নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ব্লাকআউট এর পক্ষে এবং বিপক্ষে সকলের সুচিন্তিত মতামত চাই ...

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

একটি নিউজ লিঙ্ক আপডেট দিলামঃ

সরকার ‘সমঝোতা’ করছে: ব্লগার লিপি (ব্লগার রাসেলের স্ত্রী)







কিছুক্ষন আগে দুটো পোষ্ট আসলো একটি কেন আমি ব্লগ ব্লাকআউট সমর্থন করি না....



অন্যটি ব্লগারদের গ্রেফতারের প্রতিবাদে আজ থেকে ব্লগে লেখা, মন্তব্য করা এমনকি ব্লগ সাইডে না ঢোকার সিদ্ধান্ত নিলাম



আমি দ্বিধাগ্রস্ত আসলে আমি কি করব বা আমাদের সকলের কি করা প্রয়োজন। আমি জানি অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয়। ধর্মকে আঘাত করাকে অবশ্যই আমি মানতে পারি না একজন মুসলিম হিসেবে। কিন্তু এটাও ঠিক এই বিষয়গুলো এমন এক সময় উপস্থাপন হচ্ছে যখন জামাত-শিবিরের নিষিদ্ধের দাবীতে সোচ্চার এবং ঢালও ভাবে ব্লগারদের নাস্তিক হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।



এবার আসি এখন একজন নাস্তিকের কথায়। সে হল রাসেল পারভেজ ওরফে অপবাক। একটা সময় ছিলো ধর্মে নিয়ে তার তার মনোভাব উগ্র ছিল কিন্তু সেটা ২০০৮ এর দিকের কথা। যত দিন গিয়েছে উনার সেই ব্যাপারগুলো আর এখন পরিলক্ষিত হয় না। আর যতখানি জানি ভুল হলেও হতে পারে আমার ধর্ম ইসলাম দমন-পীড়ন নীতিতে কখনই বিশ্বাস করে না ।



আপনাদের সকলের সুচিন্তিত মতামত চাইছি। প্লিজ কেউ উগ্রভাবে কিছু বলবেন না।

মন্তব্য ৯৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৯৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

অচিন.... বলেছেন: পাগলে পাইছে নাকি আমাদের? ব্ল্যাক আউট করলে প্রতিবাদ জানাবো কই?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

আমিনুর রহমান বলেছেন: সহমত। ধইন্যা ;)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৯

মামুন রশিদ বলেছেন: ব্লগে থেকেই প্রতিবাদ করাটা শ্রেয় বলে মনে করি । কারন ব্লগারের মূল অস্ত্র যদি হয় কলম বা কী-বোর্ড, সেই অস্ত্র দিয়েই যুদ্ধ করে যেতে চাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৭

আমিনুর রহমান বলেছেন: কলমের যে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। তাই আর কলম বন্ধ হবে না। চলতেই থাকবে ...

ধন্যবাদ মামুন ভাই।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

লাবনী আক্তার বলেছেন: আমরা মুসলিম । ইসলাম নিয়ে কেউ কোন কটু কথা বললে তার প্রতিবাদ করা উচিত একজন মুসলিম হিসেবে। তবে হ্যাঁ যারা অপরাধ করেনি তাদের শাস্তি হোক তা আমরা চাইনা। দুই-একজন নাস্তিকের জন্য মানুষ ভাবে ব্লগার মানেই নাস্তিক। এটা খুবই খারাপ লাগে। কিন্তু মানুষের এই ভাবনাগুলো যে ভুল তা আমাদেরই প্রমান করতে হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

আমিনুর রহমান বলেছেন:

সহমত লাবনী।


তবে নাস্তিক বা ধর্ম বিদ্বেষীদের মধ্যে অনেক পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে।

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

পথিক আমি বলেছেন: গায়ে ব্লগার তকমা লাগলেই কারো সাত খুন মাফ হয়ে যায় না, সুতরাং ব্ল্যাকআউটটা এক ধরনের ন্যাকামি। যারা ঘৃণা,বিদ্বেষ ছড়ানোর মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয় তারাও যে অপরাধী এটাতে কারোর দ্বিমত আশাকরি নাই, আর কেউ নির্দোষ হলে আদালতে সেটা প্রমানের সুযোগতো থাকছেই।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি মনে করি ব্লগ একটি মাধ্যম যেখানে কিছু লিখে আমাদের মতামত জানাতে পারব তাই আমি ব্লগারের মূল অস্ত্র যদি হয় কলম বা কী-বোর্ড, সেই অস্ত্র দিয়েই যুদ্ধ করে যেতে চাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

আমিনুর রহমান বলেছেন: কলমের যে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। তাই আর কলম বন্ধ হবে না। চলতেই থাকবে ...

ধন্যবাদ অথর্ব ভাই :D

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

নেকড়ে বলেছেন: শরতও আগে এমন পোস্ট দিত। নিজেকে শরত ভাবছেন নাকি? ;)

০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

আমিনুর রহমান বলেছেন: হা হা হা ... অতি ভুল ধারনা করছেন।

এমন ভুল কেমনে করলেন ;) ;) ;)


মতামত পাইলাম না :(

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

আশিকুর রহমান ১ বলেছেন: হনুদের বাঁচাতে ব্লাকআউটের প্রশ্নই আসে না। এইসব কট্টর ধর্মবিদ্ধেষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৮

আমিনুর রহমান বলেছেন: তবে নাস্তিক বা ধর্ম বিদ্বেষীদের মধ্যে অনেক পার্থক্য আছে সেটা আমাদের বুঝতে হবে।

ধন্যবাদ।

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

ব্যাপারনা বলেছেন: Click This Link

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

আমিনুর রহমান বলেছেন: ভালো লিখেছেন ।

ধন্যবাদ

৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩২

তোমোদাচি বলেছেন: চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার সিদ্ধান্ত হাস্যকর!!

ব্লগ বন্ধ করে প্রতিবাদ সমর্থন করি না!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯

আমিনুর রহমান বলেছেন: সহমত।

১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তোমোদাচি বলেছেন: চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার সিদ্ধান্ত হাস্যকর!!
আসলেই হাস্যকর =p~

ব্লগ বন্ধ করে প্রতিবাদ সমর্থন করি না!!


ব্লক আউটের ডাক দিয়ে বরং বাংলা ব্লগ সমাজকে তারা বরং আরো অন্ধকারের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

এখন সাধারন জনগন কি দেখবে? দেখবে কিছু নাস্তিক ব্লগার, ধর্ম বিদ্ধেসীদের বাচানোর জন্য ব্লগ গুলো আন্দোলন করছে। তার মানে কি দাড়ায়? ব্লগ গুলোই নাস্তিকদের লালন পালন করে, তাদের সুযোগ করে দেয় ইসলামকে গালাগালি করার জন্য।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ। আপনার মন্তব্যের জন্য।

১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

স্বাধীন চিন্তা বলেছেন: ব্লগকে এখানে অনেকেই অস্ত্র বলছেন। কিন্তু না এখন ব্লগ আর আস্ত্র নেই। ছিনিয়ে নিয়েছে সরকার। এখন অনলাইনে আর যুদ্ধ নেই, যুদ্ধ এবার ময়দানে।

অনেক আগেই জাফর ইকবাল বলেছিলেন " লাইক দিয়ে কিচ্ছু হবে না " এরূপ কথা । হা সত্যি এখন আর লাইক কিংবা ব্লগে পোস্ট মন্তব্য করে কিছু হবে না। আর যারা ব্লগ ইউজ করে তারা সবাই প্রায় ফেবুতে আছে। সকল তথ্য ফেবুতেই পাবে। "

ব্লগের সবাই কীবোর্ড বাসায় রেখে মাঠে নেমে আসুন। পিঠ দেয়ালে ঠেকে গেছি ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

আমিনুর রহমান বলেছেন:

কলমের যে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। তাই আর কলম বন্ধ হবে না। চলতেই থাকবে ...

রাস্তায় আনবেন কিভাবে ??? লিখার মাধ্যমেই তো ??? তাই না।

আমার ফেবুতে আপনি হয়ত নেই। এমন অনেক ব্লগার আছে যারা ফেবু ব্লগারদের সাথে ইউজ করে না।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

আমিনুর রহমান বলেছেন: অনেক আগেই জাফর ইকবাল বলেছিলেন " লাইক দিয়ে কিচ্ছু হবে না " এরূপ কথা । হা সত্যি এখন আর লাইক কিংবা ব্লগে পোস্ট মন্তব্য করে কিছু হবে না।

স্যার নিজেই কিন্তু এইবার শাহবাগে এসে বলেছিল আমি ভুল ছিলাম। তোমরা লাইক আর কমেন্টস দিয়েই শাহবাগে এসেছো।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৬

স্বাধীন চিন্তা বলেছেন: এই সুযোগে অনেকেই লেদানো শুরু করবে ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

আমিনুর রহমান বলেছেন:

আমাদের নমনীয় হওয়া উচিত।

১৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

অভি৯১৭৫ বলেছেন: পিঠ বাচিয়ে পালায়ন মনে হচ্ছে। হাস্যকর।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৭

আমিনুর রহমান বলেছেন:

সহমত। ধন্যবাদ।

১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

লাবনী আক্তার বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: ব্লগে থেকেই প্রতিবাদ করাটা শ্রেয় বলে মনে করি । কারন ব্লগারের মূল অস্ত্র যদি হয় কলম বা কী-বোর্ড, সেই অস্ত্র দিয়েই যুদ্ধ করে যেতে চাই ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:
কলমের যে বড় অস্ত্র আর কিছু হতে পারে না। তাই আর কলম বন্ধ হবে না। চলতেই থাকবে ...

ধন্যবাদ।

১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: সমর্তন করি না

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:



সহমত। ধন্যবাদ।

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

একজন নিশাচর বলেছেন: ব্লাক আউট সমর্থন করি না। তাহলে " মাথা ব্যাথা-মাথা কেটে ফেল" নীতি হয়ে যাবে।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন: ঠিক তাই। যেখানে আমাদের মুখ বন্ধ করতে চাইছে রাজনৈতিক দলগুলো বিভিন্ন অপ্রচার আর হয়রানী'র মাধ্যমে সেখানে আমরা মুখ বন্ধ করে তাদের চাওয়াটাকেই পূরণ করার মত।

১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

আহমেদ রিজভী বলেছেন: কত রঙ্গ জানে নাস্তিকরা কত রঙ্গ জানে !

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

আমিনুর রহমান বলেছেন: ভাইজান মতামত দিতে বলা হয়েছে। কাউকে অহেতুক না যেনে একজন ব্লগারকে নাস্তিক বলা যে গুনাহ সেটা জানেন তো !!!!!!

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

মুহাই বলেছেন: তোমোদাচি বলেছেন: চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার সিদ্ধান্ত হাস্যকর!! ব্লগ বন্ধ করে প্রতিবাদ সমর্থন করি না!!

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:


সহমত। ধন্যবাদ।

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

স্বপনবাজ বলেছেন: নাস্তিকবাদ কখনোই সমর্থনযোগ্য নয় ! ব্লাক আউট সমর্থন করি না।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

আমিনুর রহমান বলেছেন:


সহমত। নাস্তিকতা সমর্থন আমিও করি না।

কিন্তু দমন -পীড়ন ও সমর্থন করি না।

২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৯

মাইন রানা বলেছেন: নাস্তিক আস্তিক যার যার ব্যাপার।
কে নাস্তিক কে আস্তিক তাঁর প্রমাণ আছে নাকি?

যারা অন্যের ধর্ম ও ধর্ম অনুভূতিতে নোংরা ও আশালীন ভাষায় আক্রমণ করে তাঁদের বিচার চাই

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪০

আমিনুর রহমান বলেছেন:


সহমত। ধন্যবাদ।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

ঘুড্ডির পাইলট বলেছেন: ব্লাক আউট আমিও সমর্থন করি না ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:

আমিও না ...

২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০১

ভালোরনি বলেছেন: আমিও সমর্থন করি না ব্লাক আউট।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:


সহমত। ধন্যবাদ।

২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১১

ইউসুফ আলী রিংকূ বলেছেন: ব্লাক আউট আমিও সমর্থন করি না ।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:

আমিও না :)

২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: হনুদের বাঁচাতে ব্লাকআউটের প্রশ্নই আসে না। এইসব কট্টর ধর্মবিদ্ধেষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন: আপনার নিক অনেক পুরাতন এবং আপনার ভালোভাবেই জানার কথা রাসেল ভাই সম্পর্কে। উনি নাস্তিক এবং উনার বিশ্বাসগুলো যোক্তিকভাবে উপস্থাপনে চেষ্টা করেছেন সবসময়। উনি কট্টরপন্থি ছিলেন না। আর সেই জন্যই আমাদের প্রতিবাদে যাওয়া উচিত কেননা বুঝাই যাচ্ছে পরবর্তীতে সরকারের বিরুদ্ধেও লিখতে গেলে হয়রানী শিকার হতে হবে।

তবে ব্লাক আউটের পক্ষপাতিত্ব আমিও নই।

২৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

আশিক মাসুম বলেছেন: হায়রে নিয়তি, কত খেল দেখাইলি। আল্লা তুমি আমারে ১০০ বছর বাচাইও যাতে নাতি পতিরে এই নাটকের কাহিনী কইয়া মরতে পারি ।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২

আমিনুর রহমান বলেছেন: নাটক কোনটা রে ???

আমার প্রতিবাদ নাকি সরকারের ধর্ম বিদ্বেষী নিধনের নামে নাস্তিক ও প্রতিবাদী ব্লগারদার রে হয়রানী করা ???

২৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

বাংলার হাসান বলেছেন: অচিন.... বলেছেন: পাগলে পাইছে নাকি আমাদের? ব্ল্যাক আউট করলে প্রতিবাদ জানাবো কই?

আমার প্রতিবাদের মাধ্যম হলো আমার লেখা, সেই লেখাই যদি বন্ধ করে দেই বা লেখার স্থানটাকে অফ করে রাখি তবে প্রতিবাদটা করবো কই?

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন: লেখা যেন কখন বন্ধ না হয়।

২৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:১২

একজন আরমান বলেছেন:
অচিন.... বলেছেন: পাগলে পাইছে নাকি আমাদের? ব্ল্যাক আউট করলে প্রতিবাদ জানাবো কই?

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

আমিনুর রহমান বলেছেন: তোকে কয়েকদিন ব্লগে দেখলাম না কই আছিলি !!!

২৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৪

মিতক্ষরা বলেছেন: কথায় বলে সুখে থাকলে ভূতে কিলায়। সরকার সোনা ব্লগ বন্ধ করে তার সম্পাদককে অনেক আগেই জেলবন্দী করেছে। আর এদিকে এরা নিজেরা নিজেদের ব্লগ বন্ধের বিলাস দেখাচ্ছে। যদি সোনা ব্লগের মত সরকারের রোষানলে পড়ত তাহলে বুঝত কত ধানে কত চাল!

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন: :P :P :P

২৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: ব্লগে থেকেই প্রতিবাদ করাটা শ্রেয় বলে মনে করি । কারন ব্লগারের মূল অস্ত্র যদি হয় কলম বা কী-বোর্ড, সেই অস্ত্র দিয়েই যুদ্ধ করে যেতে চাই ।


স হ ম ত

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

আমিনুর রহমান বলেছেন:

সহমত !!!

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

নিয়েল হিমু বলেছেন: আমিনুর ভাই আপনার কথায় মজা পেলাম খুব । জানা আপাকে এটাক করে আর আমি তার প্রতিবাদ করি না ? এই রকম মজার কথা কোথা থেকে তৈরি করলেন ভাই ? আমিতো বলব আমি যে সকল মানুষের সামনে গিয়ে প্রতিবাদ করে আসি সেখানে আপনাদের কারো উপস্থিতিই থাকে না । নিজেরা নাটক বানায়া ঐখানে গিয়া যদি জানাকে সাপোর্ট দেন সেগুলো হয়ত আমি দেখিই নাই কখনো তবে দেখলে অবস্যই প্রতিবাদ করতাম, কারন ভাই আমার নীতিটা অনেক কঠোর মেয়ে সে জামাতী হলেও আমি তাকে কটুক্তি করা থেকে দুরে থাকি । সিলেটে পুরো একটা দিন কাটিয়ে এই চিনলেন হিমুরে ? ঐ পোষ্টে ১৪বার আমার নাম নিছেন কারন আমি নাকি আপনাকে গালি দিছি O.M.G!! সিলেটের পুলাপান শত্রু ঘরের ছিনিওর দের সাথেও চোখ তুইলা কথা কয় না আর আপনাকে তো আমার বড় ভাই এর স্থানে স্থান দিছি আর আপনাকে দিব গালি । এখন হ্যা আমি ঐ খানে গালি দিছিলাম যারা সনিকে বাজে কথা বলছিল তাদের কে এখন আপনি বল্লেন গালি আপনার লাগছে আপনি কি বাজে কথা বলছিলেন ? নাকি মাল্টিতে দিছিলেন গালি ? তাই লাগল খুব :P এখন কথা হচ্ছে ইনিয়ে বিনিয়ে কি বল্লেন ভাই তেমন বুঝিনাই জামাতী দের বিরুদ্ধে কথা বলার জন্য এটাক করল আর আপনি কোন টপিক তুলে আনলেন হায় ।
ধুর আর কিছু বলার ইচ্ছা নাই ভাই । যা মঞ্চায় করেন ।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

আমিনুর রহমান বলেছেন:

ফিফার পোষ্ট নাটক। ভেরী গুড। তুমি কতখানি যুক্তি বুঝবা আমি জানি না তাও ওই যে বললাম ছোট ভাইয়ের মত দেখি বলবো না তুমি আমার ছোত ভাইই। আর শামিমা আরা সনির পোষ্ট দুর্দান্ত। পোষ্ট আন-ড্রাফট করতে বল তাকে। সনিকে কেউ গালি দেই না সে পোষ্টে তুমি খেয়াল করে দেইখো। পুরো সামু প্লাটকে গালি দিলো তখন ও তোমার গায়ে লাগে নাই এবং আমাকে বাস্টার্ড বলাতে ও তোমার গায়ে লাগে না। কিন্তু উপরন্ত প্রতিবাদ করে গেছো তার গালিগালাজ এর।

নাকি মাল্টিতে দিছিলেন গালি? প্রথমত আমি মাল্টিতে যাই না। আর কেউ ওখানে গালি দেয় নাই।

শামিম আরা সনি তার কমেন্টে জানা আপুকে নিয়ে বাজে ইংগিত করেছে, দিগভ্রান্তের এই পোষ্টে View this link পোষ্টে প্রতিবাদ করনি। আর নীলচাষীর পোষ্টে ইউসুফ আলী রিংকুর হইচই এর স্ক্রিন শর্ট এ আমাকে , কাল্পনিক_ভালোবাসা, কান্ডারীকে নিয়ে গালিগালাজ এর স্ক্রিনশর্ট থাকার পর ও তোমার সনির পক্ষে কথা বলা।

নীলচাষী'র পোষ্টের লিঙ্ক দায়িত্ববান দেয়াতে আর তোমার সনি পক্ষে কমেন্টস দেখার পরই সে পোষ্টে কমেন্টস করেছি।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫

আমিনুর রহমান বলেছেন: আরো একটা কথা কেউ যদি মাল্টি নিয়ে এসে যুক্তিযুক্ত কথা বলে তার মানে কি সেগুলো অযুক্তিক হয়ে যাবে ???

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

নিয়েল হিমু বলেছেন: কিছু অন্তত বলবেন এড়িয়ে যাবেন না ।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩০

আমিনুর রহমান বলেছেন: ধীবর ভাই কি ছাগু? কাউকে ট্যাগ দেয়ার আমি পক্ষপাতিত্ব নই। আর তোমরা যারা ট্যাগ দাও তাহলে কাউকে অকারন ট্যাগ দিলে তার প্রতিবাদ করাও উচিত।

তুমি সিলেটের আর ভাস্কর্য নিয়ে সুশান্ত, শহীদ স্যারকে যে রাজাকার ট্যাগ দিয়েছে তা তোমার আমার থেকে বেশি জানার কথা। ট্যাগ দিলে খেতে কেমন লাগে তা সুশান্ত'র জানা উচিত।

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ব্লাক আউট কোন সমাধান না। আর ব্লাক আউটে গেলে কে চিন্তা করবে ? সরকার? তাইলে তো সারছেই!

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন: ঠিক তাই। ব্লাক আউট করা মানেই সরকার চুপ করে যাবে। আর আমাদের লিখতে হবে ব্যপকভাবে যেন সরকার চাপে পড়ে যায়।

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

রুদ্র মানব বলেছেন: ব্লগ ব্লাক-আউটের পক্ষে আমিও নাই , লিখা-লিখির মাধ্যমেই প্রতিবাদ করা উচিৎ বলে আমি মনে করি ।



০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

আমিনুর রহমান বলেছেন:

সহমত ।

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

শিলা সুলতানা বলেছেন:

একটা লাভ তো হয়েছে। বাংলাদেশে ব্ল/ব্লগার শব্দগুলোর সাথে বেশীর ভাগ মানুষ পরিচিত ছিল না। ইনকিলাব আর আমার দেশ এর সুবাদে ব্লগ শব্দটি এখন মাদ্রাসার ছাত্রটিও জানে।



০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:

এইটা ১০০% হাচা কতা :D

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

হাছুইন্যা বলেছেন: ব্ল্যাক আউট সমর্থন করিনা, এইটাকে আমার পালিয়ে যাওয়া মনে হয়।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:

সহমত

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

নিয়েল হিমু বলেছেন: ফিফার পোষ্ট নাটক ? কোনটা ? আমি বলি কি আর বুঝেন কি । আরেকবার বলি দেখেন বুঝেন কিনা ।
জানা আপাকে যেখানে অপমানিত করার চেষ্টা হোক না কেন আমার চোখে পরলে আমি প্রতিবাদ করতে ছেড়ে দেই না এবং সর্ব পরি কোন মেয়ের প্রতিই লুচ্চা দের ভার্চুয়াল এটাক আমার চোখে পরলে ছেড়ে দেই না । (মনে আছে আপনার ? একবার একটা পোষ্টে কয়েকজনের মুখে থু মারছিলাম ?)
আপনি বলছেন জানা আপাকে বাজে কথা বলা হয় তখন আমি কৈ থাকি ? ঐযে বল্লাম আমার চোখে পরলে ....... কিন্তু আপনি যদি কোথাও এটাকিং নাটক করে সেখানে যান সাপোর্ট দিতে তাহলে তো আমার কিছু করার নাই । আমি তো বলব যে সকল যায়গায় গিয়ে আমি প্রতিবাদ করি ঐসকল স্থানে চেয়ে দেখার সাহসও আপনার হবে না /:)

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

আমিনুর রহমান বলেছেন:

আমারই ভুল হয়েছে নিয়েল (হিমু) দুঃখ প্রকাশ করছি :) ঠিক তাই আমার সাহস হবে না । আমি অতি সামান্য মানুষ তোমার মত বীর নই।

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২১

নিয়েল হিমু বলেছেন: আর কার নাম জানি বল্লেন ? তারে ছাগু কওয়ার প্রতিবাদ ? হু সে ছাগু না একবারো বলছি আমি ? /:)
( যেড ফ্রমএ আপনার চেয়ে বেশি পর্যবেক্ষণ জ্ঞান রাখে এটা জানেন তো ? )
একটা কথা জানেন তো মনে হয় অতি ভক্তি চোরের লক্ষণ ? সে ভাল মানুষ । কারন সে তার পোষ্টের শিরোনামে বলে "তারা সামুর সাথেই আছে সামুকেই জঞ্জাল পরিষ্কার করতে হবে" এইটাই কি কারন সে ভাল হওয়ার পিছনে ? আরে বাহ । আরো কিছু খবর আছে আমার কাছে এই জন্যই বল্লাম অতি ভক্তি.... থাক সেগুলো আমার কাছে সময়ই বের করে নিয়ে আসবে সেদিন বুঝবেন সামুর বন্ধু কে ।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৮

আমিনুর রহমান বলেছেন: অতি ভক্তি চোরের লক্ষণ

আমার কি আর কিছু বলার প্রয়োজন আছে !!!

৩৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

নিয়েল হিমু বলেছেন: আরে ভাই যেই SIRরে শুশান্ত ট্যাগ দিছিল ঐ ট্যাগের প্রতিবাদ কর্মু কি ? আমার ভাষ্কর্যরে মুর্তি কৈব কৈতেই পারে সমস্যা নাই কিন্তু সেইটা বানাইতেই দিবে না তারে কি বলব মিঞা ছাব ? অসম্ভব ।

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬

আমিনুর রহমান বলেছেন:

বুঝতে পারছি। ইউ আর উইন।

৩৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

রাইসুল সাগর বলেছেন: নাস্তিকবাদ কখনোই সমর্থনযোগ্য নয় ! ব্লাক আউট সমর্থন করি না।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

আমিনুর রহমান বলেছেন:
নাস্তিকবাদ কখনোই সমর্থনযোগ্য নয় ! আমিও করি না তবে যারা উগ্র না তাদের দমন-পীড়নও মেনে নেয়ার মতো নয়।

৪০| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আর বাকি রইলো নাস্তিক্যবাদ। আমার মতে মৌলবাদী আস্তিক মৌলবাদী নাস্তিক দুইদলকেই ব্লগ থেকে বহিষ্কার করা উচিৎ।

:)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৩

আমিনুর রহমান বলেছেন:

আমার মতে মৌলবাদী আস্তিক মৌলবাদী নাস্তিক দুইদলকেই ব্লগ থেকে বহিষ্কার করা উচিৎ।

সহমত ।

৪১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২

নিয়েল হিমু বলেছেন: আমিন ভাইয়া কিছুই তো কৈলেন না /:)
তিনদিন পরে তো অন্য আরেক জায়গায় ঠিকই কৈবেন "আমি কি নিয়েলরে কিছু কৈতে পারতাম না ? অবস্যই পারতাম খালি ছোট ভাই মনে করি বলে কিছু কৈ নাই" /:)

এই ধরনের কথা যাতে না শুনি কিছু কৈলে এহেনেই কৈয়া ফালান । আর নাইলে একদম অফ ।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮

আমিনুর রহমান বলেছেন:

আর নাইলে একদম অফ ।

এর মানে কি নিয়েল ????

আমি জানি তুমি ব্যপক জ্ঞান রাখো তাই আমি জ্ঞানী মানুষদের সাথে তর্ক করতে পছন্দ করি না। আমি অতখানি মূর্খ নই যে কার সাথে তর্ক করতে হবে আর কার সাথে করতে হবে না।


ভালো থেকো।

৪২| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

জানা বলেছেন:

অদ্ভুৎ ব্যাপার!

আরও ৪/৫ দিন আগের পোস্ট। পোস্টের বিষয় কি আর কথাবার্তা হচ্ছে কি নিয়ে!
প্রসঙ্গের বাইরে গিয়ে যারা কথা বলছেন, তাদের কাছে জানতে চাইছি, এটা কোন পর্যায়ের ব্লগিং? দায়িত্বশীলতার ছিটেফোঁটাও কেউ এখানে খঁুজে পাবে?

যার যার ব্যক্তিগত ব্লগ এবং একটি কমিউনিটি ব্লগের পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পারেন। এই পার্থক্যটা মনে রাখতে পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। ব্যক্তি আক্রমণ, ট্যাগিং, অশালীন শব্দ-বাক্য, দলবাজি ইত্যাদিতে অভ্যস্ত ব্লগারদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়, এই কথাটিই আমি পরিষ্কার করে বলতে চাইছি।


৪৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২১

জানা বলেছেন:
সংশোধনী:

এই পার্থক্যটা মনে রাখতে পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়। >

এই পার্থক্যটা মনে রাখতে না পারলে ব্যক্তিগত ব্লগেই নিজের বিচরণ সীমাবদ্ধ রাখা উচিৎ, কোনভাবেই কমিউনিটি ব্লগে নয়।


১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

আমিনুর রহমান বলেছেন:

ধন্যবাদ জানা'পু। আপনার মন্তব্যের সাথে সম্পূর্ণভাবে সহমত।

৪৪| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৪

আশিক মাসুম বলেছেন: নাটক কোনটা রে ???

আমার প্রতিবাদ নাকি সরকারের ধর্ম বিদ্বেষী নিধনের নামে নাস্তিক ও প্রতিবাদী ব্লগারদার রে হয়রানী করা ???


ভাই এই প্রশ্নের আর কোন যায়গা আছে ? আপনাকে কেন বলবো। সরকারের ধর্ম বিদ্বেষী নিধনের নামে নাস্তিক ও প্রতিবাদী ব্লগারদার রে হয়রানী করা এগুলুর কাথাই বললাম।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০১

আমিনুর রহমান বলেছেন:

না জায়গা নাই তাও জানতে চাইলাম।

৪৫| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫

মাইন্ড দ্য গ্যাপ বলেছেন: এরা ব্ল্যাকআউটের সিদ্ধান্ত নেওয়ার সাহস পেয়েছে কোত্থেকে? উত্তর একটাই - ফেসবুক!

এটা তো সত্যি কথা যে, সামু ছাড়া অন্যান্য সকল ব্লগগুলাই প্রতিষ্ঠিত হয়েছে মূলত সমমনা ব্লগারদের সমন্বয়ে। ফেসবুকেও দেখবেন যে, আপনি মূলত আপনার সমমনাদেরকেই ফ্রেন্ডলিস্টে স্থান দিবেন, ভিন্নমতাবলম্বীদেরকে জাস্ট 'রিমুভ' করে দেবেন। সুতরাং তাদের শক্তি হচ্ছে তাদের সমমনা বন্ধুরাই, কি ব্লগে বলুন আর কি ফেসবুকে বলুন!
তো তারা সাময়িক ভাবে ব্লগ বন্ধ করলেও তাদের কোন ক্ষতি নাই - ফেসবুকেই ব্লগিং চালিয়ে যেতে পারবেন।

মোদ্দা কথা, একজন ব্লগার যখন স্বীয় ব্লগ নিকেই 'ফেসবুক-ব্লগার' হয়ে যায়, সেটাকে আমি খুবই অপছন্দ করি।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২২

আমিনুর রহমান বলেছেন:

আপনার চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। কিন্তু এটাও ঠিক ব্লগারদের একটা প্রতিবাদ হওয়ারও দরকার ছিলো কিন্তু সেটা ব্লাক-আউট করে নয়। আমরা সকল ব্লগাররা একটা নিদিষ্ট কথা লিখে একই সময়ে পোষ্ট দিয়ে তা রেখে দিতে পারতাম প্রতিবাদ সরূপ কিছু সময়ের জন্য।

৪৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:৫৮

বাংলার হাসান বলেছেন: বুঝলাম না, বেশ কিছু দিন যাবত দেখছি কয়েকজন পোস্টের বিষয় বাদ দিয়ে অন্য কমেন্ট করে। এরা কি ব্লগে আসে ব্লগের পরিবেশ নষ্ট করতে?

এরা যদি নিজেদের এতই শিক্ষিত মনে করে তবে অন্যের ব্লগে কেন যায়? নাকি এদের শিক্ষাগত ত্রুটি আছে? সন্মান দিয়ে কথা বলেল যে সন্মান কমেনা বৈ বাড়ে এই শিক্ষাতো পরিবার থেকেই অর্জন হয়, কোন বিদ্যালয়ে যাবার প্রয়োজন হয় না।

৪৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

মোমের মানুষ বলেছেন: ব্ল্যাকআউট করে কাদের বাচাতে চান? সেই নাস্তিক ধর্মবিদ্বেষীদের? তাহলে কখনই এই ব্ল্যাকআউট সমর্থনযোগ্য নয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.