নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

তিন লাইনের গপ-০২

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

সিঁড়ি

বাড়ির ছাদে বাগান করা আর সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে উঠে পুরা শহরের সৌন্দর্য দেখার বড় শখ ছিল। অবশেষে আমাদের একটা পাঁচ তলা বাড়ি হল। কিন্তু ততদিনে আমার শখেরা হুইল চেয়ারে অভ্যস্ত হয়ে পড়েছে।



যমজ বোন

আমার যমজ বড় বোনের আগামীকাল বিয়ে ছিল। কিন্তু আজ রাতে সে তার প্রেমিকের সাথে পালিয়ে চলে গেছে। পরিবারের সবাই এখন বাপ-দাদার মান ইজ্জত রক্ষার দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছেন।



ক্রসফায়ার

শুধু নামের সাথে মিল থাকার কারণে আমার ছেলে মিলন কে র‍্যাব ধরে নিয়ে ক্রসফায়ার করেছে। পরে র‍্যাব তাদের ভুলটা আবিষ্কার করলো যে তারা ভুল মানুষ ক্রসফায়ার করেছে। এখন র‍্যাব তাদের ভুল শুধরানোর জন্য আমাকে তন্নতন্ন করে খুঁজছে ।



কারাগার

আমার বেলাল চাচা গ্রাম থেকে শহরে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। বিশ বছর পরে বেলাল চাচা ফিরে এসে আমাদের বললেন - পুলিশ তাকে রাস্তা থেকে সন্দেহ করে ধরে নিয়ে গিয়েছিল। এখন আমরা দলবেঁধে প্রতি রাতে বেলাল চাচার কাছে বিনা বিচারে, বিনা অপরাধে তার বিশ বছর জেল কাটার গল্প শুনি।



ভিনদেশী যুবতী

রিসেন্টলি এক ভিনদেশী যুবতীর সাথে পরিচয় হল, যে তার পনের-তম পুরুষের সাথে ব্রেকাপ করার পরেরদিন তার পয়ত্রিশতম জন্মদিন পালন করলো। পুরুষ আর শহর বদল করতে করতে তাকে অনেক ক্লান্ত দেখাচ্ছিল। সে এখন এক পুরুষ আর এক শহরে স্থায়িভাবে বসতি স্থাপন করতে চায়।



_______________________

তিন লাইনের গপ-০১



মন্তব্য ৭৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪০

বৃষ্টিধারা বলেছেন: আমার মুখে নিম প্যাক লাগানো , তা ও আমি শেষ পর্যনত এসে হেসে ই দিলাম .........

অনেক ভালো লাগলো ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫

হেডস্যার বলেছেন:

দারুন মজা পেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৬

জুন বলেছেন: অন্যরকম এক ভালোলাগা .....জীবন ঘনিষ্ঠ সব অনু গল্প মাসুম .. অপুর্ব
+

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জুনাপু

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: দারুণ লাগছে তিন লাইনের গপ সিরিজটা!

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১১

ইমরাজ কবির মুন বলেছেন:
খুবি চমৎকার লাগলো, সবকয়টাই ||

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

একজন আরমান বলেছেন:
ক্রসফায়ার আর শেষের টা বেশি ভালো লেগেছে।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:২০

মদন বলেছেন: ++++++

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

ভিটামিন সি বলেছেন: ভালো লাগিলো।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
পাঞ্চ মারলেন সেই রকম!

শুভেচ্ছা মাসুম ভাই।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:২০

সুমন কর বলেছেন: আরে দারুণ সিরিজ গল্প শুরু করলেন। ছোট কিন্তু অর্থ বিশাল। প্রতিটি ভাল লাগল।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৩

আদম_ বলেছেন: প্রিয়তে থাকলো। আপনাকে দিয়ে হবে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ

১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬

গোর্কি বলেছেন:
ক্ষুদ্র ক্ষুদ্র গল্প আর পঙ্ক্তিগুলোর মাধ্যমে আমাদের আর্থ-সামাজিক পরিস্থিতির ব্যাপক ভাবনার কী অভূতপূর্ব প্রকাশ!!! একরাশ মুগ্ধতা পঠনে।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অল্প শব্দে গল্প চলছে। দারুন।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:০৯

মামুন রশিদ বলেছেন: প্রত্যেকটা গল্প ছুঁয়ে গেছে ।

০৭ ই মার্চ, ২০১৪ রাত ২:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

১৫| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২৩

শান্তির দেবদূত বলেছেন: ক্রসফায়ার আর কারাগারটা পড়ে আতঙ্কিত অনুভব করছি।
প্রতিটা গল্পই ভাবার মত! তীরের মত গিয়ে বিধঁলো। দারুন একটা সিরিজ! শুভেচ্ছা রইল।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে

১৬| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৬

আশিক মাসুম বলেছেন: অনেক দিন পর


ভাললাগা যানিয়ে গেলাম :)

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনারেও অনেক দিন পরে দেখলাম! আশা করি সহি সালামতে আছেন।

ভালো লাগায় ধন্যবাদ

১৭| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

অদৃশ্য বলেছেন:






আপনার এই তিন লাইনের গপ গুলো মাঝে মাঝে এমন সব চমৎকারিত্ব তৈরী করে তা বলে বুঝাতে পারবোনা... যদিও আপনার তিন লাইনের গপের প্রায় সবগুলোই অদ্ভুৎ সুন্দর হয়... তার পরেও কিছু কিছুর তুলনা করার মতো কিছু থাকেনা...

এটা আপনার অপুর্ব আবিষ্কার... এই পোষ্টের গল্পগুলোতে বিশেষ করে প্রথমটিতে আমি স্রেফ মুগ্ধ হয়ে গেছি... অন্যগুলোও অনেক অনেক সুন্দর ছিলো ... ১ ... ৩ ... ৫ ... কে আলাদাভাবে রাখলাম...

অপুর্ব সুন্দর ...


শুভকামনা...

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: কমেন্টে লাইক দিলাম

আপনার ভালো লাগায় ধন্যবাদ

১৮| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ক্রসফায়ার , যমজ বোন , ভিনদেশী যুবতী
অনেক টাচি !
চমৎকার ভাবনার দুর্দান্ত প্রতিফলন চলতে থাকুক !
শুভেচ্ছা মাসুম ভাই !

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

১৯| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারণ! প্রথম পর্ব পড়েছলাম মুগ্ধ হয়ে, মুগ্ধতা বজায় থাকলো!

প্রিয়তে নিচ্ছি, আপনার তিন লাইনের গল্প কিন্তু হিট, মেলায় আপনার এইটা গল্প করেছি আমরা! চালিয়ে যান!

শুভকামনা!

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার লেখা নিয়া আপনারা গল্প করছেন শুনে অনেক ভালো লাগছে!

প্রিয়তে নেয়ার জন্য অনেক ধন্যবাদ

২০| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

নিশাত তাসনিম বলেছেন: ১ম ও ২য় পড়া শেষ হলো । ৩য় পড়ার অপেক্ষা .........

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করছি আগামি মাসের পোস্ট করতে পারবো!

ধন্যবাদ আপনাকে

২১| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩

হাসান মাহবুব বলেছেন: সুপার্ব।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস!

২২| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩

পাপতাড়ুয়া বলেছেন: ভালো স্টাইল মাসুম ভাই।

তিন কথায় এক জীবন।

তবে আপনাকে ঠিক পাই নাই লাইনগুলোতে। নির্লিপ্তি গল্পের প্রয়োজনেই, কিন্তু মিক্সিঙের কাজটা আপনি আরো জমাট করে পারেন। অতীতপাঠ সে কথায় মনে করিয়ে দিচ্ছে।

ওল্ড মেইট হিসেবে সরাসরি বললাম আর কি!

যমজ বোন আর ক্রসফায়ার, স্টার মার্ক পাবে সহজেই।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই আপনারে অনেক দিন পরে দেখলাম! দেখে সত্যি ভালা লাগলো!

মিক্সিংয়ের কাজটা জমাট করার ব্যাপারটা মাথায় নিলাম! এরকম সরাসরি কথাবার্তা কিন্তু লেখালেখির জন্য অনেক উপকারী! সো ওল্ড মেইট হিসাবে আমার উপকার করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে :)


স্টার মার্কের জন্য ধইন্যা

২৩| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: প্রথমটা আর দ্বিতীয়টার ট্র্যাজেডি মন খারাপ করিয়ে দেয় । তৃতীয়টায় লুকানো বিদ্রুপ আর শ্লেষ , চতুর্থটা আমাদের বিবেকের সামনে দাঁড়ানোর কথা মনে করাতে চায় । আর পঞ্চমটা আমাদের চিরকালীন আক্ষেপ আর নিজেকে খুঁজে ফেরার অন্তহীন অভিযানকে স্পর্শ করে যায় ।

লিখা দেখে মনে হয়, চতুর্থ আর পঞ্চমটাকে বাগে আনতে বেশ বেগ পেতে হয়েছে । এরা হয়তো আরও বিস্তারিত আরও গভীর শব্দ সমাবেশের দাবি রাখে ।

আমার কাছে, তৃতীয় আর চতুর্থটা বেশি ভালো লেগেছে । আর সবমিলিয়ে প্রথম পর্বের মতোই চমৎকার ।

ভালো থাকবেন । শুভেচ্ছা । :)

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথম প্যারাতে তো আপনে ৫টারই পুরা রিভিউ দিয়া দিছেন :)

আবারও চমৎকার কমেন্ট!

সত্যি কথা কই এরকম লেখা বাগে আনতে প্রচুর বেগ পেতে হয় । বিস্তারিত আরও গভীর শব্দের ব্যাপারটা মাথায় নিলাম!

ভালো লাগায় ধইন্যা

২৪| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:০২

এহসান সাবির বলেছেন: সব গুলো ভালো।
যমজ বোন টা অন্যরকম......


আগেও বলেছি তিন লাইনের গপ থেকে তিন হাজার লাইন লেখা যায়.......!!


শুভকামনা।

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ সাবির ভাই

২৫| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১২

সায়েম মুন বলেছেন: তিন লাইনের গল্পের প্রত্যেক পর্ব আলাদা শিরোনাম ধারণ করতে পারে---এবারেরটা হতে পারতো তিন লাইনের ট্রাজিক গল্প।

গল্পের বিস্তর প্রশংসা নাইবা করলাম। প্রত্যেকটা আলাদাভাবে সুন্দর ও টাচি...

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আলাদা শিরোনাম দেয়া যেতে পারে মনে হয়

ধন্যবাদ আপনাকে

২৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৫

শুঁটকি মাছ বলেছেন: আমার মনে হয় গত সিরিজের চেয়ে এই সিরিজের মান একটু কমেছে।

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমারও তাই মনে হয়েছে! তবে পয়লা টা আমার কাছে কমপ্লিট মনে হয়েছে

২৭| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ২:৩৬

শুঁটকি মাছ বলেছেন: তবে কাজটা কিন্তু দারুন হয়েছে। অন্তত আমি অনেক ভাবলেও এরকম গল্প বানাতে পারবোনা!!!!!!

০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: টেরাই করলে আপনে আরও বেশি ভালো পারবেন

দারুন লাগায় ধইন্যা

২৮| ১০ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৩

হানিফ রাশেদীন বলেছেন: ভিন্নধর্মী লেখা।

১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ রাশেদিন ভাই

অনেক দিন পরে দেখলাম

২৯| ১৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: একেকটা গল্প একেকটা শক্তিশালী পাঞ্চ যেন! মোহে আবিষ্ট হয়ে পড়লাম।

১৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রোফেসর

৩০| ১৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৩

সংগ্রামী বালক বলেছেন: পড়ে খুব ভালো লাগলো।

১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩১| ১৮ ই মার্চ, ২০১৪ রাত ৩:২৩

আমিই মিসিরআলি বলেছেন: প্রথমবারের মতই বলব অসাধারণ

আরও লিখেন বেশি বেশি,শুভকামনা :) !:#P !:#P

১৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩২| ২৫ শে মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

মাহমুদ০০৭ বলেছেন: প্রথম টা দারুণ !!

প্রথম পর্বের চেয়ে এই পর্বের মান কিছুটা কম মনে হয়েছে ।
শুভেচ্ছা ।

৩১ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: মানের কমতির ব্যাপারে একমত :)

ধন্যবাদ আপনাকে

৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৭

জাহাঙ্গীর.আলম বলেছেন: আরো পর্ব হবে কি? সময় করে লিখে ফেলুন ৷ আপনার আইডিয়াগুলো ভাল লাগে ৷






তবে সাময়িক বিরতি কিন্তু লেখার মান উর্ধগামী করে ৷ ভাল থাকবেন ৷

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ৩য় পর্ব রেডি ভাবছিলাম আজকে পোস্ট করবো কিন্তু সেন্ট মার্টিনের ঘটনাটার জন্য মনটা খুব খারাপ তাই পোস্ট দিতে ইচ্ছে করছেনা।

আপনার আগ্রহ সত্যিই আমাকে উৎসাহিত করছে

অনেক ধন্যবাদ আপনাকে

৩৪| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৩

আকিব আরিয়ান বলেছেন: যমজ বোন টা জোশ লাগছে

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩৫| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩৫

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রতিটিই ভিন্নধর্মী, কিন্তু জমজ বোন একটু অন্যরকম... ভালো লাগলো।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ

৩৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

একজন ঘূণপোকা বলেছেন:


আমি খুব নীতিবাগীশ মানুষ, অন্তত লেখালেখির ব্যাপারে।সহজে কারো জিনিস পাতি কপি মারি না।

কিন্তু আপনার গল্পগুলি, কার্টেসি ছাড়াই কপি করতে ইচ্ছা করছে ;)

ভয় পাবেন না, করলে কার্টেসি মাস্ট দিবো।


অসাধারণ সব লেখা মিয়া, স্যালুট

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: কোন সমস্যা নেই নিজের মত করে কপি করেন :)


আপনার ভালো লাগাটা আমারও ভালো লাগছে

৩৭| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৩

মহামহোপাধ্যায় বলেছেন: এই পর্বটাও অনেক সুন্দর হয়েছে :)

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৮| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১:৩৩

আমি তুমি আমরা বলেছেন: ক্রস ফায়ার আর যময বোন চমতকার লাগল :)

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.