নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবু ছােলহ

আবু ছােলহ › বিস্তারিত পোস্টঃ

দু\'টি কবিতা: ঋণ এবং ঋণ নেই

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২০



ঋণ

আমার অনেক ঋণ- পল্লীমা তোমার
আঁচলে আগলে রেখে- সোনালী শৈশব
ভরেছো জীবন দিয়ে- সুধা বেশুমার
দু'হাতে দিয়েছো ঢেলে- ঐশ্বর্য্য বৈভব
সবুজ দুর্বার পরে- হাটতে দিয়েছো
রাখাল বালক সেজে- মাঠের কিনারে
গরুর পালের সাথে- খেলতে নিয়েছো
বিমূর্ত সেসব জাগে- স্মৃতির মিনারে।

শীতের কুয়াশা এনে- চাদর করেছো
বোশেখের ঝিম ধরা- অলস দুপুর
ঝিঁঝিদের ঝিঁঝিঁ ডাক- আপন করেছো
ফসলের মাঠ যেন- সোনার নুপুর
খাল ভরা সেই মাছ- সেই পানি কই?
ফিরবে না সেসময়- তবু চেয়ে রই!




ঋণ নেই

কারও কাছে আমার কোনো দায় নেই-
শুধু মায়ের কবরটি ঐখানে বলে আমি বাধা
কারও কাছে আমার কোনো ঋণ নেই-
শুধু দক্ষিন ধারে আব্বা শুয়ে বলে আমি বাধা
কারও কাছে আমার কোনো দায় নেই-
আমি চলে যেতাম সেই কবে কোন্ সে অজানায়
শুধু দাদীর পানে চেয়ে হারিয়ে ফেলি খেই-
দাদীটাও যে ঘুমিয়ে আছে নারকেল গাছ তলায়!
কারও কাছে আমার নেই কোনো ঋণ-
কেউ আমাকে আটকে রাখে, সাধ্যি কারও নেই
এই সোঁদা গন্ধ মাটির, বুকে ব্যথা চিনচিন-
মাটির কাছে হেরে গিয়ে আছি আটকে নিজেই!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

রাজীব নুর বলেছেন: দু'টাই সুন্দর।

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

আবু ছােলহ বলেছেন:



অভিনন্দন।

২| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

হাবিব বলেছেন: অসাধারন..........

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

আবু ছােলহ বলেছেন:



অভিবাদন.........

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯

বাকপ্রবাস বলেছেন: খুব সুন্দর

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

আবু ছােলহ বলেছেন:



ধন্যবাদ। শুভকামনা।

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালো হয়েছে।

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:১০

আবু ছােলহ বলেছেন:



কৃতজ্ঞতাসহ শুভেচ্ছা।

৫| ০৮ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার দুটো কবিতা। ভাব ও ভাষায় সমৃদ্ধ সনেট। ছবিদুটোও সুন্দর। + +

০৯ ই নভেম্বর, ২০২২ সকাল ১০:১২

আবু ছােলহ বলেছেন:



প্রেরণাদায়ক চমৎকার মন্তব্যে কৃতজ্ঞতা, প্রিয় মান্যবর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.