকর ছিলো!!
কনফেশন এর শেষে লেখা ছিলো,

"তোমার হাসিটা খুব সুন্দর! তুমি কি তা জানো?
মনে হয়না! কারণ, যে মেয়েটা নিজেকে সব সময় ছোট করে রাখে, সে নিজের হাসির সৌন্দর্য টা কখনোই উপলব্ধি করতে পারবে না!
আচ্ছা শোনো, যখন তুমি হাসো তখন আমার আকাশের মেঘগুলোও যেন সরে যায়!"

ইচ্ছা না থাকা সত্ত্বেও আয়নার সামনে অশ্রুসিক্ত
চোখে একটু মুচকি হেসে নিলো! আর ভাবতে লাগলো,
" কই নাতো আমার হাসিটা ত সুন্দর না!
সাজিদ তো আমাকে কখনো বলেনি আমার হাসি সুন্দর "

এই ৫ বছরে রিয়া ডায়রিতে শুধু লাভ & কনফেশন
এই লিখে গিয়েছে!! কখনো কারো ক্রাশ & কনফেশনে নিজের নাম চলে আসবে ভাবেওনি!

তাহলে কে সে? যে তাকে এতটা কাছ থেকে দেখে!!

খুব খবর নিয়েছে রিয়া!
আজ পরিচয় মিলিছে কনফেশন দেয়া ছেলেটির!
বাসার পাসের সেই আনস্মার্ট ছেলেটি!

যার সাথে তার ছোটবেলার সময় কাটতো!
খেলাধুলা আর কিছু ছোট ছোট ঝগড়া এর মাধ্যমে!
সেই আনস্মার্ট ছেলেটি তাকে খুব কাছ থেকে
দেখেছে লুকিয়ে লুকিয়ে যাতে বুঝতে না পারে!

তাকে মেসেজ দেয়ার সাহস হচ্ছে না রিয়ার!
কিছু একটা ভাবতে ভাবতে হঠাৎ মুচকি হাসির
আড়ালে বলতে লাগলো,

"পাগল একটা "



মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ২:০০

ইব্‌রাহীম আই কে বলেছেন: একটু ব্যতিক্রমী(আমার কাছে) ছিল লেখাটা। ভালো লাগলো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৮

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৮ ভোর ৫:৪২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: খুব বেশী হলে ৯ টার মধ্যেই ডিনার শেষ করা উচিত। আমাদের দেশে বেশী রাত করে কেন যে সবাই ডিনার করে বুঝা কঠিন।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:২৯

আবির আহমেদ খান বলেছেন: ভালোবাসা সবি পারে!

৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৩

খাঁজা বাবা বলেছেন: সাজিদ কে? কার সাথে রিলেসান থেকে সরে গেল? আনস্মার্ট ছেলেটি কে?
তিনজন কি একজন ই, না আলাদা?
একটু এলো মেলো লাগল।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩০

আবির আহমেদ খান বলেছেন: কিছুটা এলোমেলো ছিলো!

৪| ২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

আবির আহমেদ খান বলেছেন: গল্পটাই অগোছালো! লেখনি ও অগোছালো ছিলো!

৫| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৩

নীল আকাশ বলেছেন: এটা কি কবিতা ?? কিছু বুঝলাম না। কবিতার মতো লাগলো।

২৫ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:৩১

আবির আহমেদ খান বলেছেন: তাই? হাহা

৬| ২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৭

নীল আকাশ বলেছেন: লেখার ফরম্যাটের জন্য মনে হয়েছে। অন্য কিছু মনে করবেন না।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:৪৪

আবির আহমেদ খান বলেছেন: মন্র করার কিছুই নেই! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.