নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কি যে লিখি ছাই মাথা ও মুণ্ডু আমিই কি বুঝি তার কিছু?/হাত উঁচু আর হ\'ল না ত ভাই, তাই লিখি ক\'রে ঘাড় নীচু!

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা

এখন থেকে লিখব না আর সত্যিকারের কিছু/ বলব না আর, চলব শুধু ছায়ার পিছুপিছু।// সবাই যখন নামছে নীচে, আমার তখন কী দায়? / অন্ধকারের সঙ্গী হলাম—আলোক তোমায় বিদায়।// এখন আমি থমকে রব, জীবন হবে থ-ময়,/ মাথা নেড়ে আজ্ঞে বলেই কাটিয়ে দেব সময়।// মিথ্যেটাকে সত্যি জেনেই করব কারাবরণ—/ এখন থেকে জানবে, হে দেশ, কবির হলো মরণ।//

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগে (একটি অরাজনৈতিক কবিতা)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৯

রঙ্গে ভরা বঙ্গদেশের নীতি এখন চকচকা,
শোষণ-ত্রাসন নিপাত গেছে, দেশ যে এখন ফকফকা!
হচ্ছে দেশের অগ্রগতি, বলবে কি কেউ হয়না তা?
আমিও তা করব স্বীকার, ধড়ে আমার কয় মাথা?

এখন দেশে সাম্য দেখে আমার ভীষণ সুখ লাগে—
মানুষ-কুকুর দুইজনাতেই আস্তাকুঁড়ে ভিখ মাগে;
আস্তাকুঁড়েয়, রাস্তাজুড়েই —চলছে সুখের বর্ষণ এ।
সেঞ্চুরি রোজ হচ্ছে খেলায়, হচ্ছে আবার ধর্ষণে।

দেশের-দশের উন্নয়নে এখন আমার ভাল্লাগে
তিলের ঘুষে হয়না তো কাজ, এখন পুরো তাল লাগে।
তেলা-মাথা হচ্ছে তেলা আরও তেলের সয়লাবে;
উন্নয়নে যাচ্ছি ভেসে, আমজনতার জয়লাভ এ।

বুকে সুখের পুলক লাগে, তাইতো আমি ভাব মারি—
ঘুষের টাকাই শুল্ক এখন, ঘুষই এখন আবগারি।
অর্থনীতি বদলে গেছে, বদলে গেছে গাছতলা;
মাইনে থেকে উপরি বেশি—খুপরি এখন পাঁচতলা।

এখন আমার বুকের ভেতর নতুন করে জোশ জাগে—
ক্রস ফায়ারে ফায়ার্ড হতে এখন কি আর দোষ লাগে?
এখন শুধু চতুর্দিকে চতুর লোকের হল্লা রে!
ভালোই বাঁচি, ভালোই আছি আর্তনাদের মল্লারে।

বুকে আমার তাপ লাগে—
স্বদেশপ্রেমিক হতে এখন গালে ফ্ল্যাগের ছাপ লাগে।
হিন্দি বুলির গুলির গুঁতোয় বাংলা ফিকে আজ, তবে
স্বদেশপ্রেমের চেতন নিয়ে বেশতো আছি বাস্তবে।

সবার এখন ভাল্লাগে—
যুবার কাছে সব মেয়েকেই এখন নাকি “মাল” লাগে।
লাগুক না মাল, লাগুক না ঝাল—বেশতো আছে দেশখানা,
বিয়ের আগেই বাচ্চা প্রসব—ওসব তো আর কেচ্ছা না।

সব সমানের এদেশখানায় এখন আমার বেশ লাগে—
হে দয়াময়, পৌঁছেছি কি অন্ধকারের শেষভাগে?


—ভাল্লাগে
আহমদ মুসা,
২৪ ডিসেম্বর, ২০১৮।






মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১৬

নজসু বলেছেন:




আপনার নিকটা খুবই সুন্দর।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: সত্যি নাকি?

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ভোলে না তো ভবী তা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ.....

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ছদ্মবেশ?

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০১

কাল্পনিক_জীবন বলেছেন: আমার কাছে এরকম কাব্য ভাল্লাগে :)

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: যে-সবে এমন ঝাল লাগে?

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: চমতকার হয়েছে ছড়া।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কেউ বলে কবিতা, কেউ বলে ছড়া রে!
কেউ তবু কয় নাকো,"এ যে দেখি ঝড় আরে!"

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৭

নতুন নকিব বলেছেন:



সুন্দর কবিতা। +++

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: এটুকু বললে হবে না। সমালোচনা চাই। - - -

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৪

রাজীব নুর বলেছেন: তুমি যদি সূর্যের মত চকমকে হতে চাও তাহলে প্রথমে তোমাকে তার মত পুড়তে হবে।
- অ্যাডল্ফ হিটলার

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: আমি চাঁদের মতো চকচকে হতে চাই। না পুড়ে।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪

ফেনা বলেছেন: "সবার এখন ভাল্লাগে—
যুবার কাছে সব মেয়েকেই এখন নাকি “মাল” লাগে।
লাগুক না মাল, লাগুক না ঝাল—বেশতো আছে দেশখানা,
বিয়ের আগেই বাচ্চা প্রসব—ওসব তো আর কেচ্ছা না।

সব সমানের এদেশখানায় এখন আমার বেশ লাগে—
হে দয়াময়, পৌঁছেছি কি অন্ধকারের শেষভাগে? "

-- বেশ হয়েছে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: কোন বেশ? দরবেশ? ছদ্মবেশ? পরিবেশ? আবেশ?...

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শব্দ নিয়ে খেলতে ভালো লাগে???

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৮

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: অ্যাঁ? শব্দ বেশি হলে তো আমি ঘুমাতে পারিনে! মাথা ভোঁ ভোঁ করে। এখন তো নির্বাচনী প্রচারণার শব্দের গুঁতোয় মাথা ভনভন করে!

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

আর্কিওপটেরিক্স বলেছেন: খিকজ =p~

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

স্নিগ্দ্ধ মুগ্দ্ধতা বলেছেন: ঠিকজ। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.