নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

"ভাবনা"

১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ভাবনা
আল আমিন
পাথার বলো মহা সগর বলো, বলো নেই তার সম কিছু
হেরিনু জগৎ দেখেনো চাহিয়া লইবে তবে মম পিছু
ভাবনার এক সাগর আছে যার নাই পরিধি
অস্রু প্লাবনে হেরিনু শ্রাবনে ভাঙে কূল নিরবধি

অতল সাগরে আমি তল খুজি হয়ে উন্মাদ , ক্লান্ত
ভাবনার সাগরে ডুবে মরি, ভেসে উঠি জ্যান্ত ।
বলো ভূবন প্রান্তের রেখা, প্বার্শ তুলনা হয়না কিছু
ব্যাথার রাশি , তাহা যায় না দেখা, শীর করেগো নিচু ।

শিরা উপশিরা আছে যেমনি ছড়িয়ে দেহের মাঝে
হাজার ধারার ব্যাথার রাশি আঁকড়ে থাকে মনে ।
শক্তিম তেজি ঘোড়ায় টানে রথ , হয় রবির আগমন
বেদনার ঢেউ উঠে ভাবনার সাগরে কাঁদায় অনুক্ষণ ।

অস্ত আকাশে দূর্বল মামা যায়গো মাথাটা হেলি
হয়না অন্ত ভাবনা হৃদয়ের খরগ-কৃপান খেলি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.