নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

তিন লাইনের গপ-০৩

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৩

ধর্মগ্রন্থ

হঠাৎ এক ভয়ঙ্কর ভূমিকম্পে পৃথিবীর প্রায় সবকিছু ধ্বংস হয়ে গেল। শুধু টিকে থাকলো একটি মাত্র ধর্মগ্রন্থ আর প্রতিটি ধর্ম থেকে একজন করে ধর্মযাজক। অতঃপর প্রত্যেক ধর্মযাজকই দাবী করে বসলেন টিকে থাকা ধর্মগ্রন্থটি হল তার ধর্মের।



বান্ধবী-১

আমাকে খুব নৃশংসভাবে খুন করা হল। আমাকে কবর দেয়ার পর আমার খুব কাছের এক বান্ধবী আমার লাশ কবর থেকে তুলে এনে তার ব্যক্তিগত আলমিরায় লুকিয়ে রেখে দিল। তারপর থেকেই আমি আমার বান্ধবীর সাথে বসবাস করছি, যে বান্ধবী আমার খুনের রহস্য জানে।



বান্ধবী-২

আমার প্রিয় বান্ধবী ঠোঁটের ডগায় প্রেম নিয়ে আমার একলা ঘরে এসেছিল। আমি সেটা না বুঝার কারণে বান্ধবী জিদ করে তার ঠোঁটের ডগা থেকে প্রেম হাতে নিয়ে দিল এক কোপ। বান্ধবীর প্রেমের কোপে আমি সেদিন দ্বিতীয়বারের মত খুন হলাম।



এক টাকার জীবন

মাত্র এক টাকার জীবন আমার। পঁচিশ পয়সা খরচ হল কলম, খাতা আর বই কিনায়, পঁচিশ পয়সা খরচ হল লেইস ফিতা, আলতা আর শাড়ি কিনতে, পঁচিশ পয়সা খরচ হল মাছ, মাংস আর চাল কিনতে। বাকি পঁচিশ পয়সা পকেটে নিয়ে ভ্যাগাবন্ড হয়ে ঘুরছি একটা লাটি, একটা তসবি আর একটা চশমা কিনব বলে।



খুন

মেয়েটা কিভাবে কাঁদতে হয় সেটা ভালো করে জানেনা, কাঁদার সময় সে শুধু ফোঁপায়, ফোঁপাতে ফোঁপাতে তার দম বন্ধ হয়ে আসে। তাকে আমি এত বেশী কাঁদালাম, কাঁদতে কাঁদতে এক সময় দম বন্ধ হয়ে সে মারা গেল। আর সবাই ভাবলো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

_________________________________

তিন লাইনের গপ-০১



তিন লাইনের গপ-০২

মন্তব্য ৮৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

সুমন কর বলেছেন: অনেকদিন পর আপনার গপ্প পেলাম। প্রতিটি সুন্দর। তবে ধর্মগ্রন্থ ও খুন বেশী ভাল লাগল।

লাইক ১।

২১ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ব্লগে একটু গ্যাপ পড়ে গেছে। আশা করছি আবার রেগুলার হবো!

আপনার ভালো লাগা এবং লাইকে ধন্যবাদ!

২| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৮

শুঁটকি মাছ বলেছেন: আপনার এই পিচ্চি গল্পএর সিরিজটা আমার এত ভালো লাগে! :)

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধইন্যা :)

৩| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:১৯

অন্য জগৎ বলেছেন: সামহোয়্যার ইন ব্লগের মত দোস্তবিডি নামে একটা নতুন ব্লগ চালু হয়েছে।এটা সবার জন্য উন্মুক্ত ।স্বাধীন , পরিচ্ছন্ন ও শতভাগ নিরপেক্ষ হওয়ায় এখানে আপনি আপনার মুক্ত চিন্তা প্রকাশ করতে পারেন । এখানে প্রতিষ্ঠিত ব্লগারদের দখল হয়ে যাওয়া নিক ফিরিয়ে দেয়া হচ্ছে। এখানে আপনাকেও স্বাগতম।

দোস্তবিডি - http://www.dostbd.com

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৮:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে ভাই, সময় করে রেজি করে নিমু!

ধন্যবাদ আপনাকে!

৪| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৪

অগ্নি সারথি বলেছেন: চমৎকার।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৫| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩০

চড়ুই বলেছেন: খুন
মেয়েটা কিভাবে কাঁদতে হয় সেটা ভালো করে জানেনা, কাঁদার সময় সে শুধু ফুঁপায়, ফুঁপাতে ফুঁপাতে তার দম বন্ধ হয়ে আসে। তাকে আমি এত বেশী কাঁদালাম, কাঁদতে কাঁদতে এক সময় সে দম বন্ধ হয়ে মারা গেল। আর সবাই ভাবলো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

ভালো লেগেছে কিন্তু এটা কিভাবে সম্ভব!!!!!!!!!!!!!!!

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিভাবে সম্ভব সেটা ২য় লাইনে বলে দিয়েছি :)

ভালো লাগায় ধন্যবাদ

৬| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪

টুম্পা মনি বলেছেন: ভাল্লাগ্লো অনেক :D :D :D :D :D

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ অনেক :)

৭| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৪

হাসান মাহবুব বলেছেন: ধর্মগ্রন্থ, কান্না আর বান্ধবী-১ ভালো লেগেছে। প্রথমটা নিয়ে আবার চিল্লাচিল্লি করে নাকি মানুষ তাই ভাবতেছি!

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: না চিল্লাচিল্লি হবে না ভাই, চিল্লাচিল্লি করা পাবলিক এদিকে আসবে না। তারা এখন গাজা নিয়ে ব্যাস্ত :)

ভালো লাগায় ধন্যবাদ

৮| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৬

আমিনুর রহমান বলেছেন:




অনেকদিন পর আপনার গপ পড়ছি। তেমনই আগের মতো অনেক দারুন লিখেন। পিচ্ছিগপ থেকে এখন তিন লাইনের গপ।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পোস্টে আপনার উপস্হিতি সত্যিই ভালো লাগলো

৯| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:০৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম কয়েকটা বেশ চমৎকার লেগেছে।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১০| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রথম টা অনেক ভাল হয়েছে।

চমৎকার পোস্ট।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৯

সোহানী বলেছেন: দারুন..............+++++++++

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ

১২| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:২৮

আকিব আরিয়ান বলেছেন: এক টাকার জীবনটা ভাল্লাগছে খুব

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৩| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৩

জাহাঙ্গীর.আলম বলেছেন:
আসলেন আর জয় করলেন ৷ আর কয়খান দিলে পারতেন ৷ হাসান ভাইয়ের কথাটা ভাবার মতন ৷ শেষেরখান বেশি চিন্তায় ফেলে দিল ৷ আপনে তো দিন দিন মডেল হয়ে উঠছেন ৷ শিখছি ৷

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে শরমিত এবং আনন্দিত :)

হামা ভাইয়ের কমেন্টের জবাব দেখে নিয়েন!

কমেন্টের জন্য ধন্যবাদ

১৪| ২১ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
লাস্টের টা ভালো লাগে নাই।

শুভেচ্ছা মাসুম ভাই।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইটস ওকে, নেক্সট টাইম :)

১৫| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:৪৩

মামুন রশিদ বলেছেন: আপনার বান্ধবীর গল্প দুইটা বেশি ভাল্লাগছে ।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

১৬| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পগুলো খুব ছোটো, কিন্তু ভাবালো অনেক বেশি। অসাধারণ।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৭| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৯:৪০

শেখ মফিজ বলেছেন:
চমৎকার পোস্ট।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৮| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:১২

এই সব দিন রাত্রি বলেছেন: অনেক ভাল লাগলো। আরও পড়তে চাই। ভাল থাকবেন :)

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: পড়ার জন্য আবার আসবেন :)
আপনেও ভালো থাকবেন

ভালো লাগায় ধন্যবাদ

১৯| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

অতঃপর জাহিদ বলেছেন: কালো চমশা নাকি পাওয়ার ওয়ালা চশমা কিনবেন!

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪১

মাসুম আহমদ ১৪ বলেছেন: পাওয়ার ওয়ালা চশমা

২০| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৫

অপর্ণা মম্ময় বলেছেন: ধর্মগ্রন্থ আর বান্ধবী ১ ভালো লাগলো।

শব্দটা কোপ হবে, ফুঁপায় এর বদলে ফোঁপায়। ঠিক করে নিলে ভালো হবে মাসুম ভাই।

অনেকদিন পর ব্লগে আসলেন মনে হয় । শুভকামনা রইলো

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: হ্যাঁ অনেক দিন পরে আসলাম! বানানে আমি সবসময়ই কাঁচা! ঠিক করে নিয়েছি!

ধন্যবাদ আপনাকে

২১| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৩৭

এম এম করিম বলেছেন: তিন লাইনেই অনেক বলেছেন। ভাল লাগল।

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ

২২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:০৪

চটপট ক বলেছেন: ১ম গল্পটা বেশি ভাল লেগেছে

২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

প্রবাসী পাঠক বলেছেন: ধর্মগ্রন্থ, খুন - এই দুইটা বেশি ভালো লেগেছে।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ প্রবাসী পাঠক

২৪| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:



ধর্মগ্রন্থ, এক টাকার জীবন, খুন বেশি ভালো লাগলো।

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২৫| ২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৩

সোমহেপি বলেছেন: সুমন করের সাথে একমত।

+

২৩ শে জুলাই, ২০১৪ সকাল ১১:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস :)

২৬| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

হানিফ রাশেদীন বলেছেন: বাহ! মজার তো! এমন ছোট আর আকর্ষনীয় আরো লিখতে পারেন।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আশা করছি সিরিজটা এগিয়ে নিব। দেখি কতটুকু পারি :)

আশা করি ভালো আছেন

২৭| ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধর্মগ্রন্থ এবং এক টাকার জীবন ভালো লেগেছে।

ধর্মগ্রন্থ নিয়ে চিল্লাফাল্লা'র কিছু নেই, শেষ পর্যন্ত একটা ধর্মগ্রন্থ টিকে থাকবে। ইটস অল।

ভালোলাগা জানবেন।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুমমম!

আপনার ভালো লাগায় ধন্যবাদ

২৮| ২৪ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৪

এহসান সাবির বলেছেন: ভালোলাগা জানিয়ে গেলাম।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই

২৯| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:০৭

আরজু পনি বলেছেন:

বান্ধবী-১ নিয়ে একটা রহস্য গল্প লিখে ফেলুন।
ভালো লেগেছে তিনটাই পড়তে।
যদিও আগেই অফলাইনে পড়েছিলাম।
ধর্মগ্রন্থ পড়ে মজা পেয়েছি।

শুভেচ্ছা রইল, মাসুম।।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এইটা তো একটা রহস্য গল্প ইটসেলফ :) তারপরেও আপনার কথা মাথায় থাকলো

আপনাকে অনেক ধন্যবাদ

৩০| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনার এই ছুট ছুট গপ গুলা পড়তে খুব ভাল লাগে ভাই। ঝামেলা কম অল্প কথায় কাজ হলে বেশি কথার দরকার নেই।

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: কম কথায় যদি বেশি কথার কাজ হয়, তাহলে বেশি কথার কি দরকার :)

ধন্যবাদ কান্ডারী ভাই

৩১| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫১

অপূর্ণ রায়হান বলেছেন: ৯ম ভালোলাগা ভ্রাতা , ১ম টা বেশি ভালো লেগেছে :) কেমন ছিলেন ?

২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা!

এইতো চলে যাচ্ছে। আপনারে অনেক দিন পরে দেখলাম। আশা করি আপনার সব ঠিকঠাক আছে!

৩২| ২৬ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৩০

জুন বলেছেন: সবগুলো ছোট গল্পই ভালোলাগলো আমার কাছে মাসুম ১৪।
বিশেষ করে প্রথম আর তিন আর শেষটা।
+

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপু আমার বয়স তো এখন ১৯ হয়ে গেছে, আইডি খুলার সময় ১৪ ছিল :)

আপনার ভালো লাগায় অনেক ধন্যবাদ

৩৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

লিরিকস বলেছেন: +

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৩৪| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫৫

ইমিনা বলেছেন: "বান্ধবী-১" - টা নিতে চাচ্ছি। অনুমতি দিলে এটাকে থিম হিসেবে নিয়ে অতিপ্রাকৃত গল্প বানিয়ে ফেলবো ।
নিতে পারবো কি?

২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: অবশ্যই নিতে পারবেন। নিজের মনে করে নিয়ে যান :)

আপনার অতিপ্রাকৃত গল্পের অপেক্ষায় রইলাম

৩৫| ২৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৬

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ইদের শুভেচ্ছা

৩৬| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

ঈদের শুভেচ্ছা মাসুম ভাই ।

৩০ শে জুলাই, ২০১৪ রাত ১২:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনাকেও ঈদের শুভেচ্ছা

৩৭| ০৪ ঠা আগস্ট, ২০১৪ বিকাল ৩:০১

মাহমুদ০০৭ বলেছেন: জবাব নেই !!
দারুণ , মাসুম ভাই । সবগুলাই অনেক অনেক ভাল লেগেছে । সোজা প্রিয়তে ।
তিন লাইনের গপ কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিলেন ।
ভাল থাকবেন ।
শুভকামনা ।

০৫ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে অনুপ্রানিত হলাম :)

অনেক ধন্যবাদ

৩৮| ০৮ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১২

শান্তির দেবদূত বলেছেন: এত অল্প কথায় অর্থবহ গল্প লেখা কিন্তু চাট্টিখানি কথা না! আপনি এই কঠিন কাজটাই অবলিলায় করে ফেলেছেন। অনেক ভালো লেগেছে। তিন লাইনের হলেও ভাবনার অনেক খোড়াক আছে বলতেই হবে। শুভেচ্ছা

১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় অনেক ধন্যবাদ ভাই!

আপনারে অনেক দিন পরে দেখলাম

৩৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা

মুগ্ধতা



১১ তম প্লাস, মুগ্ধতা এগারো বারই লেখা আছে ;)


যদিও কি পরিমান ভালো লেগেছে, লিখে বোঝানো অসম্ভব :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুপ্রাণিত হলাম, খুশি হলাম

ভালো থাকুন সব সময়

ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ
ধন্যবাদ :)

৪০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:১২

মামুন ইসলাম বলেছেন: চমৎকার গপ্প মেরেছেন ভাই আমি এই প্রথম আপনার গপ্পদেখলাম
লাইক ১২

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৪১| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:২৪

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই চমৎকার!

০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৪২| ০২ রা অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫৭

মহামহোপাধ্যায় বলেছেন: "আর সবাই ভাবলো তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। "


অনন্য। টুপি খোলা অভিবাদন জানালাম।

০২ রা অক্টোবর, ২০১৪ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ !

৪৩| ০৩ রা অক্টোবর, ২০১৪ রাত ১:৩৬

আমি তুমি আমরা বলেছেন: ধর্মগ্রন্থ অসাধারন লাগল

০৩ রা অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.