নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

ডায়রীতে কিছু কথা

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:০১

অনেকদিন ধরে ভাবছি তোমাকে দেখতে যাব।। সেই কবে তোমাকে শেষ দেখেছিলাম মনে নেই।।আচ্ছা , তোমার ফ্রেন্ড্রা শুনেছিলাম আমার খুব সুন্দর একটা নাম রেখেছিলো ।। আমি সেদিন ই বুঝতে পেরেছিলাম যেদিন জানালার ধারে দাঁড়িয়ে একটা ছবি আপলোড দিয়েছিলাম সেদিন তোমার বান্ধবীদের অপমান করা কমেন্ট দেখেই বুঝেছিলাম তারা কিছু একটা বলতে চাচ্ছে । কোনো একটা দেয়ালের কারণে , তাদের মুখের ভাষা আটকে পড়েছে ।আর দেয়ালটা ছিলে তুমি।। তোমার উপস্থিতিতে তারা যে নামটী বলেনি তা কিন্তু নয়।। মনে মনে ঠিক ই চেয়েছিলে, হয়তবা কিছুটা করূণা করেছিলে।।
তারা যেন কি নাম দিয়েছিলো? ও হ্যাঁ, মনে পড়েছে।। যাই হোক নামটা নাই বলা হোক!
আচ্ছা ,তুমি না চেয়েছিলে আমি তোমাকে তোমার জন্মদিনে ,সিনেমার হিরোর মতো নতুন করে প্রপোজ করি?পারিনি আমি।। আমি তো জানতাম না তখন কিভাবে সিনেমার হিরোর মতো প্রপোজ করতে হয়।তুমি তো জানই আমি খুব সাধারণ একটি ছেলে।। এসব দিক দিয়ে আমি একেবারে কাঁচা। তবুও একবার ভেবেছিলাম করবো। কিন্তু, হুট করে সেদিন রাতে এতো খারাপ ব্যবহার করবে ভাবতেও পারিনি।
আচ্ছা , আমি ত জানতাম না আমার দোষটা কোথায় ছিলো। আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছিলাম তাই না?। তুমি শুধু বলেছিলে "ইটস ওভার" ।।


আজ প্রায় ২ বছর পেরিয়ে গিয়েছে।। ফোনের মেসেজ টিউনটা আর আগের মতো ফোনের কাছে টেনে নিয়ে যায়না।। তখন তোমার মেসেজটা পেয়ে কিছুটা অবাক হয়েছিলাম।। জানতে চেয়েছিলে, আগের মানুষটাকে এখনো ভালোবাসি কিনা? বলেছিলা ," হ্যাঁ, ভালোবাসি"।
কেমন করে আবার সবকিছু ঠিক হয়ে গেলো ভাবতে পারিনি। ভালোবাসি বলে কখনো জিজ্ঞেস করিনি এ ২ বছর কোথায় ছিলে?। কোথার মারপ্যাঁচে ২,১ বার মনেহয় জিজ্ঞেস করেছিলাম। তোমার উত্তরটি ছিলো "এমনি"।।তারপরো মেনে নেয়েছি। কারণ ভালোবাসি ত। ভালোবাসায় অবিশ্বাস থাকতে নেই।
ইদানিং তোমার আমার প্রতি কেয়ার টাও বেড়ে গিয়েছে।। যেটা আগে কখনোই পেতাম না।।
ঠিক যেদিন তোমায় প্রথম প্রপোজ করেছিলাম , ঠিক সেদিন থেকে আজ প্রায় ৫ বছর হয়ে গেলো।
আজ পর্যন্ত , তোমার মুখ থেকে " ভালোবাসি শব্দটা শুনতে পাইনি।।তোমার মনে আছে তুমি সময় নিয়েছিলে ২ বছর ? আজ তা পেরিছি ৫ বছরে পা রেখেছে।
তারপরো কি জানো , আমার কোনো আক্ষেপ নেই ।।
ভালোবাসার বিনিময়ে যদি তোমার মুখে হাসি ফুটে থাকে সবসময় তাহলে তাই হোক নাহয়।


ইদানিং তোমার ব্যবহারে অনেক পরিবর্তন।। ঠিক আগে যেমনটা ছিলো ঠিক তেমনটা ।।
আবার শুনেছি তোমার নাকি রিলেশন ছিলো।। তাও জিজ্ঞেস করিনি তোমায়। কারণ তমার উত্তরটা আমার জানা ছিলো।। তাও চেয়েছিলাম , যাতে তুমি নিজ থেকে কিছু শেয়ার করো। সেটাও করোনি।
আর আমার উপস্থিতি তোমাকে কতটা বিরক্তি করে সেটাও বুঝিয়ে দিয়েছিলে ।।
একটা ছেলে কখনোই চায়না তার উপস্থিতি কারো মন খারাপ এর কারণ হয়ে থাকুক।
তাই অনেক ভেবে চিন্তে সিন্ধান্ত নিতে বাধ্য হলাম , " এবার আমার সেচ্ছায় বিদায় নেয়া উচিত।।
হয়তবা তাতে তুমি ভালো থাকবে। হয়তবা তুমি একটু হলেও হাসবে।।
তাই তোমাকে ঘৃণা করি কথার মাধ্যমে তোমা থেকে বিদায় নিলাম ।।
তুমি একবারো ফিরিয়ে আনতে চাইলে না ।। সেদিন হাসিমুখেই বিদায় নিয়েছি ।


আর আমার না বলা সামান্য কিছু চাওয়া পাওয়া ? ওটা নাহয় কোনো এক নিস্তব্ধ রাতে ফানুস এর নিভু নিভু আলোয় তুমি নামক ঠিকানাবিহীন প্রাপকের কাছে পাঠিয়ে দিবো ।।
দেখে নিও।
কিন্তু, খবরদার !!! এক ফুটো চোখের জল ও জাতে গড়িয়ে না পড়ে!!!


(কাল্পনিক ও সংক্ষেপিত)


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: পড়লাম।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:২০

আবির আহমেদ খান বলেছেন: ☺

২| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:১৬

মৌরি হক দোলা বলেছেন: সুন্দর লেখনী :)

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:২০

আবির আহমেদ খান বলেছেন:

৩| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪

রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার ডায়েরীর কথা।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৬

আবির আহমেদ খান বলেছেন: আপনার কমেন্ট গুলো মাঝে মাঝে পড়ে বেশ হাসি পায়

৪| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

মনিরা সুলতানা বলেছেন:
একটা ছেলে কখনোই চায়না তার উপস্থিতি কারো মন খারাপ এর কারণ হয়ে থাকুক।
সত্যি বলতে কি কেউ ই চায় না তার উপস্থিতি কারো মন খারাপের কারন হোক।

লেখায় ভাললাগা।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩

আবির আহমেদ খান বলেছেন: ☺

৫| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪১

দিপু দিপু বলেছেন: আর আমার না বলা সামান্য কিছু চাওয়া পাওয়া? ওটা নাহয় কোনও নিস্তব্ধ রাতে ফানুসের নিভু নিভু আলোয় তুমি নামক ঠিকানাবিহীন প্রাপকের কাছে পাঠিয়ে দেব!
এই লাইনটা বেস্ট! :)

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৩

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ

৬| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।
ভালবাসতে গেলে সবসময় ছাড় দিতে হয়।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৮

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৪৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো লাগল আপনার লেখা।

০৯ ই মে, ২০১৮ বিকাল ৫:৫১

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ

৮| ০৯ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

শামচুল হক বলেছেন: সুন্দর ডায়েরীর কথা।

০৯ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

আবির আহমেদ খান বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.