নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লেখালেখি

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

লেখা চুরি (মডারেটর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ)

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৯

আজ ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে জনৈক খাদেমুল ইসলাম জয় নামীয় ব্লগার আমার লেখা পাঠক নন্দিত ছোট গল্প ফ্লেক্সিলোড হবহু চুরি করে সামহোয়্যার ইন ব্লগে তার নিজ নামে প্রকাশ করেছেন। এতে আমার কপিরাইট স্বত্ব পুরোপুরি ভঙ্গ হয়েছে। এই গল্পটি (ফ্লেক্সিলোড) মৌচাকে ঢিল পত্রিকার আগস্ট/ ২০১১ ঈদুল ফিতর সংখ্যায় প্রথমে প্রকাশিত হয়। পরবর্তীতে প্রথম আলো ব্লগ, সামহোয়্যার ইন ব্লগ ও শব্দনীড় ব্লগেও প্রকাশিত হয়েছে। সামহোয়্যার ইন ব্লগে প্রকাশিত হয়েছে ২২শে মে ২০১৪ তারিখ ৭-৫০ মিনিটে এবং শব্দনীড় ব্লগে প্রকাশিত হয়েছে ২২ জানুয়ারি ২০১৬ তারিখ ১১-৪৮ মিনিটে।
এমতাবস্থায় জনাব খাদেমুল ইসলাম জয় আজকের মধ্যেই অপরাধ স্বীকার করে ক্ষমা না চাইলে আমি ক্ষতিপূরণের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব। এ ছাড়া সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, ব্লগের বিধি বিধান অনুযায়ী এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নিয়ে আমার প্রতি ন্যায়বিচার করবেন।
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

মন্তব্য ৫৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল লেখা চুরি বেড়ে গেছে

২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অপরাধ স্বীকার করে ক্ষমা না চাইলে আমি অবশ্যই ক্ষতিপূরণের জন্য আদালতে মামলা করবো।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

প্রামানিক বলেছেন: মডারেটর মহোদয়দের বিষয়টির প্রতি গুরুত্বদেয়ার জন্য অনুরোধ করছি।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২

অগ্নিপাখি বলেছেন: নূন্যতম লজ্জাবোধ থাকা উচিত এইসব লেখা চোরদের X(

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এরা শুধু চোরই না, লেখক তথা ব্লগার সমাজের কলঙ্ক।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

মেজদা বলেছেন: কলের উচিত হবে চোরদের ধরে আইনের আওতায় আনা, নাহলে অনেকের লেখা চুরি হয়ে যাবে। দ্রুত ব্যবস্থা নিন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনি ঠিক বলেছেন কোহিনূর ভাই। আমি আগে দেখি ব্লগ কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিচ্ছেন। তারপর আমি ব্যবস্থা নেব। আমার মরহুম পিতা ও মাতা দুজনেই উকিল ছিলেন। কোর্ট কাচারীর বিষয় আমার খুব ভালো করে জানা আছে। ধন্যবাদ ভাই।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১

কামরুন নাহার বীথি বলেছেন: হেনা ভাই, অনেকদিন পরে আপনাকে ব্লগে পেলাম! ভাল আছেন আশা করি!

আপনি একজন প্রতিষ্ঠিত প্রতিভাবান লেখক। আপনার লেখা চুরি? দুঃখজনক!!!
এ ব্যাপারে মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি।

ভাই আপনি লেখার (লেখা চোরের) লিংকটা দিলে ভাল করতেন।

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমি লিঙ্ক দেওয়ার পদ্ধতি জানি না বোন। আজকের সামু ব্লগের সম্ভবত ২য় বা ৩য় পাতায় আছে। শিরোনাম সহ পুরো লেখাটাই এই চোর চুরি করেছে।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

সাহসী সন্তান বলেছেন: প্রথমেই লেখা চুরি নামক এই নিকৃষ্ট কাজের জন্য নিন্দা জ্ঞাপন করছি! অবশ্যই লেখা চুরি একটি নিন্দনীয় কাজ!




ভাই আপনার গল্পটা (ফ্লেক্সিলোড) যদি সামহোয়্যার ইন ব্লগে প্রকাশ করে থাকেন তাহলে তার লিংক এবং অন্যান্য যে সকল সাইডে লেখাটি প্রকাশ করেছেন তার অনলাইন লিংক সহ যিনি আপনার লেখাটি চুরি করে প্রকাশ করেছেন তার ব্লগ লিংক এবং উক্ত চুরিকৃত পোস্টের লিংকটা দিলে ভাল হয়? কারণ তাহলে সাধারণ লেখক এবং পাঠকরা এ ব্যাপারে আরো বেশি সচেতন হতে পারে!

বিঃদ্রঃ- এ ব্যাপারে সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করছি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য!

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভুল করে আপনার উত্তরটি ডাঃ প্রকাশ বাবুর উত্তরের নিচে চলে গেছে। দয়া করে একটু দেখে নিন।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *পরের ধনে পোদ্দারী আরকি *

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ডাঃ প্রকাশ চন্দ্র রায় বাবুকে বলছি। আপনি সঠিক প্রবাদটি বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভাই সাহসী সন্তান, লিঙ্ক দেওয়ার পদ্ধতি আমি জানি না। তবে আমার এই লেখায় বিভিন্ন ব্লগে প্রকাশের তারিখ ও ব্লগের নাম উল্লেখ করে দিয়েছি। একটু কষ্ট করে দেখে নিলে খুশি হব। সামু ব্লগে আমার ব্লগ বাড়িতে গেলে দেখতে পাবেন। এ ছাড়া প্রিন্ট মিডিয়া মৌচাকে ঢিলের সংশ্লিষ্ট সংখ্যার নামও উল্লেখ করেছি।

ধন্যবাদ ভাই।

৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৮

প্রামানিক বলেছেন: ২২ শে মে, ২০১৪ সকাল ৭:৫০ সামহোয়ার ইন ব্লগে প্রকাশিত আবুহেনা ভাইয়ের লেখা গল্পটির লিঙ্ক নিচে দেয়া হলো।
গল্পঃ ফ্লেক্সিলোড

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই। আপনাদের মতো শুভানুধ্যায়ীদের জন্যই ভার্চুয়াল মিডিয়াতে লিখতে সাহস পাই। খাদেমুল ইসলাম জয়ের পোস্টে দেখলাম সে ক্ষমা চেয়েছে। সেখানে সে লিঙ্কও দিয়েছে। তাতে বুঝলাম সে গল্পটি শব্দনীড় ব্লগ থেকে চুরি করেছে।

১০| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৯

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~

লেখা চুরি করে ব্যাটা এখন জেলের ঘানি টানবে। ;) ;)

২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধন্যবাদ গেম চেঞ্জার। এভাবে কঠোর প্রতিবাদ অব্যাহত রাখলে লেখা চুরির প্রবনতা রোধ করা সম্ভব।

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

হাসান মাহবুব বলেছেন: লেখার লিংক না দিলে কেম্নে কী?

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় হাসান মাহবুব ভাই, প্রামানিক ভাই ও কামরুন নাহার বীথি বোন আমার লেখা ফ্লেক্সিলোড গল্পের লিঙ্ক দিয়েছেন।

ইতিমধ্যে খাদেমুল ইসলাম জয় এই ব্লগেই পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছে।

ধন্যবাদ।

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রামানিক ভাই দিয়েছেন আমার লেখার লিঙ্ক। আর কামরুন নাহার বোন দিয়েছেন খাদেমুল ইসলাম জয়ের চুরি করে লেখার লিঙ্ক।

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮

কামরুন নাহার বীথি বলেছেন: এইটা উনার লেখার লিংক!!

গল্পঃ ফ্লেক্সিলোড

লেখকের লিংকঃ

view this link

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩০

কামরুন নাহার বীথি বলেছেন: উনি ক্ষমা চেয়ে লিখেছেনঃ

ক্ষমা

২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হাঁ বোন কামরুন নাহার, খাদেমুল ইসলাম জয় প্রথমে কমেন্টে ক্ষমা চেয়েছিল। আমি সেখানে তাকে পোস্ট দিয়ে ক্ষমা চাইতে বলেছিলাম। পরে সে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছে।
আপনাদের সকলের কঠোর প্রতিবাদের মুখে সে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। শুভকামনা রইল।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২

কামরুন নাহার বীথি বলেছেন: হেনা ভাই, আমার সবিনয় অনুরোধ, আপনি এখানে আবার নিয়মিত লেখা পোষ্ট করুন।
এখানে আমরা সবাই আবার একসাথে আড্ডায় মেতে উঠব।
আপনাকে সত্যিই খুব মিস করেছি এতদিন।
এখানে যখন পেয়েছি, আর হারাতে চাই না আপনাকে!!!

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মইনুল ভাইও একই কথা বলেছেন। সামুতে লেখালেখি করবো বলে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম। অনেকদিন অসুস্থ ছিলাম তো! তাই একটু ধীরে সুস্থে শুরু করার ইচ্ছা ছিল। দীর্ঘদিন পরে ব্লগের হাল হকিকত কী, সেটাও বোঝার চেষ্টা করছিলাম। কিন্তু ব্লগে ঢুকতে না ঢুকতেই হোঁচট খেলাম। অন্যের লেখা চুরি করা কত জঘন্য কাজ ভাবতে পারেন?

একটু দ্বিধা দ্বন্দ্বে আছি। আমার প্রতিটা লেখা আমার কাছে সন্তানের মতো। সব মৌলিক লেখকের কাছেই তাই। আমি আরও কটা দিন ভাববো বোন। তারপর সিদ্ধান্ত নেব। গত সেপ্টেম্বর / ২০১৪- এর পর আমি আর অনলাইনে লিখিনি। কিন্তু এই দীর্ঘ সময়ে প্রিন্ট মিডিয়ায় আমার নতুন ১৯ টি লেখা প্রকাশিত হয়েছে। সেগুলো আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা ছিল। কিন্ত ..।

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ খাদেমুল ইসলাম জয়ের ব্লগ স্থগিত/ বাতিল ঘোষণা করেছেন। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

নিমগ্ন বলেছেন: লেখা চুরি একটি অকঠিন অপরাধ। এই অপরাধের শাস্তি ব্লগ স্থগিত অথবা মৃত্যুদন্ড। B-))

২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কর্তৃপক্ষ জয়ের ব্লগ স্থগিত/ বাতিল করেছেন।

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১০

নিমগ্ন বলেছেন: আগামী মাসের সামু ফাও সংবাদ চ্যানেলে এই নিউজটি গুরুত্বের সহিত প্রকাশ করা হইতেরে। ;) ;)

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

শাহাদাত হোসেন বলেছেন: ক্ষমা যখন চেয়েছে তাহলে পোষ্টটা মুছে দেওয়ায় ভালো বেচারাকে আর শরমিন্দা করবেনা ।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

প্রামানিক বলেছেন: শাহাদতের সাথে আমিও সহমত, ক্ষমা চাওয়ার পর তাকে আর শরমিন্দা করা ঠিক হবে না, বরঞ্চ ক্ষমা করে দেওয়াই হবে উত্তম কাজ।

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

কামরুন নাহার বীথি বলেছেন: লেখক বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ খাদেমুল ইসলাম জয়ের ব্লগ স্থগিত/ বাতিল ঘোষণা করেছেন। এ জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। -
সত্যের জয় হবেই। আর এখানে আপনার সহব্লগাররা কঠোর প্রতিবাদ করেছেন।
আপনার সাথেই থেকেছেন সারাক্ষণ।
এর পরেও কি আপনি ভাবতে সময় নেবেন??

আপনার প্রকাশিত লেখাগুলো আমাদের সাথে শেয়ার করুন। যা' আমরা পড়িনি, শুধু একটা প্লাটফর্মের অভাবে!!

২০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

সুমন কর বলেছেন: যারা এসব চুরি করে, তারা মানুষ তবে বিবেক শূন্য !! X(( X(

ক্ষমা চাইলেই, ক্ষমা করতে হবে, এটা মেনে নেয়াটাই একধরনের অপরাধ। কোন ক্ষমা নয় !! সরাসরি ব্যান করাটাই উচিত। কেউ খুন করে বলবে, আর খুন করবো না !!! আর ক্ষমা করে দেয়া হবে !! এটা কি মগের মুল্লক !!

ব্যান চাই।

২১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৭

ম.র.নি বলেছেন: এমতাবস্থায় জনাব খাদেমুল ইসলাম জয় আজকের মধ্যেই অপরাধ স্বীকার করে ক্ষমা না চাইলে আমি ক্ষতিপূরণের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব

যেভাবে আপনি রিএ্যাক্ট করলেন মনে হলো চোর সাহি্ত্যে নোবেল পেয়ে যাবে ঐ লেখা দিয়া। আরে্ লেখাইতো চুরি করছে, দশ ট্রাক ডায়মন্ডতো চুরি করে নাই।

২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাহিত্যে নোবেল পেতে হলে তো তাকে রবীন্দ্রনাথের লেখা চুরি করতে হতো। কিন্তু সে তা' না করে আমার মতো পুঁটি মাছের লেখা চুরি করেছে। অন্যান্য ব্লগার বন্ধুদের মন্তব্যগুলো পড়ে দেখুন তারা কী বলছেন। একমাত্র আপনাকেই দেখলাম লেখা চুরির পক্ষে সাফাই গাইতে।

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

সানিম মাহবীর ফাহাদ বলেছেন: বর্তমানে লেখা চুরিটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। নিজের যোগ্যতা না থাকলেও অন্যের লেখা দিয়ে সামাজিক মাধ্যম কিংবা ব্লগে নিজেকে জাহির করতে চোরদের দৌরাত্ম আজকাল আশঙ্কাজনক হারে বেড়েছে। আমি বাংলাদেশের প্রথম এবং বৃহত্তর প্রযুক্তি ব্লগ টেকটিউনসে নিয়মিত লিখি। এ পর্যন্ত প্রায় ১৭০টা হাই কোয়ালিটির আর্টিকেল লিখেছি। কিন্তু মজার ব্যাপার হলো শিরোনাম লিখে গুগলে সার্চ করলে আমার লেখাগুলোর প্রায় শতাধিক করে কপি পাওয়া যায়। অথচ চোরদের কিছু বললে এমন ভাব নেয় যে, বিষয়টা কাকতালীয়। তারা নিজেরাই লেখাগুলো লিখেছে।

আসলে রুচি-বোধ না থাকলে শুধু কথায় এদেরকে ঠেকানো যাবে না। তবে আপনি যাকে দোষারোপ করেছেন তার নামটা পরিচিত মনে হচ্ছে। মানে হয়তো সে এরকম আরও লেখা চুরির সাথে জড়িত।

২৩| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৩

ভ্রমরের ডানা বলেছেন: কোন কথা ছাড়াই এমন মানুষকে ব্লগ থেকে ঝেটিয়ে বিদায় করে দিন X( সাথে তার সাথে কৃতকর্মের উপযুক্ত শাস্তি প্রদানের প্রমানসমূহ ব্লগে স্টিকি করে দেওয়া হউক।

প্রিয় আবু হেনা ভাই, আমরা আপনার পাশে আছি।

২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//নিমগ্ন বলেছেন: লেখা চুরি একটি অকঠিন অপরাধ। এই অপরাধের শাস্তি ব্লগ স্থগিত অথবা মৃত্যুদণ্ড।
// B-)


আবুহেনা ভাই... বাংলার মাটিতে লেখাচোরকে কোন স্থান দেওয়া হবে না.... না না না!
আপনি এগিয়ে যান... পোস্ট দিয়ালান... আমরা আছি আপনের লগে! /:)

২৫| ২৯ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

এবিষয়ে বহুকাল আগেই একটি পোস্টে আমি বিস্তারিত বলিয়াছিলাম। সাবধানও করিয়াছিলাম। সেখানে আপনি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখিয়াছিলেন।


গল্পকার হাসান মাহবুবকে পাশে পেলে বলতাম, ভাই ওই লেখাচুরি বিষয়ক পোস্টটারে ‘একটা ঠেলা’ দেন... ঝাতি ঝানুক!
কিন্তু নিজে তো আর নিজের পোস্টরে ঠেলা দেওন যায় না। :(

২৬| ২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: চুরির মধ্যে লেখা চুরিটা নিকৃষ্ট কাতারের চুরির মধ্যে থাকবে এবং এটা খুবই বিবেক তাড়িত অপরাধ। এরা মানসিকভাবে অসুস্থ । যদিও কপিকারী ক্ষমা চেয়েছে কিন্তু তার এবং তারমতদের এমন মন মানসিকতা থেকে বের হয়ে আসাটাও খুব জরুরী । একজন লেখক জানে একটা মান সম্পূর্ন লেখা লিখাটা কতটা শ্রমসাধ্য । আর সে লেখাটা কেউ যদি চুরি করে তা খুবই দুঃখজনক ।

আপনার জরালো প্রতিরোধ খুব প্রশংসনীয় ।

২৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

আনোয়ার ভাই বলেছেন: এ তো জঘন্য ! ব্যবস্থা নেয়া হউক

২৮| ২৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৫

মোঃ এস. আর. শাকিল বলেছেন: লেখা চুির করা আর পরীক্ষার হলে নকল করার মধ্যে তফাত নেই। এইসব মূর্খ ব্লগারদেরকে উিচত শিক্ষা দেওয়া দরকার । X(( X(( X(( X( X( X(

২৯| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

@ম.র.নি.
আপনার মন্তব্যটি লেখকের প্রতিভার প্রতি অসম্মানজনক। মৌলিক লেখার মর্যাদা না বুঝে পাবলিক প্লেসে একটি আপত্তিজনক মন্তব্যে করে অপরিপক্বতার পরিচয় দিয়েছেন।

নিজেও একজন লেখক হলে বুঝবেন লেখা চুরি হলে তাতে সংশ্লিষ্ট লেখক কতটুকু দুঃখ পান।

একজন সিনিয়র লেখককে এভাবে তাচ্ছিল্য করে আপনি প্রকারান্তরে সকল মৌলিক লেখককে হেয় করেছেন।

৩০| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

-দীপু বলেছেন: হু হো হ হ হ্যা হ্যা হা হা হা =p~ ( দৈত্যাকার হাসির ইমো) ।

৩১| ২৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৭

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চোরের লজ্জা বোধ জন্ম হলে, সে সৎ মানুষ হয়ে বাঁচে।

৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৩

ম.র.নি বলেছেন: @লেখক স্যার: আপনার প্রতিক্রিয়া ভালোলাগে নাই তাই ওভাবে বলা।মামলা,আদালত,উকিল এসব না বলে অন্যভাবেও বলা যেত।আমি 'চোরলেখক' কে সাপোর্ট করি নাই।

@মাঈনউদ্দিন মইনূল: ডিফেনড্ডেড প্লীডেড নট গিল্টি।

৩৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: চুরি বিদ্যা বড় বিদ্যা
যদি না পরে ধরা!!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ধরা না পড়লেও জীবনে এই কাম করুম না। হাঃ হাঃ হাঃ। ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

৩৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন: হা :D হা :) হা :-*
আমি কিন্তু প্রতিনিয়ত চুরি করছি!!!
পত্র-পত্রিকা, বই পুস্তকে বিভিন্ন গুণীজনদের
সম্পর্কে লেখা থেকে চুরি চলতেই থাকবে!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এমন চুরি আপনি শতবছর ধরে করুন, এই দোয়া করি। আপনার মতো এমন কঠিন ও শ্রমসাধ্য কাজ করা ব্লগার ২৯ টি বাংলা ব্লগের কোনটিতেই আমি দেখিনি।

ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।

৩৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনার জন্য আমার নৈবদ্য বাংলাদেশী লিজেন্ড গানের রাজা সঙ্গীত শিল্পী মাহমুদুন্নবীর ২৪তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই লেখাটি আমি এই মাসের দুই তারিখে পড়েছি এবং মন্তব্যও দিয়েছি। আপনার নৈবেদ্য কৃতজ্ঞতার সাথে গ্রহন করলাম।


ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই। শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.