নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এক সময় আমিও একজন ব্লগার ছিলাম!

মাসুম আহমদ ১৪

এখনও বলার মত তেমন কিছু অর্জন করতে পারিনি । কোন দিন যে অর্জন করতে পারব সে সম্ভবনাও নাই ।

মাসুম আহমদ ১৪ › বিস্তারিত পোস্টঃ

তিন লাইনের গপ-০৫

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৭

আস্তিক এবং নাস্তিক

____________

আমার দুই প্রতিবেশির একজন খুব ধার্মিক আর আরেকজন

খাটি নাস্তিক। একদিন ছিনতাইকারীর ছুরির আঘাতে বাড়ির সামনের রাস্তায় আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, তখন আমার প্রতিবেশির একজন দৌড়ে ঘরে ঢুকে তার ঘরের দরজা লাগিয়েছিলেন। আর আরেকজন এম্বুলেন্স ডেকে শুধু আমাকে হাসপাতালে নিয়ে যাননি, প্রতিদিন হাসপাতালে গিয়ে খবর নিয়েছেন আমি কেমন আছি।



সৎভাই

__________

আমার বাবা তার মৃত্যুর আগে আমাকে বলে গেছেন আমার একটা সৎভাই ছিল। সেই সৎ ভাইকে আমার মা নিজ হাতে খুন করেছেন। আমি আমার মাকে আমার সৎ ভাইয়ের ব্যাপারে জিজ্ঞেস করার পর আমার মা বললেন- আমার কোন সৎভাই কোনদিন ছিলনা এবং তিনিই আমার বাবা’র প্রথম ও সর্বশেষ স্ত্রী!



পাগলাগারদ

___________

আমি পাগলাগারদে আসার আগে লাশকাটা ঘরে কাজ করতাম। একদিন একটা লাশের মুখ থেকে কাপড় সরিয়ে লাশের মুখ চোখে পড়তেই আঁতকে উঠি। কারণ সেই লাশটা ছিল আমার একমাত্র ছেলে সঞ্জিবের, যে সেদিন সকালে আমাকে হাঁসপাতালে তার সাইকেল দিয়ে নামিয়ে দিয়ে গিয়েছিল।



বিচার

__________

আমার পাশের বাড়ির রফিক চাঁচার ছোট বউয়ের বয়স খুব কম কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দরী। একদিন সে পাশের বাড়ির যুবক ফিরোজের সাথে পালিয়ে গেল। তাদের ধরে নিয়ে আসার পর বিচারে দেখলাম সবাই রফিক চাঁচার ছোট বউয়ের শাস্তি দিল, কিন্তু ফিরোজকে কোন শাস্তি দেওয়া হলনা।



অভিনন্দন

___________

ডাক্তার যখন আমার মেডিক্যাল রিপোর্ট হাতে দিয়ে বলল আমি কোনদিন বাবা হতে পারবো না তখন থেকেই মিথি’র সাথে ব্যাপারটা কিভাবে শেয়ার করব সেটা ভেবে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল। বাড়িতে ফিরার পর ছোট-বোন দৌড়ে এসে বলল- ভাইয়া দারুণ একটা খুশির খবর আছে। আমি ফুপু আর তুই বাবা হচ্ছিস, জলদি মিষ্টি নিয়ে আয় আর মিথি ভাবীকে ফুল দিয়ে অভিনন্দন জানা।



_________________________

তিন লাইনের গপ-০১

তিন লাইনের গপ-০২

তিন লাইনের গপ-০৩

তিন লাইনের গপ-০৪

মন্তব্য ৫১ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

শায়মা বলেছেন: সবগুলোই ভয়ংকর গপ ভাইয়া।:(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: :)

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২

মাঘের নীল আকাশ বলেছেন: আগেরগুলোতে চিন্তার একটা খোরাক ছিল...এবারের টা তেমন লাগল না কেন জানি!

চালিয়ে যান+++

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনুপ্রেরণা দেয়ার জন্য অনেক ধন্যবাদ

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৫

সুমন কর বলেছেন: অাপনার এ গপ্পগুলো অামার খুব ভাল লাগে। ছোট কিন্তু চিন্তার।

বরাবরের মতো ভাল লাগল। (২, ৩, ৫ বেশী)

১ম ভাল লাগা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২

আমি স্বর্নলতা বলেছেন: পাগলাগারদ - খুব ভয়ংকর লাগল।

বিচার - অন্ধভাবে বিচার করা হয়েছে। আমাদের গ্রামীণ সমাজের একটা চিত্র।

অভিনন্দন - ছেলেটা মিথিকে সারাজীবনই চরিত্রহীন ভাববে। সে কি পারবে বাচ্চাটাকে মেনে নিতে? আগের মত মিথিকে ভালোবাস্তেও পারবেনা।

সবগুলোই ভাল লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০২

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভালো লাগায় ধন্যবাদ !

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৯

নাঈফা চৌধুরী (অনামিকা) বলেছেন: প্র্ত্যেকটা গল্প মারাত্মক! আস্তিক এবং নাস্তিক মাস্টারপিস! ভাল থাকা হোক, কবি!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে..........

ভাল থাকুন সব সময়!

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

হাসান মাহবুব বলেছেন: আস্তিক আর নাস্তিক গল্পটায় কি বুঝাইতে চাইসেন?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: আমার চারপাশে প্রায়ই দুই ধরণের মানুষ দেখি। নাম্বার ওয়ান- তারা মনে করে যারা আস্তিক তারা খারাপ মানুষ, আর তারা ভালো মানুষ। নাম্বার টু- তারা মনে করে যারা নাস্তিক তারা খারাপ মানুষ, আর তারা ভালো মানুষ।!! দুই গ্রুপই সব সময় বড় অশান্তিতে থাকতে দেখি।

আপনে খেয়াল করে দেখবেন আমি কিন্তু গপে উল্লেখ করিনি যে কে আমাকে হেল্ল করেছে আর কে দরজা লাগিয়েছে। এখানেই প্যাচ, আর এই প্যাচের মাধ্যমে তাদের একে অপরের প্রতি যে চিন্তাধারা ধারণ করে, সেটাই তুলে ধরতে চেস্টা করেছি।

যে আস্তিক সে ভাববে আস্তিক লোকটা আমাকে সাহায্য করেছে, যে নাস্তিক সে ভাববে নাস্তিক লোকটা আমাকে সাহায্য করেছে!! ব্যাস!

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

ঢাকাবাসী বলেছেন: প্রথমটা নামের সাথে মিল নেই, বাকিগুলো ভাল লেগেছে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এর মানে আপনাকে গপটা বুঝাতে আমি ফেইলার :(

ধন্যবাদ আপনাকে

৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: প্রথমটা সবচেয়ে বেশী ভালো লাগলো। সৎভাই গল্পটা ভালো বুঝিনি।ব্যাখা করবেন কি?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথমে আপনার ভালো লাগায় ধন্যবাদ!!

ব্যাখ্যা করতে চাইনি বলেই হয়ত এত ছোট করে লেখি :) !! ব্যাখ্যা করতে গেলে সেটা বড় গপ হয়ে যাবে! এসব ছোট ছোট গপে এক লাইনের মাঝে অনেক লাইন ঢুকি্যে দেয়ার অপ্রাণ চেষ্টা করি। সেই চেষ্টায় মাঝেমাঝে সফল হই মাঝেমাঝে ফেইলার হই।

তারপরেও একটা হিন্টস দিয়ে একটা মেসেজ দিয়েছি। আশা করি এখন বোঝতে সুবিধা হবে!!

৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২

মনিরা সুলতানা বলেছেন: আমিও সৎ ভাই বুঝি নাই :(
গল্প ভাল মারাত্মক লেগেছে ...

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: এটা লেখকের ব্যর্থতা :(

আপনার ভালো লাগায় ধন্যবাদ

১০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: তিন লাইনের গপ। এই সব গপে লেখকের ভাবনার চাইতে পাঠকের ভাবনাই বড় হয়ে উঠে। কারণ লেখক ইচ্ছা করেই পাঠককে ভাবনার মধ্যে ফেলে দিয়েছেন। কোন কোন ভাবনা হয়তো লেখকের সাথে মিলে যেতে পারে আবার কোনটা নাও মিলতে পারে।
সৎভাই, পাগলাগারদ, বিচার ও অভিনন্দন এই চারটা নিয়ে তেমন কিছু বলার নাই। কারণ এই চারটায় আশা করছি পাঠকের ভাবনা মোটামুটি লেখকের ভাবনার সাথে মিলে যেতে পারে এবং পাঠক ও লেখকের ভাবনাগুলো মোটামুটি একমুখী হওয়ার সম্ভবনা আছে।
কিন্তু আস্তিক ও নাস্তিক গপে সেটা হওয়ার সম্ভবনা থাকলেও কিছু কথা মনে হয় থেকে যায়। কারণ এটাতে মনে হল লেখক পরোক্ষভাবে দুটোকেই সাপোর্ট করছে। অনেকটা গ্রাম্য সেই প্রবাদের মতো, 'চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সজাগ থাকতে।' অন্য চারটাকে লেখক ধরা গেলেও যেতে পারে। কিন্তু আস্তিক ও নাস্তিকে লেখককে ধরার কোন উপায় নাই। এই গপে নিজেকে অস্পৃশ্য রেখে পাঠককে কোন দিকে ঠেলে দেয়া হল জানতে ইচ্ছে করছে।
তবে গপগুলো ভালো লাগলো। বিশেষ করে 'বিচার'। এই গপের অন্তর্নিহিত বক্তব্যটা সবার উপলব্ধি করা দরকার আছে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: বড় গপ কে যখন ছোট করে লিখার চেষ্টা করি, তখন খুব চেষ্টা থাকা পাঠককের কাছ থেকে নিজেকে অস্পৃশ্য রাখতে। ভাবনায় থাকে পাঠকরা যেন তার নিজের মত করে ভেবে নিতে পারে।

এমনও হতে পারে একটা গপকে দুজন পাঠক দুরকম করে ভাবছে। যখনি এরকম কিছু হবে তখনি আমি লেখক হিসাবে ভাববো - হয়ত কিছু একটা লিখতে পেরেছি!

চমৎকার কমেন্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:১৭

মহামহোপাধ্যায় বলেছেন: ভালো লাগলো। তবে আগেরগুলো বেশি ভালো লেগেছিল :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: কম ভালো লাগায়ও বেশি করে ধন্যবাদ :)

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৬

মায়াবী রূপকথা বলেছেন: দারুন দারুন। প্রথম আর শেষটা আরো বেশি দারুন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১৪

সেলিম আনোয়ার বলেছেন: ভাবনায় ফেলে দিলেন ভাই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার ভাবনার খোরাক হওয়াটা কিন্তু বিশাল কিছু :)

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

এহসান সাবির বলেছেন: চমৎকার!!

এক গুচ্ছ ভালো লাগা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

এনামুল রেজা বলেছেন: পাগলাগারদ আর অভিনন্দন গল্পদুটো দুর্দান্ত লাগলো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ আপনাকে

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:২১

এহসান সাবির বলেছেন: বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল!!

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

১৭| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩০

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।

শুভ কামনা।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা।
ভালো থাকুন সুস্থ থাকুন।
শুভ কামনা রইল।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ ভাইজান

১৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০২

সোমহেপি বলেছেন: অনেক ভাল লাগলো । ভাবতে ভাল লাগে । আপনার এ লেখাগুলো আসলেই ভালো হচ্ছে ।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: ধন্যবাদ

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৫

বাংলার ফেসবুক বলেছেন: আমি পাগলাগারদে আসার আগে লাশকাটা ঘরে কাজ করতাম।

২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৫৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: হুম

২১| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।

২২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

মধ্যবয়সী আমি বলেছেন:





তেমন একটা ভালো লাগল না।

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালো না লাগার জন্যে ধন্যবাদ

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৪

এহসান সাবির বলেছেন: ফাগুনের শুভেচ্ছা রইল।

২৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৬

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২৫| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:৪৮

অদৃশ্য বলেছেন:




আপনিও অনেকদিন কিছুই লেখেননি ব্লগে... আপনার তিন লাইনের গপ বা ছোট গপ খুবই চমৎকার... কবিতাও ভালো হয়... আশাকরছি সামনেই পেয়ে যাব...

শুভকামনা...

২৬| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

২৭| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২

বিজন রয় বলেছেন: ফিরে আসুন, নতুন পোস্ট দিন।

২৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই মেইলে ছোট্ট একটা নক করলে একটু ভালো হতো ভাউ :)
প্রয়োজন আছে বটে ;)
[email protected]

২৯| ০৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:০৪

রাফা বলেছেন: হ্যালো মাসুম ভাই নিউ ইয়র্কে আছেন নাকি অন্য স্টেটে চলে গেছেন ? একটু আওয়াজ দিন এই সময় অন্তত। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.