নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু ছােলহ

আবু ছােলহ › বিস্তারিত পোস্টঃ

একটি আখর

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:১৬



একটি আখর এই পৃথিবী বাঁচিয়ে রাখে,
একটি আখর এই পৃথিবী সবুজ রাখে।
একটি আখর এই পৃথিবী মধুয় ভরে,
একটি আখর এই পৃথিবী যাদুয় গড়ে।

একটি আখর হারিয়ে আকুল কত্তজনা,
কেউ নহে আর, তিনি আমার দু:খিনী মা।
মায়ের ভালবাসার কোনো নেই তুলনা,
মাগো তুমি সুখে থেকো এই কামনা।

মা হারা জন ছাড়া কে আর বুঝবে ব্যথা,
মায়ের অভাব সে কি কভু পূরন হবার?
যদিও সবাই যায় ভুলে, মা পারে কি তা?
মায়ের আঁচল ছায়া সেরা ঠাঁই যে সবার।

দু'টি কথা: প্রিয়তম মা, যাকে পেয়েছিলাম শৈশবে, কৈশোরে এবং যৌবনের প্রারম্ভের কিছুটা সময়। আমাদের সুখের জন্য যিনি নিজের সকল সুখ বিসর্জন দিয়েছিলেন হাসিমুখে। স্বপ্ন ছিল, তাঁর সুখের জন্য একটু কিছু করব। কিন্তু সেই সুযোগ তিনি দেননি। নরোম রোদ্দুরের আবহে কোনো এক গোঁধুলিবেলা জায়নামাজের পাটিতে মহান রবের ডাকে সারা দিয়ে শিউলি ফুলের মত ঝড়ে পড়েন প্রিয়তম মা। প্রবেশ করেন অন্তহীন পারকালীন জীবনে। তাঁর রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক তাঁর জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারন করুন। তাঁরই স্মরনে এই ছোট্ট কবিতা। দু:খিনী মায়ের জন্য হৃদয় কাঁদে এমন প্রত্যেকের মায়েদের জন্যই সুখে থাকার প্রার্থনা।

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২০

নিশাচড় বলেছেন: দারুন লেগেছে কবি। মুগ্ধতা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫

আবু ছােলহ বলেছেন:



পাঠ এবং সুন্দর মন্তব্যে অশেষ কৃতজ্ঞতা। শুভকামনা।

২| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:২২

বিজন রয় বলেছেন: মায়াময় কবিতা।
পবিত্রতার কবিতা।

উজ্জ্বল।
+++++++

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৬

আবু ছােলহ বলেছেন:



আপনি সামুর প্রেরনার বাতিঘর। পদচারনায় মুগ্ধ হলাম। কৃতজ্ঞতা এবং শুভকামনা।

৩| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৩৯

সামু স্টার বক্স নিউজঅ বলেছেন: কবিতা পড়ে মুগ্ধতা অনূভব করছি।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৭

আবু ছােলহ বলেছেন:



আপনার আগমন আনন্দিত করলো। দারুন মন্তব্যে কৃতজ্ঞতা। শুভকামনা।

৪| ৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৪৩

সনেট কবি বলেছেন: দারুণ কবিতা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

আবু ছােলহ বলেছেন:



সনেট কবি কোনো কবিতাকে 'দারুন' বললে খুশির মাত্রা বৃদ্ধি না পেয়ে উপায় থাকে না। কৃতজ্ঞতা। শুভকামনা।

৫| ৩০ শে মে, ২০১৮ দুপুর ২:০৯

লাবণ্য ২ বলেছেন: সুন্দর।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

আবু ছােলহ বলেছেন:



নিশ্চয়ই আপনিও সুন্দর। কৃতজ্ঞতা এবং শুভকামনা।

৬| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৮

বিজন রয় বলেছেন: আমি আসলে অনেকদিন নিয়মিত ব্লগিং করতে পারিনি, অনেক আফসোস করতাম, আপাতত একটু সময় পাচ্ছি তাই ধুমছে ব্লগিং করছি, সামনে কি হবে জানিনা।

ধন্যবাদ আর শুভকামনা।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:০২

আবু ছােলহ বলেছেন:



একই অবস্থা আমারও। দীর্ঘ দিন অনিয়মিত ছিলাম। রমজান মাসে একটু ফ্রি সময় থাকে হাতে। তাই আছি। আবার কখন থাকব না, তাও জানি না।

আবারও আপনার আগমনে আপ্লুত! আমরা চাই, আপনাদের মত গুনীরা এই প্লাটফর্মটিকে প্রানবন্ত করে রাখুন। অনেক শুভকামনা।

৭| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন: অনবদ্য।

৩০ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৪

আবু ছােলহ বলেছেন:



হৃদ্যতা অশেষ।

৮| ৩০ শে মে, ২০১৮ বিকাল ৫:৩১

কাইকর বলেছেন: খুব ভাল লাগলো

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩০

আবু ছােলহ বলেছেন:



ধন্যবাদ। অশেষ শুভকামনা।

৯| ১০ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আন্টি জান্নাতবাসী হোন এই কামনা করি। মা হারালেই বুঝা যায় মায়ের মর্ম।±+±+

০৮ ই ডিসেম্বর, ২০২২ সকাল ৯:১৩

আবু ছােলহ বলেছেন:



আমিন। আল্লাহ তাআ'লা আপনার দোআ কবুল করে নিন। জাজাকুমুল্লাহ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.