নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

এই বাংলায়

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

ঝিলমিল বিল-ঝিল,রোদ চমকায়
বুলবুল,ফুল-কূল মশগুল তাই!
ফুলদের আলতায় ছায় অঙ্গন,
বোলতার আজ তাই সাতরং মন!
খোলতাই-রূপ ওই পক্ষীর দল
কল-কল তাল দেয়,গায় নির্মল!
সরসর বায় বয়—যায় দূর দূর,
বাঁশবন শনশন—ভরপুর সুর!
শুনশান বনপথ মন থমকায়!
ঝুরঝুর পত্রের সুর চমকায়!
মচমচ বন-তল আর বোল নাই,
হরবোল মন খায় দোল দোলনায়!

সন্ধ্যার আবছায় ছায় দিন্ মান,
ভোমরায় গায় তার গুণগুণ গান।
তেজহীন আফতাব ওই ডুবডুব—
পশ্চিম রক্তিম,নিষ্প্রভ পুব!
হইচই কই,ওই নির্জন সব,
মউ দেয় চৌদিক বউ-সৌরভ!

ঘুমঘুম রাত্তির,চুম দেয় চাঁদ,
আসমান-ময় হায়! চুমকির ফাঁদ!
ফিসফাস বয় ধীর নির্দোষ বায়,
ঝুরঝুর জ্যোছনায়—জোর রোশনাই ।
চুপচাপ ঝোপঝাড়—বাঙ্ময় রাত,
রাতভর চাঁদনীর দান-খয়রাত!

ভোর-বায় শয্যায় ঘুরপাক খায়,
আলতার রং পায় বন-লাক্ষায়!
শিরশির টুপটাপ ঝরকায় জল,
লজ্জায় লাল হয় ফুলগাছ-তল!
রূপ-ময় বাংলার রূপ-মেখলায়
লাল-নীল স্বপ্নিল যায় দিন,যায়।

—এই বাংলায়
স্নিগ্ধ মুগ্ধতা।
‎১৯ অক্টোবর,২০১৭।

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

ৈতয়ব খান বলেছেন: মাশাআল্লাহ!! মাশাআল্লাহ!

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রশংসার জন্য মুবারাকবাদ।যাজাকাল্লাহ খয়রান।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর। ভাল লাগল।

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রীতি গ্রহণ করুন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: ঐ দেখো বালিহাঁস খোঁজে শরবন
রংধনু মাছরাঙা ছুয়েঁ দিল মন _
কানাবক ধ্যান করে মন আনচান
জলাশয় জলছায় এই তো জীবন !!

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঐ দেখো বালিহাঁস খোঁজে চারজন
ঝলসিয়ে নুন দিয়ে খাবে গো এখন—
কানাবক, খোঁড়াবক, কালা ডান কান—
যাই হোক খেয়ে হবে ভুঁড়ি টানটান!

৪| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৪

মনিরা সুলতানা বলেছেন: মন্তব্য প্রতি উত্তরে কঠিন বাস্তব তুলে এনেছেন !
প্রথমে কিছুক্ষন হাসলাম এরপর বিষাদ ..

আপনার লেখায় অসম্ভব ভালোলাগা !

২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ।তবে আপনিও যেহেতু কবিতা-টবিতা লেখেন, তাই প্রশংসার সাথে-সাথে সমালোচনাও করবেন।
তা আপনি কি আপু,না কি ভাই?ব্লগে দুয়েকজনকে আপু-টাপু বলে সম্বোধন করলাম।পরে একজন জানালেন—উনি আপু নন,ভাই।কিন্তু নিক নেম দেখে তা বোঝার কোনও উপায় ছিল না।

৫| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৮

আখেনাটেন বলেছেন: ছলছল-কলকল ঝলমল লেখাতে ভালোলাগা রইল।

২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:২২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাই, আখে নাটেন হলেন কেন?গমে নাটেন,যবে নাটেন,ধানে নাটেন—ইত্যাদি হলেন না কেন?

৬| ২০ শে অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

আখেনাটেন বলেছেন: হা হা হা......। এটা তো অাগে ভাবি নাই। আখেই ক্যানে নাটেন? কেন অন্যগুলো নয়। অামার তো মনে হয় পাট যেহেতু বাংলাদেশের সোনালী অাঁশ। তাই পাটেনাটেন হলেই মানাতো বেশি। :P

দেখি ছাওয়াল-পাওয়াল হলে ঐগুলো বিবেচনা করতে হবে। ;)

২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: হা হা ! জি ভাই, “পাটেনাটেন” হলেই ভালো। এতে কেমন যেন “হাতেনাতেই” ফল পাওয়ার একটা ব্যাপার রয়েছে।

৭| ২০ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

মনিরা সুলতানা বলেছেন: লেখক বলেছেন: প্রত্যুত্তরের জন্য ধন্যবাদ।তবে আপনিও যেহেতু কবিতা-টবিতা লেখেন, তাই প্রশংসার সাথে-সাথে সমালোচনাও করবেন।
তা আপনি কি আপু,না কি ভাই?ব্লগে দুয়েকজনকে আপু-টাপু বলে সম্বোধন করলাম।পরে একজন জানালেন—উনি আপু নন,ভাই।কিন্তু নিক নেম দেখে তা বোঝার কোনও উপায় ছিল না।


কবিতা তো লিখি যেদিন টবিতা লেখা শুরু করব , নিঃসন্দেহে সেদিন থেকে সমালোচনা ও শুরু হবে ।

হাহাহাহাহা হাহাহাহাহহাহাহাহাহ ; বেশ তো ব্লগে ভাইয়া আপু না হয় নাই থাকলো "প্রিয় ব্লগার " সম্বোধনে ই দিব্যি চালানো যাবে পারস্পারিক মিথিস্ক্রিয়া ।

শুভ কামনা ।

৮| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৫

ডঃ এম এ আলী বলেছেন:
কিছু পারিভাষিক শব্দ যথা প্রাতিপদিক, প্রকৃতি, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ ইত্যাদির সুন্দর ব্যবহার দেখা গেল কবিতাটিতে । ধ্বনি ও মিলের সাথে শব্দের সঠিক ব্যবহার কবিতাটিকে ব্যঞ্জনাময় করে তুলেছে বলেই মনে হলো।
রবীন্দ্রনাথের খাপছাড়া কবিতাটির মত শব্দ ও মিলের নিদর্শন যেন কিছুটা দেখা গেল এতে ।

ক্ষান্তবুড়ির দিদি-শাশুড়ির পাঁচ বোন থাকে কালনায়,
……………………………………….
নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে, চুন দেয় তারা ডাল্নায়।


ছড়া-সম্রাট সুকুমার রায় খাওয়া নিয়ে ছড়া কেটেছেন যেভাবে:

খাই খাই করো কেন? এসো বসো আহারে
খাওয়াব আজব খাওয়া, ভোজ কয় যাহারে।


কবি জসিম উদ্দীনের পল্লী জননীতে ছন্দের গাঁথুনিতে
উপযুক্ত শব্দের ব্যবহার করেছেন যেমনি ভাবে :

রাত থম্ থম্ স্তব্ধ নিঝুম, ঘন ঘোর আঁধিয়ার
নিঃশ্বাস ফেলি তাও শোনা যায়, নাই কোথা সাড়া কার।


উপরূক্ত জগত বিখ্যাত কবিদের ছড়া-কবিতায় ছন্দ-মিলের অর্পূব দ্যোতনা এবং শব্দের প্রয়োগ রিতীর দিকে তাকিয়ে বলা যায় শুধু বিষয়ই নয়, শব্দ-ছন্দের কারুকাজ এর বেশ কিছুটা উপমা এ কবিতাটির প্রতিটি পঙিক্ততে পঙিক্ততে গাঁথা রয়েছে যেমনটি বলা হয়েছে :

ঝিলমিল বিল-ঝিল,রোদ চমকায়
বুলবুল,ফুল-কূল মশগুল তাই!
ফুলদের আলতায় ছায় অঙ্গন,
বোলতার আজ তাই সাতরং মন!


আরবী ফারসী কবিতার ছন্দের কিছু দ্যোতনাও ধরা পরে এতে , জানিনা কবি আমার সাথে দ্বিমত করেন কিনা !!!

আমি কবিতা বুঝি কম । যেমন বুঝি তার থেকে বেশী উল্টা পাল্টা কমেন্ট করে বসি । মুল কবি সহ ডান বাম হতে কথাও তেমনি কিছু শুনি । শুনে শুনে শিখি ভুলটা আমার কোথায় হয়েছে বেশী । শ্রদ্ধা ও ভালবাসায় তাদের প্রতি ততই বিনয়ী হতে প্রত্যয় জাগে মনে । চিত্ত ব্যকুল হয়ে উঠে দ্বিতীয় ভ্রান্তি পাশে পতিত হওয়ার মানসে । কবিতা তেমন হয়না পাঠ, ভাল যে গুলি লাগে তাতেই দিনের অবসর সময়টুকু যায় যে কেটে ।

সুন্দর সুন্দর কবিতা লেখার জন্য শুভেচ্ছা রইল ।

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভাইজান, আমি কবিতার তাত্ত্বিক বিষয় পড়েছি অনেক আগে—যখন কবিতা লেখা প্রথম শুরু করি। সেই ক্লাস নাইন-টেনে। এই কবিতা কোন ছন্দে লেখা সঠিক বলতে পারব না। তবে,ছন্দ গাঁথার সময় একটা বিষয় মাথায় রেখে লিখেছি। আপনি যদি প্রতি এক অক্ষর পরপর, মানে দুই নম্বর অক্ষরে একটা করে হস চিহ্ন, কিংবা হসন্ত চিহ্ন যেটাই বলি, দেন তবে কোথাও এর ব্যতিক্রম পাবেন না।যেমন—
ঝিল্ মিল্ বিল্ ঝিল্ রোদ্ চম্ কায়্
বুল্ বুল্ ফুল্-কূল্ মশ্ গুল্ তাই্
ফুল্ দের্ আল্ তায়্ ছায়্ অঙ্ গন্
বোল্ তার্ আজ্ তাই্ সাত ্ রঙ্ মন্...

আর কবিতায় অনুপ্রাস ব্যবহার করা আমার মজ্জাগত হয়ে পড়েছে।
‎যাই হোক, আপনার বড়বড় কমেন্ট দেখে বিস্মিত হই। এবং জেনে রাখুন আপনি আমার কবিতাগুলোর একজন বড় অনুপ্রেরণাদাতা।

৯| ২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ এসে দেখেছেন বলে ।
আমার শত শত মন্তব্য থেকে যায় পোষ্টদাতার অগোচরে।
খুশী হলাম মন্তব্যের কথা মালাতে ।

শুভেচ্ছা রইল ।

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: শুভেচ্ছা আপনাকেও।

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:৫৪

জাহিদ অনিক বলেছেন:

দারুণ ঝিলমিলে কাব্য !!!!!!!!

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: থ্যাংকু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.