নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঐ ব্যাক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে ও বলে যে নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন ।

মুহাম্মাদ আল আমিন উজানি

আসসালামু-আলাইকুম ,,,,

মুহাম্মাদ আল আমিন উজানি › বিস্তারিত পোস্টঃ

বাঁচতে বলো কোথায় যাই

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০০



শহর জুড়ে দালান আছে
দালান ঘরে শান্তি নাই,
বক্স খাট আর এসি আছে
একটুকু ঘুম কোথায় পাই?

ড্রয়ের ভরা টাকা আছে
সোনা রুপার অভাব নাই,
শান্তি রাখা কোন কুটিরে
সুখের চাবি কোথায় পাই ?

টেবিল জুড়ে খাবার কত
আমার খাওয়ার সাধ্য নাই,
সব খাবারে বিষ মেশানো
খাইলে বাঁচার উপায় নাই!

কুজন ভরা চার পাশেতে
একটাখানি সুজন নাই,
সুযোগ খোঁজে করতে আঘাত
বাঁচতে বল কোথায় যাই ?

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৬

ওমেরা বলেছেন: পালাবার পথ নেই!! ভাল লাগল ছড়া কবিতা।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২০

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ধন্যবাদ জনাব,
প্রীত হলাম।

২| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮

নজসু বলেছেন: অবারিত মাঠ, গগন-ললাট চুমে তব পদ-ধূলি,
ছায়া-সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি ।
......................................................।

শহরের ইট কাঠের জীবনে সুজন কোথায় পাবেন?
ওষ্ঠাগত শহুরে জীবন থেকে হয়তো আর মুক্তি নাই।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫০

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: অবারিত মাঠ, গগন-ললাট চুমে তব পদ-ধূলি,
ছায়া-সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি ।


দুইটি লাইনেই যথেষ্ঠ মনে হয় আমাদের কাঁচা হাতের সত লাইন থেকে ,

৩| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৩

বাকপ্রবাস বলেছেন: খুব মজা করে পড়লাম। ভাল লেগেছে দুইটা কারনে, এক হল ছড়াটা খুব সুন্দর। দুই হলো আমি চাই এমন লেখা আরো আসুক। কবিতার সাথে টেক্কা দিয়ে ছড়া উঠে আসুক। বিশেষ করে নির্বাচিত পাতায় ছড়া স্থান পায়না। সেখানে কবিতারা আসে শুধু। ছড়া দিয়ে সেটাকে ধাক্কা দিতে চাই।

০৯ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:২৪

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: সত্যিই অনেক অনুপ্রাণিত হলাম। হীনমন্যতা কিছুটা হলেও কেটেছে।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩০

হাবিব বলেছেন:




বাঁচতে চলো গ্রামে যাই
উৎসর্গঃ মুহাম্মাদ আল আমনি উজানি কে
.................................................

গ্রাম জুড়ে সব মাটির ঘরে
শীতলতার অভাব নাই,
অনেক শান্তি সেথায় পাবেন
চোখে ঘুম সেতো কথাই নাই।

গোলা ভরা ধান যেখানে
শীতল পাটির বিছানা,
টাকা পয়সা নাইযে সেথা
আছে শান্তির ঠিকানা।

গাছে সোনার ফসল সেথা
যা খুশি তাই খেয়ে যান,
তরল তাজা মৎস আছে
ঊন্নত তার জীবনমান।

চারপাশে সব প্রতিবেশী
সুজনের তো অভাব নাই,
বাঁচতে হলে জলদি চলো
আজি গ্রামে চলে যাই।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: এটা আমার জন্য একটা বড় পাওয়া বলে মনে করি। ছোটদের কাঁচা হাতের লেখাও আপনারা এত মনোযোগ দিয়ে পড়েন , যা ভেবে অবাক হচ্ছি। উপরন্তু আমাকে উৎসর্গ করে আমার কবিতার প্রতিটা লাইনের সাথে আশ্চর্য মিলের সংমিশ্রণে চমৎকার এ কবিতা আমায় ভাবিয়ে তুলেছে। ধন্যবাদ নয় আপনাকে হৃদয় গহীন থেকে ভালবাসা ও শ্রদ্ধা নিবেদন।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

নূর আলম হিরণ বলেছেন: শান্তি না খুঁজে শান্ত থাকার চেষ্টা করা উচিত।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৪

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ঠিক বলেছেন জনাব, এখন তাই করার চেষ্টা করি ।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৩

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: চারিদিকে ঝুট ঝামেলা
শান্তি নাই মনে,
ভাবছি এবার ঘর বানাবো
গহীন সুন্দর বনে।

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৮

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: দারুণ ও সময়উপযোগী পদক্ষেপ । চলুন আমরাও আছি সাথে।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫২

আরোগ্য বলেছেন: বাহ্, ভালো লাগলো।৷ " আমি খাওয়ার সাধ্য নাই, " শব্টা কি আমার হবে,?

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১২

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: ধন্যবাদ জনাব,
আমার লিখে কি ভেবে যেনো কেটে আমি লিখলাম। এখন মনে হচ্ছে "আমার" এ লেখা উচিত।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৯

রাজীব নুর বলেছেন: কোনো মেয়ের চোখের মণির দিকে খুব মন দিয়ে তাকালে সেখানে নিজের প্রতিবিম্ব দেখা যায় ?

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: এত কঠিন বাক্য বুঝার কি আমাদের সাধ্য আছে , হে বিজ্ঞ ব্লগার ?

৯| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩৭

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ।

ভাল লাগা।

১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

মুহাম্মাদ আল আমিন উজানি বলেছেন: অনেক ধন্যবাদ জনাব,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.