নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মা নিয়ে নোংরা লিখা ব্লগস্পটসমুহ রিপোর্ট করে কিভাবে বন্ধ করা যায় আসুন দেখে নেই।

২০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৮

আপডেট ১ ফেইসবুক ইভেন্ট



“মায়ের একধার দুধের দাম

কাটিয়া গায়ের চাম

পাপস বানাইলেও ঋণের শোধ হবে না

এমন দরদি ভবে কেউ হবে না আমার মা”



মা’র ঋণ শোধ করা আমাদের কারো পক্ষেই কোনদিন সম্ভব নয়। দশ মাস দশ দিন পেটে লালন করা কতটা তীব্র কষ্টের হতে পারে সেটা মা ছাড়া কারো পক্ষে অনুভুব করা সম্ভব না। প্রায় ১৪ বছর যাবৎ আমার মা আমার কাছ থেকে দূরে এক ভিন্ন দেশের ভিন্ন শহরে বসবাস করেন। ২/১ বছর পর পর দেশে আসেন কিছুদিন আমাদের সাথে থেকে আবার চলে যান। উনার সাথে আমার ফোনে কখন কখন ২/৩ মাসেও কথা হয় না। কিন্তু নাড়ীর যে টান তার সন্তানের বিপদে আপদে তাকে নাড়া দেয় আমি তার জীবন্ত উদাহরন। এমন কখনই হয়নি আমি ভয়ানক কোন মনকষ্টে আছি বা অসুস্থ হয়ে বিছানায় পরে আছি সেদিন আমাকে আমার মা ফোন দেয়নি। এভাবেই প্রতিটি সন্তানের কষ্টগুলো মায়েরা অনুভব করে সন্তান মুখে উচ্চারন বা সন্তানকে না দেখেও। তাই আমার প্রতিটি সহ - ব্লগারের ক্ষেত্রে আরও একটি অনুরোধ - কারো খারাপ/অন্যায় আচরণের দেখে তার “পিতা-মাতা” নিয়ে গালাগালি করবেন না। গত কিছুদিন আগে মেহেদী হাসান মানিকস্বপ্নবাজ অভি ’র পোষ্টের মাধ্যমে আমরা সবাই জেনেছি গুগুলে “মা” লিখে সার্চ দিলে যে নোংরা পেজগুলো আসে তা পিছনে ফেলে সুন্দর আর্টিকেলগুলো কিভাবে প্রথম পাতায় আনা যায়। তাদের এই সুন্দর উদ্যোগের ফলে আমরা ইতিমধ্যে মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর পোষ্ট পেয়েছি এবং এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সাইট'মা' নামে ফেইসবুক পেইজ ও খোলা হয়েছে। যার ফল আমরা ইতিমধ্যে কিছু পাচ্ছিও। কিন্তু আমরা কি আরো একটু চেষ্টা করে এই সাইটগুলা বন্ধ করে দিতে পারি না! এই সাইটগুলো বেশিরভাগই ওয়ার্ডপ্রেসে করা এবং ওয়ার্ডপ্রেসে এই ধরনের ব্লগস্পট খোলা তাদের নীতিমালা বহির্ভূত। তাই আমার মনে হয় আমাদের কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি রিপোর্ট করি তাহলে এই ব্লগস্পটগুলো কর্তৃপক্ষ বন্ধ করে দিবে। এর আগে আমাদের সম্মিলিত প্রচেষ্টা কিছু সাইট আমরা বন্ধ করতে পেরেছিলাম।

আসুন তাহলে জেনে নেই কিভাবে রিপোর্ট করবো।



প্রথমে আমরা নিচের লিঙ্কে ক্লিক করব

http://en.wordpress.com/abuse/

লিঙ্কে ক্লিক করার পর নিচের পেইজটা ওপেন হবে (স্ক্রিন শর্ট - ১)



স্ক্রিন শর্ট – ১





ইমেইল এর ঘরে আপনার ইমেইল এড্রেস দিবেন, পরের ঘরে যে সাইটটি রিপোর্ট করতে চান সেই এড্রেসটা লিখবেন এবং নিচে “This content is abusive” ঘরে মার্ক করে continue বাটনে চাপ দিবেন। (স্ক্রিন শর্ট -২)



স্ক্রিন শর্ট -২





continue বাটনে চাপ দেয়ার পর নিচের পেইজটা আসবে (স্ক্রিন শর্ট -৩)



স্ক্রিন শর্ট -৩





রিপোর্টিং এর বক্সে আমরা লিখতে পারিঃ (কারো অন্য কোন আইডিয়া থাকলে জানাবেন)

“The Content is pornographic like sexual dirty stories, published women's pictures without permission does broken the terms of create a blogspot of wordpress.com.”



স্ক্রিন শর্ট -৪





এরপর submit report এ ক্লিক করলেই কাজ শেষ।



গুগুলের প্রথম ও দ্বিতীয় পেইজে পাওয়া নোংরা সাইটগুলো নিচে দেয়া হলো। কাউকে সাইটগুলো ভিজিট করে রিপোর্ট করার যেহেতু প্রয়োজন নাই তাই অকারন লিঙ্কে ক্লিক করে হিট বাড়ানোর দরকার নাই শুধু কপি করে নিদির্ষ্ট স্থানে পেস্ট করলেই হবে।



http://banglachotizone.wordpress.com

http://banglaerotic.wordpress.com

http://sherachoti.wordpress.com

http://xxgossip.wordpress.com

http://bangaliichoti.wordpress.com

http://dhonrajkarki69.wordpress.com

http://banglachotiworld.wordpress.com

http://bangaliichoti.wordpress.com

আরো লিঙ্ক সংযুক্ত হবে।





স্বপ্নবাজ অভি’র পোষ্ট যেখানে মা’কে সুন্দর পোষ্টগুলো কিভাবে প্রমোট করতে হবে বিস্তারিত পাবেন এবং অনেক সুন্দর সুন্দর পোষ্টের লিঙ্ক পাবেন।

"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।





বিদ্রোহী ভৃগু’র মা’কে নিয়ে সুন্দর সুন্দর আর্টিকেলগুলো নিয়ে একটি সংকলন।

মা - মা পোষ্টের সংকলন:উৎসর্গ পৃথীবির সকল মাকে ও স্বপ্নবাজ অভি যিনি মা শব্দটির মান রক্ষার অভূতপূর্ব সৈনিক।

মন্তব্য ১৬৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬৫) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

শ্যামল জাহির বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমিনুর রহমান ভাই, রিপোর্ট করার প্রণালী দেখিয়ে দিলেন বলে।
আমরা চাইলেই মহৎ কাজটি সফল হওয়া সম্ভব।
পোস্ট-এ প্লাস!

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

আমিনুর রহমান বলেছেন:



সম্মিলিত প্রচেষ্টা থাকলে অবশ্যই আমরা সফল হতে পারবো। খুব বেশী নয় ১৫ টার মতো ব্লগস্পট আছে আমরা সবাই মিলে রিপোর্ট করলে সেগুলো ডাউন করা সম্ভব। এই বিষয়ে আজ কালের মধ্যে ফেবুতে ইভেন্টও খোলা হবে। তখন আরো অনেকের সাড়া পাবো আশা করছি।

আপনাকেও ধন্যবাদ।

২| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

এম ই জাভেদ বলেছেন: দারুন পোস্ট।

কাউকে সাইটগুলো ভিজিট করে রিপোর্ট করার যেহেতু প্রয়োজন নাই তাই অকারন লিঙ্কে ক্লিক করে হিট বাড়ানোর দরকার নাই শুধু কপি করে নিদির্ষ্ট স্থানে পেস্ট করলেই হবে। - এ কথা গুলি বোল্ড করে দ্যান, নইলে অনেকে না বুঝে ক্লিক করে হিট বাড়াবে যা আমাদের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে।

ধন্যবাদ আপনাকে। পোস্ট প্রিয় তে।

২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

আমিনুর রহমান বলেছেন:



জাভেদ ভাই পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
এডিট করে দিচ্ছি এখনই।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার প্রয়াস আমিন ভাই। আমাদের লড়াই টা হতে হবে সকল দিক দিয়ে, সবাই একজোট হয়ে, কেননা এই পেজগুলোর ভিজিটর অনেক! সম্মানিত ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি!

পোষ্ট টি কি দুই দিনের জন্য হলেও স্টিকি করা যায়?
খুব শীগ্রই ফেবুতে ইভেন্ট খুলছি!

২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭

আমিনুর রহমান বলেছেন:




যত দ্রুত সম্ভব ইভেন্ট খুলে ফেল। এ লড়াইয়ে আমাদের জিততেই হবে :)

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩০

সাধারণ মুসলমান বলেছেন: Thanks Mr Aminul. Thanks Mr Javed. All the links should be as it is but directed to the page http://en.wordpress.com/abuse/

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০২

আমিনুর রহমান বলেছেন:


http://en.wordpress.com/abuse/ এই লিঙ্কে ঢুকে রিপোর্ট করতে হবে সবগুলো লিঙ্কের এবং প্রতিটি সাইটের জন্য আলাদা আলাদাভাবে রিপোর্ট করতে হবে।

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪০

হাসান মাহবুব বলেছেন: ধন্যবাদ। সবগুলো রিপোর্ট করবো।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৩

আমিনুর রহমান বলেছেন:




যেভাবেই হোক এই ব্লগস্পটগুলো বন্ধ করতে হবে। যতগুলো মেইল আছে সবগুলো দিতে করতে হবে হাসান ভাই।

৬| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫২

মামুন রশিদ বলেছেন: মা'কে নিয়ে আরেকটা শুভ উদ্যোগ ।


চলুন আমাদের মা'কে বাঁচিয়ে তুলি সকল পন্কিলতা থেকে ।


সবগুলো বাজে সাইট রিপোর্ট করবো ।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৭

আমিনুর রহমান বলেছেন:




মা'র জন্য করতেই হবে। তাছাড়া বাংলা ভাষা আমাদের অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া তাই এই ভাষার ব্যবহার নোংরাভাবে উপস্থাপনও আমাদের জন্য অপমানজনক।

৭| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ ভাই নিয়মগুলো দেখিয়ে দেয়ার জন্য। রিপোর্ট করতে বসে গেলাম।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০৮

আমিনুর রহমান বলেছেন:



আরো সাইট পেলে লিঙ্ক দিয়ে যাবেন আমি পোষ্টে আপডেট দিবো।

৮| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

হেজাজের কাফেলা বলেছেন: osongkhy dhonnobad....

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১০

আমিনুর রহমান বলেছেন:




আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৯| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) রিপোর্ট করা শুরু এখনি ........

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

আমিনুর রহমান বলেছেন:




গুড বয় :)

১০| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৬

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: গুড । রিপোর্ট করতে শুরু করবো । তোমা র খবর কি ভাইয়া ?

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৬

আমিনুর রহমান বলেছেন:




আরো কাজ আছে সেটাও হলো প্রচার। তোমার একটা বড় অংশ আছে যারা তোমার ফেবু'র ফলোয়ার তাদেরকেও জানাতে হবে। আমি ভালো আছি বুবু।

১১| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৫

অস্পিসাস প্রেইস বলেছেন:
থ্যাংকস আমিনুর ভাই।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

আমিনুর রহমান বলেছেন:



সবগুলো মেইল এড্রেস দিয়ে রিপোর্ট করতে হবে ভাইডি।

১২| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০৯

সুমন কর বলেছেন: রিপোর্ট করার পদ্ধতিটা দেখিয়ে দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটুপরই রিপোর্ট করা শুরু করব।
পোস্ট অসাধারণ হয়েছে। ++++++....
অনেক ধন্যবাদ।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

আমিনুর রহমান বলেছেন:



কাল বা পরশু ফেবু ইভেন্টও খোলা হবে। যত ইমেল এড্রেস আছে সব গুলো দিতে রিপোর্ট করবা।

১৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

একজন আরমান বলেছেন:
সুন্দর উপায় বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২০

আমিনুর রহমান বলেছেন:



স্টিকি লাগতো না সবাই জানলেই হবে। প্রয়োজনে শেয়ার দে।

১৪| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৫

যোদ্ধা ৭১ বলেছেন: রিপোর্ট করার নিয়ম দেখিয়ে দিলেন বলে আপনাকে ধন্যবাদ ভাইয়া ।



২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৭

আমিনুর রহমান বলেছেন:



আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৭

যোদ্ধা ৭১ বলেছেন: একজন আরমান বলেছেন:
সুন্দর উপায় বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে।

পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক
পোস্ট স্টিকি করা হোক


একজন আরমান এর কমেন্ট এর সাথে আমি শক্তভাবে সহমত ।



@ জানা আপুর দৃষ্টি আকর্ষন করছি ।


২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ।

১৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৬

অবচেতনমন বলেছেন: রিপোর্ট করেছি বটে তার সাথে নিজের কার্যকলাপ গুলো চালিয়ে যাওয়ার চেষ্টা প্রত্যেক প্রান্তে 'মা' ।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন:



কোন কাজ বন্ধ রাখা চলবে না ঠিক বলেছেন। ফেবু ইভেন্ট খোলা হবে ২/১ দিনের মধ্যে।

১৭| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:১৭

উদাসী স্বপ্ন বলেছেন: কাজ হয় না এতে। গোড্যাডির কিছু ওয়েবসাইট স হ ওয়ার্ড প্রেসের নানা ওয়েবসাইটের বিরুদ্ধে আমি রিপোর্ট করি। গো ড্যাডী সরায় না এভিডেন্স দেবার পরও, ওয়ার্ডপ্রেসের কোনো হুশ নাই, ফেসবুক সে হিসেবে ভালো। তিনটার বেশী কন্টেন্টে অভিযোগ করলে যদি সেটা সরানোর উপযুক্ত হয় তাহলে পুরা পেজটা নামিয়ে ফেলে।

তবে আমি বেশীর ভাগ সবসময় গ্রাফিক্যাল দিকে অভিযোগ করেছি।

যাই হোক, সাধুবাদ এই উদ্যোগের জন্য

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৬

আমিনুর রহমান বলেছেন:




নেট ভীষণ ডিস্টার্ব করছে তাই আপনার কমেন্টের রিপ্লাই দেয়া বেশী গুরুত্বপূর্ণ তাই আগে দিচ্ছি। স্বাভাবিকভাবেই হিটের কারনে তারা কন্টেটগুলো সরাতে এতটা আগ্রহী হয়ে উঠে না। যদিও প্রত্যেকে নীতিমালা করে ঠিকই কিন্তু নিজের ক্ষেত্রে তা পালন করে না। কিন্তু একটা বিরাট অংশ যখন রিপোর্ট করবে তখন তারা এই ব্যাপরে সতর্ক হবে এবং তাদের জন্যই ক্ষতি হতে পারে সেই ভাবনাও তাদের অবশ্য আসা স্বাভাবিক এবং তখন তারা একটা সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশে তারা খুব খারাপ বিজনেস করছে না। তাই তারা এই বিষয়ে অবশ্যই সতর্ক হবে আশা করি। প্রচুর রিপোর্ট দরকার সেক্ষেত্রে। এর আগে রিপোর্টের উপর ভিত্তি করে আরিফ জেবতিককে নিয়ে একটা ব্লগস্পট ও সামুকাল নামে একটা ব্লগস্পট ডাউন হয়েছিল আমার জানামতে।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৮

শামীম সুজায়েত বলেছেন: পোস্টটি স্টিকি করা না হলে তা হবে দু:খজনক।

উল্লেখ করে দেয়া বিবরণ অনুযায়ী করে আসলাম।
খুব সোজা। সেখানে Reason for reporting this: স্থানে আমরা তো বলতে পারি "বাংলায় ব্যবহৃত হওয়া "মা" শব্দটি কুরুচিপূর্ণ গল্প এবং নগ্য ছবির সাথে জুড়ে এই সাইটে প্রকাশ করা হচ্ছে। একজন বাংলা ভাষাভাষী হিসাবে এতে আমি অপমানিত বোধ করছি।"

আমরা মা'কে ভালবাসি। শ্রদ্ধা করি।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ শামীম ভাই পরামর্শের জন্য। আপনার আইডিয়াটা চমৎকার। দেখি কিভাবে আরো সুন্দরভাবে লিখা যায়। খুব শীঘ্রই আপডেট করে দিচ্ছি।
ভালো থাকবেন।

১৯| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:২৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ একটা কাজ করছেন

সবগুলো রিপোর্ট করবো

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মাসুম। আপনার একের পর এক সুন্দর গল্প/কবিতা লিখে মায়ের জন্য করে যাবেন তা কি আমি হতে দিতে পারি :P আমার নিজেরও তো কিছু করতে ইচ্ছে করে :) যেহেতু সাহিত্যিক নই তাই করলাম ছোট কাজটা।

২০| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১২

দি সুফি বলেছেন: ধন্যবাদ। করলাম রিপোর্ট।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:



গুড সুফি। শরীর নিশ্চয়ই এখন অনেক ভালো। ভালো থেকো নিরন্তর।

২১| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এই পোস্ট কাজে লাগবে।

এই মহৎ উদ্দেশ্যটা সফল হোক।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

আমিনুর রহমান বলেছেন:



উদ্দেশ্য সফল করতেই হবে এর কোন বিকল্প নাই।

২২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:২৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এক এক করে সব রিপোর্ট করবো। নাইস ওয়ার্ক ব্রো।

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

আমিনুর রহমান বলেছেন:



ধইন্যা। তুই ঢাকা এসেছিস তাহলে। আমি ফোন দিবা নে।

২৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

উদাসী স্বপ্ন বলেছেন: আপনার উত্তর পেয়ে ভালো লাগলো। তবে এখনকার ব্লগাররা বেশ সচেতন। এটা খুব ভালো লাগলো। দিন দিন ইউনিটি বাড়ছে যদিও অনেকে সিন্ডিকেট বাজীর কাতারে ফেলতে চান।

কিন্তু দিন শেষে আমাদের সবাইকে একত্রিত হতেই হবে। একটা সময় আমার নামেও এরকম ব্লগ স্পট খোলা হয়েছিলো আমার পরিচিত বেশ কয়েকজন মেয়ে ব্লগারদের নাম আর ছবি দিয়ে ব্লগ খুলেছিলো। আমি আমলে দেইনি কারন আমার তাতে কিছু আসে যায় নি। কিন্তু আমি জানি তাদের কতটা ক্ষতিটা হয়েছে।

আপনারা আরও বড় আকারে এসব উদ্যোগ নিন। আমিও আছি আপনাদের সাথে। আমার উদাসীনতার প্রায়শ্চিত্ত করা উচিত আর আমাদের মধ্যে বিবেকবোধকেও জাগ্রত করা উচিত


কিপ ইট আপ

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:




শুধুমাত্র সিন্ডিকেটবাজী ট্যাগের ভয় ব্লগারদের ইউনিটি হওয়ার একটা অন্যতম বাঁধা। আমার অনেক ব্লগারদের সাথে নিয়মিত যোগাযোগ বা আড্ডা হয় এবং সে কারনে ট্যাগও কম খাইনি। কিন্তু যারা পিছে কথা বলে তারা সবসময়ই পিছনে থেকে কথা বলবে সামনে আসার সাহস পাবে না যত সময় পর্যন্ত আপনার চিন্তা-ভাবনা সৎ থাকবে। এবং তাই মেনে আসছি সবসময়। আপনার ভাবনার সাথে সহমত দিন শেষে একত্রিত হতেই হবে নিজের জন্য হলেও। আমরা আসলে নিজের ভালো বুঝি না :(

উদ্যোগ নেয়ার প্রস্তুতি চলছে। সবাই ঈদের ছুটি শেষে ফিরে আসলেই কাজ শুরু হবে।

২৪| ২১ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:১৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: সাইবার সমাজে এভাবেই সংস্কার আনতে হবে।

অনেক ধন্যবাদ, আমিনুর রহমান ভাই :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১

আমিনুর রহমান বলেছেন:



আমাদের সাইবার সমাজের সংস্কারের জন্য সবাই একত্রিত হতে হবে।
ধন্যবাদ মইনুল ভাই।

২৫| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২১

ইমরাজ কবির মুন বলেছেন:
আপনাকে ধন্যবাদ আমিনুর ||

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ মুন।

২৬| ২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৯

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
রিপোর্ট করতে ত মজা আছে! কিন্তু কাজ না হলে কষ্টই বৃথা।

হ ঢাকা আসছি। রাতে ফোন দিমুনে। :)

২১ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪

আমিনুর রহমান বলেছেন:



প্রচুর রিপোর্ট দরকার। কাল অভি আসলে ইভেন্ট খুলে এটাকে আরো বড়ে করে করতে হবে। সবাইকে জানাতে হবে।

২৭| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৩

একজন আরমান বলেছেন:
শেয়ার দিচ্ছি।


জানা আপুর কাছে বিনীত অনুরোধ এই পোষ্টটি স্টিকি করে সকলকে অবগত হবার সুযোগ করে দিন।

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:




থ্যাঙ্কু।

২৮| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

ইখতামিন বলেছেন:
অনেক ভালো একটা উদ্যোগ
রিপোর্ট করছি

অঃটঃ এটাতো ওয়ার্ডপ্রেস এর নিয়ম..
গুগল ব্লগস্পটের গুলো কীভাবে রিপোর্ট করবো. কেউ কি বলবেন......?

২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫

আমিনুর রহমান বলেছেন:



ইখতামিন ভাল কথা জানতে চেয়েছ। গুগুল ব্লগস্পটের ও রিপোর্টের নিয়ম আছে কিন্তু গুগুল ওইসব সাইটের জন্য ছাকনি দিয়ে রেখেছে তাই সার্চ করলে সেই সাইটগুলো আছে না। তাই ওগুলোতে এখনই যাচ্ছি না।

২৯| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: রিপোর্ট করছি এখনি।

আপনাকে অনেক অনেক ধন্য্যবাদ বিষয়টা জানানোর জন্য।

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:



যতগুলো মেইল আছে সবগুলো দিয়ে রিপোর্ট করেন। এটা আরো বড় আকারের করা চিন্তা ভাবনা চলছে কাল/পরশুর মধ্যে একটা ফেবু ইভেন্ট ক্রিয়েট করা ও হবে।

৩০| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

তাসজিদ বলেছেন: কিন্তু এর ফলে ত শুধু blogspot গুল বন্ধ হবে। ফেবু বা অনান্ন সাইট কিভাবে বন্ধ করা যায়

২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:



সবাই যদি একত্র হই তাহলে তার ব্যবস্থাও করা যাবে। আমাদের জিততেই হবে এ লড়াইয়ে। আপনাকে আমি পরে ফ্রি হয়ে জানিয়ে দিচ্ছি কিভাবে ফেবুতে রিপোর্ট করতে হয়। এটা আরো বড় আকারের করা চিন্তা ভাবনা চলছে কাল/পরশুর মধ্যে একটা ফেবু ইভেন্ট ক্রিয়েট করা ও হবে।

৩১| ২১ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

তাসজিদ বলেছেন: আমি বুঝিনা কুত্তা গুলো কিভাবে লেখে এসব। একবারও কি অন্তরাত্মা কেপে উঠে না।

বিবেক কি একবারও বাধা দেয় না

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:



বিবেক থাকলে তো মানুষই হত কুত্তা হত না।

৩২| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: ধন্যবাদ। সবগুলো রিপোর্ট করবো।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

আমিনুর রহমান বলেছেন:



গুড ব্রাদার।

৩৩| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৬

এই সব দিন রাত্রি বলেছেন: এই যুদ্ধে সামিল হলাম আমিও; সব কলঙ্ক মুছে যাক

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার পাশে থাকার জন্য। এ যুদ্ধে জয়ী হতেই হবে আমাদের।

৩৪| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৭

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: আচ্ছা । কাল এটা নিয়ে তোমার সাথে কথা বলবো । ফেবুতে সারা পাওয়া যায় না । একটা লুতুপুতু কবিতা লিখলে গাদাগাদা লোক , এসব পোস্টে হাতায় পাওয়া যায় না X((

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন:



ঠিক আছে বুবু। মানুষের বিবেককে জাগাতে হবে। মন খারাপ করে বসে থাকা যাবে না।

৩৫| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০০

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ব্যাটারা বাংলা বোঝে না বলেই হয়তো অল্প-স্বল্প রিপোর্টে কাজ হয় না। খুব বেশি সংখ্যায় রিপোর্ট করলে অবশ্যই কাজ হবে।

পোস্টের জন্য ধন্যবাদ। শুভ কামনা পোস্ট দাতার জন্যে।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৮

আমিনুর রহমান বলেছেন:



ব্যাটাদের এবার বুঝিয়ে দিতে হবে বাংলা ভাষা কত কষ্টের আর কত ত্যাগের অর্জন। ধন্যবাদ জুলিয়ান দা।

৩৬| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:২৮

এই সব দিন রাত্রি বলেছেন: ফেসবুকে শেয়ার দিলাম

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ব্রাদার।

৩৭| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পোষ্টের শিরোনাম বোল্ড করেন।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:



স্বর্ণা মনি শিরোনামতো বোল্ড আছে। তুমি কি গানের লাইনগুলো বোল্ড করতে বলছো?

৩৮| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১

লাবনী আক্তার বলেছেন: ভাইয়া দারুন পোস্ট দিছেন। খুব ভালো লাগছে।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ লাবনী।

৩৯| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রথম পাতায় বোল্ড দেখা যায় না, টেকনিক্যাল প্রবলেম মনে হয়।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

আমিনুর রহমান বলেছেন:



এবার মনে হয় ঠিক আছে তাই না :) :) :)

৪০| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ঠিক আছে। ফেইসবুকে কিছু গ্রুপ আছে যারা অশ্লীল পেইজ, আইডি রিপোর্ট করে। সেগুলোতে এই লিঙ্কগুলো দিয়ে ও রিপোর্ট করার পদ্ধতি বলে দিলে কিছুটা কাজ হতে পারে।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫৪

আমিনুর রহমান বলেছেন:



ভালো বলেছো। অবশ্যই সকলের সাথে যোগাযোগ করবো। এইজন্য আজকে অথবা কাল একটা ইভেন্ট খোলা হবে ফেবুতে।

৪১| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

সোহেল রনি বলেছেন: রিপোর্ট করলাম।
সচিত্র পোষ্ট অনেক হেল্প করেছে এ ব্যাপারে।

অনেক ধন্যবাদ আমিনুর রহমান ভাই।

২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৪

আমিনুর রহমান বলেছেন:



এভাবে সবাই এগিয়ে আসলে অবশ্যই কন্টেটগুলো সরিয়ে ফেলবে। ধন্যবাদ সোহেল পাশে থাকার জন্য।

৪২| ২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬

অদৃশ্য বলেছেন:





দারুন উদ্যোগ আমিনুর ভাই... আপনার দেখানো পথে নির্দিধায় হাঁটা যায়... দারুন কাজ...


খুব ভালো থাকুন
শুভকামনা...

২২ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ অদৃশ্য ভাই। আমাদের সম্মিলিত প্রচেষ্টা ওই নোংরা কন্টেটগুলো দূর করা সম্ভব।


আপনিও ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।

৪৩| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৭

এহসান সাবির বলেছেন: চমৎকার ভাই..
কথা কম কাজ বেশি হবে..... আগে রিপোর্ট করবো তারপর অন্য কথা.....

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ সাবির ভাই। তবে যতগুলো মেইল এড্রেস আছে সবগুলো দিয়ে করবেন।

শুভ কামনা।

৪৪| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

আহমেদ আলিফ বলেছেন:
রিপোর্ট করা শুরু করলাম.........

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৩

আমিনুর রহমান বলেছেন:



আপনার প্রোপিক টা দেখলে এই ব্লগ থেকে একটা শিশু রুশানের চিকিৎসার জন্য ব্যাপক সাড়া জাগিয়ে ছিল, তার কথা মনে পড়ে। সে অনেকটা আপনার প্রপিকের বাবুটার মত।


রিপোর্ট চলুক ...

৪৫| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫

েবনিটগ বলেছেন: দারুন পোস্ট।

কাউকে সাইটগুলো ভিজিট করে রিপোর্ট করার যেহেতু প্রয়োজন নাই তাই অকারন লিঙ্কে ক্লিক করে হিট বাড়ানোর দরকার নাই শুধু কপি করে নিদির্ষ্ট স্থানে পেস্ট করলেই হবে। - এ কথা গুলি বোল্ড করে দ্যান, নইলে অনেকে না বুঝে ক্লিক করে হিট বাড়াবে যা আমাদের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে।

ধন্যবাদ আপনাকে। পোস্ট প্রিয় তে।

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৬

আমিনুর রহমান বলেছেন:



ওই অংশটুকু বোল্ড করা ব্রাদার। আপনার কমেন্টের পর আবার খেয়াল করে দেখলাম কিন্তু বোল্ড করাই আছে। আপনার ওখানে সম্ভবত কোন টেক রিলেটেড সমস্যা হচ্ছে।


ধন্যবাদ। রিপোর্ট চলুক ...

৪৬| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

আশিক মাসুম বলেছেন: পোস্ট লিঙ্ক ফেবুতে শেয়ার দিলাম ।

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ আশিক। কেমন আছিস? বউ কেমন আছে? ফোন দিস :)


একই কমেন্ট দুইবার এসেছে তাই একটা কমেন্ট মুছে দিলাম।

৪৭| ২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩২

অপর্ণা মম্ময় বলেছেন: সচেতনতামূলক পোস্ট। অবশ্যই এই সাইট গুলোর ব্যাপারে রিপোর্ট করবো

২২ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১০

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ অপর্ণা। মায়ের অপমান কোনভাবেই সহ্য উচিৎ না একজন সন্তান হিসেবে আমার সেটা দায়িত্ব।

৪৮| ২২ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১১

নুসরাতসুলতানা বলেছেন: শ্যামল জাহির বলেছেন: অসংখ্য ধন্যবাদ আমিনুর রহমান ভাই, রিপোর্ট করার প্রণালী দেখিয়ে দিলেন বলে।
আমরা চাইলেই মহৎ কাজটি সফল হওয়া সম্ভব।

২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:২৯

আমিনুর রহমান বলেছেন:



আমরা চাইলে অবশ্যই সম্ভব। ভালো থাকবেন।

৪৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪০

আশিক মাসুম বলেছেন: ভালো আছি ভাই আর বউ ও ভালো আছে ।

একটু না পুরাই ফাপ্রে আছি অবশ্যই ক্ল দিব :)

২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:


ওকে ফোন দিয়ে জানাস।

৫০| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

ভিয়েনাস বলেছেন: সচেতন মূলক পোস্ট। লিংকগুলো রিপোর্ট করার চেষ্টা করছি ভাইজান।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১

আমিনুর রহমান বলেছেন:



চেষ্টা করলে হবে না প্রিয় কবি। করতেই হবে।
ভালো থাকুন। শুভ কামনা।

৫১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৮

নাসরীন খান বলেছেন: khub valo uddug.chalia jan

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আপু।

৫২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: ইভেন্ট লিঙ্ক , ফেসবুকে বন্ধুদের নিয়ে আসুন , ছড়িয়ে দিন সারাবিশ্বে !
Click This Link

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:




ইনশাআল্লাহ্‌ এই লড়াইয়ে আমরাই জিতবো।

৫৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:০২

মশিকুর বলেছেন:
+++++++++++

আছি সাথেই।

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১৫

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ মশিকুর। সাহস পাচ্ছি আমরা পারবো অবশ্যই।

৫৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৩

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: অসম্ভব ভালো উদ্যোগ ভাইয়া, এত বিশ্রি অবস্থার কথা জানতাম না। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো, লড়াইয়ে যেন আপনারা সফলকাম হন ভাইয়া। :)

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:২৬

আমিনুর রহমান বলেছেন:



এ লড়াই আমাদের তাই তোমাকেও লড়াইয়ে নামতে হবে। আর তার জন্য রিপোর্ট কর উপরে দেয়া নিয়ম মত।

ইনশাআল্লাহ্‌ আমরা সফল হবোই।

৫৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৩০

েবনিটগ বলেছেন: tao to search dile ase. X( X( X( X( X( X( X( X( X(

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০২

আমিনুর রহমান বলেছেন:




ব্যস্ত থাকার কারনে প্রতিউত্তরে দেরি হওয়াতে দুঃখিত।

ওইসব পেইজগুলো তখনই ওয়ার্ড রিমুভ করতে উৎসাহী হবে যখন তার চেয়ে বেশী রিপোর্ট পড়বে। ব্রাদার এটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না। তাই চালিয়ে যান বিভিন্ন মেইল থেকে এবং অন্যকেও উৎসাহী করুন।

প্লিজ ধৈর্য হারাবেন না।

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:



উপরে ফেবু ইভেন্ট দেয়া আছে নিজে যোগ দিন এবং অন্যকে আমন্ত্রন জানান।

৫৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০২

উদাসী স্বপ্ন বলেছেন: আগেই বলছিলাম ওয়ার্ডপ্রেসে কাজ হয় না। আমি আমার পরিচিত আরও চার পচজনকে দিয়ে রিপোর্ট করালাম

ডোন ওয়ার্ক

২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০৪

আমিনুর রহমান বলেছেন:


ব্যস্ত থাকার কারনে প্রতিউত্তরে দেরি হওয়াতে দুঃখিত।

ওইসব পেইজগুলো তখনই ওয়ার্ড রিমুভ করতে উৎসাহী হবে যখন তার চেয়ে বেশী রিপোর্ট পড়বে। ব্রাদার এটা যত সহজ মনে হচ্ছে তত সহজ না। তাই চালিয়ে যান বিভিন্ন মেইল থেকে এবং অন্যকেও উৎসাহী করুন।

প্লিজ ধৈর্য হারাবেন না।


উপরে ফেবু ইভেন্ট দেয়া আছে নিজে যোগ দিন এবং অন্যকে আমন্ত্রন জানান।

৫৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

চমৎকার উদ্যোগ!!


সবাই চেষ্টা চালিয়ে গেলে ভাল কিছু আশা করা যায়।

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪০

আমিনুর রহমান বলেছেন:




পাশে থাকার জন্য ধন্যবাদ শোভন। এভাবে প্রতিটি উদ্যোগে পাশে পাবো আমার বিশ্বাস।

৫৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৫

বটবৃক্ষ~ বলেছেন: এই পোস্ট টা কি স্টিকি হয়নাই??

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:



কাজ হলেই হবে স্টিকি দরকার নাই :)

৫৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: পোস্টটা ইস্টিকি করা হোক...


সাথে আছি...

মাঝে মাঝে অবাক হয়ে ভাবি , মানুষ কতটা জঘন্য হতে পারে ...
পৃথিবীর সবচেয়ে নোংরা প্রাণী , একটা পশুও এধরনের কাজ করতে পারে না.........

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ফজলু ভাই পাশে থাকার জন্য।

একটা ঠিক কথা বলেছেন একটা নোংরা প্রানীও এই কাজ করে না। পৃথিবীর সকল প্রানীর কাছে তার মায়ের প্রতি এই অন্যায় মেনে নিবে না বা তাদের দ্বারা সম্ভব না কোন রকম নোংরামী করাও।

৬০| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:৪২

শোশমিতা বলেছেন: সচেতনতামূলক পোস্ট। অবশ্যই রিপোর্ট করবো। রিপোর্ট করার পদ্ধতিটা দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ।

২৬ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আপনাকেও মাঝে মাঝে আমাদের কথা মনে করে ব্লগে সময় দেন বলে। নিজে করবেন অন্যদেরও বলবেন রিপোর্ট করতে।

৬১| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৪৫

মোঃ নুর রায়হান বলেছেন: অবশ্যই সাথে ছিলাম, আছি, থাকবো।

২৮ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ নুর রায়হান। ভালো থাকবেন সবসময়। শুভ কামনা।

৬২| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৯

অবাধ্য সৈনিক বলেছেন: ভালো উদ্যোগ 8-| 8-|

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ। ব্লগে অনিয়মিত থাকায় দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।

৬৩| ০৩ রা নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

রাফসান বড়ুয়া বলেছেন: সাইটটা ১৮ প্লাস এর নিয়ম অনুযায়ী তৈরী হলে ব্যান হবেন কারণ Wordpress এ ১৮ প্লাস কন্টেট এর উপযোগী করে সাইট বা ব্লগ বানানো যায়।


তবে আপনার উদ্যোগ খুবই মহৎ। সাথে আছি। এগিয়ে যান। পারলে আমিও ট্রাই করব।

০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

আমিনুর রহমান বলেছেন:



অবশ্যই বানানোর নিয়ম আছে তবে সেক্ষেত্রে Wordpress এর ১৮+ সাইটের ঢোকার জন্য আপনাকে আগে ১৮+ কিনা জানতে চাইবে এবং ওকে দিলে সেখানে ঢুকতে পারবেন এবং সেই ১৮+ সাইটগুলো সার্চ ইঞ্জিনে সো করে না।

ধন্যবাদ পাশে থাকার জন্য। ব্লগে অনিয়মিত থাকায় দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।

৬৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: মা যে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে
মা গিয়েছেন সাথে যে তার গানটি গেছে ফেলে

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

আমিনুর রহমান বলেছেন:




এমন কমেন্টে কি বলব বুঝতে পারছি না :(



বেশ কিছুদিন ব্লগ থেকে দূরে ছিলাম তাই দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।

৬৫| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমি নতুন তাই কষ্ট করে হলেও আমার ব্লগে একটু ঢুঁ মাইরেন। ভুলবেন না কিন্তু! সেই সংগে মন্তব্য অবশ্যই।


ভাল থাকবেন। ধন্যবাদ!

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

আমিনুর রহমান বলেছেন:




যাবো অবশ্যই।


বেশ কিছুদিন ব্লগ থেকে দূরে ছিলাম তাই দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।

৬৬| ২৬ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

ইসতিয়াক অয়ন বলেছেন: উদ্যোক্তাকে স্যালুট ! অসাধারন একটা কাজ !

২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২২

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ অনয়। ভালো থাকবেন নিরন্তর।




বেশ কিছুদিন ব্লগ থেকে দূরে ছিলাম তাই দেরীতে রিপ্লাইয়ের জন্য দুঃখিত।

৬৭| ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

বাংলাদেশী দালাল বলেছেন: প্রসংশনিয় উদ্যোগ । অনেক ধন্যবাদ

আমি ময়ূরাক্ষী বলেছেন: মা যে আমায় ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে
মা গিয়েছেন সাথে যে তার গানটি গেছে ফেলে

:(


৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

আমিনুর রহমান বলেছেন:




আপনাকেও ধন্যবাদ ব্রাদার। ভালো থাকবেন নিরন্তর।

৬৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

স্বপনচারিণী বলেছেন: সাথেই আছি ভাই। আমার কাজ আমি করেছি।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ স্বপনচারিনী। সবসময় যেন পাশে পাই এভাবে। ভালো থাকবেন নিরন্তর।

৬৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

সপ্নাতুর আহসান বলেছেন: আগে জানতাম না, জেনে গেলাম প্রসেসটা। ধন্যবাদ।

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪১

আমিনুর রহমান বলেছেন:




আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৭০| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬

জুনায়েদ রাহিমীন বলেছেন: খুবই ভালো উদ্যোগ। প্রসেস জানানোর জন্য ধন্যবাদ। :)

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ জুনায়েদ। ভালো থাকবেন। শুভ কামনা রইল।

৭১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

অপ্রচলিত বলেছেন: কতটা বিকৃত রুচির মানুষ হলে এভাবে লিখতে পারে?

চমৎকার উদ্যোগ নিঃসন্দেহে। কিছু সাইট তো এরই মধ্যে বন্ধ হয়ে গেছে :)
রিপোর্ট করে দিয়েছি, দেখা যাক কি হয়।

২৪ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮

আমিনুর রহমান বলেছেন:




কৃতজ্ঞতা জানবেন পাশে থাকার জন্য। ভালো থাকবেন নিরন্তর।

৭২| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:০০

ডাকাতীয়া বলেছেন: অনেকদিন ধরে এমন কিছু খুঁজছিলাম। অসংখ্য ধন্যবাদ।
পোস্টে +++++++++++++

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ ডাকাতীয়া। এই ধরনের উদ্যোগে হয়ত সফলতা খুব একটা আসে না কিন্তু সচেতনা বাড়ে।


আপনার জন্য শুভ কামনা।

৭৩| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:০১

ডাকাতীয়া বলেছেন: প্রিয়তে নিলাম।

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:





আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।

৭৪| ২৭ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধারাবাহিকতায় আরেকটা বিশাল উদ্যোগ।

এটা খুবই ভাল লক্ষন। আমাদের অনেক কাজই চলমান বর্তমানে নড়চড়েই হারিয়ে যায়। স্বপ্নবাজ অভি ভাইয়ের পোষ্টে র পর- আমিও ভুলতেই বসেছিলাম আরও কিছু করার আছে। আপনার ধারাবাহিকতা- আবার নাড়িয়ে দিল।

অনেক অনেক ধন্যবাদ। নোংরামোর বিরুদ্ধে যুদ্ধ চলুক আজীবন।

ধারাবাহিক।

২৮ শে মার্চ, ২০১৪ সকাল ১০:১৭

আমিনুর রহমান বলেছেন:




ব্যপক রিডার থাকার কারনে ঐ নোংরা সাইটগুলো বন্ধ করতে হলে সকলের অংশগ্রহন খুব জরুরী।


অভির পোষ্টের পর পুরো সামু যেভাবে এগিয়ে এসেছিলো বিশেষ করে আপনার উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ছিলো।

সকল ভালো উদ্যোগে আমাকে সর্বদা পাশে পাবেন।

৭৫| ২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১১

কোবিদ বলেছেন:

সুন্দর পরামর্শের জন্য ধন্যবাদ
সকলে নিজ উদ্দ্যোগে এই সকল
বাজে পোস্টগুলোকে বয়কট করুন

২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৫৫

আমিনুর রহমান বলেছেন:




ঠিক তাই ব্রাদার। এইসব সাইটগুলো বয়কট করলেই কেউ আর এই ধরণের নোংরা সাইট তৈরি করার চিন্তা করবে না।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সুপ্রিয় ব্লগার কোবিদ।

৭৬| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩১

সুফিয়া বলেছেন: আমাদের সদিচ্ছা আর সম্মিলিত প্রচেষ্টায় কি না হতে পারে। আমাদের অগ্রযাত্রা সুন্দরকে সামনে রেখে সকল প্রকার অসুন্দর আর কলুষতার বিরুদ্ধে।

ধন্যবাদ আপনাকে এই দরকারী পোস্টটি শেয়ার করার জন্য।

১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

আমিনুর রহমান বলেছেন:



এদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে একসাথে সকলের। আপনাকেও ধন্যবাদ কমেন্টের জন্য।

৭৭| ২৩ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

দীপংকর চন্দ বলেছেন: অন্তর্জাল অনভিজ্ঞ আমি ভীষণ!

তবে যে কোন ভালো উদ্যোগে পাশে পাবেন আমাকে।

শুভকামনা জানবেন ভাই। অনিঃশেষ। সবসময়।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১:৪৯

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ দীপংকর। আমি বিশ্বাস করি এই পৃথিবীতে ভালোদের সংখ্যাই বেশি এবং আর আমার সে বিশ্বাস আমাকে কখন ঠাকায়নি। তাইতো যখনই কোন উদ্যোগে এগিয়ে যাই হাতে হাত রেখে কাজ করার মতো আপনাদের সবসময়ই পাই।


ভালো থাকবেন নিরন্তর

৭৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৬

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
লেখা গুলো অনেক পীড়া দিতো কিন্তু কি করতে হবে জানতাম না।
যত পারি রিপোর্ট করে যাব।

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

আমিনুর রহমান বলেছেন:



আপনাকে ও ধন্যবাদ। আমার পরে আরো আপডেট করে ব্লগার অপ্রতীয়মান আপত্তিকর WordPress/Blogspot ব্লগ রিপোর্ট করার সচিত্র পদ্ধতি নামে আরো একটি পোষ্ট দিয়েছিলো।

৭৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

নীল আতঙ্ক বলেছেন: ধন্যবাদ ভাইয়া......... আমি পোস্ট টা এখনি পড়ে দেখছি।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৯

আমিনুর রহমান বলেছেন:



:)

৮০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২১

নীল আতঙ্ক বলেছেন: আচ্ছা ভাইয়া প্রিয় তে কি খালি একটা পোস্ট রাখা যায়???
এই পোস্ট টা সহ আজ আরও কিছু পোস্ট প্রিয় তে রাখতে চাই।
কিন্তু হুলুদ বাটান টাই পাচ্ছিনা :(

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১০

আমিনুর রহমান বলেছেন:



প্রিয়তে আপনি যতগুলো ইচ্ছে পোষ্ট রাখতে পারবেন।

৮১| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৫

নীল আতঙ্ক বলেছেন: জী ভাইয়া এখন পারছি :)
কাল বাটান টা শো করছিল না।
ধন্যবাদ ভাইয়া :)

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৮

আমিনুর রহমান বলেছেন:



:)

৮২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৮

ইছামতির তী্রে বলেছেন: রিপোর্ট করে তবেই মন্তব্য করতে আসলাম।

অতি জরুরী পোস্ট। আপনাকে অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

০৮ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

আমিনুর রহমান বলেছেন:



আপনাকেও ধন্যবাদ। শুভ কামনা । ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.