নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বালুচর

বালুচর্

পরিবর্তনে বিশ্বাসী। মনের আনন্দে লিখি । সামনে এগিয়ে চলি।

বালুচর্ › বিস্তারিত পোস্টঃ

তুমি আমার মা

০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১২

কেউ ডাকেনা তোমার মত
দূরের কাছের লোক
কেউ বুঝেনা তোমার মত
আমার মনের দুখ।

জীবন লাগে বোঝা যেন
অনর্থক জঞ্জাল
শ্বাস প্রশ্বাসে টিকে আছে
জীবন্ত কঙ্কাল।

আদর করে কেউ বলেনা
আয়রে কাছে বস
ডাকলে কাছে ভাবে বুঝি
সময় গেলো লস।

কি হয়েছে শরীরে তোর
শুকনো কেন গা
সব হারায়ে থাকতে যদি
তুমি আমার মা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৯

প্রামানিক বলেছেন: মাকে নিয়ে চমৎকার ছড়া। ধন্যবাদ বালুচর ভাই।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৬

বালুচর্ বলেছেন: ধন্যবাদ। আজকাল কে যে কোথায় গেল। আমাদের প্রথম আলো ব্লগের সোনালি দিনগুলো-হায়!।
যেখানেই থাকুন, ভাল থাকুন।

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪

আলপিন তনু বলেছেন: ভালোই বলেছেন ।।
কিন্তু কষ্টের বিষয় টা হইলো --
নিষ্ঠুর এই জাগতে ---
মায়ের হাড়িতে সব সময় সন্তনের জন্য ভাত থাকলেও --- সন্তানের হাড়িতে সব সময় মায়ের জন্য ভাত থাকেনা।।।

কথাটা গ্রাম্য আর বাজে হইলেও.. এটাই সত্যি..

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

বালুচর্ বলেছেন: কুসন্তানের কি অভাব আছে ভাই। ভাল লাগার জন্য অনেক ধন্যবাদ।

৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫২

বাকা পথ বাকা চোখ বলেছেন: অসাধারণ

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

বালুচর্ বলেছেন: খুশি হলাম।
শুভেচ্ছা নিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.