নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার তোলা যত ছবি - ৩

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৬

আমাদের প্রিয় ব্লগার ম্যাক্স ওয়াচে থাকা বা নতুন সেইফ ব্লগারদের ক্লাস নেয় বা শুধু গল্প লিখে তাই নয় সে ভালো ছবিও তোলে, তাই আমার এই ছবি ব্লগটি আমার ক্যামেরা দিয়ে তোলা ম্যাক্স এর একটি ছবি দিয়ে শুরু করলাম।







এবার যথারীতি আমার তোলা কিছু ছবি :)











































সবশেষে প্রিয় কবি রফিক আজাদের 'নত হও, কুর্নিশ করো' কবিতা



“হে কলম, উদ্ধত হ’য়ো না, নত হও, নত হতে শেখো,

তোমার উদ্ধত আচরনে চেয়ে দ্যাখো, কী যে দু:খ

পেয়েছেন ভদ্রমহোদয়গণ,

অতএব, নত হও, বিনীত ভঙিতে করজোড়ে

ক্ষমা চাও, পায়ে পড়ো, বলো: কদ্যপি এমনটি হবে না, স্যার,

বলো: মধ্যবিত্ত হে বাঙালী ভদ্রমহোদয়গণ,

এবারকার মতো ক্ষমা করে দিন…

বলো হে কলম, হে বলপেন, হে আমার বর্বর প্রকাশ-ভঙিমা-

এই নাকে খত দিচ্ছি আর কখনো গালমন্দ পারবো না,

আপনাদের ভন্ডামিকে শ্রদ্ধা করতে শিখবো,

আপনাদের অপমান হজম করার অপরিসীম ক্ষমতাকে সম্মান করবো,

আর কোনদিন এমনটি হবে না, হে মহামান্য মধ্যবিত্ত রুচিবোধ,

আপনাদের মতো সব অপমান হ’জম করে, এখন থেকে,

নাইট সয়েল বানিয়ে ফেলে দেবো শরীরের বাইরে-

হে বন্য লেখনী, হে অমোচনীয় কালি, হে ইতর বলপেন,

নত হও, নত হতে শেখ..

শান্ত হও, ভদ্র হও ভদ্রলোকের মতো

আড়াল করতে শেখো অপ্রিয় সত্যকে,

প্রিয় মিথ্যা বলা শিখে নাও, বিক্রি করে দাও তোমার বিবেক-

উচ্চারন কোরো না এমন শব্দ, যা শুনে আহত হবেন তাঁরা-

নত হও, নত হ’তে শেখ;

তোমার পেছনে রয়েছে যে পবিত্র বর্বর মন ও মস্তিস্ক

তাকে অনুগত দাসে পরিণত হ’তে বলো,

হে আমার অবাধ্য কলম, ক্রোধ সংবরণকরো,

ভদ্রলোকের মতো লেখো, ভদ্রলোকদের দ্বারে ধর্না দিও-

শিখে নাও সাজানো-গোছানো প্রভুপ্রিয় বাক্যাবলি…

হে কলম, এইবার নত হও, নতজানু হও,

মন্তব্য ২২৬ টি রেটিং +৪৫/-০

মন্তব্য (২২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪১

অপূর্ণ রায়হান বলেছেন: ছবিগুলো মেলা সুন্দর হইসে ভ্রাতা । পুত্তুম প্লাস +++++++

বাচ্চাটা কে ?

ভালো থাকবেন সবসময় :)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০১

আমিনুর রহমান বলেছেন:

ধইন্ন্য ভাউডি :P

বাচ্চাটা পথ শিশু। তুমিও ভালো থেকো।

২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫১

এরিস বলেছেন: চমৎকার সব ছবি। ৬ নাম্বার ছবিটা কোথায় নেয়া?? ২ নাম্বার আর একদম শেষের ছবিটা সুন্দরের চেয়েও বেশী সুন্দর লাগছে। প্লাস।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:০৩

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ এরিস। ৬ নম্বর ছবিটা জিয়া কলোনীতে যখন ওভার ব্রীজ ছিলো ওখান থেকে আর্মিদের ২ কলোনী'র মাঝে সুর্য অস্ত যাবার সময় তোলা :)

৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ কিছু ছবি।

মন জুড়িয়ে গেল ছবিগুলো দেখে।

৩য় ভাললাগাটা কিন্তু আমি দিলাম।



পরবর্তীতে পোস্ট দেওয়ার আগে ছবিগুলো বিক্রি করার ইচ্ছে থাকলে আমারে একটু আওয়াজ দিয়েন। নিজে পারি না তাই আপনার থেকে ছবি কিনে একটা ছবি পোস্ট তৈরি করে ফেলমু :P



ভাই কেমন আছেন?
ছোট ভাইরেতো একদম ভুলে গেছেন দেখি! :(

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৯

আমিনুর রহমান বলেছেন:

ছোট ভাইকে কেউ ভুলে নাকি !!! আজকে চলে এসো সন্ধায় দেখা হবে।
আমার সব ছবি সামুর প্রতিটি ব্লগারের ... কিনতে হবে কেন !!
ধন্যবাদ চমৎকার একটা মন্তব্যের জন্য।

৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ছবিগুলা সুন্দর হইছে আমিনুর ভাই।
আর এডিটিং ও দারুণ হইছে,
আপনি আছেন কেমন ??

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মেজবাহ ।
আমি ভালো আছি। তুমি কেমন আছো???

৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:১৮

নোবল হুড বলেছেন: ১০ নাম্বারটা কি গুজি ফুল? one kind of oil been.

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২২

আমিনুর রহমান বলেছেন:


ফুলটার নামটা আমি জানি না তবে সুর্যমুখী'র ছোট সংস্করণ।
ধন্যবাদ।

৬| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:২৭

আমি ইহতিব বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে ভাইয়া,

আমার খুব শখ প্রফেশনাল ফটোগ্রাফী শেখার, কিন্তু সময় ও সুযোগ কোনটাই নেই, আর দামী ক্যামেরা কেনার সাধ্য ও নেই :(

তাই অন্যদের ফটোব্লগ দেখে দেখে কিছুটা শখ মেটাই।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

আমিনুর রহমান বলেছেন:


আমার ক্যামেরাটাও কিন্তু দামী ক্যামেরা না। মোবাইল দিয়েই তুলতে থাকো। একসময় কেনার সাধ্য হবেই, তখন না হয় কিনে নিও।

ধন্যবাদ ইহতিব। ভালো থেকো নিরন্তর।

৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩০

নীল বরফ বলেছেন: বাহ! ছবিগুলো সুন্দর হয়েছে।৩ নং সবচেয়ে সুন্দর।+++++

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৫

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ নীল বরফ। ভালো থাকবেন নিরন্তর।

৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: মেঘলা ছবি ব্লগ। মাক্স ভাইও তো দেখি দারুণ ছবি তোলে। সব মিলিয়ে একটা ভালোলাগা জানিয়ে গেলাম :)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৭

আমিনুর রহমান বলেছেন:


আকাশ মেঘলা তাই আমার ছবি ও মেঘলা :P
ম্যাক্সরে কইলাম তোমার ছবি কিন্তু আমার নামে চালাইয়া দিমু কিন্তু যে আমারে হুমকি দিসে, কেইস কইরা দিবো বলে তাই ভয় পাইছি :D

৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ! অদ্ভুত সুন্দর।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৮

আমিনুর রহমান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই।

১০| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: ভাল নাহ। আর ক্লাস করতে ইচ্ছা করে না। :(

ফটোগ্রাফীটা শেখার ইচছা ছিল। ঐডাও হইল না :( :(

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪০

আমিনুর রহমান বলেছেন:


তাইলে রাজনিতিতে নাইমা পর, আমাদের দেশে রাজনীতি করতে কোন যোগ্যতা লাগে না :P


পড়াশোনা শেষ কর তারপর ঢাকায় এসে একটা ফটোগ্রাফি কোর্স করে নিও।

১১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

স্বপ্নবাজ অভি বলেছেন: ওফফ চাঁদের ছবি গুলা যা হইছে না ! আর ৬ নাম্বার টা অসাম ওয়ান !
নত হও ! দুর্দান্ত একটি কবিতা ! শুভকামনা আমিনুর ভাই , আপনার মত ছবি তুলতে মন চায় !

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

আমিনুর রহমান বলেছেন:


আমার তো তোমার মতো কবিতা লিখতে মন চায়, তাইলে কি করতাম কও !!!

নত হও আমার প্রিয় একটা কবিতা। বিশেষ করে এর অর্থ একদম খাপে খাপ আমাদের দেশের সাথে মিলে যায়।

ধন্যবাদ কবি স্বপ্নবাজ :)

১২| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৫

সোহাগ সকাল বলেছেন: চমৎকার সব ছবি। শেষের ছবিটা আরও চমৎকার! :)

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ সোহাগ সকাল। ভালো থাকবেন নিরন্তর।

১৩| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

বাহ আপনি খুব সুন্দর ছবি আঁকেন থুক্কু তোলেন কিন্তু আমি কেন এমন সুন্দর ছবি তুলতে পারিনা। :(

ভাইয়া আমাকে কি একটু ছবি তোলা শেখাবেন ?

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০১

আমিনুর রহমান বলেছেন:


আমার মোবাইলে ৩০০ টাকা ফ্লেক্সি কইরেন আগে চিন্তা-ভাবনা করার জন্য, ভাবার পর দেখা যাক আপনাকে শিখানো যায় কিনা। ওই মিয়া ফাজলামী করেন আপনে X( X( X( আপ্নের ছবি ব্লগ আমি দেখছি না !

১৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আমিও তুলি তয় ভাই আপনার মতন সুন্দর হয়না হের লাইগা কইলাম আমারে শিখাইবেন নাকি। আর আপনে গেলেন চেইতা। এইটা কিছু হইল। কিছুইতো হইলনা। আপনার মোবাইল ব্যালেন্স চেক করেন ৫০০ টাকা পাঠাইছি।

:-& :( :(( :D ;)

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১১

আমিনুর রহমান বলেছেন:


চেক করলাম তো !!! পাই নাই :(
ভুলে মনে নিজের মোবাইলেই দিয়েছেন :P খেলতাম না যান ;)

১৫| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২১

বোকামন বলেছেন:







ওয়াও !! প্রতিটি ছবি খুবই সুন্দর হয়েছে, দারণ !!

সম্মানিত আমিনুর রহমান,
বিশেষ করে-

আপনার দ্বিতীয় ছবিটি; সূর্যকে কিছুটা আড়ালে রেখে শ্যাডো এবং প্রতিচ্ছবি !!
ফটোগ্রাফার কী বোঝাতে চেয়েছেন-আলোর উৎসকে ছাড়িয়ে আলোকিত হউক পৃথিবী !!

৫নং ছবিটি তারই বিপরীত ! আলো আছে তবুও রঙ নেই !

৬ এবং ৯নং ছবিটিতে পয়েন্ট এবং ফোকাসের ডিটেয়েলিং মুগ্ধ করার মত !!

সবচাইতে বেশী ভালো লাগলো ৭নং ছবিটি। বাংলা মায়ের অপরূপ সবুজে বলতে হয়- “বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর” (এইচ ডি আর ইফেক্ট ব্যবহার করলে আরো চমৎকার হতো)

অনেক দিন বাদে, আপনার পোস্ট পেলাম :-)
আশাকরি ভালো আছেন।
পোস্টের জন্য কৃতজ্ঞতা রইলো

শুভকামনা নিরন্তর .....

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ প্রিয় বোকা মন। আপনার কমেন্ট ভীষণ ভালো লাগা ছুয়ে দিলো।
অত্যন্ত চমৎকার ও বিশ্লেষনধর্মী মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।

৬ ও ৯ নং ছবি দুটো আমার নিজেরও ভালো লেগেছে। ৭ নং ছবিতে এইচ ডি আর ইফেক্ট ব্যবহার করে পোষ্ট এডিট করে দিবো।

আমি ভালো আসি। আশা করি আপনিও ভালো আছেন।
শুভ কামনা ...

১৬| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩০

মামুন রশিদ বলেছেন: সবগুলো ছবিই সুন্দর । একটার বেশি প্লাস দিতে পারি নাই :(



সবচেয়ে বেশি ভালো লাগছে এটা,

আমি ভালবাসি মেঘ
উঁচুতে..
ঐ উঁচুতে,
আমি ভালবাসি আশ্চর্য্য মেঘদল ।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২২

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মামুন ভাই। আপনার কমেন্টস আমাকে সবসময়ই উৎসাহী করে।
কবিতায় +++

১৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

মাক্স বলেছেন: সুন্দর!!!

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

আমিনুর রহমান বলেছেন:


সুন্দর কোনটা ? তোমার টা না আমারগুলো :P

১৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++++++++


সবগুলোই চমৎকার হয়েছে

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৫

আমিনুর রহমান বলেছেন:


প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ বর্ষণ।

১৯| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

চিরতার রস বলেছেন: আপ্নের ছবি ব্লগ দেখলেই পুরান দুঃখ মনে পড়ে। কেউ কথা রাখেনি নামক দুঃখ।।

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:


আমারও পরান জইলা যায় কেননা আমার হার্ডডিস্ক ক্রাস করছে। ওখানে আমার অনেক অনেক ছবি ছিলো :(

২০| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আমিভূত বলেছেন: কোনটা ছেড়ে কোনটা নেই !! চমৎকার ছবি ব্লগ :)

সেভ করলে তো রেজুলেশন ঠিক থাকে না :(

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:


মেইল এড্রেস দিয়েন পাঠিয়ে দিমু নে :)
ধন্যবাদ ভূত। ভালো থাকবেন নিরন্তর।

২১| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:২৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((


আমি কই ছিলাম!!!!

এত্ত গুলা সুন্দর ছবি। :)

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

আমিনুর রহমান বলেছেন:



কই ছিলি তাইতো !!! মাইন্ড খাইছি :P

২২| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

আরজু পনি বলেছেন:

অভিভূত এবং হিংসিত ! দারুন !


কি ক্যামেরায় তোলা ?
ছবিগুলোকি যেমন তোলা হয়েছিল তেমনই এখানে দেখা যাচ্ছে না কি অল্প-বিস্তর এডিট হয়েছে ?

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন:


এই জন্যই তো ইদানিং আমার ছবি তুলতে মন চায় না কেন আপনে নজর লাগাইছে !


৯ নং ছবিটা ছাড়া সবগুলোই canon powershot IS1 দিয়ে তোলা। অল্প-বিস্তর না বেশ এডিট করা হয়েছে :P
অনেক অনেক কৃতজ্ঞতা সুন্দর মন্তব্যের জন্য।

২৩| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু বলেছেন: আসলেই সুন্দর

৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৪০

আমিনুর রহমান বলেছেন:


নিক দেখে আসলেই ভুই পাইছি :P


ধন্যবাদ ছুইল্লা কাইট্টা লবন লাগাইয়া দিমু

২৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ভাইয়া প্লিজ চেক ইউর মেইল । ইটস আর্জেন্ট :(

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:২৪

আমিনুর রহমান বলেছেন:


মেইল চেক কর।

২৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান,

আপনার নিজের তোলা ছবিগুলোর ক্রম ধরে আমার ভালোলাগার নম্বর অনুযায়ী সাজিয়ে দিচ্ছি -

প্রথম - ৮ নং ছবি । এক কথায় অপূর্ব । ভাবাই যায়না শখের ছবি তুলিয়ে !
যেন , ও চাঁদ সামলে রাখো জোছনাকে.....

দ্বিতীয় - ১নং ছবি । সুন্দর পারসপেক্টিভ । শিল্পময় আপনার রূচি ।
আঁধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায় ....

তৃতীয় - ১০ নং ছবি । সাদাকালোতে মিশে যাওয়া কিছু না-বলা কথা ।
যেন, তুমি কোন কাননের ফুল ........

চতুর্থ - ৩ নং ছবি । রংয়ে বাহারী হলেও কেমন বিষাদ মাখা। । মনে হয় আকাশ যেন কী ব্যথা বুকে নিয়ে
পড়েআছে।

পঞ্চম - ৫ নং ছবি । ডেকো না আমারে ডেকো না....

ষষ্ঠ - ৪ নং ছবি । ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা...

সপ্তম - ৬ নং ছবি । রংয়ে দারুন কনট্রাস্ট এনেছেন । যদিও থীম
গতানুগতিক ।

অষ্টম - ৯ নং ছবি । মায়াময় হলুদে - সবুজে মিতালী ।

নবম - ২ নং ছবি । ফটোগ্রাফার নই তাই বলতে পারছিনে এটা লেন্স না
কালার সেন্সরের কাজ ..

দশম - ৭ নং ছবি । এটাও খুব বেশী দেখা ল্যান্ডস্কেপ । যদি একটি মাত্র
কচি সবুজ পাতা তুলতে পারতেন ক্লোজ আপে ... !

৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৪০

আমিনুর রহমান বলেছেন:


সত্যিই ভাবছি আপনার মন্তব্যের কি রিপ্লাই দিবো। এমন মন্তব্যে আমি কিছু বলতে পারি না। শখের ফটোগ্রাফার আমি তাই ঠিক বুঝে উঠতে পারছি না সত্যি কি এতখানি প্রশংসার দাবীদার। আমি ক্যাপশন দিতে চেয়েছিলাম দিলে কিন্তু এত চমৎকার ক্যাপশন হত না।

আমার ভালো লাগার ক্রমানুসারে সাজালে প্রথম তিনটার সাথে একদম আপনার সাথে মিলে যায়। ২ নং ছবিটা কালার সেন্সরের কাজ কিন্তু খুবই সামান্য মুল ছবির সাথে। ৭ নং ছবির ক্ষেত্রে ক্লোজ ছবিও তোলা আছে ... পরেরবার দিবো ।


অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভ কামনা ।

২৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:৫০

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আমি এই মাত্র রিপ্লাই দিসি ভাইয়া । আপনিও চেক করেন ।

০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:


দেখেছি :)

২৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১২:৫৯

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আবার দেখেন :)

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:


:)

২৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:৩৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: ওয়াও ! আপনি সিরিয়াসলি সুন্দর ছবি তোলেন।
ভাল লাগলো সবগুলো ছবি !

++

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:


অনেক অনেক ধন্যবাদ দানা। তোমাকে আমার পোষ্টে দেখে ভালো লাগলো।

২৯| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:০৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার !! দারুন লাগল। আরো ভালো লাগল আপনি পোষ্ট দিয়েছেন দেখে। পোষ্টের অনুপ্রেরনা বলেন আমি ;) ;) ;)

চাঁদের ছবি দেখে ইচ্ছে করছে জোসনাকে ডেকে বলি, দেখ তোমাকে!! নিজেকে তো তুমি দেখতেই পার না। প্রান ভরে দেখ! :)

গ্রামের ছবি গুলো খুব পরিচিত মনে হচ্ছে!!!! :P

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৭

আমিনুর রহমান বলেছেন:


হয় তুমি ঠিকই কইছো। তুমি ঠেলাঠেলি না করলে পোষ্ট দিতাম না। আইলসামি লাগে পোষ্টে দিতে :P

গ্রামের ছবি যদি পরিচিত না লাগতো তাইলে তোমার খবর আসাল ;)

৩০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৪৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ওইত্তেরি ...
আসিফ মহিউদ্দীন আপনার পোস্ট থাইক্যা কোবতে কপি পেস্ট কৈরা তার স্ট্যাটাসে দিয়া দিছে ! =p~ =p~ =p~

জোকস এপারট । ;)

ছবি অনেক ভালো হইছে ।

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন:


আসিফ এর জন্য এই কোবতে দিয়েছি, স্ট্যাটাসে না দিলে খপর আচে ;) :P


ধইন্ন্য ভাইডি।

৩১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:২৫

হাসান মুহিব বলেছেন:

তবে অসাধারন কিছু কবিতা হলে ভালো হতো ; টাইটেল হিসেবে

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ হাসান মুহিব। পোষ্ট দিতে বড়ই আলসেমী লাগে :| :| :|

৩২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:৩৫

একজন আরমান বলেছেন:
মানতেই হবে আপনার ছবির হাত দুর্দান্ত।

০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

আমিনুর রহমান বলেছেন:


ধইন্ন্য বরিশাইল্ল্য আরমান ;)

৩৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকটা ছবি অনেক সুন্দর হইছে

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মাসুম আহমেদ। ভালো থাকবেন নিরন্তর।

৩৪| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:০৯

মায়াবী ছায়া বলেছেন: প্রতিটা ছবি অনেক সুন্দর ।।

০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মায়াবী ছায়া। আপনার প্রো-পিকটা সুন্দর। ভালো থাকবেন নিরন্তর।

৩৫| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ব্যাপার না আমার মোবাইল মানেই আপনার মোবাইল ভাই একটু এইবার খেলেন :P

অনেক ফাও গ্যাজাইলাম এইবার পোস্টের কথা কই;


৫ ও ৮ নং ছবিটা অসাধারণ আর জানালার গ্রিলের ফাকে যে চাঁদটাকে দেখা যাচ্ছে আমাকে একটি প্রিয় কবিতার কথা স্মরণ করিয়ে দিল।

তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা,
থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বত্থের ডালে বসে এসে,
চোখ পালটায়ে কয়ঃ ‘ বুড়ি চাঁদ গেছে বুঝি বেনোজলে ভেসে?
চমৎকার! —
ধরা যাক দু’-একটা ইঁদুর এবার –’

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভান্ডারী থুক্কু কান্ডারী ;) :)
আপনার কমেন্টে +++

৩৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

মুশাসি বলেছেন: অসাধারন, আপনার ক্যামেরাটা দেখেছিলাম :) :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ শাহজাহান। আমার ক্যামেরাটা কয়েকদিন পর এন্টিক হয়ে যাবে :P

৩৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:৩০

কালোপরী বলেছেন: :)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:২৯

আমিনুর রহমান বলেছেন:


:) ?

৩৮| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


পাখি সেতো একলা পাখি
ভুলে গেছে কখনো উড়ে চলেছিলো ওই আকাশে
স্মৃতিগুলো রয়ে যাবে মেঘ হয়ে ভেসে
ওই অসীম নীলিমার বুকে

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩০

আমিনুর রহমান বলেছেন:


এন্টিনা লাগাইতে হইবেক ;) :P :D

৩৯| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

একজন আরমান বলেছেন:
বরিশাইল্লা বানান ভুল করছেন কেন? X( X( X(( X(( /:)

০২ রা জুলাই, ২০১৩ রাত ১:৩২

আমিনুর রহমান বলেছেন:


ব্লগে আজকাল দেখি বাংলা একাডেমী স্বয়ং নিজে এসে হাজির :P
আমারটাই ঠিক কেননা আমি আজাইরা ডিজিটাল ডিকশনারী বরিশাইল্ল্য বানান এইডাই পেয়েছি ;)

৪০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৩:৩৬

একজন আরমান বলেছেন:
আমার বরিশালানুভুতিতে আপনি আঘাত হানছেন।
ব্যাপারটা ঠিক করেন নাই। /:) /:) /:)

যাউক বড় ভাই বইলা আর কিছু কইলাম না। :P :P ;)

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৮

আমিনুর রহমান বলেছেন:



বরিশাইল্ল্য তার আবার অনুভুতি ! তোদের অনুভুতি আছে নাকি !!!

:P ;) :P

৪১| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬

বাংলার হাসান বলেছেন: হে আমার অবাধ্য কলম, ক্রোধ সংবরণকরো,
ভদ্রলোকের মতো লেখো, ভদ্রলোকদের দ্বারে ধর্না দিও-
শিখে নাও সাজানো-গোছানো প্রভুপ্রিয় বাক্যাবলি…
হে কলম, এইবার নত হও, নতজানু হও,
++++++ ছবির সাথে রফিক আজাদের কবিতা ফ্রি পলোম।

বাহ! ভাল তো ভাল না।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ বাংলার হাসান। শুভ কামনা রইল ।

৪২| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক সুন্দর।

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

আমিনুর রহমান বলেছেন:



অনেক ধইন্ন্য স্বর্ণা মনি।

৪৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৫

আলফা-কণা বলেছেন: kobita ta khub chuye jaowar moto..... thanks

০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ আলফা-কনা। শুভ কামনা ও কৃতজ্ঞতা ।

৪৪| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৩

বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন:
বরিশাইল্ল্য তার আবার অনুভুতি ! তোদের অনুভুতি আছে নাকি !!!
=p~ =p~ =p~ :P কি বলবো !আপনাদের কান্ড কারখানা দেখে হাসতেই আছি!!

মাক্স ভাইয়ের ছবি অসাম!!

আর আমিন ভাইয়ের ছবিগুলা দেইখা বুকের মইধ্যে ব্যাথা অনুভব করলাম!! না পাওয়ার ব্যাথা, থুক্কু নাথাকার ব্যাথা! (একটা ক্যানন অর ডিএসএলআর থাকলে খালি! :( :( )

চাঁদের ছবিগুলা বেশি অসাধারণ ! আর প্রত্যেকটাই খুব চমৎকার হয়েছে........
যদিও অল্প-বিস্তর না বেশ এডিট করা হয়েছে ;) :P
এডিটিং ও একটা বড় মাপের শিল্প!!

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

আমিনুর রহমান বলেছেন:


ব্যথা অনুভূত হওয়ায় দুঃখিত তয় কথা আছে একখানা বরিশাইল্ল্য হইলে অনুভুতি তো থাকার কথা নয়। আপনে মনে হয় বরিশাইল্ল্য না :P


আমার কিন্তু ডিএসএল আর না, সাধারণ একখানা ক্যামেরা ...

চমৎকার মন্তব্যের জন্য এত্তবড় একটা ধনিয়া ;) :P

৪৫| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৫

বৃতি বলেছেন: দুই নাম্বার ছবিটা দেখে তপনের এই গানটা মনে পড়ল- শুনেছেন কিনা জানি না-

চাঁদ এসে উঁকি দিলো জানালায়, ভালোবাসা যেন ছুঁয়েছে আমায় ...

খুব ভালো লাগলো । আমার কিন্তু মনে হচ্ছে এখানে সূর্যের ছবিও আছে ।

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

আমিনুর রহমান বলেছেন:

গানটা শুনেছি। এখানে সূর্যের ছবি আছে দুটো :)
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
কৃতজ্ঞতা ও শুভ কামনা রইল !

৪৬| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:১৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: কঠিন ! :)

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ প্রতিবাদী। আপনার নিকটাও কঠিন :)
ভালো থাকবেন নিরন্তর।

৪৭| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

সঞ্জয় নিপু বলেছেন: সুন্দর হইছে অনেক :)

০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ সঞ্জয়। খুব ব্যস্ত না হলে পোষ্ট দিয়েন একটা। আপনার পোষ্ট আসে না অনেকদিন।
ভালো থাকবেন নিরন্তর।

৪৮| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৫৩

তন্দ্রা বিলাস বলেছেন: অসাধারণ ছবিগুলা। আপনার ছবি তোলার হাত তো অনেক সুন্দর। (প্লাস টু দি পাওয়ার ইনফিনিটি থাকল।)


[অটঃ যাক আপনি আমার লিস্টি থেকে বাদ পড়লেন। :) আর আমার বিয়াতে ক্যামেরা নিয়া আপনার অগ্রিম দাওয়াত থাকল। ;)]

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫

আমিনুর রহমান বলেছেন:


আসেন আপনার জন্যই অপেক্ষা করছিলাম :D :D :D
সত্যি বলতে তোমার আর কাল্পনিকের কারনে পোষ্ট দিছি। তোমরা ভীষণ জ্বালাচ্ছিলা ;) :P



অবশ্যই থাকবে তোমার বিয়েতে তয় আগে বিয়ার জন্য পাত্রী পাইলে তো :P ;)

৪৯| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

Sohelhossen বলেছেন: বড় ভাই আমারো পুরানো দুঃখ মনে পড়ে যাই ।

আপনে আমার ছবিটা পোস্ট করলে আর একলা থাকতে হত না ;)

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

আমিনুর রহমান বলেছেন:


হা হা হা !!! আমার তুলে দিবা নে ...
কেমন আছো তুমি ??? একদিন চল আবার আড্ডা দেই সবাই একসাথে ...

৫০| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

Sohelhossen বলেছেন: ভাল আছি । একটা উপলক্ষ বের করেন , সবাই মিলে একটা জমপেস আড্ডা দিব ...

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৫

আমিনুর রহমান বলেছেন:


তুমি একখানা বিয়া কর তাইলে উপলক্ষ্য হয়ে যাবে :P
এক সাথে দুই কাজ আড্ডা হবে সাথে বিয়া ;) টু-ইন-ওয়ান :D

৫১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:২৬

তন্দ্রা বিলাস বলেছেন: জ্বালানো তো কেবল শুরু, ;) ;) মাছ তো এখনও ভাজা হয় নাই। :) ;)

[কন কি পাত্রী পামুনা মানে? কয়দিন পর ইঞ্জানোয়ার থুক্কু ইঞ্জিনিয়ার হব। ;) ;) এখনই তো খালা চাচীরা ধরসে! ;) B-) ]

০২ রা জুলাই, ২০১৩ রাত ১০:২১

আমিনুর রহমান বলেছেন:


ভুই পাইছি :P
আইজ কাইল আর ইঞ্জিনিয়ার গো ভাত নাই সবাই শুধু ডাক্তার চায় ;)

অসুবিধা নাই বড় ভাইরা আছে কিল্লাই :D একখানা রাজকইন্য ভাগাইয়া নিয়া আসবো :P :P :P

৫২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩২

আশিক মাসুম বলেছেন: ছবি কবিতা হৃদয়ে আঁচ লাগা এক গুমট অনুভূতির বহিঃ প্রকাশ ।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ আশিক চমৎকার মন্তব্যের জন্য। ভালো থাকিস সবসময়।

৫৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৯

~মাইনাচ~ বলেছেন: সুন্দর হয়েছে

মাইনাচ B-)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:


আমি যদি ১০০ টা মাইনাচ না দিসি আপনার পোষ্টে তখন দেইখেন :P


মাইনাচের জন্য ধইন্ন্য :)

৫৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১২:৪৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবি তোলা। কোথায় তুলেছেন কিছু বর্ণনা দিলে ভাল লাগত।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:১০

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ নাজিম। আমার আলসেমী লাগে লিখতে :(


জানালা ও চাঁদ - ওটা আমার জানালা ও চাঁদ :) আমি প্রতিটি জোছনা উপভোগ করি দারুন ভাবে। জোছনা রাতে কানে হেডফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা জোছনা উপভোগ করি। জোছনা'র আলোয় আলোকিত থাকেন আমার পুরো ঘর। একটা রোমান্টিক আবহ তৈরি হয়।

সূর্য অস্তের সময় আলো আধারে মাঝে

উদ্দাম আকাশ - মেঘ ভেদ করে সূর্য জেগে উঠতে চাইছে।

ছিন্ন পাতা

সাদাকালো - আলোকিত পৃথিবী কিন্তু আমরা কি সত্যিই আলোকিত?

প্রজাপতি - এই ছবিটা গাজীপুরের ন্যাশনাল পার্কে অবস্থিত প্রজাপতি পার্ক থেকে তোলা।

সবুজে ঘেরা আমার দেশ

আমার সবচেয়ে প্রিয় সময় আমার ঘরে বসে পূর্ণ জোছনা উপভোগ করা।

এটা বালিয়াটি জমিদার বাড়ীর সামনের বাগানের ফুলের ছবি।

আমার দেশের প্রকৃতি চিত্র :(

৫৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর মনোরম ছবি ও কথা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১:৪৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ পরিবেশ বন্ধু। আপনি কি আমাকে একটা মেইল করতে পারেন আমাকে আমার মেইল এডে, প্রয়োজন ছিলো একটা ...


[email protected]

৫৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:০০

খাটাস বলেছেন: প্রকৃতির ছবি যে কেও তুললেই সুন্দর লাগে। ;) ৩, ৬, ১০ আর ১১ নাম্বার ছবি দেখলে সন্দেহ থাকে না, আপনার সৃজনশীলতা অনেক বেশি। বেশি সুন্দর। প্লাস।

০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

আমিনুর রহমান বলেছেন:

শখের ফটোগ্রাফার আমি এত প্রশংসা করলে লজ্জা পাই। আমার বিব্রতানুভুতিতে আঘাত লাগে :P


অনেক অনে ধন্যবাদ ভাইডি। ভালো থাকবেন নিরন্তর।

৫৭| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

অপর্ণা মম্ময় বলেছেন: শেষ ছবিটা ! কার ???

জানালা দিয়ে তোলা চাঁদের ছবি দেখে ভালো মতো ধাক্কা খাইছিলাম। সেইম ছবি আমিও তুলেছিলাম মোবাইলে, জানালার গ্রীলও সেইম! সেদিন চাঁদ পৃথিবীর খুব কাছে অবস্থান করছিল !
ছবি ব্লগ ভালো লেগেছে । শুভেচ্ছা

রফিক আজাদের কবিতাটা আমার খুব পছন্দের

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪৮

আমিনুর রহমান বলেছেন:


শেষ ছবিটা একটি পথ শিশু'র।
আমি প্রতি জোছনাই এমন কিছু ছবি তুলি কারন জোছনা আমার প্রিয় এবং জোছনা আলোতে আমার ঘর আলোকিত থাকে। সেইরকম সব মুহূর্ত পার করি আমি জোছনা রাতগুলোতে :)


ব্লগে সাধারণত যে কয়েকজনের মন্তব্য পেলে ভালো লাগা কাজ করে তাদের মধ্যে আপনি একজন। বিশেষ করে আপনার বিশ্লেষণধর্মী সমালোচনা সত্যিই একজন ব্লগারকে আরো ভালো ব্লগিং করার উৎসাহ দিবে যদি সেটা সেই ব্লগার যৌক্তিক ও সহজভাবে নেয়।
ধন্যবাদ অপর্ণা সুন্দর মন্তব্যের জন্য।

৫৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৫

সায়েদা সোহেলী বলেছেন: B:-) অসাধারণ ক্যাপচার !! জটিল এডিটিং! ! :)
আমার তোলা কিছু ছবি এডিট করে দেবেন? /:)

আপনার তোলা ৫নং ছবি দেখে একটা ক্যাপশন মনে এলো

কংক্রিটের স্তুপে বন্দী জলন্ত নক্ষত্র! !

শুভকামনা

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৩

আমিনুর রহমান বলেছেন:



অনেক সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ব্লগার :)


দুর্দান্ত ক্যাপশন। চিন্তা করছি আমার এই পোষ্টটি এডিট করবো ব্লগারদের ক্যাপশন নিয়ে। অবশ্যই আপনার ছবি এডিট করে দিবো। আমার মেইলে পাঠিয়ে দিয়েন।

[email protected]


ভালো থাকবেন নিরন্তর :)

৫৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

হাসিনুল ইসলাম বলেছেন: ২ নং (গ্রিলের ওপারে চন্দ্রজগত) ও ৬ নং (কংক্রীটের জালস্তম্ভ) ছবিদুটি- সাদাকালোর এক বিশেষ আবেশ তৈরী করেছে। অনেকটা বাস্তব আর পরাবাস্তবের মিশেল যেন। খুব ভাল লাগল।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২৯

আমিনুর রহমান বলেছেন:


সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ হাসিনুল ভাই।

শুভ কামনা রইল। ভালো থাকবেন নিরন্তর।

৬০| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৯

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:৪৮

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ খেয়াঘাট । শুভ কামনা !

৬১| ০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৪:৩৯

দূরে থাকা মেঘ বলেছেন: খুব ভালো লাগছে, এরকম সুন্দর ছবি দিলেন বলে, সবচেয়ে ভালো হলো জেলখানার ভেতর থেকে চাঁদের ছবিটা।
জেলখানা বললাম বলে রাগ করবেনা না,আমাকেও রাতের বেলায় গ্রিলের ভেতর থেকে চাঁদ দেখতে হয়,তাই বলে ফেললাম। বড়ো ভালো লাগলো এই ছবিটা।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ দূরে থাকা মেঘ। রাগ করিনি ...
আপনার প্রো-পিকে কি জেলখানার ছবি?
ভালো থাকবেন নিরন্তর।

৬২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: আপনার প্রতি মন্তব্য দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো । তাই আবার আসলাম। আসলে আলোচনা , সমালোচনা সহজ ভাবে নিতে পারলে নিজেরই উপকার হয় যদি কেউ আন্তরিকতার সাথে করে।

ভালো থাকবেন ।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৭

আমিনুর রহমান বলেছেন:


সত্যি বলতে সামুকে আমি একটা পরিবার মনে করি। তাই কেউ সমালোচনা করলে তাতে যে আন্তরিকতাই আছে তা বুঝতে হবে। তবে অনেক সময় দেখা যায় আন্তরিকতা থেকে অনেক ভুল ধরার চেষ্টা করে যাতে আন্তরিকতার ছোঁয়া থাকে না অথবা কেউ কেউ ভুল ধরাটাকে তাকে ছোট করছে মনে করে।


ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ।

৬৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫

এসএমফারুক৮৮ বলেছেন: ছবিগুলো সুন্দর ।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ ফারুক ভাই ! ভালো থাকবেন নিরন্তর !!

৬৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: আহ হা! কমেন্টের রিপ্লাইয়ে যায়গাগুলো উল্লেখ করে তো লাভ হলনা আমিনুর ভাই। এতে তো শুধু আমি জানলাম! পোস্টে এডিট করে দিলে বেশি ভাল হত। তাহলে সবাই জানতে পারত। যাক, শুধু আমার অনুরোধে যায়গাগুলোর নাম উল্লেখ করেছেন দেখে সম্মানিত বোধ করছি। নিজেকে কেমন যেন ভিআইপি ভিআইপি লাগছে! B-)

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

আমিনুর রহমান বলেছেন:


আপনে তো ভিআইপিই ! বেশী বেশী নয় মোটেও। আমি আপনার গল্প পড়ি এবং বলতে দ্বিধা নেই এই মুহুর্তে ব্লগের সেরা গল্পকারদের আপনি একজন।

আমি অলস বলছি না আগেই :| কষ্ট লাগে, আপনার এই অনুরোধটা আগামীতে রাখবো অবশ্যই ...

৬৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৭

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবিতাটা আমার খুব প্রিয়, জানেন?? আপনার কেমেরাটা ধার দিয়েন তো! আমিও ছবি তুলবার চাই। একসময় ভালো ছবি তোলতে চাই।

আর হ্যাঁ, আপ্নের উপ্রে রাগ করছি।

৬৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ৮:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
* এক সময় ভালো ছবি তোলতাম, একটু ট্রাই করে দেখতাম চাই হাত কাপে কিনা!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৩১

আমিনুর রহমান বলেছেন:


এখন জানলাম। আসলে মনের মইধ্যা আকুবাকু করেছিল এই জন্য কবিতা খানা দিয়েছি। আর আকুবাকু কেন করছে এখন বুঝলাম ;)


সেদিন মন-মেজাজ হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল তাই তোকে যে ফোন দিয়া কমু ভুইলা গেছিলাম :( সরি রে :)

আমার ক্যামেরাখান নষ্ট হয়ে গেছে, ঠিক করতে হবে নচেৎ নতুন একখানা কিনতে হবে।

৬৭| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

হাসিনুল ইসলাম বলেছেন: আমিনুর ভাই, এই পোস্টের বাইরের একটা কথা বলার জন্য আসলাম। আপনার গতকালের পরামর্শ খুব কাজে এসেছে। গুগুল এর সঙ্গে ৪৫ মিনিটের ভিডিও মিটিং ভালভাবে শেষ হয়েছে- বাংলালায়নের কানেকশনে। কানেকশন পুরো সময়ই ছিল। কথা পুরোটাই স্পষ্ট ছিল। ভিডিওও। আপনার সঙ্গে কথা না হলে আমি জুম দিয়েই চেষ্টা করে বিব্রতকর অবস্থায় পড়তাম কারণ জুমে ট্রাই করে দেখলাম, কেটে কেট যায়।

অনেক অনেক ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৬

আমিনুর রহমান বলেছেন:



ভালো লাগছে আমার সামান্য কথায় আপনার কাজে লেগেছে। টেক রিলেটড অথবা যে কোন ব্যাপরে কাজে লাগলে জানাবেন চেষ্টা করবো। আর যোগাযোগ রাখবেন এবং নিয়মিত ব্লগিং শুরু করে দিন। রাজশাহী গেলে আপনার সাথে যোগাযোগ করবো।

ভালো থাকবেন সবসময়।

৬৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৩

মনিরা সুলতানা বলেছেন: আমি কিন্তু আগেই স্বীকার করছি, হামেশা লেট দলের আমি :(

আপনার ক্যামেরা দিয়ে দেখার চোখ আছে বলতে হবে, এই ধরনের দৃশ্য তো আমরা ও দেখি , কই ক্যামেরার চোখে তো দেখতে পারি না এত সুন্দর করে ।

অনেক গুল ভালালাগা , আর এত্তগুলা ++++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৮

আমিনুর রহমান বলেছেন:


ঠিক কইছেন আফা আপনে হইলেন গিয়া লেট লতিফা :P
আপনে কি খুব ব্যস্ত? ইদানিং ব্লগে দেখা যায় না কেন??? নাকি ফেসবুকার হয়ে গেছেন ;) আমি এই কারনে ফেসবুকই বন্ধ করে দিয়েছি :D


আপনার অনেক ভালোলাগা আর এত্তগুলা প্লাস এর জন্য ধনিয়া পাতা আর কালিজিরা ... দুটো'র ভর্তাই আমি ভালো পাই ;) :P

৬৯| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০

হাসিনুল ইসলাম বলেছেন: আপনার দেয়া তথ্যটাই আসলে আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। অবশ্যই, টেক রিলেটেড বা তেমন কিছু প্রয়োজনে পরামর্শ নিতে ভুলবো না। রাজশাহীতে দেখা হলে ভাল লাগবে। আমি রাজশাহীর মানুষ হলেও ৭/৮ মাস থেকে নাটোরে, কলেজ চাকুরি সূত্রে। হয়ত আগামী বছর বা তারপর রাজশাহী আবার ঢুকতে পারবো। যোগাযোগ থাকবে। ব্লগে আবার সচল হতে হয়ত এ বছরটা চলে যাবে। এখনো কিছুই করা হয়নি তেমন, তাই দুটি পুরনো-রেয়ার বইয়ের অনুবাদে সময় দিচ্ছি।

অনেক ভাল থাকবেন। অনেক ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩০

আমিনুর রহমান বলেছেন:


অনুবাদ করে জানাবেন অবশ্যই। আমরাও পড়তে চাই।
ভালো থাকবেন নিরন্তর।

৭০| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

মনিরা সুলতানা বলেছেন: হাল্কা দৌড়ের উপ্রে আছি রে ভাই , ব্লগ এ তবু অনলাইনে দেখা যায় ফেবু তে তাও না ...।

শীতকালে ছুটির সকালে ধইন্নাপাতা আর কালিজিরা ভর্তা না থাকলে কি আর হয় ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন:



দৌড়ের উপ্রে থাকা ভালো। ভালো সময় কাটে :P
দেশে কবে আসতেছেন ???


সত্যিই তাই শীতের সকালে ধইন্নাপাতা আর কালিজিরার ভর্তা আদর্শ খাবারের একটা। ভালো থাকবেন নিরন্তর।

৭১| ০৫ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

রঙ তুলি ক্যানভাস বলেছেন: সুন্দর ছবি ব্লগ,সাথে কবিতাও :)
প্রথম চারটা ছবি বেশি ভাল লেগেছে,++++

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:


এইরাম সুন্দর সুন্দর কমেন্টস দিলেই চলবে না, আমাদের জন্য সুন্দর সুন্দর পোষ্টও দিতে হবে। আপনাকে খুব মিশাই।

মনে করে কমেন্টস এর জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকবেন নিরন্তর।

৭২| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯

না পারভীন বলেছেন: পুরো মাথা নষ্ট অবস্থা । ভাইরে আপনার দামী ক্যামেরা টা কিনে ফেলেছেন ? যেটা কেনার জন্য টাকা জমাচ্ছিলেন ?

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:


আপনে তাইলে আইছেন ;)
না রে ভাই সে টাকা খরচ হইয়া গেছে অন্য কাজে :(
আবার শুরু করতে হবে জমানো, আপাতত ভাঙ্গাচুরা ক্যামেরা দিয়াই দিন কাটাই :)

ভালো থাকবেন নিরন্তর। আপাতত কোন এলাকায় ডাক্তারী করছেন যদি সমস্যা না থাকে আমাকে একটু জানাবেন।

৭৩| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খারান আপ্নের এইখানে আমার একখান ছবি দেই! আমার তোলা সর্বশেষ ছবি!

এই ছবিতে এডিট ফেডিট কিচ্ছু করি নাই।

আপ্নে ফ্রী হয়ে নেন, তারপর দেখা হবে নে।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৭

আমিনুর রহমান বলেছেন:



কবি দেখি দুর্দান্ত ছবি তোলে ! ১০ এ ১০ পাইছো ফটোগ্রাফার হিসেবে :)
ঠিক আছে ...

৭৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩১

গৃহ বন্দিনী বলেছেন: চাঁদ দেখতে ভাল লাগে তাই চাঁদের ছবি দুইটাই বেশি ভাল লাগলো। :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ গৃহ বন্দিনী। আসলেই কি আপনি গৃহে বন্দি জানবার মুঞ্চায় :P

৭৫| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

গৃহ বন্দিনী বলেছেন: হাহাহাহা বর্তমান পরিস্থিতিতে অনেকটা বন্দিই বলতে পারেন । বাইরে গেলেই তো হাজার টা পেইন । শান্তি নাই কোনখানেই /:) /:) /:)

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

আমিনুর রহমান বলেছেন:


বন্দি জীবন ভালো না তবে ঘরে বসে বসে বই পড়া, গান শোনা বা ব্লগিং কিংবা অন্য কোন সৃজনশীল করা অনেক ভালো বাইরে যাওয়া থেকে ...

ভালো থাকবেন নিরন্তর।

৭৬| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
যে মোবাইলে এই ছবিটা তুলসিলাম সেই মোবাইলটা চোর বেটায় চুরি করে নিয়ে গেসে :( :( অনেকগুলা ছবি তুলসিলাম, ছবি তোলার পর কি ভেবে যেন এই ছবিটা ফেবুতে আপলোড দিসিলাম তাই এছবিটা আছে। আর সব কিছুর সাথে প্রেমিকার মেসেজগুলাও হাওয়া হয়ে গেলো! :((

আপ্নে ক্যামেরা টা ঠিক করান। একদিন আপনার ক্যামেরা নিয়ে বের হমু। সাথে অবশ্য ভাতিজা/ভাতিজীদের রাখতে পারেন। ভাবীকেও আনতে পারেন, তবে ভাবীকে নিয়ে কিছু লিখে ফেললে সে দোষ আমার না! ;)

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

আমিনুর রহমান বলেছেন:


আফসুচ :( প্রেমিকার মেসেজ !!! প্রেমিকা আছে তো নাকি সেও ;)
ক্যামেরাটা ঠিক করবো যদি কম পয়সায় হয়ে যায় আর না হলে আরেকটা কিনার চেষ্টা করবো।

ইনশাআল্লাহ্‌ ভাতিজা আর ভাবী থাকবে :) ভাবীকে নিয়ে কোবতে B:-) B:-) B:-)

৭৭| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪১

রোজেল০০৭ বলেছেন: প্রতিটি ছবিই বেশ লাগলো।মনে হচ্ছে প্রকৃতি প্রেমী একজন মানুষ আপনি।

শেষের কবিতা টা ছবিগুলোর সাথে মিশে গেলো স্বার্থহীন ভাবে।

ভালো থাকুন।

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ রোজেল। আমরা প্রতিটি মানুষই প্রকৃতিপ্রেমী। কারো মধ্যে সেটা প্রকট কারো মধ্যে কম।

ভালো থাকবেন সবসময়।

৭৮| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
প্রেমিকাও হাওয়া! :(( তাড়াতাড়ি ঠিক করান না হয় কিনেন!

ভাবীর সাথে দাবীর একটা কেমন যেন রিলেশন আছে না! ;)

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪

আমিনুর রহমান বলেছেন:


আছে মানে সেইরাম, আমারও ভাইয়ের কিছু দাবী আছে না (মাইর দেয়ার দাবী) :D

৭৯| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

মুদ্‌দাকির বলেছেন: আপনার ছবির তো ফেন হয়ে গেলাম :) :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ মুদ্‌দাকির। আমার ছবি ব্লগ সার্থক :)


ভালো থাকবেন সবসময়। ব্লগিং ও করুন নিয়মিত।
শুভ কামনা রইল।

৮০| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৫

না পারভীন বলেছেন: একটা ভাল মোবাইল ক্যামেরা কিনার বড় ইচ্ছা ছিল । কোনটা ভাল হতে পারে ? আপনি আমাকে ক্যামেরা বিষয়ে কিছু পরামর্শ দেয়ার কথা ছিল ;)
আমি পেরিফেরিতে থাকি । কোন গাইনী রিলেটেড সমস্যা জানতে চাইলে ম্যাসেজ দিয়েন । :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:

আগে জানতে হবে বাজেট কত? অবশ্য আপনার বাজেটের তো শেষ হওয়ার কথা নয়, ডাকাত থুক্কু ডাক্তার মানুষ মেলা টাকা :P

অনেকগুলো দিলাম। নিম্ন বাজেট যদি ৬০০০০/৭০০০০ রাখেন তাহলে মোটামুটি বেশ ভালো ক্যামেরা পাবেন।
গুগলে সার্চ দিয়ে দেইখেন অথবা কোন ভালো ক্যামেরা শপে গিয়ে দেখে আইছেন নিচের ক্যামেরা গুলো তারপর একটা পছন্দ করে দেয়া যাবে।
Canon EOS 6D
Canon EOS 650D
Canon EOS 1100D
Canon EOS Rebel T4i
Canon EOS Rebel T2i
Nikon D3200
Nikon D7100
Nikon D5100
Nikon D3100
Pentax K-30
Sony Alpha 65
Sony Alpha A99


আমার কোন গাইনী সমস্যা নাই আর হওয়ারও সম্ভবনা নাই :P
বউরে কমু নে আপনারে ফেবুতে এড করে নিতে :D
তাহার সমস্যা থাকলে আপনারে ইনবক্স করবে নে :)

৮১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫২

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ইশ ! কি সুন্দর ছবি গুলো !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৬

আমিনুর রহমান বলেছেন:


শুভ সকাল।
থ্যাঙ্কু বুবু । মন এখন ভালো হইছে?!

৮২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১:৪০

স্বাধীন বিদ্রোহী বলেছেন:
মাসাল্লাহ, সুবহানাল্লাহ !!!

০৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ স্বাধীন মাল্টি থুক্কু বিদ্রোহী :P

৮৩| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০০

বটবৃক্ষ~ বলেছেন: ভাইয়া আপনার ছবিগুলো এখানে কাজে লাগবে খুব!! :)

০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৯

আমিনুর রহমান বলেছেন:


দেখেছি পোষ্ট। আমি আপ করে দিবো আমার সব ছবি :)

৮৪| ০৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৫

দূর দ্বীপবাসীণি বলেছেন: দারুন এডিটিং করেছেন তো! অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো!

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৩

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ দ্বীপ।

ভালো থাকবেন সবসময়। শুভ সন্ধ্যা।

৮৫| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

এহসান সাবির বলেছেন: ভালো লাগা.... +++++

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ এহসান ভাই।


ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।

৮৬| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: হুম মন খুব ভালো রে ।

০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪০

আমিনুর রহমান বলেছেন:

শুভ সকাল :)

৮৭| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর ভাইয়া, ভালো লাগলো। আমি জেনেরাল হয়েছি গতকালকে ভাইয়া। :) :)

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:



মেজর জেনারেল মোবারক :D


অসংখ্য ধন্যবাদ মনীষা। ভালো থেকো সবসময় :)

৮৮| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮

আরমিন বলেছেন: সুপার্ব!

বিশেষ করে সূর্যাস্ত, প্রজাপতি আর হলুদ ফুল (ডালিয়া/ সূর্যমুখী?)

১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:১০

আমিনুর রহমান বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আরমিন :)
ঐটা ডালিয়া ছিলো।

৮৯| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ছবিগুলি অসাধারণ।


প্রতিটা ছবি ছবির মতই সুন্দর ও কাব্যময়।

সাথে কবিতাটাও ভালো লাগলো অনেক।

১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩০

আমিনুর রহমান বলেছেন:



অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা ও শুভ কামনা।

৯০| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

অদ্বিতীয়া আমি বলেছেন: কয়েকটা ছবি এত বেশি সুন্দর ক্যান ?

২নং ছবিতে মেঘের স্তর আর অল্প একটু নীল আকাশ অনেক সুন্দর !

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:১৩

আমিনুর রহমান বলেছেন:


অসংখ্য ধন্যবাদ অদ্বিতীয়া।
আপনার নতুন পোষ্ট নাই কেন ???
আমি ভালো লিখতে পারি না তাই লিখি না কিন্তু আপনি তো ভালো লিখতে পারেন তাহলে পোষ্ট আসে না কেন ????

৯১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

প্রত্যাবর্তন@ বলেছেন: ++++++++

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০

আমিনুর রহমান বলেছেন:


প্লাস এর ধন্যবাদ প্রত্যাবর্তন@।

৯২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ছবির এডিটিং সুন্দর ,কালারগুলো বেশ মানিয়ে গেছে।

সুন্দর।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

আমিনুর রহমান বলেছেন:


অসংখ্য ধন্যবাদ নাহোল।
তোমার প্রো-পিক হিথ রেজারের কথা মনে করিয়ে দেয় আর কষ্ট লাগে :(

৯৩| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০

তীর্থক বলেছেন: ভালো।

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৫

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ তীর্থক !

৯৪| ২১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

প্রিয়ভাষিণী বলেছেন: :)

২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:


আপনারে এত্তগুলো মাইনাচ। আপনে কই হারাইয়া যান মাঝে মাঝে !!!

৯৫| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯

সুপান্থ সুরাহী বলেছেন:
ছবি আর কবিতা...

সব মিলে ছবিতা...

মনভাল হওয়ার অনভূতি...

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:



অসংখ্য ধন্যবাদ সুপান্থ :)
তোমার মন্তব্য ও অনেক উৎসাহব্যঞ্জক।
ভালো থেকো নিরন্তর !!

৯৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৪০

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ ও কৃতজ্ঞতা !

৯৭| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৯:১৩

আদম_ বলেছেন: কমেন্টের জন্য লগাইলাম।
ছবি সুন্দর হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৬

আমিনুর রহমান বলেছেন:



অসংখ্য ধন্যবাদ আদম_।
ভালো থাকবেন নিরন্তর।

৯৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৫

শ্রাবণ জল বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর, আমিন ভাই।

ক্যাপশন গুলো কমেন্টে না দিয়ে ছবির সাথে এডিট করে দিলে ভাল হত।

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২

আমিনুর রহমান বলেছেন:



আমার কমেন্টস করতে আইলসেমী লাগে না কিন্তু পোষ্ট দিতেই যত কষ্ট লাগে :( :( :(

সময় করে এডিট করে দিবো নে ...

ভালো থেকো নিরন্তর।

৯৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

অদ্বিতীয়া আমি বলেছেন: আপনি লিখেন না তাই বলেন !! পারেন না সেটা বইলেন না । :-<
ইয়ে আমি ভাল লিখি :#) :#)
বলেন কি! ( ভাবতিসি এই খুশিতে আরও একটা ফাউল পোস্ট দিব B-)) )

ভাল আছেন তো ভাইয়া ?

০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৫

আমিনুর রহমান বলেছেন:




আউল ফাউল যাইই হোক একটা পোষ্ট দিয়ে দেন।
আমি ভালো আছি। আপনি কেমন আছেন?

১০০| ০৬ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:৪১

ডট কম ০০৯ বলেছেন: চান্দের ছবি ভালা হইছে।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভ্রাতা !

১০১| ১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বাহহ !!
নেক্সাস ৭(২) টা কিনে নেই।তারপর একটা ডিজি ক্যাম এর জন্য অ্যাকাউন্ট খুলবো :) ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মুন ! আমাদের দেশে নেক্সাস নিলে একটা ঝামেলা আছে। তাহলো ইন্টারনেট শুধুমাত্র ওয়াইফাই দ্বারা কানেক্ট করা যাবে। যার ফলে আপনি সব স্থানে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন না। তবে আমার সীমযুক্ত ওয়াইফাই মডেম ইউজ করে পারবেন।

ক্যাম কিনে আমাকে দিয়েন কয়েকদিন ব্যবহার করে দিবা নে ;)

১০২| ১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
ইয়েস সায়্যার, আ'ম ওয়েল অ্যাওয়ার অফ দ্যাট।আমার প্রথমে নেক্সাস ৭ এর ফার্স্ট জেনারেশনের সেলুলার ভার্সনটা নেয়ার প্ল্যান ছিল।এরপরেই সেকন্ড জেনটা রিলিজ করসে।ওটার কনফিগ-লুক দেখে ঠিক করলাম যে ওটাই নিবো।নেটের ব্যাপারটার জন্য ঠিক করসি বাসায় বাংলালায়নের ওয়াই-ফাই রাউটারটা নিবো।আর আমার ইউনিতেো ওয়াই-ফাই কানেক্শন আসে, তো মাঝে সাঝে ওখানে গিয়েও কাজ সেরে নিতে পারবো :) ||

১৫ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫২

আমিনুর রহমান বলেছেন:



তবে স্যার আমার একটা পরামর্শ আছে সে ক্ষেত্রে বাসায় যে কানেক্টিভিটি আছে তাই থাকুক। যদি ল্যাপটপ হয় তাহলে কানেক্টিভিটি কোন সমস্যাই না ওয়াই-ফাই হটসপ্ট দিয়ে সে সমস্যার সমাধান করা যাবে আর ডেস্কটপ হলে অতিরিক্ত একটা ওয়াই-ফাই ল্যান কার্ড অথবা ওয়াই-ফাই রাউটার লাগবে। আমি সে ক্ষেত্রে সীমযুক্ত ওয়াই-ফাই মডেম কিনার পক্ষে কেননা কখন যদি ঢাকার বাইরে যেতে হয় যেখানে বাংলালায়নের নেটওয়ার্ক নেই সেখানেও সহজে নেট ইউজ করতে পারবেন।

১০৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

আম্মানসুরা বলেছেন: বাহ!!! চমৎকার ছবি! আপনারে ১০ এর মধ্যে ১১ দিলাম।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ আম্মান। আমার অবশ্য আগেও একবার অঙ্ক পরীক্ষায় ১০০ তে ১১৮ পাওয়ার অভ্যাস আছে :P

শুভ কামনা রইল। এভাবে যেন আপনাদের প্রেরণায় আরো ভালো ছবি তুলতে পারি।

১০৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০৭

শ্যামল জাহির বলেছেন:




নত হও, নত হতে শেখ..
শান্ত হও, ভদ্র হও ভদ্রলোকের মতো
আড়াল করতে শেখো অপ্রিয় সত্যকে


মন ভরে দেখলাম ছবি গুলো।
অনেক সুন্দর!

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ শ্যামল। রফিক আজাদের এই কবিতা প্রতিটি লাইনে অনেক গুরুত্বপুর্ন। শুভ কামনা। ভালো থাকবেন নিরন্তর।

১০৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

লাবনী আক্তার বলেছেন: ছবিগুলো চমৎকার হইছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

আমিনুর রহমান বলেছেন:


ধন্যবাদ লাবনী।

১০৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

লাবনী আক্তার বলেছেন: ছবিগুলো চমৎকার হইছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

আমিনুর রহমান বলেছেন:



ভালো থাকবেন।

১০৭| ০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৫

শাহেদ খান বলেছেন: চমৎকার সব ছবি ! কোন ক্যামেরা, বললেন না?

অনেক ভাল লাগল, সবক'টা ছবিই ! +++

শেষে কবি রফিক আজাদের কবিতা'টা শেয়ার করার জন্য বাড়তি ভাল লাগা জানবেন।

শুভেচ্ছা, আমিনুর ভাই।

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ শাহেদ ভাই। এই নেন আমার ক্যামেরা, অনেক পছন্দের ক্যামেরা এটা আমার।

রফিক আজাদের এই কবিতাটি আমার প্রিয় কবিতার মাঝে একটা।

ভালো থাকবেন।

১০৮| ০৯ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

ডট কম ০০৯ বলেছেন: ছবি গুলান ভাল হইছে।

১০০ তে ১১৮ পাবার গল্পটা বলবেন পিলিজ।

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২

আমিনুর রহমান বলেছেন:



ক্লাস ফোরের ২য় সাময়িক এর গণিত পরীক্ষায় ১২টি অংক থেকে যেকোন ১০টি অংক করতে বলা হয়েছিল প্রশ্নে প্রতিটির জন্য ১০ মার্ক বরাদ্দ ছিলো। কিন্তু আমি গাধায় ১২টাই দিয়ে এসেছিলাম। আর স্যার বরাবরের সব অংকে মার্ক দিয়ে টোটাল করতে গিয়ে দেখে ১১৮। একটা জ্যামিতিতে ২ মার্ক কেটে ছিলো শুধু। স্যার প্রায় ২ ঘন্টা ধরে নাকি সেই খাতা দেখেছিলো আর বারবার ১১৮ কিভাবে হচ্ছিল তা বুঝে উঠে পারছিলো না। পরে সেটা বুঝেও আর সেদিন ঠিক করেনি। অন্য স্যার আর ক্লাসের সবাইকে পরের দিন আমার খাতা দেখিয়ে বলেছিল ১০০ তে ১১৮ পেয়েছি আমি :P পরে অবশ্য আমার রেজাল্টশীটে ৯৮ দেয়া হয়েছিল :(

১০৯| ১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

ডট কম ০০৯ বলেছেন: সেইরাম ইস্টুডেন্ট দেখা যাচ্চে গো।

১৪ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

আমিনুর রহমান বলেছেন:




১১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮

বুকের মধ্যে বায়ান্নটা মেহগনি কাঠের আলমারি বলেছেন:


আপনার ছবি তোলার হাত অসাধারণ !

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

আমিনুর রহমান বলেছেন:



এখন আর আমি ছবি তুলি না। বলা যায় ছবি তোলা আমি ছেড়েই দিয়েছি এক প্রকার :) ভালো থাকুন নিরন্তর।

১১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


ছবি তোলা ছেড়ে দিসো ক্যান!!! :||
ভাবি বকা দ্যায় বুঝি সুন্দরী জিনিসের ছবি তুললে!! B:-/ :P :P ... ফেবুতে দেখতাম কি না ;) :P ... কার্টেসিঃ ভাইয়ামনি!!!


যাইহোক , সব গুছিয়ে আবার শুরু করে দিও!
মেধাবী মানুষের হার মানলে চলে না! :)
ভালো থেকো!
:)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



গরীবের শখ থাকা ভালো না।

আমি মেধাবী নই একজন সাধারন গোছের মানুষ। ৯-৬ টা চাকুরী করেই যে জীবন চলছে তাতেই আমি খুশি। ভালো থাকিস নিরন্তর।

১১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

যাযাবর বেদুঈন বলেছেন: ভাইয়া একটা গল্প লিখেছিলাম স্ক্যাচ কার্ড। পড়ে দেখবেন কি ? :) :) :)

১১৩| ০৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৯:১৮

ফাহিম আহ্‌মেদ বলেছেন: চমৎকার কিছু ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ। :)

০৯ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৩৮

আমিনুর রহমান বলেছেন:



আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইল।

১১৪| ২৯ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৭

ডি মুন বলেছেন: বাহ, দারুণ সব ছবি।
প্রিয়তে নিয়ে গেলাম :) :)

৩০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:




হেই ব্রাদার অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.