নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

পিচ্ছিগপ'স

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

দুই চাকার সাইকেল

আমি একটা মানুষ বানাব ভেবে প্রেমিকার কাছে সাহায্য চেয়েছিলাম। প্রেমিকা আমার চোখ বড়বড় করে বলে উঠল- কিসব নাফরমানী কথাবার্তা শুরু করেছ!! তুমি ঈশ্বর নাকি যে মানুষ বানাবে?

না, আমি ঈশ্বর নই। আমি একটা দুই চাকার সাইকেল! যে সাইকেল হাওয়ায় উড়ে।



আমি আমার লাশ কাটা ঘরের চিরকুটে প্রেমিকাকে লিখে গেলাম- প্রিয়তমা, মানুষ বানাতে হলে ঈশ্বর হতে হয় না, দুই চাকার সাইকেল হলেই মানুষ বানানো যায়।



হিতে বিপরীত

একদিন প্রেমিকা বলেছিল প্লিজ সিফাত তুমি নিজের প্রতি একটু যত্নশীল হও,আমাদের সম্পর্কের ব্যাপারে একটু সিরিয়াস হও। তাছাড়া আমার ফ্যামিলি খুব ধার্মিক, তাই তোমাকেও কিছুটা ধর্ম কর্ম করতে হবে। আমি আবার আমার প্রেমিকার খুব বাধ্যগত প্রেমিক ছিলাম। তাই তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার অপ্রাণ চেষ্টা করতে লাগলাম।



অথচ আমার চেষ্টার ফলাফল হিতে বিপরীত হল। কারণ আমি ধার্মিক হতে গিয়ে নাস্তিক হয়ে ঘরে ফিরলাম। কালের পরিক্রমায় আমার প্রাক্তন প্রেমিকা এখন- নাস্তিক সিফাতের ফাঁসি চায়।



নদীবাস বা বনবাস

ছোট শহরে যখন ছিলাম তখন স্বপ্ন দেখতাম- একদিন গভীর জঙ্গলে বনবাসে যাব। গাছের গতরে খুদাই করে লিখব জীবনের গল্প! কিন্তু বনবাসী হওয়ার স্বপ্ন পরবাসী হওয়ার স্বপ্নের কাছে বিশাল ব্যবধানে হেরে গেল। এখন আমি বড় শহরে থাকি এবং বড় শহরের বড় বড় হাইওয়েগুলোতে মার্সিডিজ চালাই আর স্বপ্ন দেখি- একদিন ডিঙ্গি নাওয়ের গলুইয়ে নদীবাস নিব।



শহরের কোলাহলে বসবাস করে নদীবাস বা বনবাস নেওয়ার মত স্বপ্ন দেখা একটা উচ্চ মার্গীয় ভণ্ডামি, এবং আমি জেনেশুনে সে ভন্ডামী অনেকদিন যাবত অনুশীলন করে যাচ্ছি।

মন্তব্য ৪৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: আপনার লেখা পড়লে অন্য রকম মজা পাই। না পড়লে ভাল লাগে না। ছোট কিন্তু অর্থে বিশাল। আপনি অামার প্রিয় ব্লগারের একজন। যেমন অাজ একটি মন্তব্য করিনি। আপনারটায় না করে থাকতে পারলাম না।

প্রতিটি অসাধারণ।

১ম লাইক।

অামি চেষ্টা করবো, অাপনার মতো পিচ্ছিগপ্প লিখতে। :P

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয় সুমন ভাই! অনেক ধন্যবাদ!

প্রিয় ব্লগার হয়ে উঠা সত্যি আনন্দের!

আপনার পিচ্চিগপের অপেক্ষায়.....।

২| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পগুলো ক্ল্যাসিক পর্যায়ের।

১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কমেন্টে অনুপ্রানিত হলাম! ধন্যবাদ আপনাকে!

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: গল্পগুলো ক্ল্যাসিক পর্যায়ের।

বিন্দু মাত্র সন্দেহ নাই এই বিষয়ে।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই

৪| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪১

এহসান সাবির বলেছেন: প্রিয়তমা, মানুষ বানাতে হলে ঈশ্বর হতে হয় না, দুই চাকার সাইকেল হলেই মানুষ বানানো যায়।


ভালোলাগা।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ সাবির ভাই

৫| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০০

ইমিনা বলেছেন: প্রতিদিন ঘুমের দেশে যাবার পূর্বে সেই গল্পটার প্লট ভাবতে থাকি এবং মনে মনে ঠিক করে ফেলি যে, আজই গল্পটার পূর্ণতা দিয়ে দিব। কিন্তু তারপর কখন যে ঘুমের জাহাজ এসে আমাকে নিয়ে যায় তা বুঝতেই পারি না
:(( :(( :((

ইনশাআল্লাহ, আজই করে ফেলবো
:) :) :)

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ওকে, অপেক্ষায় রৈলাম :)

৬| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১১

অতঃপর জাহিদ বলেছেন: নদী বাস সফল হউক!

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৭| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:৩২

খাটাস বলেছেন: গভীর ভাব।++++ আসলেই ক্লাসিক।

১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

৮| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৭

মামুন রশিদ বলেছেন: ছোট্ট তিনটা গল্প, অথচ কিভাবে যে ছুঁয়ে গেল! প্রতিটা গল্পের পান্চ লাইন স্পর্শ করেছে ।

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

৯| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দু'বার পড়ার মতন আর ভাবনায় বহুবার ৷ নানান পারস্পেকটিভ থেকে ভাবনার ৷ এক কথায়-স্বপ্নবিলাস বিভ্রম ৷

ভাল থাকবেন ৷

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ জাহাঙ্গীর ভাই আপনার সুন্দর কমেন্টের জন্য

১০| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ !
দুই চাকার সাইকেল এর আইডিয়া টা জোশ ছিল !

১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২

মাসুম আহমদ ১৪ বলেছেন: দুই চাকার সাইকেল নিয়া একটা বড় গপ লেখার ইচ্ছা আছে, যে গপ দিয়ে অদুর ভবিষ্যতে একটা সিনেমা বানানু হবে বলে দিবাস্বপ্ন মাঝেমাঝে দেখি :D

১১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

আহমেদ জী এস বলেছেন: মাসুম আহমদ ১৪ ,




বহু প্রচলিত কথাটাকে একটু ঘুরিয়ে বলি - " যা হয়েছি তা চাইনি, যা চাইনি তা হয়েছি"। এরকমটাই হয় ।

পিচ্ছিগপ'সের এ জন্যেই "বিশালগপস" এ রুপান্তর ঘটে যায় । ঈশ্বর হতে হয়না । তিন আঙুলে শক্ত একটা লেখনি দু'চাকার সাইকেলের মতো বনবন করে ঘুরলেই চলে ।

অনেক ভালো লেগেছে । শুভেচ্ছান্তে ।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ

১২| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৩৫

বৃতি বলেছেন: সবগুলো গল্পই সুন্দর, তার ভেতর "নদীবাস বা বনবাস" বেশি ভাল লাগলো :)

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ

১৩| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো সবগুলৈ।

২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩২

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৪

শুঁটকি মাছ বলেছেন: তিন নম্বর গপটা এত ভীষন রকম সুন্দর হইছে!!!!!!!

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধইন্যা

১৫| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৩

শেখ আমিনুল ইসলাম বলেছেন: সুন্দর সব গল্প। নদীবাস শব্দটা মনে গেঁথে রইল।

২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রিয় আমিনুল ভাই

১৬| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লেগেছে।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৭| ২০ শে আগস্ট, ২০১৪ রাত ১০:১৫

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ৩ নাম্বার গল্পটার জন্য হাত শক্ত করে কোলাকুলি । দারুন লেগেছে । সবগুলোই !

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ইদ মোবারক :)

১৮| ২১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:২৩

শান্তির দেবদূত বলেছেন: ভালো লেগেছে, ছোট হলেও ভাবনার খোরাক আছে তিনটাতেই। তিন নাম্বারটা বেস্ট, একেবারে মূলে নাড়া দিয়েছে। শুভেচ্ছা প্রিয় লেখক।

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় অনেক ধন্যবাদ

১৯| ২৩ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯

খোরশেদ খোকন বলেছেন: কি অদ্ভূত আপনার লেখা?
বিশ্বাস করেন, একদিন সারাদিন আপনার ব্লগ নিয়েই পরে ছিলাম। কি মধুর সম্মোহন আপনার লেখায়...
আপনার লেখাগুলো এতোবার পড়েছি, যে মাঝে মাঝে ভ্য় হয়; কখন আবার আপনাকে কপি করে ফেলি…হা হা হা।

আমাদের ছোট ছোট বিষয় নিয়ে যাপিত জীবনের সীমিত পরিসরে যে গভীর ভাবনা লুকিয়ে থাকে... তা আপনার মতো এতো অল্প কথায় প্রকাশ করতে আমি কাউকেই দেখি না। ভাল থাকবেন...শুভেচ্ছা...

২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: কিছু কমেন্ট অনেক দিন মনে থাকে, আপনার কমেন্টটা সেরকম হয়েছে!

সত্যি অনেকদিন মনে থাকবে!

ভাল থাকুন সবসময়

২০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:২৮

মাহমুদ০০৭ বলেছেন: ভালো লাগলো সবগুলাই

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাই

২১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ, দারুণ লাগল সবগুলোই। চমৎকার প্রিয় মাসুম।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৪৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন

২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২

গোর্কি বলেছেন:
সুন্দর। খুব সুন্দর সবগুলোই।। শুভকামনা।।।

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.