নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

আজ পহেলা বৈশাখ

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৭


আজ পহেলা বৈশাখ

আচ্ছা, পহেলা বৈশাখে কি সেজেছিলে?
বৈশাখির কোলাহল কি তোমায় আজ স্পর্শ করেছিলো?
আচ্ছা, আজ শাড়ির সাথে কপালে টিপ পড়তে ভুলে যাওনি তো?
আচ্ছা আজ কি আমায় মনে পড়েছিলো?
নাকি অসাধারণের ভিতর সাধারণ কাউকে খুঁজে পাওনি?
আজ কারো হাত আঁকড়ে ধরে কি কিছুটা পথ হেঁটেছিলে?

যে হাতে অসাধারণের ছোঁয়া আছে! কারো বুকে মাথা রেখে রাগ, অভিমানগুলো আজ বলেছিলে কি? জানো, আজ আমি পাঞ্জাবি পড়িনি! সকালে পান্তা, ইলিশ কি জিনিস ছুঁয়েও দেখিনি! কথায় আছে, খুহ সাধারণদের নাকি বিলাসিতা করতে নেই! তাদের স্বপ্ন দেখতে নেই, তাদের চাওয়া পাওয়া থাকতে নেই!! তাদের কারো হাত ধরে কিছুটা পথ চলার অধিকার নেই! কারো সাথে দুঃসময়ের কিছুটা শেয়ার করার অধিকার নেই! খুব সাধারণদের একাকি পথ চলা শিখে যেতে হয়! সাথে নাহয় নিকোটিনের কালোময় ধোঁয়াই তার সব কিছুর সাক্ষী হয়ে থাকবে! রাত জাগা রাত গুলোই নাহয় তাদের প্রতিটি চোখের জলের সাক্ষী হয়ে থাকবে! কি আর করার বলো! পারিনা কিছুটা ভালো মুহূর্তের জন্ম দিতে! আমরা খুব সাধারণেরা যে কারো বোঝা হয়ে থাকতে পারিনা! আবার কারো মন খারাপ বা কারো এক ফুটো অশ্রুর কারণ হয়ে থাকতে চাই না! আমাদের চাওয়া পাওয়ার পাল্লাটা ও খুব ভারী না! মানুষগুলো ভালো থাকুক, কোনো অসাধারণ এর মাঝে! তাদের চোয়ালে হাসি ফুটে থাকুক নিত্যপ্রতিদিন! এটাই আমাদের কাম্য! আমাদের মুখের হায়াসির সাক্ষী নাহয়, ক্ষণিকের নিকোটিন ই হয়ে থাকবে! তারপরো আমরা বলতে পারি, এই দেখো, আমরা ভালো আছি!


(অফ টপিক! পুরনো লেখা)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আবির ভাই! কি খরব???

পহেলা বৈশাখের পোস্ট এত পরে???
এটা কবিতা লিখেছেন? নাকি গল্প??

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২২

আবির আহমেদ খান বলেছেন: হুম...ড্রাফটে ছিলো! খেয়াল করিনি গল্প,কবিতা কোনোটাই না!
বাস্তবিক কিছু প্রশ্নোত্তর এর কাল্পনিক স্বারসংক্ষেপ!!
তাই কিছুটা কবিতা, বাকিতা স্বার-সংক্ষেপ রূপে লিখেছি!!

আপনার কাছে যা মনে হয়!
আশা করি বুঝতে পেরেছেন :)

২| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৯

তারেক_মাহমুদ বলেছেন: ছবিটা শারলিন ফারজানার না? খুব ভাল লাগে শারলিনকে।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৭

আবির আহমেদ খান বলেছেন: আমারো

৩| ২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:২১

তারেক ফাহিম বলেছেন: আজ ১৩ই বৈশাখ ।

শিরোনামেই শুধু আজ কথাটি আছে,
মুল বক্তব্যে আমার অাজ ১লা বৈশাখা আমার চোখে পড়েনি, আপনি চাইলে শিরোনাম পরিবর্তন করে ব্লগটিকে আরও সুন্দর করতে পারেন।

২৬ শে এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩১

আবির আহমেদ খান বলেছেন: পোস্টটি ড্রাফটে ছিলো! খেয়াল করিনি

৪| ২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: লেখা পুরোনো হলেও আমার জন্য নতুন। এই লেখা আমি আগে পড়িনি।

ছবিটা কিন্তু সুন্দর।

২৬ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৯

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ :)

৫| ২৬ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ভাল লেগেছে।

২১ শে মে, ২০১৮ সকাল ১০:১৭

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.