নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল শো এবং আর্জেন্টিনা-ব্রাজিল স্বপ্নের ফাইনাল

১২ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৯

আজকে ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল শো শুরু হতে যাচ্ছে। যে শো'য়ের জন্য আমরা চার বছর অপেক্ষা করছি। আই এম টকিং এ্যাবাউট ওয়াল্ড কাপ ফুটবল ২০১৪। তাই বিশ্বকাপ ফুটবল নিয়ে কিছু না লিখলে কেমন জানি আদুরা আদুরা লাগে। তাই এই ব্লগের অবতরণ-



প্রেডিকশন এ্যাবাউট গ্রুপ রাউন্ড

গ্রুপ "এ" একটা সহজ গ্রুপ। এই গ্রুপ থেকে ব্রাজিল আর ক্রুশিয়া যাবে সেকেন্ড রাউন্ডে। তবে ক্যামেরুন একটু ঝামেলা করতে পারে।



গ্রুপ "বি" থেকে স্পেন আর হল্যান্ড যাবে সেকেন্ড রাউন্ডে। চিলি আর অষ্টলিয়াকে হিসাবের বাহিরে রাখছি।



গ্রুপ "সি" থেকে সেকেন্ড রাউন্ডে কে যাবে সেটা প্রেডিক্ট করা সহজ হবেনা। কারণ সব টিমই প্রায় সমান। তবে আমার হিসাবে কলম্বিয়া আর আইভরি কোস্ট কিছুটা এগিয়ে। তবে জাপান অথবা গ্রীসকেও হিসাবে রাখতে হবে।



গ্রুপ "ডি" একটু টাফ গ্রুপ। এখান থেকে ইতালির সাথে কে যাবে সেটা বলাটা ভেরি ডিফিকাল্ট। তবে উরুগুয়ে আর ইংল্যান্ডের মাঝে আই ইউল গো ফর উরুগুয়ে। যদিও এবারের ইংল্যান্ড টিমটা অনেক ব্যালেন্স।



গ্রুপ "ই" থেকে ফ্রান্সের সাথে যাবে সেকেন্ড রাউন্ডে যাবে সুইজারল্যান্ড। হন্ডুরাস আর ইকুয়েডর কে আপাতত হিসাবের বাহিরে রাখলাম।



গ্রুপ "এফ" থেকে সেকেন্ড রাউন্ডে যাবে আর্জেন্টিনা আর নাইজেরিয়া। বসনিয়া আর ইরান কে আপাতত আমলে নিলাম না।



গ্রুপ "জি" হল গ্রুপ অফ ডেথ বলা যায়। জার্মানির সাথে বাকি যে কোন টিম যেতে পারে। তবে আই ইউল ভোট ফর পর্তুগাল। তবে আমেরিকার চেয়ে ঘানা বেশি সমস্যা করবে।



গ্রুপ "এইচ" থেকে বেলজিয়াম আর রাশিয়া যাবে সেকেন্ড রাউন্ডে। কুরিয়াকে হিসাবে ধরছিনা, তবে আলজেরিয়া ভালো করলে অবাক হবো না।



প্রেডিকশন এ্যাবাউট আর্জেন্টিনা - ব্রাজিল



ব্রাজিল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেকেন্ড রাউন্ডে খেলা পড়বে গ্রুপ বি'এর রানার্স-আপের সাথে। সেক্ষেত্রে গ্রুপ 'বি' থেকে রানার্স আপ হওয়ার সম্ভবনা হল্যান্ডের। আর যদি স্পেন 'বি' গ্রুপ থেকে রানার্স আপ হয় তাহলে খেলা হবে স্পেনের সাথে। ঠিক একইভাবে ব্রাজিল যদি রানার্স আপ হয়ে সেকেন্ড রাউন্ডে যায় তাহলে খেলতে 'বি' গ্রুপের চ্যাম্পিয়নের সাথে। সুতারাং সেকেন্ড রাউন্ডে ব্রাজিলের হল্যান্ড অথবা স্পেনের মুখামুখি হতে হবে। স্পেনের মুখামুখি হলে সেকেন্ড রাউন্ড থেকে ব্রাজিল বিদায় হয়ে যেতে পারে।



ব্রাজিল সেকেন্ড রাউন্ডে যদি জিতে যায় তাহলে কোয়াটার ফাইনেলে খেলেতে হবে 'সি' অথবা 'ডি' গ্রুপের যে টিম কোয়াটারে যাবে। সেক্ষেত্রে কলম্বিয়া, আইভরি কোস্ট, উরুগুয়ে/ ইংল্যান্ড, ইতালি থেকে যে কেউ হতে পারে। একমাত্র ইতালির সামনে না পড়লে ব্রাজিলের সেমি-ফাইনালে যাওয়া সহজ হবে। সেমিতে খেলতে হবে ই, এফ, জি, এইচ যে দুই টিম যাবে তাদের এক দলের সাথে। সেক্ষেত্রে হতে পারে ফ্রান্স, আর্জেন্টিনা, বেলজিয়াম, জার্মানি থেকে যে কেউ। তবে খুব বেশি পসিবিলিটি জার্মানির সাথে খেলা হওয়ার। যদি আর্জেন্টিনা, জার্মানির কেউ হয় তালে এক্ষেত্রে সেমি পেরিয়ে তাদের ফাইনালে যাওয়াটা টাফ হবে।



আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে সেকেন্ড রাউন্ডে খেলা পড়বে গ্রুপ 'ই'এর রানার্স আপের সাথে। সেক্ষেত্রে গ্রুপ 'ই' থেকে রানার্স আপ হওয়ার সম্ভবনা সুইজারল্যান্ড অথবা ফ্রান্স ।যদি ফ্রান্স 'ই' গ্রুপ থেকে রানার্স আপ হয়তাহলে সেকেন্ড রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায় হয়ে যেতে পারে। ঠিক একইভাবে আর্জেন্টিনা যদি রানার্স আপ হয়ে সেকেন্ড রাউন্ডে যায় তাহলে খেলতে 'ই' গ্রুপের চ্যাম্পিয়নের সাথে। সুতারাং সেকেন্ড রাউন্ডে সুইজারল্যান্ড অথবা ফ্রান্স মুখামুখি হতে হবে।



আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে যদি জিতে যায় তাহলে কোয়াটার ফাইনেলে খেলেতে হবে জি অথবা এইচ গ্রুপের যে টিম কোয়াটারে যাবে। সেক্ষেত্রে পর্তুগাল, বেলজিয়াম, জার্মানি থেকে যে কেউ হতে পারে। কোয়াটার পেরিয়ে আর্জেন্টিনার সেমি ফাইনালে যাওয়া খুব সহজ হবে বলে মনে হয়না। সেমিতে খেলতে হবে এ, বি, সি, ডি গ্রুপ থেকে যে দুই টিম যাবে তাদের এক দলের সাথে। সেক্ষেত্রে হতে স্পেন, ইতালি, ব্রাজিল । তবে খুব বেশি পসিবিলিটি স্পেনের সাথে খেলা হওয়ার। এক্ষেত্রে সেমি পেরিয়ে তাদের ফাইনালে যাওয়াটা টাফ হবে। কারণ অপজিট সব টিম ই বেশ শক্ত।



যদি সেমিতে আর্জেন্টিনা-ব্রাজিল খেলা না পড়ে, আর দুই টি্ম ঠিক ঠাক মত খেলে সেমিতে এসে জিততে পারে। তাহলে ফাইনাল খেলা হবে আর্জেন্টিনা - ব্রাজিল। আমাদের সবার স্বপ্নের ফাইনাল।



উপসংহার

ইউরোপ থেকে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন ছাড়া যে দল খুব ভালো করবে সেটা হল বেলজিয়াম। বেলজিয়াম যদি সেমিফাইনাল বা ফাইনালে যায় তাহলে অবাক হব না। যদিও ইউরোপে আমার প্রিয় দল হল্যান্ড। এবার বিশ্বকাপ জেতার ক্ষেত্রে আর্জেন্টিনাকে এগিয়ে রাখব। যদিও ফুটবল বোঝার পর থেকে আমি ব্রাজিলের সমর্থক। তাই সব সময়ই চাই ব্রাজিল জিতুক।



আজেন্টিনা আর ব্রাজিলের টিম দেখে যতটুকু মনে হল আর্জেন্টিনার মিডফিল্ড আর ফরওয়ার্ড এবারের আসরের বেস্ট আর ব্রাজিলের ডিফেন্স বেস্ট। ব্রাজিলের ডিফেন্সের সাথে যদি তাদের মিডফিল্ড আর ফরওয়ার্ড ৭০/৮০% তাল মিলাতে পারে তাহলে ব্রাজিলের সিক্সথ ওয়াল্ডকাপ জিতাটা হবে শুধু সময়ের ব্যাপার মাত্র। তাছাড়া এই বিশ্বকাপে ব্রাজিলের আরেকটা বড় সুবিধা হচ্ছে স্বাগতিক হওয়া, তারা তাদের হোম গ্রাউন্ডে খেলবে। তাই নিজদের দর্শকদের সাপোর্ট তাদের বড় অ্যাডভান্টেজ। অন্যদিকে আর্জেন্টিনা টিমে কিন্তু বিশ্বকাপ জিতার জন্য যা-যা লাগে তার সব এলেমেন্টই আছে।



এখন দেখার পালা মাঠে কে কি রকম পারফর্ম করেন !!



নোট - আজকে খেয়াল করলাম সামুতে ব্লগিং বয়স ৫ বছর হয়ে গেছে। অন্যদিকে ৫ বছরে ১০০ টা পোস্টও হয়ে গেছে। বছর প্রতি ২০ টা পোস্ট, খারাপ না (মুচকি হাসির ইমু হবে)। ইচ্ছে ছিল ৫ বছর পূর্তি এবং শততম পোস্ট অনেক অয়োজন করে দিব। কিন্তু দেয়া হল না, এক্ষেত্রে সান্ত্বনা ঐটাই......... ! যারা এই ৫ বছর সাথে ছিলেন, সাথে আছেন সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সামু'কে! হ্যাপি ব্লগিং।



সবশেষে সবার জন্য ফ্রি বিনোদন -



মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার বিশ্লেষণ ধর্মী পোস্ট। ব্রাজিল এবার নিজেদের মাটিতে লড়বে।এটাই তাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট।আর গোল করার ক্ষমতা এই দলের দারুন বৈশিষ্ট্য । উপরুন্ত বিশ্বসেরা ডিফেন্স হওয়াতে সাফল্য পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।দেখা যাক।সবার দৃষ্টি আজ ব্রাজিলে নিবদ্ধ থাকবে।

১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: নিজেরদের মাঠে খেলা পজিটিভ না হয়ে যদি বড় চাপ হয়ে যায় তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যেতে পারে

ধন্যবাদ আপনাকে

২| ১২ ই জুন, ২০১৪ সকাল ১০:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: হ্যাপি ব্লগিং ভাইয়া

শুভেছা জানবেন

আর আপনার দেখি ফুটবল নিয়ে ব্যাপক অভিজ্ঞতা
বিশ্লেষণ ভালো লেগেছে :)

১২ ই জুন, ২০১৪ সকাল ১০:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: আরে অভিজ্ঞতা তো শৃন্যের কোটায়, কথায় আছেনা "নেই কাজ তে খই ভাজ" । সেটাই, আর কিছু না :)

ভালো লাগায় ধন্যবাদ

৩| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:০৭

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লিখেছেন।ধন্যবাদ।


আইডিয়া বাজ

১২ ই জুন, ২০১৪ সকাল ১১:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ১২ ই জুন, ২০১৪ সকাল ১১:২১

মেহেদী_বিএনসিসি বলেছেন: ক্যাম্নে কি......আমার হিসাবেতো Netherland -Italy আর Argentina-Germany
সেমিতে খেলে......আর সেটা হলে জার্মানী-হল্যান্ড/ইতালী ফাইনাল..... :D :D

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার প্রথম হিসাবটা নিশ্চিত ভুল হবে, ২য় হিসাবটা মিলে যেতে পারে

৫| ১২ ই জুন, ২০১৪ দুপুর ১:১৭

মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস বলেছেন: আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকরা একটু উকি দিয়ে আসুন

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: উকি দিয়ে আসলাম

৬| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৯

হাসান মাহবুব বলেছেন: ফাইনাল হৈবো হন্ডুরাস-কোস্টারিকা। আমার কাছে তথ্য আছে B-))

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:১৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার তথ্য মতে ফাইনাল হলে কিন্তু খুব জমবে :D

৭| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫০

ড. জেকিল বলেছেন: আমার প্রেডিকশনের সাথে মিল আছে আপনার। তবে আমি আরো কাঠখোট্টা। ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা সবাই চ্যাম্পিয়ন হবে নিজ নিজ গ্রুপে। তাই, আর্জেন্টিনার সাথে পর্তুগাল পরবে কোয়ার্টার ফাইনালে। ব্রাজিলের প্রথম বাধাটা আসবে দ্বিতীয় রাউন্ডেই, স্পেন অথবা নেদারলেন্ড। আমি মনে করি নেদারল্যান্ড ই ব্রাজিলের মোকাবেলা করবে। এই বাধা উতরাতে পারে, তাহলে আরেক বড় বাধা হবে জার্মানি, সেমিফাইনালে। আর্জেন্টিনা সেমিতে উঠতে পারলে সামনে পাবে স্পেনকে।

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ফাইনাল হতে পারে -
Spain vs Germany
অথবা
Spain vs Brazil
অথবা
Brazil vs Argentina
অথবা
Germany vs Argentina

৮| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:


হাসান মাহবুব বলেছেন: ফাইনাল হৈবো হন্ডুরাস-কোস্টারিকা। আমার কাছে তথ্য আছে =p~ =p~ =p~

ভাই আমি বসনিয়া আর হন্ডুরাস এর পক্ষে ভোট দিলাম :P

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমিও আপনার সাথে ভোট দিলাম :P

৯| ১২ ই জুন, ২০১৪ বিকাল ৪:৫২

নীল ভোমরা বলেছেন: সংগ্রহে রাখলাম...দেখি আপনার প্রেডিকশন কতটা মেলে!

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১০| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৭

সুমন কর বলেছেন: চমৎকার বিচার বিশ্লেষণ করেছেন।
৫ বছর কিংবা শততম পোস্টে জানাই আন্তরিক শুভেচ্ছা। এভাবেই ব্লগিং করবেন, আশা করি।

জার্মানি জিতলে অবাক হবার নয়। আমি আছি। B-)

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: এবার জার্মানি টিম কিন্তু অনেক ভালো। জিতলে অবাক হবো না!

ধন্যবাদ আপনাকে

১১| ১২ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

প্রবাসী পাঠক বলেছেন: বিশ্বকাপ ফাইনাল যদি আর্জেন্টিনা আর বাজিলের মধ্যে হয় তাহলে সবচেয়ে বেশি উপভোগ্য হবে।

পাঁচ বছর পূর্তিতে শুভেচ্ছা এবং অভিনন্দন।

আর বিনোদনটা জটিল। =p~ =p~ =p~ =p~

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১২| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:০৭

মাহমুদ০০৭ বলেছেন: পাঁচ বছর পূর্তিতে শুভেচ্ছা এবং অভিনন্দন মাসুম ভাই ।
:)

আপ্নে কোন দল ?

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

ব্রাজিল :)

১৩| ১৩ ই জুন, ২০১৪ রাত ১:৩৭

বাংলাদেশী দালাল বলেছেন: অভিন্দন । হ্যাপি ব্লগিং।

১৩ ই জুন, ২০১৪ সকাল ৯:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ১২:০২

মামুন রশিদ বলেছেন: প্রতিটা বিশ্বকাপে সকল প্রেডিকশন চুরমার হতে দেখছি ।

১৪ ই জুন, ২০১৪ সকাল ৯:১৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঠিক কইছেন............. তারপরেও প্রেডিকশন করলাম :)

১৫| ১৩ ই জুন, ২০১৪ দুপুর ২:০০

শুঁটকি মাছ বলেছেন: হাসান মাহবুব বলেছেন ফাইনাল হৈবো হন্ডুরাস-কোস্টারিকা। আমার কাছে তথ্য আছে B-))

লাস্টের ভিডিওটায় বিনোদন পাইলাম।

১৪ ই জুন, ২০১৪ সকাল ৯:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: তথ্যমতে ফাইনাল হলে আপনে মিষ্টি খাওয়ায়েন :P

১৬| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৯

এহসান সাবির বলেছেন: ৫ বছর, শততম পোস্ট....... পোস্টও চমৎকার!!


এক রাশ শুভেচ্ছা!!

২০ শে জুন, ২০১৪ সকাল ৭:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ২০ শে জুন, ২০১৪ সকাল ৮:৩৩

সাঈফ শেরিফ বলেছেন: স্পেন দলটাকে স্রেফ ঘৃণা করি তাদের কুৎসিত ফুটবলের কারণে। ৮ ম্যাচে ৯ গোল করে কাপ পাওয়া একটা দল স্রেফ কাকতালীয়ভাবে ২০১০ বিশ্বকাপ জিতেছে। স্পেনের বিদায়ে আমি ভীষণ আনন্দিত । এবার ভাল খেলা উপভোগ করা যাবে।

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: বিশ্বকাপটা আসলেই উপভোগ্য ছিল। যোগ্য টিমগুলাই সেমিতে গেছে এবং যোগ্য টিমই চ্যাম্পিয়ন হয়েছে!

১৮| ১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
পঞ্চভূতের অভিনন্দন মাসুম ভাই ৷

ভাল থাকুন সবসময় ৷


শুভেচ্ছা......

১৪ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনেও ভাল থাকুন সবসময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.