নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মানুষ।

কাশফুল মন (আহমদ)

সবার আমি ছাত্র,শিখছি দিবা-রাত্র।

কাশফুল মন (আহমদ) › বিস্তারিত পোস্টঃ

ছবি নয় বাস্তব!

১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৪৮

আজ হঠাৎ মনে পড়ছে তাকে :P কতো দিন দেখিনা :(( সে কবে দেখা হয়েছিলো তার সাথে। তাও আবার
তাদের বাসায়!তখন অবশ্যই তাকে এভাবে মনে চোখে দেখা হয়নি।কারণ তখন সে ছিলো,আমার কাস্টমার! তার
লেপ্টপে একটা সমস্যা ছিলো,তাই তার বাবার অনুরোধে
বাসায় গিয়ে তার লেপ্টপটি ঠিক করে দিলাম।এ নিয়ে কয়েকবার আসা হলো তাদের বাসায়।আর সে সুবাধেই
তার সাথে পরিচয় হলো।কিন্তু তাদের বাসায় তার সাথে পারসোনাল কোন কথা হয়নি। সেই আমার নাম্বার নিয়ে
আমাকে ডিস্টার্ব করত।ডিস্টার্ব করতো বলে সে বলতো,আমি আপনাকে ভালোবাসি।আপনাকে আমার খুব
পছন্দ হয়েছে।আপনার হাসি টা অনেক কিউট।আমার তো
ইচ্ছা করে আপনাকে সামনে ফেলে কিস করতে কিন্তু লজ্জার জন্যে পারিনা।
অবশ্যই এগুলো পরিচয় গোপন করে কথা বলার সময় বলেছে।কিন্তু যখন তাকে আমি চিনে ফেলি,তখন সে
সব কিছু অস্বীকার করে।
তখন বলে আমি এতো দিন সব ফান করেছি।আপনি
কিছু মনে করেন না।আপনাকে আমি একটু শাস্তি দিতে চাই ছিলাম,কারণ একদিন আপনি আমাকে এন্টিভাইরাস
ডেকেছেন তাই।
তখন আমি বললাম,এগুলো তো আমি ছবিতে দেখতাম
কিন্তু এখন দেখি বাস্তবেও হয়েছে। তার জবাব ছিলো, হ্যাঁ।সত্যি কথা বলতে, তখনও তার প্রতি আমার কোন
ফিলিংস আসেনি।এরপর আরো কিছু দিন কথা বলার পরেই,তার প্রতি আমার দূর্বলতা কাজ করতে শুরু করে!
এখন তার প্রতি আমার অনেক ফিলিংস কাজ করে।
এমন কি মোবাইলে অটো রেকর্ড থাকার কারণে,তার কথা
সব রেকর্ড হয়ে আছে।
আর এখন সে কোন কারণ ছাড়াই পরিক্ষার কথা বলে
যোগাযোগ বন্ধ করে দিয়েছে।কিন্তু কি করার আছে আমার!সেই তো বলে ছিলো আমাকে আপনি কোখনও ফোন করবেন না! কারণ সবাই জানলে সমস্যা হবে।
তাই আমি ফ্রি হলেই আপনাকে ফোন করবো।
আর তাই আমিও এখন তার ফ্রির অপেক্ষায় আছি।
কখন সে ফ্রি হবে,আর কখন সে আমাকে ফোন দিবে।
আজ এ বাদলা দিনেও তাকে খুব মনে পড়ছে।
তাই জানালার পাশে দাড়িয়ে আজ শুধু প্রকৃতির লিলা
খেলাকে উপভোগ করছি।আর ভাবছি মনটাও ওই বৃষ্টির মতো।যখন মেঘ আসে তখন বৃষ্টি পড়ে।আর না হয় আকাশ টাও পরিষ্কার হয়ে যায়।
ঠিক আমার মনেরও এখন একি অবস্থা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫

চাঁদগাজী বলেছেন:


দোয়া পড়েন, ওর কম্প্যুটারে ভাইরাস আক্রমণ হোক; দেখেন, আবার কেহ বিনে পয়সায় কম্প্যুটার সেরে দেয় কিনা!

২| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:২০

অতঃপর হৃদয় বলেছেন: আমাদের এখানে বৃষ্টি হচ্ছে।

৩| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শেয়াল বলেছেন: আহারে 8-| :((

৪| ১৮ ই মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

ওমেরা বলেছেন:
চাঁদগাজী ভাইয়া বলেছেন :


দোয়া পড়েন, ওর কম্প্যুটারে ভাইরাস আক্রমণ হোক; দেখেন, আবার কেহ বিনে পয়সায় কম্প্যুটার সেরে দেয় কিনা!

অতঃপর হৃদয় ভাইয়া বলেছেন: আমাদের এখানে বৃষ্টি হচ্ছে।

শেয়াল পন্ডিত ভাইয়া বলেছেন: আহারে ।

এ সব গুলোই আমার কথা তাই নতুন করে আর কিছু বল্লাম না ।

ধন্যবাদ ।

৫| ১৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৩

কাশফুল মন (আহমদ) বলেছেন: ধন্যবাদ সবার মতামতের জন্যে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.