নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

ভদ্রতার দশটি আলামত

২৩ শে জুন, ২০১৪ বিকাল ৫:১৮

ব্যক্তি দশটি বিষয়ের উপর আমল

করবে ,সে আল্লাহ

তায়ালা এবং ফেরেশতাদের

দৃষ্টিতে ভদ্র বলে বিবেচিত হবে।

সেই দশটি বিষয় হলো -

১. সকল কাজের

শুরুতে "বিসমিল্লাহির রহমানির

রহীম " পাঠ করা।

২. সকল কজের সমাপ্তির পর

" আলহামদুলিল্লাহি রব্বিল

আ'লামীন " পাঠ করা।

৩. অনর্থক কথা বা কাজ

হয়ে গেলে সঙ্গে সঙ্গে "আসতাগফিরুল্লাহ"

পাঠ করা ।

৪.ভবিষ্যতের কোন কিছু বললে সঙ্গে

" ইনশা-আল্লাহ্ " বলা।

৫. অপছন্দনীয় কোন বিষয়

সামনে এলে "

লা হাওলা ওয়ালাকুয়্যাতা ইল্লা বিল্লাহ

" পাঠ করা ।

৬. জীবন বা সম্পদ সংক্রান্ত সকল

বিপদে

"

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিঊন

" পাঠ করা।

৭. সর্বদাই " কালিমায়ে তাওহীদ"

পাঠ করা।

৮. কোন মুসলমানের সাথে সাক্ষাত

হলে প্রথমেই " সালাম "

দিয়ে হাসি মুখে সাক্ষাত করা।

৯. মানুষের সাথে কথা বলার

শেষে তাকে

" যাযাকাল্লাহু খইরান " বলা।

১০. মুসলমানদের থেকে বিদায়

গ্রহনের শেষে " সালাম "

দিয়ে বিদায় হওয়া।

তামবীহুল গাফিলীন

ফকীহ্ আবুল লাইস

সামারকান্দী ( রহঃ)

[ ৮ নং থেকে ১০ নং সংযোজিত ]

আল্লাহ তায়ালা আমাদের

সবাইকে পূর্ন হেদায়েত দান করুন ,

পবিত্র জীবন দান করুন। উপোরোক্ত

বিষষ গুলোর উপর আমাদের

সবাইকে আমল করার তৌফিক দান

করুন ।



আমিন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.