নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

দু’বেলা দু’মুঠো বিষাদ খেয়ে বেঁচে আছে যে শহর

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৪৪

আমি এখন যে শহরে থাকি

সে শহর খুব একাকী একটা শহর।

শহরের দিনগুলা একা একা রাত হয়

রাতগুলা একা একা ভোর হয়,

ল্যাম্পপোস্টের আলো একা একা জ্বলে

অতঃপর একা একা নিভে যায়।



এখানের পথ এবং এভিনিউগুলো একা

পথে অপেক্ষমাণ যাত্রীরা একা,

এখানে বাস-ট্রেন একা একা গন্তব্যে পৌছে।



এখানের উঁচু উঁচু দালানগুলো

একা একা দাঁড়িয়ে থাকে,

সেই দালানের দরজারা একা একা খুলে

সেই দালানের জানালারা একা একা বন্ধ হয়।



পার্কে বেঞ্চগুলা একা একা বসে থাকে

পার্কের দোলনা একা একা দোলে।

বাতাস একা একা উড়ে

রোদ একা একা পুড়ে।

শীতকালের স্নো একা একা নাচে

শরতের রঙ একা একা বউ সাজে।



এখানে যারা দুর থেকে ফিরে আসে তারা একা

এখান থেকে যারা দুরে ফিরে যায় তারাও একা।

গোলাপ অথবা ক্যামেলিয়া একা একা ফুটে

পাপড়ী অথবা ম্যাপল একা একা ঝরে।

এখানের ফিউনারেল অনুষ্ঠানগুলো খুব নির্জন এবং

অনুষ্ঠানের অতিথিদের চোখের জল খুব নিঃসঙ্গ।



দুবেলা দু’মুঠো বিষাদ খেয়ে

এই শহর শত বছর ধরে

একা একা বেঁচে আছে,

যুগ যুগ ধরে পাখি অথবা মানুষ দুইই

একা একা ঘরে ফিরছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

নেক্সাস বলেছেন: দুবেলা দু’মুঠো বিষাদ খেয়ে
এই শহর শত বছর ধরে
একা একা বেঁচে আছে,
যুগ যুগ ধরে পাখি অথবা মানুষ দুইই
একা একা ঘরে ফিরছে।


অসাধারণ

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

চটপট ক বলেছেন: এখানের ফিউনারেল অনুষ্ঠানগুলো খুব নির্জন এবং
অনুষ্ঠানের অতিথিদের চোখের জল খুব নিঃসঙ্গ

মাসুম ভাই, এই লাইন দুইটা অসাধারণ । ওখানের ফিউনেরাল গুলো আসলেই খুব নির্জন,চোখের জল গুলোও ! তাই না ?

০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: এক ফিউনারেল অনুষ্ঠানে গিয়ে আমি সেরকমই দেখছিলাম!

আচ্ছা ভাই, Mahfujul Islam আর আপনি কি এক লোক?

কমেন্টের জন্য ধইন্যা!

৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:২৭

মাহমুদ০০৭ বলেছেন: দুবেলা দু’মুঠো বিষাদ খেয়ে
এই শহর শত বছর ধরে
একা একা বেঁচে আছে,
যুগ যুগ ধরে পাখি অথবা মানুষ দুইই
একা একা ঘরে ফিরছে।

মন কে আদ্র করে দেয় এমন একটা কবিতা লিখলেন মাসুম ভাই ।
জীবন ত এমনই ।

সেদিন ও ঘুরে গিয়েছিলাম আপনি নতুন লেখা দিলেন কিনা । মাস খানেক পর দিলেন ।

ভাল থাকবেন মাসুম ভাই ।
শুভকামনা রইল ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: জ্বি ভাই ঠিক কইছেন, জীবন আসলেই এমনই।

নতুন লেখা লেখা অনেকদিন লেখা হচ্ছে, তাই পুরান লেখা একটু ঘষামাজা করে পোস্ট করলাম!

ব্লগে এসে ঘুরে খবর নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাই

৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

ইমিনা বলেছেন: একাকিত্বের করুন বিউগল সবকিছু থেকে যেন আমায় বিচ্ছিন্ন করে দিয়ে গেল। আমি এখন ভাবছি - আমিই একা সবার থেকে, সবার মাঝে থেকেও /:) /:) /:)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবার মাঝে থেকেও একা ফিল করাটা ভালু না :)

আপনার ছবির পাখিও কিন্তু আমার কবিতার পাখির মত একা একা ঘরে ফিরবে

৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভীষণ সুন্দর হয়েছে ----- ইস এমন করে যদি লিখতে পারতাম

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: এরকম প্রশংসা শুনলে তো লজ্জায় লাল হওয়া ছাড়া উপায় থাকেনা :)


অনেক অনেক ঢন্যবাদ আপনাকে

৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৩

ৎঁৎঁৎঁ বলেছেন:
দুবেলা দু’মুঠো বিষাদ খেয়ে
এই শহর শত বছর ধরে
একা একা বেঁচে আছে,
যুগ যুগ ধরে পাখি অথবা মানুষ দুইই
একা একা ঘরে ফিরছে।


অসাধারণ! খুব ভাল লাগলো! কবিতার মতই একটু পরে একা একা বাড়ি ফিরবো, সবাই যেমন ফেরে!

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতার মত আমরা সবাই একা একা বাড়ি ফিরি, সুন্দর করে বলেছেন!

ধন্যবাদ আপনাকে

৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

মামুন রশিদ বলেছেন: খুব ভালো লেগেছে ভাইজান । নিয়মিত লেখা চাই ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: জ্বি ভাইজান, নিয়মিত হওয়ার চেষ্টায় আছি!

কবিতায় ভালো লাগায় ধইন্যা

৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

এহসান সাবির বলেছেন: শীতকালের স্নো একা একা নাচে
শরতের রঙ একা একা বউ সাজে।


০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

মাসুম আহমদ ১৪ বলেছেন: জ্বি ভাই এখানের শীত, শরত এরকমই!

আশা করি ভালো আছেন

৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: শুধুই একাকিত্ব গাঁথা । ভাল লিখেছেন ।

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২০

এহসান সাবির বলেছেন: ভালো আছি ভাই।

স্নো মনে পড়ে গেল...

প্রায় সাত বছর ছিলাম বাইরে.....

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: তাহলে তো স্নো'র একা একা নাচ আর শরতের একা একা বউ সাজা আপনে দেখছেন!

১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন:

এটা আমার জানালা দিয়ে তোলা, ওটা কিন্তু থেমস্‌....

ওটা আমি :)

০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর একটা ছবি

১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

সুমন কর বলেছেন: অামি কিন্তু অাপনার লেখা মিস করি। তাই মাঝে মাঝে অাপনার ব্লগে ঘুরে অাসে। অাপনার লেখার ভিন্ন একটা স্বাদ ভুব ভাল লাগে।

এখানে যারা দুর থেকে ফিরে আসে তারা একা
এখান থেকে যারা দূরে ফিরে যায় তারাও একা।


কবিতা অনেক ভাল লাগল। চাপা কষ্টগুলো প্রকাশ করার চেষ্টা।

৩য় ভাল লাগা।

দুর > দূর।

০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভাই সত্য কথা কই, আমি যখন লেখাটা লিখছিলাম তখন প্রথমে এই ২ লাইন লিখছিলাম। পরে এই ২ লাইনের উপর ভর করেই পুরা লেখাটা লিখছি।

আপনার ভালো লাগায় ধন্যবাদ এবং ঘুরে এসে যাওয়ার অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫০

কলমের কালি শেষ বলেছেন: কবিতাও পড়া হয়ে গেল একা একা !!

বেশ লাগলো । +++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুণ কবিতা।+++++

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর একা একা কবিতা ভ্রাতা +

ভালো থাকবেন অনেক :)

@সাবির ভ্রাতা, গাছ ঝাকান ক্যান! আপেল নাই তো গাছে কুনো! নাকি পাশের দালানে ছিল ? ;)

আপনার বরফ ছবি দেখে আমারও একখান বরফি ছবি দিতে খায়েশ জাগল মনে, এটাও টেমস এর পাড়ে,

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পিকচার!

থ্যাংকস

১৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৯

তাওহীদ৭১তমাল বলেছেন: আমিও একা একা বসে আছি
একা একাই পরলাম সুন্দর একটা কবিতা
এখন আবার একাই সেখানে মন্তব্য লিখছি

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

১৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

আলম দীপ্র বলেছেন: বাহ ! দারুন !
শুভেচ্ছা আর শুভকামনা !
অনেক ভালো লেগেছে !

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

ইমরান নিলয় বলেছেন: চমৎকার।

০৯ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

১৯| ১০ ই ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:২৪

হাসান মাহবুব বলেছেন: মানুষ আর পাখির বিষাদের যুগলবন্দী মনকে ভারাক্রান্ত করে। জানতে ইচ্ছা হয় এমন কোন শহর আছে নাকি!

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: যখন প্রথম নিউইয়র্ক এসেছিলাম, তখন আমার কাছে শহরটাকে এরকমই লাগছে! এখনও মাঝেমাঝে এমন লাগে!

২০| ১১ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সুন্দর !

২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: থ্যাংকস

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

রিপন ঘোষ বলেছেন: কেমন আছেন মাসুম ভাই?

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো চলে যাচ্ছে! তুমিও সামুতে আছ দেখে ভালো লাগলো!

২২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

মায়াবী রূপকথা বলেছেন: একটা দারুন কবিতা, ভালোলাগা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.