নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা ভাবি, যা দেখি, যা বিশ্বাস করি

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই

শিশু বিড়াল

স্বাধীন দেশের স্বাধীন এক নাগরিক। পেশায় ডাক্তার হলেও নেশা ছবি আঁকা। সবই সখের বশে। ভালবাসি দেশ ও দেশ এর মানুষ।

শিশু বিড়াল › বিস্তারিত পোস্টঃ

~মৃত্যুঘ্রান~

০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫১

দেখতে পাও দিব্যি চলছি আমি,
হাসছি, গাইছি, কথা বলে যাচ্ছি
দেখনি ভেতরে তাকিয়ে আমার,
তাকিওনা কোনদিন, সেই ভাল
ভয় পাবে, শিউরে উঠবে, দুঃস্বপ্নে কাটবে তোমার প্রতিটা রাত
যদি দেখতে পেতে কি ভয়ংকর মৃত্যু পুষে চলেছি আমি
পচা লাশের গন্ধে জীবন্ত আত্মা মৌ মৌ করে আমার।


কামড়ে দেবে তোমায় গন্ধময় কষ্ট পোকা
মৃত মনের চামড়া ফুঁড়ে বেরিয়ে এসে
নোংরা করবে তোমাকে, ধ্বংস করবে চারপাশ
ক্ষত ছড়িয়ে পড়বে সমস্ত মন জুড়ে
তার চেয়ে দূরে থাকো সেই ভাল
পবিত্র থাকো, সেই ভাল
তোমার সুঘ্রানের মুল্য আমার মৃত্যু হতেও দামি।
সেটা জেনে রেখ, বুঝে রেখ, মনে রেখ।


যে বাতাসে তোমার ঘ্রান নেই,
দরকার নেই সে বাতাস আমার ফুসফুসে প্রবেশ করার,
অধিকার নেই আমার রক্তকনিকাকে স্পর্শ করার,
সাধ্য নেই আমার হৃদয়কে জাগিয়ে তোলার,
বা আমার মস্তিষ্ককে বাঁচিয়ে রাখার।
স্তব্ধ সেই হৃদপিণ্ড, নষ্ট সেই বাতাস
মৃত সেই মস্তিষ্ক, মৃত এই আমি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২০

কাব্য পূজারি বলেছেন: গাঢ় ভালোবাসার মগ্নতা
মানব মনে গ্রাস করুক।

২| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ২:২৮

অন্ধবিন্দু বলেছেন:
স্তব্ধ সেই হৃদপিণ্ড, নষ্ট সেই বাতাস

অদ্ভুত এই মৃত্যু কোলাহল ...

৩| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

দুখাই রাজ বলেছেন: বাহ !

৪| ০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১১:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

শুভেচ্ছা :)

৫| ০৩ রা নভেম্বর, ২০১৪ রাত ৮:৫২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার+++

৬| ২৪ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৬

যাযাব৮৪ বলেছেন: ভাল লিখছেন ।। :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.