নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

এক ব্যতিক্রমী প্রয়াস - অণুগ্রন্থ সংকলন

২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮







এই সময়ের৩৬ জন লেখকের লেখা নিয়ে আগামী একুশে বইমেলায় আসছে মায়মুনা লীনা সম্পাদিত ৬৬৪ পৃষ্ঠার পুরাই ব্যতিক্রমী অণুগ্রন্থ সংকলন "অক্ষর"। অণুগ্রন্থ সংকলন শুনে হয়ত অনেকে চোখ বড় বড় করে ভাবছেন এটা আবার কি! অণুগ্রন্থ সংকলন ব্যাপারটা আমার কাছেও

অজানা ছিল, এই সংকলনের সাথে জড়িত হওয়ার সুবাদে জানা হল সাহিত্যের এক নতুন প্রয়াসের সাথে। অণুগ্রন্থ হল ছোট বই, আর কয়েকটা ছোট ছোট বই মিলে যে বড় বই হয় সেটা হল অণুগ্রন্থ সংকলন। এরকম ছত্রিশজন লেখকের ছত্রিশটি ছোট বই নিয়ে এই একটি বড় বই হল "অক্ষর"।



এই বড় বইয়ের ভিতর গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা, আলোকচিত্র সবই আছে। এখানে এমন কিছু লেখক আছেন যারা একেবারেই নিরব যারা নীরবে একা একা লিখে যান এবং নবীন লেখক আই মিন তাদের লেখা কখনো কোথাও প্রকাশিত হয়নি, আছে আবদুর রাজ্জাক শিপন, তারেক অণু, ফারহান দাউদ, মাইনুল এইচ সিরাজী, মাসুদ সজীব, ঈশান মাহমুদের মত ব্লগারদের লেখা, আছে জিনাত জোয়ার্দার রিপা'র মত ফেইসবুক সেল্ব্রেটির লেখা। সবকিছু মিলিয়ে এক ভিন্ন স্বাদের লেখা সমৃদ্ধ এক মলাটের ভিতর গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমন কাহিনী, স্মৃতিকথা,

আলোকচিত্রের এক মিলন্মেলা। আশা করছি পাঠকের ভালো লাগবে। গল্প ভালো না লাগলে, কবিতা ভালো লাগবে। কবিতা ভালো না লাগলে গল্প ভালো লাগবে। গল্প-কবিতা কোনটা ভালো না লাগলে ভ্রমন কাহিনী ভালো লাগবে। ভ্রমন কাহিনী ভালো না লাগলে প্রবন্ধ ভালো লাগবে, প্রবন্ধ

ভালো না লাগলে স্মৃতিকথা ভালো লাগবে, কোন কিছুই যদি ভালো না লাগে তাহলে আলোকচিত্র ভালো লাগবে। এর মানে পাঠকের ভালো না লাগার কোন রাস্তা সম্পাদক মায়মুনা লীনা খোলা রাখেননি।





নোটঃ এই সময়ের তুখোড় ৩৬ জন লেখকদের অসাধারণ সব লেখার মাঝখানে এই অধমের "প্রাচীন গ্রন্থের ভিতর লুকিয়ে থাকা বাতাবিলেবুর ঘ্রাণ" নামের একটা অণুগ্রন্থ আছে, যে অণুগ্রন্থে নয়টা পিচ্ছি পিচ্ছি গপ আছে।

___________________

বইয়ের নাম :অক্ষর

লেখক :৩৬ জন লেখক

প্রকাশক : সিঁড়ি প্রকাশন

প্রচ্ছদ: রেহেনা পারভীন

মূল্য : ১০০০ টাকা

বইয়ের ধরণ :অণুগ্রন্থ সংকলন

ফেসবুক পেজ Click This Link

প্রাপ্তি স্থান : সিঁড়ি প্রকাশন এর স্টলে।

রকমারী মূল্য : ১০০০ (25% ডিসকাউন্ট) [ এখন পাওয়া যাচ্ছে]

__________________________



লেখকদের তালিকা: অপরাহ্ণ সুসমিতো, অভীক দত্ত, আতিক খান, আবদুর রাজ্জাক শিপন, ইমন চৌধুরী, ঝুমুর রায়, তানভীর শাহরিয়ার রিমন, তারেক অণু, তন্ময় দে, ফারহান দাউদ, মাইনুল এইচ সিরাজী, মাসুম আহমদ, মাসুদ সজীব, মাহমুদা আজরা পুতুল, মোহাম্মদ আরিফুল হক, রীতা রায় মিঠু, রোকেয়া লিটা , শামা আরজু , শিরীন সুলতানা সমপা, শোয়েব আমান, সামিও রহমান, সুমন সুপান্থ, সুশান্ত পাল, হাসান মোরশেদ,মায়মুনা লীনা,অপূর্ব সোহাগ, আদিল আবীর, ঈশান মাহমুদ, জাবেদ এ ইমন, জিনাত জোয়ার্দার রিপা, নাজমা নাজু, রকিবুল ইসলাম মুকুল, র. ইসলাম শিমুল, লোপামুদ্রা মহাজন, সজল ছত্রী, সৈয়দ মুনতাসির মামুন, নাজমুল পাপ্পু !

মন্তব্য ৩৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৫

সুমন কর বলেছেন: নতুন একটি বিষয়ে জানলাম।

অামার পোস্টে কিছুক্ষণ পর এ্যাড করে দেবো।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

আরজু পনি বলেছেন:

ফেসবুক গ্রুপের এতোগুলো গুণি মানুষের সাথে থাকতে পেরে ভালো লাগছে ।

শুভকামনা রইল ।।

২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৩| ২২ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৭

বিদ্রোহী বাঙালি বলেছেন: আসলেই একটি ব্যতিক্রম প্রয়াস। কারণ আপনার মতো আমারও অণুগ্রন্থ সম্বন্ধে কোন পূর্ব ধারণা নাই। নামকরণটা সুন্দর দিয়েছেন 'অক্ষর'। ৩৬ জন লেখকই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বইটি পাঠককে তৃপ্তি দেবে প্রত্যাশা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১১

খাটাস বলেছেন: শুভকামনা বইএর লেখকদের জন্য এবং আপনাকেও। :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:১৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা দুর্দান্ত বই হবে আশা করি। আইডিয়াটাও দুর্দান্ত এবং অবশ্যই ব্যতিক্রমী। তবে এটা একেবারে অভিনব নয়। ২০০৫ ও ২০০৬ সালে যথাক্রমে কবিতা ও ছোটোগল্প এবং অণু-উপন্যাসের অণুগ্রন্থ সংকলন বের করেছিলাম আমার সবুজ অঙ্গন লিটল ম্যাগ থেকে।

৩৬জন লেখকের প্রতি শুভেচ্ছা থাকলো। লেখকদের নামগুলো পড়া যাচ্ছে না। তালিকাটা দিয়ে দিলে ভালো লাগতো।

তাবত ‘অণু’গ্রন্থের উপর ছোটো একটা বিবরণী এখানে দেখতে পাবেন আগ্রহী পাঠকেরা। এখানে একটা ছবিও ;)

বইটা কিনার আশার থাকলো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: সবুজ অঙ্গনের সাহিত্য সংকলন কথা জেনে ভালো ভালো লাগলো!

বইটা কিনলে, আশা করি একটা রিভিউ দিবেন :)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

প্রবাসী পাঠক বলেছেন: ৩৬ জন লেখক এবং বইটির জন্য রইল শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৮

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: বাহ্...বেশ ভালো লাগল নতুন এই আয়োজনটির কথা জেনে। অনেক অনেক শুভকামনা রইল :)

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: শুভকামনা রইলো

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১

ইমিনা বলেছেন: বইমেলায় আপনাদের এই বইটি সংগ্রহ করবো। আপনি দেশে থাকলে অবশ্য বইয়ে আপনার অটোগ্রাফ নিতে পারতাম /:)

আপনাদের সকলের জন্যই অনেক শুভকামনা রইলো।।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: অটোগ্রাফের সাথে আপনারে ফ্রিতে ফটোগ্রাফও দিয়ে দিতাম :)

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

এহসান সাবির বলেছেন: ষেুক বই মেলা.... দেখা যাক....।

শুভেচ্ছা।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩১

মাসুম আহমদ ১৪ বলেছেন: বইমেলায় গেলে বইটা নড়াচড়া করে দেখিয়েন :)

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: কা উ রে ! টেকা এত বেশি কেড়ে ? :P

গিফট পাইলে ভালা হইত । :P


আপনার ও বইয়ের জন্য শুভকামনা রইল মাসুম ভাই । :)

ভাল থাকবেন ।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার জন্য নিচের লেখাটা। লেখাটা পড়লে হয়ত টাকা বিষয়ে আপনার কনসার্ন কিছুটা কমবে-

https://www.facebook.com/notes/maimuna-leena/অক্ষরকথন/10205134562738738

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৮

হাসান মাহবুব বলেছেন: শুভকামনা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪০

শায়মা বলেছেন: অনেক অনেক শুভকামনা ভাইয়া?

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার বইয়ের জন্যেও আপনাকে শুভকামনা!!

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন: দেশে না থাকার আফসোসটা বেড়ে যাচ্ছে।

লেখকদের জন্য শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার আফসোসটা কিছুটা না হলেও অনুভব করতে পারছি, কারণ আমিও আপনার মত ..................

ধন্যবাদ আপনাকে

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:২৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লেখকলেখিকা আর ব্যতিক্রমী বইটার জন্য অনেক শুভকামনা রইলো।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২২

মহান অতন্দ্র বলেছেন: বাহ্...বেশ ভালো লাগল। শুভ কামনা ।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

মোঃ ইসহাক খান বলেছেন: ব্যতিক্রমী প্রয়াস।

শুভেচ্ছা রইলো।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৯

মোস্তফা সোহেল বলেছেন: মাসুম ভাই কেমন আছেন?
আপনাকে চিনি সেই আমার ব্লগের প্রথম জীবন থেকে।মাঝে বেশ কিছুদিন মনে হয় ব্লগে ছিলেন না।আমিও আসি মাঝে মাঝে।
দেশে ফিরেছেন না কি এখনও বিদেশে আছেন?
আপনার একার কোন বই বের হয়নি?
আমি আছি ভাইয়া মোটামুটি ভাল।
আপনার ফেসবুক আইডি থাকলে জানাবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো ভাই চলে যাচ্ছে। আমিও আপনারে ভালো করে চিনি। আমিও ব্লগে এখন রেগুলার না। মাঝেমাঝে ব্লগে আসি। এখনও বিদেশে আছি। না ভাই আমার একা'র কোন বই নাই। দীঘির জলে রোদের স্নান নামের আরেকটা কবিতার বই আছে সেটাও আরও ৪ জন কবির সাথে।

ফেসবুক লিংক

https://www.facebook.com/masum.ahmed

ভালো থাকুন ভাই!

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ বসন্ত

২০| ০৪ ঠা মার্চ, ২০২২ রাত ৮:০৭

খায়রুল আহসান বলেছেন: আপনার মাধ্যমে আমিও নতুন একটি বিষয়ে জানলাম। এ ধরণের উদ্যোগ বোধকরি এখন আর নেয়া হয় না, কারণ এমন কিছু আমার চোখে পড়েনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.