নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গফ সফ করিতে চাহিবা মাত্র /nmaluZz এখানে যোগাযোগ করেন

নূর মোহাম্মাদ আল-আমিন

জীবনের প্রতি পদক্ষেপেই আমি উচ্চতর সাফল্যের সাথে ব্যার্থ হয়েছি, জী আর কিছু ?

নূর মোহাম্মাদ আল-আমিন › বিস্তারিত পোস্টঃ

অন্তর কঠিন হওয়ার কারণ সমূহ

২৬ শে জুন, ২০১৪ রাত ৮:৫২

অন্তর কঠিন হওয়ার অর্থ হল, অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়া, আল্লাহ নিদর্শন দেখে অন্তর প্রকম্পিত না হওয়া, আল্লাহর আযাব-গজবের কথা শুনে হ্দয় বিগলিত না হওয়া, মন থেকে দয়া-মায়া ঊঠে যাওয়া। নি:সন্দেেহ এগুলো অন্তরে হেদায়াত স্থান লাভ করার পথে প্রতিবন্ধক। তাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অন্তর শক্ত হয়ে যাওয়া থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তাহলে আসুন, এ ব্যাধি থেকে একজন মুসলিম কিভাবে মুক্তি পেতে পারে নিচের পয়েন্টগুলো থেকে সংক্ষেপে জানার চেষ্টা করি।



১) আল্লাহর জিকির থেকে বিমুখ থাকা

২) ফজর ইবাদতের ব্যাপারে অবহেলা করা।

২) গুনাহর কাজ করা

৩) দীনের জ্ঞান অর্জন না করা

৪) কু প্রবৃত্তির অনুসরণ করা এবং হক গ্রহণ না করা

৫) অহংকার এবং খারাপ চরিত্র

৬) দুনিয়ার প্রতি মোহাচ্ছন হয়ে পড়া

৭) বিদয়াতীদের বই-পুস্তক পড়ায় আত্ম নিয়োগ করা এবং সেগুলো দ্বারা প্রভাবিত হওয়া।

৮) প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, খাওয়া, ঘুমানো, হাসা, মানুষের সাথে উঠা-বসা করা এবং অনর্থক কাজে ব্যস্ত থাকা।

আল্লাহ তায়ালা আমাদেরকে অন্তর এমন শক্ত হয়ে যাওয়া থেকে হেফাজত করুন যার কারণে আমরা হেদায়াতের অমৃত সুধা পান করা হতে বঞ্চিত হই। আল্লাহই একমাত্র অন্তরের পরিবর্তন কারী।

হে আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে তোমার আনুগত্যের উপর প্রতিষ্ঠিত রাখ। আমীন।

(শাইখ খালিদ বিন সঊদ আল বুলাইহিদ এর লেখা থেকে সংক্ষেপিত)

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ রাত ১০:২২

রেজওয়ান26 বলেছেন: চারিদিকে ভুল পথকে সঠিক পথ হিসাবে পরিচালিত করা হচ্ছে । আমরা সেইভুল পথকেই সঠিক মনেকরে এগিয়ে (আসলে পিছেয়ে) যাচ্ছি । তাই আমাদের অন্তরের আজ এই অবস্থা ।

আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন ।

আমিন ।

২৬ শে জুন, ২০১৪ রাত ১১:৫৩

নূর মোহাম্মাদ আল-আমিন বলেছেন: জী ভাই টিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.