নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারের ফাঁসি চাই

আমিনুর রহমান

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন - ইমন জুবায়ের ভাই

আমিনুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মিছে চিল নয় বরং চলুন গোবিন্দ হালদারের পাশে দাড়াই ।

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৭

গত কয়েকদিন ধরে ব্লগে, ফেসবুকে জিয়াউর রহমান এর প্রথম প্রেসিডেন্ট হওয়া কিংবা মুসা ইব্রাহীমের এভারেষ্ট বিজয় নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক লেখালেখি চলছে। সে বিষয় নিয়ে আমি কোন কথায় যেতে চাচ্ছি না বা আমার পোষ্ট দেয়ার উদ্দেশ্যও নয় ঐ বিষয় দুটো নিয়ে কথা বলা। শুধু বলবো বিষয় দুটোর সমাধান আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ন।



এখন আসি মুল প্রসঙ্গে । সামুর স্টিকিতে থাকা গোবিন্দ হালদারের দায়িত্ব নাও বাংলাদেশ পোষ্টটিও একজন অসহায় মানুষকে তার যোগ্য প্রাপ্য দেয়ার দাবীতে কম গুরুত্বপূর্ণ নয়। গোবিন্দ হালদারের কাছে আমাদের সমগ্র জাতি কৃতজ্ঞ। হয়ত সবাই আমরা ভাবতেই পারি আমাদের মতো সাধারন মানুষ উনার জন্য কি করতে পারি। প্রত্যক্ষভাবে হয়ত আমাদের কিছুই করার নেই। কিন্তু আমরা বিষয়টা সরকারের নজরে আনতে পারি। আমরা স্টিকি পোষ্টে আমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদের ঐক্যের নজির সৃষ্টি করতে পারি। আমরা ব্লগে ব্লগে পোষ্ট দিয়ে কিংবা ফেবুতে নিজের স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিতে পারি সকলের কাছে আমাদের দেশের এক ভিনদেশী বন্ধুর অসহায় অবস্থার কথা। যেন সরকারের নজরে এড়িয়ে না যেতে পারে। এর আগে ও এই ব্লগে রেজা ঘটকের মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরী'র জন্য কিছু একটা করুন এই পোষ্টের মাধ্যমে আমরা সরকারের নজরে আনতে সক্ষম হয়েছিলাম। এবারও নিশ্চয়ই পারবো যদি আমরা সকলে আন্তরিকভাবে এগিয়ে আসি।



বিভিন্ন পত্রিকায় গোবিন্দ হালদারকে লিখে লেখা সংবাদ সমুহের লিঙ্কঃ



তার পূর্ব দিগন্তে আর সূর্য উঠছে না! (দৈনিক ইত্তেফাক)



মৃত্যুর সাথে লড়ছেন গোবিন্দ হালদার - বাংলাদেশ প্রতিদিন



মেয়ের প্রতারণায় গোবিন্দ হালদার বেঁচে রয়েছেন আশ্রয়প্রার্থী হিসেবে - মানবজমিন



মৃত্যুর সাথে লড়ছেন গোবিন্দ হালদার - আজকের সময় (অনলাইন)

মন্তব্য ৭৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮

মিমা বলেছেন: ভাইয়া ফেসবুকে কি ইভেন্ট আছে এ ব্যাপারে?
ফেসবুক থেকে দৃষ্টি আকর্ষণ করা ও সাহায্য তোলা টা আরও বিস্তৃত ও সহজতর হতো বলে মনে হয়।
গোবিন্দ হালদার এর জন্যে কিছু করা আমাদের অবশ্য কর্তব্য। জাতি হিসেবে আমরা কখনোই নিজেদের অকৃতজ্ঞ হিসেবে পরিচয় দিতে পারি না, কৃতঘ্ন তো নয়ই!

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

আমিনুর রহমান বলেছেন:




মিমা, এখন পর্যন্ত কোন ইভেন্ট খোলা হয়নি, ফেবুতে দৃষ্টি আকর্ষণ সহজ সেটা সত্যি। তবে ব্লগে সরকারের নজরটা আমার কাছে মনে হয় ব্লগেই একটু বেশী। আমাদের মুল উদ্দেশ্য হলো এই পোষ্টের মাধ্যেমে সরকারী উদ্যোগে তার চিকিৎসা ও বাংলাদেশের নাগরিকত্ব প্রদানে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। তাই আমাদের যা করা উচিৎ যা হলো এই ধরণের পোষ্টে বিশেষ করে এই মুহুর্তে স্টিকি থাকা পোষ্টে কমেন্টের মাধ্যমে গোবিন্দ হালদারের চিকিৎসা ও নাগরিকত্ব প্রদানে এই দেশের নাগরিক হিসেবে আপনার বক্তব্য।


ভালো থাকবেন নিরন্তর !

২| ০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই তার চেয়ে চলুন বরং আমরা নিজেদের মধ্যে লড়াই করি আম গাছে কেন তাল ধরে এই টাইপ কোন বিষয় নিয়ে। বহুত ফায়দা হবে। X( X( X(

০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯

আমিনুর রহমান বলেছেন:




আমাদের স্বভাব লেবু কচলে তিতা করা আর তাল গাছ আমার সেখানে আমি যা খুশি ধরাবো বা যা কিছু বলব তাই ঠিক। আমাদের মাঝে সহশীলতার খুব অভাব।

৩| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০১

অন্তরন্তর বলেছেন:


পাশে আছি আমিনুর ভাই । আমরা আসলে কি জাতি তাই ভুলে
যাচ্ছি দিনে দিনে।
ইত্তেফাক পত্রিকায় সামুর যে পোস্টগুলো দেখায় সেখানে স্টিকি
পোস্টটি সবসময়ের জন্য দেখালে ভাল হত। অনেক মানুষের
নজরে আসত তাহলে।
শুভ কামনা।

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩

আমিনুর রহমান বলেছেন:




পাশে আছেন বলেই তো যেকোন ভালো কিছু করতে ভাবতে হয় না কখনো। আপনি খুব ভালো কথা বলেছেন। ইত্তেফাকের সাইটে সামুর পোষ্টে স্টিকি পোষ্ট থাকলে সত্যি অনেকের নজরে আসতো। এই ব্যাপারে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।


ভালো থাকবেন নিরন্তর।

৪| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
এতোদিন পোষ্টে কমেন্ট করতাম মডুর দৃষ্টি আকর্ষণ করছি! আজ লিখলাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। দুইটাই সেম কেউ দৃষ্টি আকর্ষণ করে না। :(

আপনার মেইল চেক কইরেন। আর ভাবী ঢাকা আসছেন বুঝি? ;)

০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

আমিনুর রহমান বলেছেন:




দারুন বলেছিস। মডু আর সরকারের দৃষ্টি আকর্ষণ সেম। মাঝে মাঝে মনে আসলো তাদের কোন বোধ আছে কি !


তোর ভাবী ঢাকায় নাই। মেইল দেখছি :D

৫| ০২ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

আহমেদ জী এস বলেছেন: আমিনুর রহমান ,



একটি সুন্দর আহ্বান ।

যাদের দৃষ্টি কাড়তে এই আহ্বান , তাদের দৃষ্টিতে যেন ধরা দেয় এই আহ্বানে সাড়া দেয়া সকল মানুষের আকুতি ।

শুভেচ্ছান্তে ।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ আহমেদ জী এস ভাই। আমরা কমেন্ট যে কাজের ক্ষেত্রে ভীষণ অনুপ্রেরণা যোগায়।


শুভ কামনা।

৬| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:২২

নীলসাধু বলেছেন: শুভেচ্ছা সুপ্রিয় আমিনুর।
পোষ্টের বক্তব্যে সহমত জানাই। আমরা সবাইয আরা যার স্থান থেকেও এই বিষয়ে সোচ্চার হলে আশা করা যায় সংস্লিষ্ট মন্ত্রনালয় বা কর্তৃপক্ষের নজ্ররে আসবে বিষয়টি আর এভাবে আমরা প্রাথমিকভাবে এগিয়ে যেতে পারি। তবে সময় অল্প এবং বিষয়টির যে সার্বিক অবস্থা তাতে দ্রুত কিছু করা হলে তা যথাযথ হত।
পাশে আছি সর্বোতভাবেই।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

আমিনুর রহমান বলেছেন:




নীল দা, সঠিক বলেছেন। এই মুহুর্তেই একটা ব্যবস্থা নেয়া খুব প্রয়োজন। আমাদের একদম সময় নেই বললেই চলে।


আপনাদের পাশে পাবো বলেই তো কখন কোন উদ্যোগ নিতে ভাবতে হয় না। বরাবরের মতোই পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

ভালো থাকবেন নিরন্তর।

৭| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯

নিশাত তাসনিম বলেছেন: আপনার মহৎ উদ্যোগ সফল হোক আমিনুর ভাই ।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ নি তা!


শুভ কামনা !!

৮| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



পোষ্টের বক্তব্যের সাথে সহমত।

০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:




অসংখ্য ধন্যবাদ শোভন। ভালো থাকিস রে :)

৯| ০২ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৬

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টের বক্তব্যের সাথে সহমত।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১২:২২

আমিনুর রহমান বলেছেন:





ধন্যবাদ অভি। ভালো থাকিস সর্বদা।

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১:৪৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: সরকার যত তাড়াতাড়ি গোবিন্দ হালদারের ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন, সরকারের জন্য ততই মঙ্গল হবে। সরকার যদি কিছু করতে ব্যর্থ হয় এবং গোবিন্দ হালদার যদি মারা যান, তখন সরকার অনেকের রোষানলে পড়বেন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিবলে দাবী করা তখন প্রশ্নবিদ্ধ হবে। আশা করছি সরকার এতো বড় বোকামি করবেন না।
পোস্টের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমিনুর। এই মুহূর্তে ব্যক্তিগত উদ্যোগে করার মতো কোন অবস্থা নাই। তাই সরকারী উদ্যোগ আশু প্রয়োজন।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

আমিনুর রহমান বলেছেন:





সরকার যদি দূরবর্তী চিন্তা ভাবনা করতো আর নিজেদের মঙ্গল চাইতো তাহলে প্রকৃতি জনগন ও সরকার দুইই ভালো থাকতো। আমাদের দেশেই যেই আসে সেই নিজের সাময়িক ভালোটা বুঝি নিয়ে চলে যায়। চাইলে আমরা আপতত কোন ব্যাক্তিগত উদ্যোগ নিতে পারছি না। দেখা যাক সরকার কি করে ...


ভালো থাকবেন নিরন্তর।

১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩২

অদৃশ্য বলেছেন:







চমৎকার ভাবনা... যদিও লিখাটি আমি দেখেছি কিন্তু কোন মন্তব্য করতে ইচ্ছা করেনি... আমি জানি তা করা উচিৎ ছিলো... তিনি আমার অপরিচিত অথচ তার গান সেই কিশোর বয়স থেকে আজও প্রায়সময়ই গুনগুন করে গাই... যা কিনা এক অন্যরকম অনুভূতি সবসময়ই তৈরি করে আমার ভেতরে...

যে লোক এমন কিছু সৃষ্টি করেছে যা শুনলে দেশ প্রেমানুভূতিতে হৃদয় আচ্ছন্ন হয়ে পড়ে, দেহের রক্তগুলো উত্তাপ ছড়ায়, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি মনের ভেতরে শ্রোদ্ধাবোধ তৈরী করে... তার মতো একজনের এই অবস্থা বড়ই দুঃখজনক... এতোদিন পর যখন তিনি মৃত্যুমুখে পতিত তখন আমরা জানছি সেই অসাধারণ মানুষের করুন পরিনতির কথা... আফসোস



০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১০

আমিনুর রহমান বলেছেন:





আপনার কমেন্ট পড়ে আমারও একটা অন্য রকম আবেগী অনুভুতি অনুভূত হলো। সত্যি তাই এমন একটা লোককে আমার যখন চিনলাম তখন উনি মৃত্যুমুখে পতিত, সেটা ভীষণ লজ্জার ! তারপর যদি কিছু করতে পারি আফসোসটুকু যতখানি গুচানো যায়।

১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩

খাটাস বলেছেন: পোস্টে সহমত, ছড়িয়ে যাক পোস্টের বক্তব্য।

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮

আমিনুর রহমান বলেছেন:



ছড়িয়ে দে সকলের মাঝে যেনো সকলের নজরে আসে।

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৯

জেরিফ বলেছেন: সহমত

০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ জেরিফ। গোবিন্দ হালদারের কথা ছড়িয়ে দাও সবার মাঝে।

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৭

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সহমত। যদি আমরা সবাই যার যার স্থান থেকে এই বিষয়ে সোচ্চার হই তাহলে আশা করা যায় সংস্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসবে।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৪

আমিনুর রহমান বলেছেন:




সরকারকে বুঝাতে দেশের মানুষ এই সম্মানিত লোককে তার জীবনদশায়ই প্রাপ্য সম্মানটুকু দিতে চায়।

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: সহমত জানিয়ে গেলাম।

০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৬

আমিনুর রহমান বলেছেন:




ছড়িয়ে দিন সকলের মাঝে। শুভ কামনা ব্রাদার।

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭

ইমিনা বলেছেন: আমিনুর রহমান ভাইয়ের সাথে সহমত ...
অার সেই সাথে অনেক অনেক ধন্যবাদ এই রকম মহৎ প্রচেষ্টার জন্য।।

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৫

আমিনুর রহমান বলেছেন:





ইমিনা, আশা করছি শুধু ধন্যবাদ নয় সকলের মাঝে এই মহান ব্যাক্তির কথাও ছড়িয়ে দিবে ...


ভালো থেকো সর্বদা।

১৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:১৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সামুতে দাবি ওঠেছে এবং সরকার তার প্রতিকার করেছে - এমন দৃষ্টান্ত কিন্তু কম হলেও আছে।

অতএব আরও লেখা আসুক, এবার দৃষ্টি আকর্ষণ করছি সরকারের।
দ্রুত ব্যবস্থা চাই।

ধন্যবাদ, জনাব আমিনুর রহমান :)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ৯:৩৯

আমিনুর রহমান বলেছেন:





সামুতে দাবি উঠা বেশ কয়েকটা দাবি সরকার প্রতিকার করেছে সে দৃষ্টান্ত আছে ইনশাআল্লাহ্‌ এবার ও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো ...


ধন্যবাদ মইনুল ভাই। ভালো থাকবেন সর্বদা।

১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

লিরিকস বলেছেন: দৃষ্টি আকর্ষণ করছি সরকারের।

ধন্যবাদ।

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১১

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ! আপনার একটা লিরিকস এর পোষ্ট দেখলাম। গানের কথার সাথে আরো একটু বিস্তারিত লিখলে মনে হয় ভালো হতো।

১৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪

মিজানুর রহমান মিলন বলেছেন: সুন্দর আহবান । আপনার সাথে সহমত। দৃষ্টি আকর্ষণ করছি সরকারের।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪২

আমিনুর রহমান বলেছেন:




সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হলে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে যেন সরকারকে ভাবতে বাধ্য করে এই বিষয়ে


আপনার জন্য শুভ কামনা রইল।

২০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সরকারের দৃষ্টি খুলুক।

০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৩

আমিনুর রহমান বলেছেন:



সরকারের দৃষ্টি খোলাই আছে কিন্তু দেখছে না পেরে পার পাওয়া যায় কিনা।

২১| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: তাঁর এক একটা গান ছিল চেতনার-আবেগের-ভালোবাসার- রনপ্রতাপের এটম বোম! আমাদের আর কয়টা কামান বন্দুক ছিল? ছিল এইরকম রক্তে আগুন ধরানো কিছু গান-কবিতা-সপ্ন আর জীবন বাজী রাখবার কিছু নিঃশঙ্ক চিত্ত! গোবিন্দ হালদার এর জন্য কিছু করতে চাইলে সময় তো তেমন নেই, উনি চলে গেলে কী আমরা তাঁর নামে ভাস্কর্য বানিয়ে আহা-উহু করবো! তাঁর জন্য কিছু করতে চাইলে এখনই সময়, না হলে কখনো নয়!

আপনাকে ধন্যবাদ পোস্টের জন্য, আরো কিছু কিছু করা যায় কিনা ভাবেন, জানায়েন, সাথেই আছি!

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪

আমিনুর রহমান বলেছেন:


করার মধ্যে একটা ও একমাত্র কাছে মনে হয় তা হলো মিডিয়াতে ছড়িয়ে দেয়া এবং সরকারের কানে পৌছানো যে আমাদের সাধারণ মানুষ তার চিকিৎসা ও নাগরিকত্ব চায়।


বিদেশীদের সম্মাননা দেয়ার প্রথম লিষ্টেও এই গোবিন্দ হালদারের নাম ছিলো না পড়ে মিডিয়াতে নিউজ আসার পর তার নাম লিষ্টে উঠেছিলো।

২২| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩

সঞ্জয় নিপু বলেছেন:

খুবই গুরুত্ত পূর্ণ এই বিষয়টি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪২

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ সঞ্জয়। যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:২১

উদাসী স্বপ্ন বলেছেন: গোবিন্দ হালদারের ব্যাপারে কোনো আপডেট আছে কি?

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৭

আমিনুর রহমান বলেছেন:



এখনো কোন আপডেট পাইনি ভাই ! সরকারের কাছেও খুব সহজ ব্যাপারটাও তাও তো নয় তবে একটা উদ্যোগ নিতে পারতো ! দেখা যাক কি হয় :(

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২১

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: গোবিন্দ হালদার........সোজা কথা দেশে থাকলে ডান্ডি , ইন্ডিয়া যাও রিফুইজি আর ফরেইন যাও শালা বাংলা পার্টি..........

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:



:| :| :|

২৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৭

আজীব ০০৭ বলেছেন: আমাদের মাঝে সহশীলতার খুব অভাব।

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:



আমাদের মাঝে সহশীলতার খুব অভাব সেটা সত্য !

২৬| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৫

শামীম সুজায়েত বলেছেন: সরাসরি শতভাগ সঠিক কথা বলেছেন।
গোবিন্দা হালদারকে বাঁচানো আমাদের কর্তব্য। তাঁর কাছে রয়েছে আমাদের অসীম দায়বদ্ধতা। তিনি প্রতিবেশী নন। তিনি আমাদের বাংলাদেশ।

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৯

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ শামীম ভাই। গোবিন্দ হালদারকে বাঁচানো আমাদের কর্তব্য।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৪

এহসান সাবির বলেছেন: গোবিন্দ হালদারের পাশে থাকা আমাদের কর্তব্য।

আপনাকে ধন্যবাদ আমিন ভাই পোস্ট দেবার জন্য।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

আমিনুর রহমান বলেছেন:



আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যে করে এই উদ্যোগের পাশে থাকার জন্য।

২৮| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৪

অরুদ্ধ সকাল বলেছেন: পোষ্টের বক্তব্যে সহমত জানাই।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ কবি !

২৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

গোর্কি বলেছেন:
কীর্তিমান এই মহান মানুষটির প্রতি নতশীরে অভিবাদন। চমৎকার পোস্টটি শেয়ারের জন্য সাধুবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৬

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ গোর্কি।

এই মানুষটির জীবনদশায় সম্মান দিতে না পারলে জাতি হিসেবে সেটি আমাদের জন্য হবে ভীষণ লজ্জার।

৩০| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

এহসান সাবির বলেছেন: শুভ হোক নববর্ষ ১৪২১।

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

আমিনুর রহমান বলেছেন:



শুভ নববর্ষ সাবির ভাই।

৩১| ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

ইমিনা বলেছেন: শুভ নববর্ষ আমিনুর ভাই :) :)

১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৮

আমিনুর রহমান বলেছেন:



শুভ নববর্ষ ইমিনা।

৩২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

রিফাত ২০১০ বলেছেন: ভালো কাজ কেমন আছেন ভাই ?

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮

আমিনুর রহমান বলেছেন:




ধন্যবাদ। ভালো আছি। আপনি কেমন আছেন?

৩৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪২

রিফাত ২০১০ বলেছেন: আলহামদুলিল্লাহ ভালোই ।

১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৪

আমিনুর রহমান বলেছেন:



সবসময় ভালো থাকুন এই কামনা করি।

৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

মুদ্‌দাকির বলেছেন: এই মানুষ গুলোর কমপক্ষে সম্মান জনক অবস্থায় মৃত্যু হওয়ার ব্যাপারটা রাষ্ট্রের নিশ্চিত করা উচিৎ!!

১৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আমিনুর রহমান বলেছেন:




ঠিক বলেছেন, সহমত !

৩৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১

একজন ঘূণপোকা বলেছেন: শ্রদ্ধা জনাব গোবিন্দ হালদারকে

২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩

আমিনুর রহমান বলেছেন:



বিনম্র শ্রদ্ধা গোবিন্দ হালদারকে।


ধন্যবাদ এজঘুপো !

৩৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৩২

তন্দ্রা বিলাস বলেছেন: বিনম্র শ্রদ্ধা গোবিন্দ হালদারকে।



কেমন আছেন বড়ভাই?

২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৪

আমিনুর রহমান বলেছেন:



বিনম্র শ্রদ্ধা গোবিন্দ হালদারকে !


আমি ভালো আছি। তুই কেমন আছিস???

৩৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৩

ইকবাল হোছাইন ইকু বলেছেন: সহমত। আপনার মত এমন জনপ্রিয় ব্যক্তিরা উদ্যোগ নিলে অনেক কিছুই করা সম্ভব বলে মনে করি

২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০

আমিনুর রহমান বলেছেন:




আমি খুব সাধারন মানুষ ! তবে সব সম্ভব সবাই যদি একাট্টা হই !!
শুভ কামনা ! ভালো থাকবেন নিরন্তর !!

৩৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১:২২

মনে নাই বলেছেন: সহমত জানালাম।

৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৪৩

আমিনুর রহমান বলেছেন:



ধন্যবাদ ভাই ! অনেকদিনে পরে আপনাকে দেখে ভালো লাগছে। তার বেশি ভালো লাগছে মনে করে আমার এখানে এসে কমেন্ট করেছেন।
ভালো থাকুন। ভাবীকে সালাম ও বাবুকে আদর জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.