নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

তবু আমি স্বপ্ন দেখিঃ বিলাসী স্বপ্ন

২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মানুষ অসুস্থ হলে স্বপ্ন দেখে
কল্পনায় ছবি আঁকে। আম পিঁপড়ের লাল টুকটুকে রঙ
প্রজাপতির প্রাকৃতিক ডানা
মানুষের যকৃতঃ উডন্ত বলাকার ঝাঁক।

আমিও অসুস্থ হলে স্বপ্ন দেখি
ধনকুবের হওয়ার স্বপ্ন
বিলাসী জীবনের স্বপ্ন
প্রিয়জনের সাথে প্রতারণার স্বপ্ন
যখন তখন খুন-খারাবি করার স্বপ্ন
পরকীয়ার স্বপ্ন। এবং
বড় সন্ত্রাসী হওয়ার স্বপ্ন।

আমি আগ্নেয়াস্ত্রের মালিক হবো
এম,পি পূত্র রনির মত কেউ পথ আগলে রাখলেই গুলি
ট্যাঁশ ট্যাঁশ শব্দে প্রকম্পিত আশপাশ
রাস্তা ফাঁকা হবেনা-কার এত বুকের পাটা ?

আমার স্বপ্নগুলো
বন্দীত্বের শেকলে বাঁধা
কখনো থানায়, কখনো হাতকড়া পরে কোর্টে
অতঃপর লাল ঘর
অপেক্ষায় মৃত্যু যন্ত্রণা।
তবু আমি স্বপ্ন দেখিঃ বিলাসী স্বপ্ন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

ইউসুফ জাহিদ বলেছেন: ভাল।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৯

বালুচর্ বলেছেন: ধন্যবাদসহ শুভেচ্ছা।

২| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

নিশমনো বলেছেন: কিছুটা ভাল না লাগলেও অনেকটা ভাল লাগল।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৮

বালুচর্ বলেছেন: অনেকটা হলেই চলবে।
সতত শুভেচ্ছা।

৩| ২৬ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নৈশ শিকারী বলেছেন: বিপদ জনক স্বপ্ন।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৭

বালুচর্ বলেছেন: হুম ! সাংঘাতিক।
অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১২

রুমি৯৯ বলেছেন: এম,পি পূত্র রনির মত কেন ?

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৭

বালুচর্ বলেছেন: খুন করতে দোষ নেই।আর হাছা কথা বললেই দোষ ?
শুভেচ্ছা নিন।

৫| ২৭ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৭

কানাই স্যার বলেছেন: এম,পি পূত্র রনির মত কেন ? মাইনে হইলো কবি জামাতি না হয় বিম্পি পিলিয়ার।

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:০৬

বালুচর্ বলেছেন: অন্যায়কে অন্যায় বলতে পরিচয় লাগেনা কবি।
পড়ে যাওয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.