নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

অন্ধপ্রেম

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৫



তুমি যেমনি বিরক্ত মম অসহনীয় যন্ত্রণায়
আমিও তেমনি আসক্ত তব প্রেমের মন্ত্রমায়ায় ।

তোমার ভাবনাহীন অবহেলা গুলোই
আমায় ভাবিয়ে তোলে
কল্পনার সীমানা বিহীন রাজ্যে নিয়ে যায়
নতুন স্বপ্নের দুয়ার খোলে ।
তব সুখ-নিদ্রার রাত গুলোই
আমায় জাগিয়ে রাখে
ক্লান্ত নয়নের ঝাটিকা স্বপনে জেগে উঠি
অসম্ভবের সম্ভাবনা দেখে ।

দুস্তর মেরুর বিস্তর ব্যাবধান আমার কাছে
দু-চোখের পাতার দূরত্ব
আর সেই মরুর সমস্ত বালিকনাগুলো
অতি সহজেই গণনার যোগ্য...






মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমার ভাবনাহীন অবহেলা গুলোই
আমায় ভাবিয়ে তোলে
কল্পনার সীমানা বিহীন রাজ্যে নিয়ে যায়

...................................................................................................
অন্ধপ্রেম অন্ধের মতই আচরন করে, ফলাফল তীব্র যন্ত্রনা
...................................................................................................

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৮

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ধন্যবাদ জনাব,
সুন্দর মন্তব্য চমৎকার ছবি ।

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: ভালো হয়েছে। +++

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: অনুপ্রাণিত হলুম।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫

সনেট কবি বলেছেন: খুব সুন্দর

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ধন্যবাদ জনাব,

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: আপনাদের মত কবে হব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.