নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ মফিজ দিল ভোট

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

গনতন্ত্রের মরণ রোগটা দেখা দেয় ভোট এলে

বেঁচে ওঠে সেই মুমূর্ষু রোগীটা মফিজের ভোট পেলে।



নেতারা বলেন, ‘মফিজ তোমার ভোটের দাম কি জানো?’

যাকে তাকে দিয়ে নষ্ট করলে পাপ হবে সেটা মানো?



নেতাদের কেউ বিড়ি দিয়েছিল,বলেছিল বাড়ি গিয়ে

‘আমরা জিতলে কুঁড়েটা তোমার ছেয়ে দেব টিন দিয়ে।’



কেউ বলেছিল, ‘নগদের চেয়ে বড় পীর কেহ নাই’

তোমার একশো, বিবির একশো, দু’শো টাকা দিয়ে যাই!’



গোল টুপিয়ালা মুমিন ভাইয়েরা বলেছিল, ‘মিয়া দেখ

স্বর্গের পথ দাড়ি আর দাঁড়ি ভালো করে মনে রেখ।’



মনে রাখা মোটে সোজা কাজ নয় সকলের এত বানী

মফিজের মনে টাকা আর টিন দিয়ে যায় হাতছানি।



খড়ের চালায় পানি পড়ে ঘরে,বর্ষায় থাকা দায়

টিনের লোভটা সামলে কি আর চুপচাপ থাকা যায়?



ক্ষুধার জ্বালায় ছেলে মেয়ে কাঁদে, ঘরে যে খাবার নাই

বেহেশতি মেওয়া না পেলেও হবে, দু’মুঠো চাল দে ভাই।



বউয়ের পরনে জাকাতের শাড়ি,দু’বছর আগে পাওয়া

এখানে ছিঁড়েছে, ওখানে পুড়েছে, ইজ্জত যাওয়া যাওয়া।



কিছু বুঝে কিছু না বুঝে মফিজ একে ওকে কথা দিয়ে

‘টাকা’ ও ‘টিন’কে ভোট দিয়ে এলো বউকে সঙ্গে নিয়ে।



পরদিন ভোরে ‘টিনের’ লোকেরা মফিজের বাড়ি এসে

‘বেইমান’ বলে গালি দিল ওকে, কানে চড় দিল ঠেসে।



‘টাকার’ লোকেরা বলে গেল ওকে ‘মীরজাফরের ছানা’

টানাটানি করে ছিঁড়ে দিয়ে গেল মফিজের জামাখানা।



মুমিন ভাইয়েরা বয়ান দিলেন ইজমা কিয়াস খুঁজে

‘সৎ লোকেদের শাসন কি আর উম্মি লোকেরা বুঝে?’

***********************************

(পূর্বে প্রকাশিত)

মন্তব্য ৫৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

নাসরিন চৌধুরী বলেছেন: বাহ হেনা ভাইয়ের কবিতা! অসাধারন চিত্র এঁকেছেন আমাদের নির্বোধ সমাজের নেতাদের আর নির্বোধ পাবলিকদের । বেশ ছন্দে ছন্দে পড়লাম।
অনেক সুন্দর --অনেক সুন্দর--অনেক সুন্দর।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, নাসরিন।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

অন্ধবিন্দু বলেছেন:
আবু হেনা,
মফিজ নামটিকে মফিজ করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পেশ করলাম। :>

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। প্রতিবাদ চলুক।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++ তিক্ত কবিতা ।

শুভ সন্ধ্যা :)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, অপূর্ণ। শুভ সন্ধ্যা।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//কেউ বলেছিল, ‘নগদের চেয়ে বড় পীর কেহ নাই’
তোমার একশো, বিবির একশো, দু’শো টাকা দিয়ে যাই!’//


শুধু এই লাইনগুলোর জন্য আপনাকে দশে দশ দেওয়া যায়... :)


ছড়াকার বাস করে গল্পকারের মস্তিষ্কে.......

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছড়াকার বাস করে গল্পকারের মস্তিষ্কে.......

কিছু টুটা ফাটা ছড়া কবিতা একসময় লিখেছিলাম মইনুল ভাই। তারই এক খানা এই মফিজ।

ধন্যবাদ।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

ডি মুন বলেছেন: মনে রাখা মোটে সোজা কাজ নয় সকলের এত বানী
মফিজের মনে টাকা আর টিন দিয়ে যায় হাতছানি।


... ছন্দের তালে তালে বাস্তবতার চিত্র। বাহ, দারুণ তো।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই ডি মুন।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২১

পার্থ তালুকদার বলেছেন: দারুন লিখলে্ন ।

ছন্দে ছন্দে পড়লাম, বেশ লাগল।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই পার্থ তালুকদার।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

মামুন রশিদ বলেছেন: হাহাহ, সুন্দর ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, ভাই মামুন রশিদ।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তাহলে ভোটে জিতল কারা? আর কিসের বিনিময়ে? কবি ভাই, জানতে চাই। ;)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কবিতাটি প্রতীকধর্মী। আমাদের নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক দলগুলোর প্রার্থী ও সমর্থকদের ভূমিকা এবং সাধারণ গন মানুষের অবস্থান তুলে ধরতেই এটি লেখা হয়েছে। এটি যেহেতু কোন গল্প বা ডকুমেন্টারি নয়, সেহেতু এখানে কে জিতল সেটা আদৌ বিবেচ্য নয়। তবে যে জিতেছে, সে নির্বাচনের এই অন্ধ গলিতে তার অর্থ ও পেশি শক্তির জোরেই জিতেছে সেটা নিশ্চয় বলার অপেক্ষা রাখে না।

ধন্যবাদ, বোকা মানুষ বলতে চায়।

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
খড়ের চালায় পানি পড়ে ঘরে,বর্ষায় থাকা দায়
টিনের লোভটা সামলে কি আর চুপচাপ থাকা যায়?


দারুন কবিতায় ++ ভালোলাগা !

১৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, স্বপ্নচারী গ্রানমা।

১০| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:০৫

কলমের কালি শেষ বলেছেন: বাস্তবতার নির্মম হাস্যকর কবিতা । পড়ে ভাল লাগল ।

এইসকলের কোন চয়েজ থাকেনা । :(

২০ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, কলমের কালি শেষ।

১১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ৫ম ভালো লাগা। সাধাসিদে কথা , ছোট্ট কবিতা , কিন্তু কি যে ভালো লাগলো। নির্মম বাস্তবতা উঠে এসেছে, ভোটের রাজনীতির।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ, রেজওয়ানা আলী তনিমা।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৫

জাফরুল মবীন বলেছেন: কবিতায় অসম্ভব ভাললাগা জানিয়ে গেলাম হেনা ভাই (ব্যস্ত থাকায় ব্লগে নিয়মিত হতে পারছি না)।ভাল থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: দীর্ঘদিন ব্লগে না থাকায় সময় মতো উত্তর দিতে পারিনি ভাই। দুঃখিত।

১৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৩৮

পিয়ালী দও বলেছেন: ভাল লাগল

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বিলম্বে উত্তর দেওয়ায় দুঃখিত।

১৪| ৩০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৪:১৮

ডাবলার বলেছেন: অসাধারন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। বিলম্বে উত্তর দেওয়ার জন্য দুঃখিত।

১৬| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

সোহানী বলেছেন: অসাধারন........ এতো সুন্দর করে বাস্তবতা তুলে এনেছেন ছন্দের যাদুকরিতে।

লোকজন আপনাকে হন্যে হয়ে খুজেঁ কেন এখন তার মর্ম উপলব্ধি করতে পারলাম !!!!!!!!!!!!!! @ অপূর্ণ...

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ সোহানী। উত্তর দিতে অস্বাভাবিক দেরি হওয়ায় দুঃখিত।

১৭| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেকদিন নিয়মিত আপনার লেখা পাচ্ছি না । আরো লিখুন। ভালো থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নানা কারণে অনেকদিন ব্লগে ছিলাম না। এখন থেকে নিয়মিত হবার ইচ্ছা আছে।
ধন্যবাদ।

১৮| ১৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

মো: আশিকুজ্জামান বলেছেন: নেতাদের কেউ বিড়ি দিয়েছিল,বলেছিল বাড়ি গিয়ে
‘আমরা জিতলে কুঁড়েটা তোমার ছেয়ে দেব টিন দিয়ে।’

------অনেক সুন্দর।

অনেক খুঁজাখুঁজির পর পেলাম আপনাকে। প্রামানিক ভাইয়ের কাছ থেকে আপনার সন্ধান পেলাম। ভাল থাকবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই আশিকুজ্জামান।

১৯| ১৭ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনি কি আমাদের সেই চির চেনা আবু হেনা ভাই
যার সাথে প্রথম আলোয় ছিলাম এক সাথে ?
আপনার সুস্থ্যতা কামনা করছি। ভালো থাকবেন

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ ভাই নূর মোহাম্মদ। আমিই সেই হতভাগা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২০| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

আসলেন নাকি উঁকি মারলেন? :)
ভাই...মাঝখানে একটি বছর (২০১৫) খোয়া গেলো :(


তবু সুস্বাগতম.... আবুহেনা ভাই :)

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঃ হাঃ হাঃ। আসামীরে পাইছেন তাহলে! না ভাই উঁকি মারতাছি না। আপনাগো আরও কিছুদিন জ্বালাতন করার ইচ্ছা আছে মইনুল ভাই। নিজ গুনে ক্ষ্যামা কইরা দিয়েন।

২১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহা... কী যে বলেন।

কিছু সময় বাধ্য হয়েই ক্ষ্যামা করতে হয় B-)
কিছু সময় আন্তরিকতা ক্ষ্যামার প্রয়োজনীয়তাকে বাতিল করে দেয়।
আপনার ক্ষেত্রে তো কোনটি প্রযোজ্য হচ্ছে না!


লেখায় ও মন্তব্যে আপনি অনেকবার এসেছেন...
সামু'র ব্লগাররা, বিশেষত গল্পকাররা, আপনাকে ভুলে নি :)

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এজন্য সামুর ব্লগার বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই । ধন্যবাদ মইনুল ভাই। ভালো থাকবেন আর আমার আবোল তাবোল লেখাগুলো পড়তে থাকবেন।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

শাহাদাত হোসেন বলেছেন: কবিতার মাঝে বাস্তবতা ।অসাধারণ লাগলো ।

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ভাই শাহাদাত হোসেন।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬

প্রামানিক বলেছেন: নতুন লেখা দেন।

১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: একটু দেরি হবে প্রামানিক ভাই।

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আবু হেনা ভাই
আপনার কবিতাটি
এখানে প্রকাশ করলাম
পূর্বানুমতি নিতে না পারার জন্য
দুঃখিত। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে
দেখন। আপনার সু-স্বাস্থ্য কামনা করছি।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। সাতলা নিউজ ২৪ কম-এ কবিতাটি প্রকাশ করেছেন এ জন্য আমার অনুমতির কী প্রয়োজন? তবে আপনি নিজে যেহেতু লেখালেখি করেন, সেহেতু সঠিকভাবে প্রকাশ করার গুরুত্ব নিশ্চয়ই বোঝেন। দয়া করে যে কোন লেখায় লেখকের নাম ও সঠিক প্রকাশনা ঠিক রেখে আপনি আমার যে কোন লেখা অন্য ওয়েব সাইটে প্রকাশ করতে পারেন। শুধু এভাবে লিঙ্ক দিয়ে আমাকে একটু জানিয়ে দেবেন।

অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা রইল।

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মৌলিক লেখার গুরুত্ব ও কপি রাইটের বিষয়টি মাথায় রেখেই
আপনার নাম লিপিবদ্ধ করা হয়েছে সংশ্লিষ্ট কবিতায়। শুধু ঠিকানা দেবার
কোন সুযোগ নাই বিধায় আপনার ঠিকানা সংযোজন করা গেলোনা বলে দুঃখিত।
আগাম অনুমতি দেবার জন্য ধন্যবাদ। পরবর্তীতে কোন লেখা প্রকাশিত হলে আপনাকে
অবশ্যই জানানো হবে লিংক দেবার মাধ্যমে। আশা করি সাথে থাকবেন। সুস্থ্যতা কামনা করছি।

২১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার সব লেখাই মৌলিক। ঠিকানা দেওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে করি না। তবে কোন পাঠক কথা বলতে চাইলে ০১৭১১০৩৯৩৩৭ নম্বরে যোগাযোগ করে কথা বলতে পারেন। সমস্যা নাই।

আপনার মতো গুনীজনের সাথে না থাকাটাই একটা মূর্খতা। আমি সব সময় আপনার সাথে আছি নূর মোহাম্মদ ভাই। নানা কারণে আপনার সব লেখা পড়ার সুযোগ হয়ে ওঠে না। এ জন্য ক্ষমাপ্রার্থী।

অসংখ্য ধন্যবাদ।

২৭| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

চাঁদগাজী বলেছেন:



গণতন্ত্র মানে শুধু ভোট নয়, ভোট একটা পদক্ষেপ মাত্র।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার কথা ১০০% ঠিক। কিন্তু আমাদের দেশে ভোট ছাড়া গনতন্ত্রের আর কী আছে বলুন? এটি একটি স্যাটায়ারধর্মী কবিতা বলে ওই ব্যাপারটাকেই প্রথমে ইঙ্গিত করা হয়েছে।
ধন্যবাদ চাঁদগাজী।

২৮| ২৭ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬

খায়রুল আহসান বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে, ভালো লেগেছে।
মনে রাখা মোটে সোজা কাজ নয় সকলের এত বানী
মফিজের মনে টাকা আর টিন দিয়ে যায় হাতছানি।
-- এ লাইন দুটো বেশী ভালো লেগেছে। পুরো কবিতাটাই বাস্তব চিত্রের প্রতিফলন।
তবে, 'মফিজ' নামটি নিয়ে মসকরা আমার ভালো লাগেনা, তাই অন্ধুবিন্দুর মত আমিও এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গেলাম এবং তার মন্তব্যটিকে 'লাইক' করলাম।
কবিতা প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে চাঁদগাজী একটা মূল্যবান কথা বলেছেন। তার সাথে একমত পোষণ করে তার মন্তব্যটিকেও এখানে 'লাইক' করে গেলাম।

২৯| ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান। আশা করি আমার অন্যান্য লেখাগুলিও পড়বেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.