নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

ফেইসবুক এক আজব জায়গা এবং এক চোর ফেইসবুক সেলিব্রেটি (!)

০১ লা জুন, ২০১৪ সকাল ৯:২১

ফেইসবুকে আজব অভিজ্ঞতা ০১ -

মেসেজ দিয়ে বলে ভাই রেকুয়েস্ট পাঠিয়েছি একসেপ্ট করেন প্লিজ। এড করার কিছুদিন পরে দেখা যায় সেই আমারে আনফ্রেন্ড করে তার ফলোয়ার বানাইয়া রাখছে।



ফেইসবুকে আজব অভিজ্ঞতা ০২ -

মেসেজ দিয়ে বলবে - আমার ফ্রেন্ড লিস্টে আপনে এতদিন ধরে ঝুলে আছেন অথচ আমার স্ট্যাটাসে/ ছবিতে কোন লাইক দেন না, কমেন্ট করেন না! উত্তরে লেখি - ভাই লাইক বা কমেন্ট করার মত স্ট্যাটাস দেন, তখন লাইক/ কমেন্ট দিমুনে। সাথে সাথে আনফ্রেন্ড এবং মাঝেমাঝে ব্লক।



ফেইসবুকে আজব অভিজ্ঞতা ০৩ -

কেউ হয়ত মেসেজ দিল, আমি হয়ত টাইম মত রিপ্লাই করতে পারলাম না। পরের মেসেজে লিখবে - আমেরিকায় থাকেন, তাই ভাব দেখান। বলেই ব্লক মারে।



এক চোর ফেইসবুক সেলিব্রেটি (!)

কিছুদিন আগে একটা ছেলে আমারে মেসেজ দিয়ে বলল আমার ফ্রেন্ড হতে চায়। আমার লেখা সে ব্লগে পড়ছে। আমার লেখা তার খুব ভালো লাগে ব্লাব্লাব্লা। সেও কানামাছি আর কর্পোরেট ভালবাসা নামক ব্লগে ছোট গল্প লিখে। সে আমারে তার কিছু গল্প পড়ার অনুরোধ করল এবং সাথে সাথে মেসেজে কয়েকটা গল্পের লিংকও দিলো। আমি তার ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলাম।



আমি তার টাইম লাইনে গিয়ে প্রথমে তার ফলোয়ার আর লাইক সংখ্যা দেখে কিছুটা টাসকি খাইলাম কারণ তার ৪ হাজারের উপরে ফলোয়ার, স্ট্যাটাস প্রতি লাইক ৩০০ এর উপরে। পরিসংখ্যান দেখে মনে হলো সেলিব্রেটি লেভেলের পাবলিক। কিন্তু টাসকির পরিমানটা আরো বেড়ে গেল যখন দেখলাম তার টাইমলাইনের অর্ধেকেরও বেশি লেখা আমার ফেইসবুক স্ট্যাটাস, আমার কবিতা আর গল্প দিয়ে ভরা। আমি তারে জিজ্ঞেস করলাম ভাই এই লেখাগুলা কার। এটা জিজ্ঞেস করার সাথেসাথে সে আমারে ব্লক দিলো। তারপর আমি আমার কিছু ক্লোজ মানুষের সহায়তায় আমার কিছু লেখা তার টাইম লাইন থেকে ডিলেট করালাম। গত রাতে আমার এক কাছের ছোট ভাই মেসেজ দিয়ে জানালো সেই ছেলেটা নাকি এখন আরও বেশি করে আমার লেখা তার নিজের নামে চালিয়ে দিচ্ছে।



সে শুধু আমার লেখা না আরও অনেকের লেখাও নিজের নামে চালিয়ে দিচ্ছে। সে ছেলেটা আমার লেখা তার নিজের নামে চালাচ্ছে সেটা নিয়ে টেনশন লাগছে না, টেনশন লাগছে এই ভেবে যে - কিছুদিন পরে হয়ত আমার নিজের লেখার জন্য স্বয়ং আমাকে চোর বলা হতে পারে



চোর ফেইসবুক সেলিব্রেটির (!)লিংক -

https://www.facebook.com/nirneyo.somikoron



সবশেষে সবার জন্য মজাদার ডিজার্ট

ফেইসবুকে লাইক আর কমেন্ট ভিক্ষা দেখতে দেখতে টায়ার্ড হয়ে যখন ভাবছিলাম- ফেইসবুকতো দুনিয়াতে ভিক্ষুকদের সংখ্যা বাড়িয়ে দিতাছে। ঠিক সে সময় নিচের প্যারেডিটা মাথায় আসলো! মনে হল এভাবে চললে তো দুনিয়া ভিক্ষুকদের দখলে যেতে বেশি দেরি না।



তোমার ফেসবুকে লাইকের এত অভাব কেন?



আমি বলছি না চ্যাট করতেই হবে, আমি চাই

কেউ একজন আমার জন্য ফেইসবুকে অপেক্ষায় থাকুক,

শুধু আমার ফেইসবুকের স্ট্যাটাসে লাইক দেবার জন্য ।

অন্যের স্ট্যাটাসে লাইক দিতে দিতে আমি এখন ক্লান্ত ।



আমি বলছি না চ্যাট করতেই হবে, আমি চাই

কেউ আমাকে পোক দিক। আমি চ্যাটের উইন্ডো খোলে

কাউকে মনিটরের সামনে বসে থাকতে বলছি না,

আমি জানি, এই ফেইসবুকের যুগ

নারীকে মুক্তি দিয়েছে পার্কে লুকিয়ে ডেটিং করার দায় থেকে।

আমি চাই কেউ একজন আমাকে ট্যাগ করে জিজ্ঞেস করুক :

আমার লাইক লাগবে কি না, কমেন্ট লাগবে কি না,

প্রাইভেট গ্রুপের আড্ডার সঙ্গে আরও একটা

তেলে চুপচুপ রোমান্টিক মেসেজ লাগবে কি না।

গ্রুপ খোলা, পেইজ খোলা সেটা আমি নিজেই পারি ।



আমি বলছি না চ্যাট করতেই হবে, আমি চাই

কেউ একজন শুধু আমার ফেইসবুক স্ট্যাটাস শেয়ার দিক।

কেউ আমাকে কিছ্রু ছবি ট্যাগ করুক।

স্ট্যাটাসের ট্যাগ সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে

জিজ্ঞেস করুক:তোমার ফেসবুকে লাইকের এত অভাব কেন?'

_____________________________________________



প্যারেডি অফ তোমার চোখ এত লাল কেনো - নির্মলেন্দু গুণ !

(প্যারেডিটা ২০১২ সালের আগস্ট মাসে লিখা)

মন্তব্য ৫৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৪৩

ছবিঘর বলেছেন: ফেবু নিয়ে ঠিক এরকম প্যারেডি কবিতা এর পূর্বে কোথাও পড়েছি। তবে পোষ্ট পড়ে মজা পাইছি :-B

০১ লা জুন, ২০১৪ সকাল ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফেবু নিয়ে ঠিক এরকম প্যারেডি ভেরি কমন। আমি এটা লিখছিলাম ২০১২ সালের আগস্ট মাসে!

মজা পাইছেন জেনে ভালো লাগছে।

২| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মাসুম ভাই সালাম। আছেন কেমন ? প্যারেডিটা পুরাই সেইরাম হইছে B-)

০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়ালাইকুমসালাম। এই তো ভাই চলে যাচ্ছে। আপনার কি খবর?

৩| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:


ঠেইলা মেইলা কোন রকম দিন চলে যাচ্ছে ভাই। :)

০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমাদের সবার এক দশা :)

৪| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৩০

সোহানী বলেছেন: সত্যিই তাই..... কি এক ডিজিটাল জ্বালা।

ফেইসবুক ছাড়া ও যায় না আবার লেগে খাকা ও যায় না।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: একদম ঠিক কৈছেন

৫| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার অভিজ্ঞতা গুলা সেইরাম.. অদ্ভুতও বটে!!!!

মানুষ এত লোভী আর ক্রেজি হয় কিভাবে????

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রশ্নের উত্তর টা জানা নাই ! তাই আমারও সমান প্রশ্ন, হাউ?

৬| ০১ লা জুন, ২০১৪ সকাল ১০:৫৮

ইমিনা বলেছেন: আপনার ফেবু আইডি দিন।
যা লিখবেন তাতেই লাইক দিয়ে যাবো :P :P :P

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সত্যি সত্যি ফেবু আইডি দিয়া দিলাম :)

https://www.facebook.com/masum.ahmed

৭| ০১ লা জুন, ২০১৪ সকাল ১১:৩০

ডরোথী সুমী বলেছেন: হরহামেশাই এখন এ ধরনের ঘটনা হচ্ছে তাইনা! ফেসবুক নাই তাই টেনশনও নাই। তবে আপনাদের বিপদ বাড়ছেই। সমস্যা থাকলে সমাধানও থাকবে নিশ্চয়। ভাল থাকুন।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন সমস্যা থাকলে সমাধানও থাকবে। সেই সমাধানের পথ খুজতাছি।

ধন্যবাদ আপনাকে। আপনেও ভালো থাকুন

৮| ০১ লা জুন, ২০১৪ বিকাল ৩:০৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ঘটনা সত্য ! ফেসবুক জায়গাটা কিঞ্চিত আজবেরই :)
এমন দুই একটা ঘটনা আমার সাথে ও ঘটেছে !

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘটনা আমাদের সাথে শেয়ার দিও :)

৯| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

হাসান মাহবুব বলেছেন: চুরারে গাইল্যায়া আইলাম। প্যারোডি ভালা হৈছে।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: গাইল্যায়া কোন লাভ নাই ভাই! কিছুদিন আগে পরিচিত কয়েকজনকে দিয়ে কয়েকটা লেখা ডিলেট দিয়েছিলাম। তাছাড়া লেখাটা কার জিগ্গেস করলেই নগদে ব্লক মারে।

তাছাড়া সে শুধু আমার লেখা না আরও অনেকের লেখা চুরি করে। টাইমলাইন খুজলে আপনার লেখা পাইয়া যেতে পারেন :)

১০| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৮

না পারভীন বলেছেন: ভাল লাগলো লিখা

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১১| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

খাটাস বলেছেন: মজা পেলাম প্যাঁরোডি পড়ে। :) কেও লাইক ভিক্ষা চাইলে নিজেরে বেশ বড়ই লাগে, মনে হয় ফেসবুকে জাতিরে দেওয়ার মত অন্তত লাইক আছে হাতে ।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :)

১২| ০১ লা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

সুমন কর বলেছেন: ফেবুটা সবাই অপব্যবহার করে নষ্ট করে ফেলেছে। অথচ ভাল কাছে কিন্তু ফেবু বেশ দরকারী।

চুরি করা বন্ধ হবে না। চলবেই, সচেতনতার অভাবে। অভিজ্ঞতা ভাল লাগল।

অনেকদিন পর, আশা করি ভাল আছেন।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমারও তাই মনে হয় চুরি চলবেই ................

একটু ঘুরাঘুরিতে বের হয়েছিলাম, বাড়ি ফিরছি। এখন আবার ব্লগে নিয়মিত হব। আশা করি আপনিও ভাল আছেন!

১৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:০৭

এহসান সাবির বলেছেন: মাঝে মাঝে কই যান আপনি?

চুরারে দেখতাছি খাড়ান।

প্যারোডি ভালা হৈছে।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: একটু ঘুরাঘুরিতে বের হয়েছিলাম, ৩ দিন হল বাড়ি ফিরছি। আশা করছি এখন আবার ব্লগে নিয়মিত হব।

চুরেরে দেখে লাভ নাই। কিছুদিন আগে দেখছিলাম, এখন নাকি আরও বেশি চুরি করতাছে :)

১৪| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৩

মাহমুদ০০৭ বলেছেন: এটা নিয়ে একটা আইন দরকার ভাই ।
প্যারোডি জব্বর !

ভাল থাকুন মাসুম ভাই ।
শুভকামনা রইল ।

০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আইন থাকলে খুব ভালো হত।

প্যারেডি ভালা লাগায় ধইন্যা!

আপনিও ভাল থাকুন

১৫| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৪

“অন্ধ নিরাঙ্গম” বলেছেন: =p~ =p~ =p~


০২ রা জুন, ২০১৪ সকাল ১০:৪৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :)

১৬| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:২৭

একজন ঘূণপোকা বলেছেন: টেনশন লাগছে এই ভেবে যে - কিছুদিন পরে হয়ত আমার নিজের লেখার জন্য স্বয়ং আমাকে চোর বলা হতে পারে।

এইটা ঠিক কথা বলছেন।


আর এই পোলা দেখি বিরাট সেলিব্রেটি।


প্যারোডি ভালা হৈছে :)

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: লাইক আর ফলোয়ার হিসাব করলে এই পোলা আসলে একটা বিরাট সেলিব্রেটি !!

প্যারেডি ভালা লাগায় ধন্যবাদ

১৭| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৬

কেএসরথি বলেছেন: ছবি দেখে মনে হলো এখনো দুদু খায়। লেখা চুরি ঠেকানোর জন্য মার্ক জুকারবার্গের কাছে আবেদন জানিয়েছে =p~ =p~ =p~

"ফেসবুকে কারো পোস্ট বা স্টেটাস লিখার পর একটা সিগনেচার করে দিলে ভালো হতো তবে মানুষ বুঝতো কোনটা কার লেখা। সিগনেচার টা এমন ভাবে দেয়া থাকবে যেনো কপি করলেও সিগনেচার
মুছতে না পারে। জুকার বার্গের কাছে বিশেষ আবেদন। ব্লগ +ফেসবুকের সাথে সরাসরি সার্চ লিংক দিতে হবে যেন নাম আর পোস্ট সার্চ দিলে আসল লেখক এর আইডি চলে আসে।"

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: হাহাহাহাহা

এতো দেখেছি চোরের মায়ের গলায় চেয়ে চোরের গলা বড় :)

১৮| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪১

আরজু পনি বলেছেন:

ফেসবুকে মানুষ সুযোগ পেলেই কথা শোনাতে চেষ্টা করে...তাই জবাবটা্ও শক্ত করেই দেয়া উচিত ।

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমম সেটাই

১৯| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:০৬

মামুন রশিদ বলেছেন: হুম দুঃখজনক । যাই হোক, ভাইজানরে ফিরিয়া পাইলাম :)

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: জি ভাইজান ফিরে আসলাম :) আশা করি ভালো আছেন

২০| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:০৫

নীল জোসনা বলেছেন: মজা পাইলাম পোষ্ট + চুরের আইডি দুইটাতেই ..................।

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২১| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৩০

গেন্দু মিয়া বলেছেন: আমেরিকায় থাকেন বলে ভাব দেখানো মোটেই উচিত নয়!!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোটেই উচিত নয়.................................. :)

২২| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:৪৮

মুদ্‌দাকির বলেছেন: খুবই মেজাজ খারাপ হবার মত অভিজ্ঞতা !!!! ইনাদের রক্তে চুরি জিনিশ টা মিশে গেছে !!!!!!!!!!

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা আমারও মনে হয় ওদের রক্তে চুরি জিনিশ টা মিশে গেছে

২৩| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সত্যিই আজব।

আমার একটা প্রশ্ন আছে। ধরুন, আপনি এখন আমার ফ্রেন্ডলিস্টে আছেন। আপনাকে আনফ্রেন্ড করে আপনাকে আমার ফলোয়ার বানাবো কীভাবে? এটা কি করা যায়? আমি এইমাত্র পরীক্ষা করে দেখলাম কাউকে আনফ্রেন্ড করার সাথে সাথে ‘ফলোয়িং’-ও ডিসএবল হয়ে যায়।

যাই হোক, এটা যে সম্ভব সে ব্যাপারে আপনি নিশ্চিত, আমি এটা ধরে নিলাম।

প্যারোডি খুব ভালো লাগবো ;)

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার যে কোন ফ্রেন্ডের টাইম লাইনে গেলে উপরে খেয়াল করবেন দুইটা অপশন আছে। একটা ফ্রেন্ড আর আরেকটা ফলো। যদি আপনে কাউকে আনফ্রেন্ড করেন আর ফলো বাটনটা ফলোয়িংয়ে টিক দেয়া থাকে, তাহলে আনফ্রেন্ড করার পরেও আপনে তার ফলোয়ার তালিকায় থেকে যাবেন। আবার আপনে কারোর পোস্ট ইগনোর করতে চাচ্ছেন, এক্ষেত্রে আপনে তাকে আপনার ফ্রেন্ড তালিকায় রেখেও পারবেন, জাস্ট তার টাইম লাইনে গিয়ে ফলোয়িংয় বাটনে ক্লিক করে টিকটা উঠিয়ে দেন।

এটা আমি ফেইসবুকের পুরান ফাংশনালিটির কথা বলছি, জানিনা এফবি এটা চেঞ্জ করছে কিনা। এফবিতে সব সময়ই ফাংশনালিটি চেঞ্জ করে

২৪| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৫১

শুঁটকি মাছ বলেছেন: এই ধরনের চোরগুলারে কান ধইরা ঝাকা দিতে মনে চায়! X(

০৩ রা জুন, ২০১৪ সকাল ৯:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঝাকা দিয়া কোন চেন্জ হইবো না, ওদের আইডি যদি চিরদিনের জন্য বন্ধ করার ব্যবস্হা করার যেত তাহলে কাজ হইতো

২৫| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:২৩

জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার পোস্ট পড়ে ব্যাপক মজা পাইলাম ৷ আসলে আজব জায়গা ৷ হাহাহা প্যারোডি দারুণ লাগল ৷


অনেকদিন গপ পাই না ৷ আপনার এই লেখাগুলো অনেক চিন্তাযুক্ত হয় ৷ আর কবিতা কি ছুটিতে আছে ৷

পারলে সময় করে লিখতে পারেন ৷ আমরাও লম্ফঝম্ফ করি ৷


মঙ্গল হোক ৷

০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইদানিং একটু অন্য কাজে ব্যাস্ত ভাই তাই লেখালেখিতে সময় দিতে পারছিনা। তবে ফ্রি হয়ে আবার লেখা হবে .........................কবিতা গপে লম্পঝম্প হবে :)

ভালো থাকুন

২৬| ০৫ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৯

শের শায়রী বলেছেন: সালাম মাসুম ভাই কেমন আছেন। ফেস বুক আসলেই এক আজব জায়গা। অনেক অভিজ্ঞতা হল ফেসবুকে বেশীর ভাগ ই তিক্ত।

যাই হোক অনেকদিন পর দেখা ভালো আছেন তো?

০৮ ই জুন, ২০১৪ রাত ১:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সালাম ভাই! এই তো চলে যাচ্ছে। আশা করি আপনেও ভালো আছেন। আপনারে তো অনেক দিন পরে ব্লগে দেখলাম

২৭| ০৬ ই জুন, ২০১৪ রাত ১২:৫৪

চটপট ক বলেছেন: এই চোর দের দৌড় ফেসবুকেই সীমাবদ্ধ :)

০৮ ই জুন, ২০১৪ রাত ১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক বলছেন

২৮| ০৬ ই জুন, ২০১৪ রাত ১:০৮

বাংলার হাসান বলেছেন: অনেক দিন পরে ব্লগে এসে আপনার লেখাটা পড়ে মনটা ভরে গেল ভাই।

০৮ ই জুন, ২০১৪ রাত ১:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাফ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.