নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শত অসাধারণ এর ভিতরে সাধারণ আমি..আর সহস্র সাধারণ এর ভিতরে আমি নগণ্য..সেই নগণ্যতার মাঝেও নিজেকে কিছুটা গণ্য বলে প্রমাণ করতে চাই..প্রমাণ করতে চাই, হারতে গিয়েও জিতে যাবার মতো কোনো দুর্লভ অনুভূতির...

আবির আহমেদ খান

শূন্যতাকে, পূর্ণতার সাথে যোজন বা বিয়োজন করা কি সম্ভব? যেহেতু, পূর্ণতার কোনো সাংখ্যিক রূপ/চিহ্ন নেই!সেহেতু, সম্ভব না!! আমিও পূর্ণতা নামক মোহ পাবার আশায় শূন্যতকে আঁকড়ে ধরে বেঁচে আছি!! আবার শূন্যতা নিয়েই হয়তবা বিদায় নিবো একদিন

আবির আহমেদ খান › বিস্তারিত পোস্টঃ

কথায় যদি কথা আসে কিংবা পরিস্থিতি সাপেক্ষে যদি সন্দেহ আসে, তাহলে সেখানে বিশ্বাস এর কি দোষ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৩

খুব সাধারণ বিষয়। যা কেউ না কেউ প্রতিনিয়ত মোকাবেলা করে থাকে।। কাজের উপর ভিত্তি করে সন্দেহ আসতেই পারে!! কেউ কেউ আবার সেই সন্দেহ টাকে বিশ্বাস এর উপর ঢেলে দেয়।
কি আর করার এখনকার দিনে নাকি সবকিছুই বিশ্বাস এর উপর চলে!! বিশ্বাস কিভাবে তৈরি করে নিতে হয় সেটার উপর কারো মনোযোগ নেই বললেই চলে!!



বাবা-মার সবচাইতে আদরের ছেলেটা যখন প্রতিদিন সঠিক টাইমে বাসায় ফিরে আসে, তখন বাবা-মা এমনিতেই তার উপর খুশি থাকে!!
যখন সেই আদুরে ছেলেটার আচরণে, ব্যাপক পরিবর্তন কিংবা তার চলাফেরায় ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়, সাধারণত তখন সকল বাবা-মা একটু টেনশনে পড়ে যায়!! কারণ জানতে চাইলে,
সেই পরিবর্তন হওয়া আদুরে ছেলেটি দৃঢ় আওয়াজে একবারো বলতে ভুলে যায়না,
"আমাকে তোমরা বিশ্বাস করোনা "
বিপথে যাওয়া ছেলেটি, তার কুকর্মের কথাকে ঢাকা দিতে বিশ্বাস কে টেনে আনতে একবারো দ্বিধাবোধ করেনি!!

কিংবা কোনো মেয়ের যখন শারীরিক মানসিক আচরণের পরিবর্তন টা তার বাবা-মার চোখে ধরা পড়ে! তখন কিছু প্রশ্নের প্রত্তোত্তরে ঠিক বলে উঠে,
"বিশ্বাস করো! কিছু হয়নি আমার। আমি ঠিক আছি!!

এখন না হয় কোনো সম্পর্কের দিকে আসি!
যে মেয়েটা/ছেলেটা কোনো ছেলেকে/মেয়েকে ভালোবেসেই যাচ্ছে!!!
সেখানে যখন কয়েক বছর তাদের বিভেদ এর পর কোনো ছেলে/মেয়ে যখন আবার একে অন্যের জীবনে ফিরে আসতে চায়, তখন এতদিন কোথায় ছিলে বলার প্রত্তোত্তরে ঠিক বলে উঠে,
" এমনি সমস্যা ছিলো! তুমি আমায় বিশ্বাস করোনা?"

বর্তমানে বিশ্বাস বলে কিছু নেই!! বর্তমানে বিশ্বাস হচ্ছে, কোনো পাপ কাজ ঢাকা দেবার একধরণের অস্ত্র!! সবাইকে সমান ভাবে মাপার কোনো উপায় নেই। তবে অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটছে!!
এইতো!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: আসলে মানুষ হয়ে পড়েছে অমানবিক।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

আবির আহমেদ খান বলেছেন: কি আর করার! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.